Travelers of Feni

Travelers of Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travelers of Feni, Tour guide, Fani.

24/02/2024
"TOF Camping Festival Season 1"ফেস্টিভ্যাল নিয়ে সবার আগ্রহ দেখে আমরা বিস্মিত হয়েছি। ফেনীতে গত দুই বছর ক্যাম্পিংয়ের প্রতি...
17/01/2024

"TOF Camping Festival Season 1"
ফেস্টিভ্যাল নিয়ে সবার আগ্রহ দেখে আমরা বিস্মিত হয়েছি। ফেনীতে গত দুই বছর ক্যাম্পিংয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। সারাবছরই পাহাড় থেকে সাগর সব জায়গায় ফেনীর ক্যাম্পারদের আনাগোনা দেখা যায়। এছাড়া অনেক মানুষ আছে যারা এখনো ক্যাম্পিংয়ের সাধ নিতে পারেননি। এই ফেস্টিভ্যালে আমরা অভিজ্ঞ- অনভিজ্ঞ সবাই মিলে একসাথে ক্যাম্পিং করবো এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবো।।এই ফেস্টিভ্যালে ফেনী ছাড়াও অন্যান্য জেলাররা ক্যাম্পাররা আমন্ত্রিত। একলা, দোকলা, ফ্যামিলি সহ যেকেউ অংশগ্রহণ করতে পারবেন।
ইভেন্ট লোকেশন - সোনাগাজীর একটু সুন্দর চর।রেজিষ্ট্রেশন যারা করবেন তাদেরকে লোকেশন ডিটেইলস দিয়ে দেয়া হবে।
ইভেন্ট ডেট - ২৬ জানুয়ারি বিকাল ৩ টা থেকে ২৭ জানুয়ারী সকাল ১১ টা।
এই ক্যাম্পিংয়ে আমরা কি কি করবো??
• নতুন মানুষের সাথে পরিচিত হবো। তাদের কাছে ট্রাভেলিংয়ের গল্প শুনবো এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবো
• টেলিস্কোপে রাতের আকাশে চাঁদ দেখবো।
• সবাই অংশগ্রহণ করবে এমন কিছু গেইম এবং কুইজ থাকবে। ক্যাম্পফায়ার
• তাবুতে থাকার অভিজ্ঞতা নিতে পারবেন নতুনরা।
• ইভেন্টের দিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
কি কি নিয়ে আসবেন?
- তাবুর ভিতরে থাকার জন্য স্লিপিং ব্যাগ / কাঁথা
(তাবু আমরা দিবো)
- নিজের তাবু থাকলে অবশ্যই নিয়ে আসবেন।
- ২ লিটার পানি
- প্রয়োজনীয় মেডিসিন
- টর্চ লাইট
******রুলস******
১. কোনো ধরনের মাদক আনা যাবেনা।
২. ফানুস উড়ানো যাবেনা।
৩. বাজি ফোটানো যাবেনা।
৪. সাউন্ড বক্স আনা যাবেনা।
৫. ক্যাম্পগ্রাউন্ড পরিস্কার করে যেতে হবে যাওয়ার আগে।
যারা লোকেশনে সরাসরি আসবেন তাদের খরচ - ৬১০
যারা ফেনী থেকে আসবেন তাদের খরচ - ৮১৫
টাকা বিকাশ/ নগদ করে কনফার্ম করতে হবে। কনফার্ম করার লাস্ট ডেট ২২ জানুয়ারী । কিন্তু এর মধ্যে আমাদের নির্দিষ্ট কোটা পূরণ হয়ে গেলে রেজিষ্ট্রেশন ক্লোজ করে দেয়া হবে। তাই আগে আগে বুকিং দেয়ার চেষ্টা করবেন।
বিকাশ / নগদ- 01644-293500 - Asaduzzaman Nur
বিকাশ - 01850-000950 - Nazmul Hasan
টাকা বিকাশ করে যে নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারে কল দিয়ে বুকিং নিশ্চিত করে নিবেন। নিজে তাবু আনলে সেটাও তখন বলে দিবেন। তাবু নিজে আনলেও সেক্ষেত্রে কোনো ডিস্কাউন্ট পাবেন না।
যারা সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে পারার মানসিকতা আছে শুধুমাত্র তারাই আমন্ত্রিত।

17/01/2024

Nothings come easy!

Half of the movie is over, and the last half will reach its conclusion soon. But here we  blending it with high hopes, m...
16/01/2024

Half of the movie is over, and the last half will reach its conclusion soon. But here we blending it with high hopes, making it complicated.

Its 3 am now and m sleeping inside my tent.
07/01/2024

Its 3 am now and m sleeping inside my tent.

Witness of a fallen piece of heaven
18/09/2023

Witness of a fallen piece of heaven

City Lights
17/12/2022

City Lights

08/10/2022

অফিসিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের ৩য় সর্বোচ্চ চূড়া, যদিও আনঅফিসিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩১৭২ ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর' , ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।রুংরাং-ক্রিস্তং এর পর এবার যাচ্ছি আমরা কেওক্রাডং সামিট করতে সাথে থাকবে প্রকৃতির অপরূপ এক সৃষ্টি বগা লেক। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। বগা লেকের আসল নাম বগাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত লেকটি। ফানেল বা চোঙাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভূত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের ন্যায়।
আমাদের যাত্রার তারিখঃ ২৬ অক্টোবর -রাত ১১ টা (মহীপাল)
ফেরার তারিখঃ ২৯ অক্টোবর -রাত ১০ টা (আনুমানিক)
👉ট্যুর ফি- ৫৫০০ টাকা জন প্রতি ফেনী থেকে।
👉কনফার্ম করার শেষ তারিখ- ১৮ অক্টোবর, ২০২২
টিম সাইজঃ ১৪/২৮ জন।
ভ্রমণের সময়কাল-
২ রাত ৩ দিন
***ভ্রমণের স্থান সমুহঃ
১. বগালেক
২. চিংড়ি ঝর্না
৩. কেওক্রাডং
৪. দার্জিলিং পাড়া
৫. রুমা বাজার
বিস্তারিত ভ্রমণ প্ল্যানঃ
-------------
মহীপাল বাস টার্মিনাল থেকে অক্টোবর এর ২৬ তারিখ বুধবার রাত ১১ টায় বান্দরবান এর উদ্দেশ্যে রওয়ানা হবো। বান্দরবান পৌঁছে বাস থেকে নেমে নাস্তা করে জীপে/বাসে উঠে রুমার উদ্দেশ্যে রওনা হবো।পথে আর্মি ও পুলিশের অনুমতি নিয়ে বগালেকের উদ্দেশ্যে এগোতে থাকবো।বগালেক নেমে খাবার পর্ব শেষে রেস্ট করবোত,তারপর সারাদিন কাটাবো বগালেকে।রাতে ইচ্ছে আছে আপনাদের বারবিকিউ খাওয়ানোর,এরপর আড্ডা গান শেষে ঘুমিয়ে যাবো।সকালে খিচুড়ি খেয়ে ট্রেকিং শুরু করবো কেওক্রাডং এর উদ্দেশ্যে।পথে চিংড়ি ঝর্ণাতে দাপাদাপি হবে।ধীরে সুস্থে ট্রেকিং করে আমরা দুপুরের মাঝে চূড়ায় পোঁছে যাবো.দুপুরে খেয়ে রুমে রেস্ট করে বিকেলে বের হয়ে আশেপাশে ভিউ উপভোগ করবো,রাতের খাবার শেষে একটু আড্ডা মাস্তি করে ঘুমিয়ে যাবো,ভোরে উঠে হেলিপ্যাডে সূর্যোদয় দেখবো।কপাল ভালো হলে এটা জীবনের অন্যতম সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন।
সকালে দার্জিলিং পাড়ায় নাস্তা করে বগালেকের দিকে আবার ট্রেকিং শুরু করবো।দুপুরে বগালেকে খেয়ে ফেনীর পথে রওয়ানা হবো,আশাকরি রাত ১০-১১ টার মধ্যে ফেনী থাকবো।
👉৫৫০০ টাকায় যা যা থাকবেঃ
১. ফেনী-বান্দরবান-ফেনী বাস ভাড়া
২. জীপ ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. রাতের খাবার
৬. রাত্রিযাপনের খরচ
৭. পরেরদিনের সকালে খিচুড়ি
৮. দুপুরের খাবার
৯. রাতের খাবার
১০. রাত্রিযাপন খরচ
১১. সকালের নাস্তার খরচ
১২. দুপুরের খাবার
১৩. গাইড খরচ
১৪. গাইডের থাকা খাওয়া খরচ
১৫. জীপ মামাদের খাবার খরচ
১৬. আনুষাঙ্গিক খরচ
👉কি কি আনতে হবে:
১. ট্রেকিং উপযোগী জুতা অবশ্যই
২. ট্রেকিং উপযোগী জামাকাপড়
৩. শুকনা খাবার পালস চকলেট পিনাটবার ম্যাংগোবার রাখতে পারেন
৪. গামছা
৫. বাড়তি কাপড়
৬. পাওয়ার ব্যাংক
৭. নিজের যাবতীয় ঔষধাদি
৮. ওয়াটার প্রুফ মোবাইল কভার
৯. পলিথিন বৃষ্টি হতে পারে
১০. পায়ের মোজা অথবা ফুটবল খেলার এংলেট
১১. ৪ কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
যারা যাবেন ১৮ অক্টোবর এর মধ্যে আমাদের ২০৪০ টাকা বিকাশ করে কনফার্ম করবেন তাহলে আমরা আপনাকে ম্যাসেঞ্জার গ্রুপে এড করে নিবো ,বিস্তারিত ওখানে দিবো ধন্যবাদ
👉বিকাশ নাম্বার:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
যোগাযোগ:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
বিঃদ্রঃ প্রাকৃতিক পরিবেশ অথবা কোন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট সবার সাথে কথা বলে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে।

ক্রিসতং এর চূড়া থেকে ট্রাভেলার্স অব ফেনীর একাংশ। #আলিকদম #বান্দরবন
15/07/2022

ক্রিসতং এর চূড়া থেকে ট্রাভেলার্স অব ফেনীর একাংশ।

#আলিকদম
#বান্দরবন

25/11/2021
25/11/2021

কেমন ছিল আজকের শ্রীমঙ্গল আজ প্রায় ৬৫ বছর আগে?

অস্কারপ্রাপ্ত ছবি Around The World in 80 Days (1956) এর কিছু অংশ শ্রীমঙ্গলে ধারণ করা হয়। ছবির এই অংশের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশটি ছিল লাউয়াছড়া ভেতর দিয়ে রেল লাইনের দৃশ্যটি। প্রায় অর্ধশতাব্দী পরেও এখনো সেই লাউয়াছড়া আগের মতই আছে।
বুনো প্রাণীর অভয় আশ্রম হিসেবে পরিচিত এই লাউয়াছড়া উদ্যান। আগে যত্রতত্র বন্য প্রাণীর দেখা মিললেও এখন এর সংখ্যা হ্রাস পেয়েছে।
এছাড়াও চা বাগান গুলোও আগের মতো।

23/11/2020

মারায়নতং এর ভোর

Address

Fani

Telephone

+8801644293500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelers of Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category