15/10/2022
15 সেপ্টেম্বর 2022 থেকে 30 ডিসেম্বর 2022 পর্যন্ত কার্যকর, 13টি এয়ারলাইন্স দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে (DIA), কাতারের রাজধানী দ্বিতীয় বিমানবন্দর, শহরের কেন্দ্র থেকে 15 মিনিট দূরে অবস্থিত এবং 2022 ফিফা বিশ্বকাপ কাতারের বেশিরভাগ সময় থেকে 30 মিনিটের মধ্যে কার্যক্রম শুরু করবে।
১৫ তারিখের পর থেকে যারা দেশে আসা-যাওয়া করবেন যারা অবশ্যই আপনার টিকেট যেখান থেকে নিবেন সেখানে ভালোমতো বুঝে শুনে যাচাই-বাছাই করে বুঝে নিবেন। এই 13 টায এয়ারলাইন্স এর মধ্যে আপনার যদি ফ্লাইট থাকে তাহলে আপনাকে কাতারের সেকেন্ড এয়ারপোর্ট নামতে হবে।
তেরো এয়ারলাইন্স অন্তর্ভুক্ত
1. এয়ার এরাবিয়া
2. এয়ার কায়রো
3. বদর এয়ারলাইন্স
4. ইথিওপিয়ান এয়ারলাইন্স
5. ইতিহাদ এয়ারওয়েজ
6. ফ্লাইদুবাই
7. হিমালয় এয়ারলাইন্স
8. জাজিরা এয়ারওয়েজ
9. নেপাল এয়ারলাইন্স
10. পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
11. পেগাসাস এয়ারলাইন্স
12. সালামএয়ার এবং
13. টারকো এভিয়েশন