অফিসিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের ৩য় সর্বোচ্চ চূড়া, যদিও আনঅফিসিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩১৭২ ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর' , ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।রুংরাং-ক্রিস্তং এর পর এবার যাচ্ছি আমরা কেওক্রাডং সামিট করতে সাথে থাকবে প্রকৃতির অপরূপ এক সৃষ্টি বগা লেক। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। বগা লেকের আসল নাম বগাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত লেকটি। ফানেল বা চোঙাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভূত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের ন্যায়।
আমাদের যাত্রার তারিখঃ ২৬ অক্টোবর -রাত ১১ টা (মহীপাল)
ফেরার তারিখঃ ২৯ অক
কেমন ছিল আজকের শ্রীমঙ্গল আজ প্রায় ৬৫ বছর আগে?
অস্কারপ্রাপ্ত ছবি Around The World in 80 Days (1956) এর কিছু অংশ শ্রীমঙ্গলে ধারণ করা হয়। ছবির এই অংশের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশটি ছিল লাউয়াছড়া ভেতর দিয়ে রেল লাইনের দৃশ্যটি। প্রায় অর্ধশতাব্দী পরেও এখনো সেই লাউয়াছড়া আগের মতই আছে।
বুনো প্রাণীর অভয় আশ্রম হিসেবে পরিচিত এই লাউয়াছড়া উদ্যান। আগে যত্রতত্র বন্য প্রাণীর দেখা মিললেও এখন এর সংখ্যা হ্রাস পেয়েছে।
এছাড়াও চা বাগান গুলোও আগের মতো।
Chitkul ❤🗻
Incredible Kinnaur 💕💕
Moon rise ❤
Kullu , Himachal Pradesh
Oct,2020
Shot by - Ish*ta kaul
Preikestolen, Norway
Who wanna go?
Pangong Lake View
Ladakh India 🇮🇳🗻🏍
@Ajay mehra
ঝর্ণার সাথে গান হবে একদিন ❤
Saint Martin's Island
8 October 2019
Credit: আর্তনাদ ঠাকুর
হরেক রকম পাগল দিয়ে মিলাইসে মেলা 🤣