ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri

ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri The main goal of "Vromon Ovijatri" is to make travel more easier and obtainable.
(4)

আমাদের পরবর্তী শ্রীমঙ্গল ট্যুরে আর মাত্র ৫ জন অংশগ্রহণ করতে পারবেন।১৬ তারিখে শেষ হচ্ছে বুকিং করার দিনক্ষণ।বিস্তারিত দেখু...
13/10/2023

আমাদের পরবর্তী শ্রীমঙ্গল ট্যুরে আর মাত্র ৫ জন অংশগ্রহণ করতে পারবেন।

১৬ তারিখে শেষ হচ্ছে বুকিং করার দিনক্ষণ।

বিস্তারিত দেখুন কমেন্ট বক্সে ⬇️

MYSTERIOUS SREEMANGAL © nihab_rahman
11/10/2023

MYSTERIOUS SREEMANGAL

© nihab_rahman

One of our loyal guest, who always believe in us. We are very happy to gifts him such an amazing tour. ❤
11/10/2023

One of our loyal guest, who always believe in us. We are very happy to gifts him such an amazing tour. ❤

অসম্ভব সুন্দর এই লাক্সারিয়াস এসি হাউজ বোটে রাত্রীযাপনের পাশাপাশি রাঙামাটি ও কাপ্তাই একত্রে ছক্কা মারতে হলে যেতে হবে এই ই...
09/10/2023

অসম্ভব সুন্দর এই লাক্সারিয়াস এসি হাউজ বোটে রাত্রীযাপনের পাশাপাশি রাঙামাটি ও কাপ্তাই একত্রে ছক্কা মারতে হলে যেতে হবে এই ইউনিক ট্রিপে।

বিস্তারিত দেখুন কমেন্টে ⬇️

সিলেট সাদাপাথরে ভ্রমণ অভিযাত্রীর দল। আমাদের পরবর্তী ট্যুর শ্রীমঙ্গলে যারা যেতে ইচ্ছুক দ্রুত কনফার্ম করুন।যোগাযোগ - 01679...
08/10/2023

সিলেট সাদাপাথরে ভ্রমণ অভিযাত্রীর দল।

আমাদের পরবর্তী ট্যুর শ্রীমঙ্গলে যারা যেতে ইচ্ছুক দ্রুত কনফার্ম করুন।

যোগাযোগ - 01679-414171

আজকের সাদাপাথর 😨
06/10/2023

আজকের সাদাপাথর 😨

আলহামদুলিল্লাহ, ফেনী থেকে সিলেটের উদেশ্যে যাত্রা শুরু করলো ভ্রমণ অভিযাত্রীরা।ঢাকা থেকে আছেন তৌহিদ ভাইরা।ভালো একটি ভ্রমণে...
05/10/2023

আলহামদুলিল্লাহ, ফেনী থেকে সিলেটের উদেশ্যে যাত্রা শুরু করলো ভ্রমণ অভিযাত্রীরা।

ঢাকা থেকে আছেন তৌহিদ ভাইরা।

ভালো একটি ভ্রমণের অপেক্ষায়।

সুন্দরবনের বনবাসে আমাদের সম্মানিত অতিথিরা অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। 😍
04/10/2023

সুন্দরবনের বনবাসে আমাদের সম্মানিত অতিথিরা অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। 😍

ব্রেকিং নিউজ! একাধিক নতুন ট্রেন সহ ঘোষণা করা হলো কক্সবাজার ট্রেনে ভ্রমণ করার সময়সূচী - ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাই...
03/10/2023

ব্রেকিং নিউজ!

একাধিক নতুন ট্রেন সহ ঘোষণা করা হলো কক্সবাজার ট্রেনে ভ্রমণ করার সময়সূচী -

১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে ---

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চলবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেনসহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

Our guest review, we are always delighted to serve our guests. 😍
03/10/2023

Our guest review, we are always delighted to serve our guests. 😍

মাত্র ১৭০০/২০০০ টাকায় এই ডে লং ট্যুরে আমরা বৃহস্পতিবার রাতে রওনা করে শুক্রবার সারাদিন ঘুরে, রাতে আবারো নিজেদের গন্তব্যের...
02/10/2023

মাত্র ১৭০০/২০০০ টাকায় এই ডে লং ট্যুরে আমরা বৃহস্পতিবার রাতে রওনা করে শুক্রবার সারাদিন ঘুরে, রাতে আবারো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার সকালে যার যার ডেরায় থাকবো, (ইনশাআল্লাহ)।

🔻যাত্রা শুরু: ১৯ই অক্টোবর রাত ১০ঃ৩০ মিনিটে
🔻যাত্রা শেষ: ২১ই অক্টোবর সকাল ৬ টায়

== এই ভ্রমণে আমরা যা যা দেখবোঃ
🔹লাউয়াছড়া জাতীয় উদ্যান
🔹মাধবপুর লেক ও চা বাগান
🔹নুরজাহান/ফিনলে চা বাগান
🔹লাল পাহাড়
🔹আদি নীলকন্ঠ চা কেবিন
🔹বধ্যভূমি ৭১
🔹চা গবেষণা ইনস্টিটিউট (সময় সাপেক্ষে)

== ফেনী থেকে ইভেন্ট ফি - জনপ্রতি ১৭০০ টাকা (মাত্র)
== ঢাকা থেকে ইভেন্ট ফি - জনপ্রতি ২০০০ টাকা (মাত্র)
== বুকিং ফিঃ জনপ্রতি ১০২০ টাকা (অফেরত যোগ্য)
== বুকিং ফি দেওয়ার শেষ তারিখঃ ০৯ই অক্টোবর

== এই খরচে আপনি যা যা পাচ্ছেনঃ
🔸ফেনী-শ্রীমঙ্গল যাওয়া-আসা ট্রেনের টিকিট।
🔸ঢাকা-শ্রীমঙ্গল যাওয়া-আসা বাসের টিকিট।
🔸তিন বেলা খাবার - ২০ তারিখ সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার।
🔸সারা দিনের জন্য রিজার্ভ জীপ।
🔸সকল ধরণের প্রবেশ ফি।

== যা যা থাকবে নাঃ
🔻ব্যক্তিগত কোন প্রকার খরচ বা ঔষধ খরচ
🔻আমাদের ম্যেনুর বাইরে কোন খাবার খরচ
🔻নীলকন্ঠ চা কেবিনে চায়ের খরচ
🔻"খরচে যা যা পাচ্ছেন" সেই তালিকার বাহিরে এমন কিছু।
🔻যাত্রা বিরতিতে খাবার খরচ।

== যেভাবে বুকিং মানি জমা দিবেন -
আমাদের সাথে এই ভ্রমণে যেতে আপনাকে অগ্রিম ১০২০ টাকা জমা দিতে হবে। bKash/Nagad অথবা দেখা করেও দিতে পারবেন। (অগ্রিম বা বুকিং মানি সম্পূর্নভাবে অফেরতযোগ্য)। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব নয়। বাদ বাকি টাকা ভ্রমণের দিন নেওয়া হবে।

ব্যাংক ডিটেইলসঃ
Name - Salman Mahmud
Account No - 00390310043552
Mutual Trust Bank
Feni Branch

বিকাশ/নগদ নাম্বারঃ (পার্সোনাল)
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

- বাজেটের মধ্যে ট্যুরের জন্য সবসময় সবার প্রথম পছন্দ ভ্রমণ অভিযাত্রী। কারণ ভ্রমণ অভিযাত্রী সবসময় আপনাদের আয়ত্ত্বের মধ্যে রেখে সেরা ভ্রমণ/ট্যুর আয়োজন করার চেষ্টা অব্যহত রেখেছে।

বুকিং এর জন্য ইনবক্স করুন অথবা কল - 01679-414171

অপেক্ষার প্রহর সমাপ্ত, ভ্রমণ অভিযাত্রী আবারো হাজির আরো আকর্ষণীয় ও ভিন্নধর্মী ভ্রমণ পরিকল্পনা নিয়ে। সময়ের সাথে সাথে নতুনত...
30/09/2023

অপেক্ষার প্রহর সমাপ্ত, ভ্রমণ অভিযাত্রী আবারো হাজির আরো আকর্ষণীয় ও ভিন্নধর্মী ভ্রমণ পরিকল্পনা নিয়ে। সময়ের সাথে সাথে নতুনত্ব আপনাদের কাছে পৌছে দেয়াই আমাদের প্রয়াস।

এবার কাপ্তাই লেকে ভিন্নধর্মী লাক্সারিয়াস এসি হাউজ বোট মায়ালীনে ভেসে বেড়াবো আর ঘুরে দেখবো কাপ্তাই আর রাঙ্গামাটির আনাচে কানাচে। মোট কথা এক ঢিলে ৩ পাখি মারবো এই ট্যুরে।

== যাত্রার তারিখঃ ২৯ই অক্টোবর (রবিবার) রাত ১০ টায়)
== ফেরার তারিখঃ ১লা নভেম্বর (বুধবার) সকাল ৬ টায়)

== ফেনী থেকে ইভেন্ট ফি -
➡️নন এসি - ৬৫০০ টাকা জনপ্রতি (প্রতি বেডে ২ জন)
➡️এসি রুম - ৭২৫০ টাকা জনপ্রতি (প্রতি রুমে ২ জন)
✅এক রুমে ০২ জন (কাপল)
➡️এসি রুম - ৭২৫০ টাকা জনপ্রতি, দুজন - ১৪৫০০

== ঢাকা থেকে ইভেন্ট ফি -
➡️নন এসি - ৭০০০ টাকা জনপ্রতি (প্রতি বেডে ২ জন)
➡️এসি রুম - ৭৭৫০ টাকা জনপ্রতি (প্রতি রুমে ২ জন)
✅এক রুমে ০২ জন (কাপল)
➡️এসি রুম - ৭৭৫০ টাকা জনপ্রতি, দুজন - ১৫৫০০

✅আসন সংখ্যা মোটঃ ১৪ টি, (৮ টি এসি ৬ টি নন এসি)

== অগ্রিম জমা বা বুকিং কনফার্মেশন ফি = ৩০৬০ টাকা জনপ্রতি
== বুকিং কনফার্ম বা টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ২৩ই অক্টোবর ২০২৩

== ভ্রমণের স্থান সমুহঃ
------------------------
★ কাপ্তাই লেক
★ ডিভাইন আইল্যান্ড
★ বেরাইন্না লেকশোর ক্যাফে
★ শুভলং ঝর্ণা
★ ঝুলন্ত ব্রীজ
★ পলওয়েল পার্ক
★ নির্বান নগর বৌদ্ধ মন্দির
★ আদিবাসী গ্রাম ইত্যাদি

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী - রাঙামাটি, রাঙামাটি - ফেনী সকল ধরণের যাতায়াত ভাড়া।
- সায়েদাবাদ/গাবতলী - রাঙামাটি, রাঙামাটি - সায়েদাবাদ/গাবতলী সকল ধরণের যাতায়াত ভাড়া।
- কাপ্তাই লেকে থাকার জন্য রিজার্ভ হাউজ বোট (এক দিন এক রাতের জন্য)
- দুইদিনে ৫ বেলা খাবার খরচ।
- বেরাইন্না লেকশোর ক্যাফে ও ডিভাইন আইল্যান্ডে ৫ বেলা খাবার খরচ।
- ভ্রমণ স্থানে যাওয়ার জন্য টুরিস্ট বোটের খরচ।
- রাতে হাউজ বোটে রাত্রি যাপন করার সকল খরচ।
- উল্লেখিত সকল ভ্রমণ স্থানে যাতায়াত খরচ।
- সকল ধরণের প্রবেশ ফি।

বুকিং ও ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)

বিঃদ্রঃ = যেকোনো পরিস্থিতিতে হোস্ট তারিখ, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

সুন্দরবনের করমজলে আমাদের সম্মানিত অতিথিরা ❤
28/09/2023

সুন্দরবনের করমজলে আমাদের সম্মানিত অতিথিরা ❤

মনের সুখে চলে যাই বনবাসে,বাকিরা কুমিল্লা ও ঢাকা থেকে যোগ দিবে।এর পরবর্তী ট্যুর সিলেট, আর মাত্র দুদিন আছে বুকিং কনফার্ম ক...
23/09/2023

মনের সুখে চলে যাই বনবাসে,
বাকিরা কুমিল্লা ও ঢাকা থেকে যোগ দিবে।

এর পরবর্তী ট্যুর সিলেট, আর মাত্র দুদিন আছে বুকিং কনফার্ম করার।

যোগাযোগ - 01679414171

মাত্র ১৯০০ টাকায় ডে লং ট্যুরে আমরা বৃহস্পতিবার রাতে রওনা করে শুক্রবার সারাদিন ঘুরে রাতে আবারো নিজেদের গন্তব্যের উদ্দেশ্য...
20/09/2023

মাত্র ১৯০০ টাকায় ডে লং ট্যুরে আমরা বৃহস্পতিবার রাতে রওনা করে শুক্রবার সারাদিন ঘুরে রাতে আবারো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার সকালে যার যার ডেরায় থাকবো, (ইনশাআল্লাহ)।

🔹যাত্রার তারিখঃ ০৫ই অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০ঃ৩০ / ৮ঃ৩০ মিনিটে
🔹ফেরার তারিখঃ ০৭ই অক্টোবর (শনিবার) সকাল ৬ টায়

== এই ভ্রমণে আমরা যা যা দেখবোঃ
🔹ভোলাগঞ্জ সাদা পাথর
🔹রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালাল রহঃ মাজার

== ফেনী, ঢাকা থেকে ইভেন্ট ফি - জনপ্রতি ১৯০০ টাকা (মাত্র)

== বুকিং ফিঃ জনপ্রতি ১০২০ টাকা (অফেরত যোগ্য)
== বুকিং ফি দেওয়ার শেষ তারিখঃ ২৫ই সেপ্টেম্বর

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী-সিলেট ট্রেনে আসা যাওয়া সকল ধরণের খরচ।
- ঢাকা-সিলেট ট্রেনে আসা যাওয়া সকল ধরণের খরচ।
- তিন বেলা খাবার - ০৬ তারিখ সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার।
- সারা দিনের জন্য রিজার্ভ লেগুনা ভাড়া।
- ভোলাগঞ্জ, সাদাপাথর নৌকা ভাড়া।
- রাতারগুল নৌকা ভাড়া।
- সকল ধরণের প্রবেশ ফি।

বুকিং ও ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171

প্রিয় ভ্রমণ অভিযাত্রী নিবাসী,এক নজরে দেখে নিন আমাদের পরবর্তী ট্যুর সমূহ - 🔻৫০০০/৫৫০০ টাকায় - বনবাস, সুন্দরবন, ঘাটগম্বুজ ...
10/09/2023

প্রিয় ভ্রমণ অভিযাত্রী নিবাসী,

এক নজরে দেখে নিন আমাদের পরবর্তী ট্যুর সমূহ -

🔻৫০০০/৫৫০০ টাকায় - বনবাস, সুন্দরবন, ঘাটগম্বুজ ভ্রমণ (২৩-২৬ সেপ্টেম্বর) ৩ টি আসন ফাঁকা আছে।
🔻১৯০০ টাকায় - সাদাপাথর, রাতারগুল ও সিলেট ভ্রমণ (৫-৭ অক্টোবর)
🔻১৭০০/২০০০ টাকায় - শ্রীমঙ্গল, লাউয়াছড়া ভ্রমণ (১৯-২১ অক্টোবর)
🔻৪০০০/৫০০০ টাকায় - প্রিমিয়াম রিসোর্টে সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ (২২-২৫ নভেম্বর)

কে কোনটায় যাবেন দ্রুত প্রস্তুতি নিয়ে ফেলুন 😁

এইসব ট্যুরের পাশাপাশি আরো ট্যুর থাকতে পারে, নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন গ্রুপে।

বুকিং, যেকোনো ধরণের ফ্যামিলি, কাস্টমাইজ, কর্পোরেট ট্যুর ও ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করতে পারেন - 01679414171

আমাদের পরবর্তী বনবাস, সুন্দরবন ও ষাটগম্বুজ ট্রিপে আর মাত্র ৪ টি আসন ফাঁকা আছে। যারা সুন্দরবনের অন্তরালে প্রকৃতির অতি সন্...
08/09/2023

আমাদের পরবর্তী বনবাস, সুন্দরবন ও ষাটগম্বুজ ট্রিপে আর মাত্র ৪ টি আসন ফাঁকা আছে। যারা সুন্দরবনের অন্তরালে প্রকৃতির অতি সন্নিকটে নীরবে নিভৃতে কিছু চমৎকার সময় কাটাতে চান তাদের জন্য একটি আদর্শ ভ্রমণ হতে পারে এই ট্রিপ।

বুকিং করার জন্য ইনবক্স অথবা কল করুন - 01679414171

যারা ছুটির কারণে ভ্রমনে যেতে পারছেন না আবার যারা স্বল্প বাজেটের ট্যুরের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভ্রমণ অভিযাত্রীর...
06/09/2023

যারা ছুটির কারণে ভ্রমনে যেতে পারছেন না আবার যারা স্বল্প বাজেটের ট্যুরের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভ্রমণ অভিযাত্রীর সিলেট ট্যুর।

মাত্র ১৯০০ টাকায় এই ডে লং ট্যুরে আমরা বৃহস্পতিবার রাতে রওনা করে শুক্রবার সারাদিন ঘুরে রাতে আবারো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার সকালে যার যার ডেরায় থাকবো, (ইনশাআল্লাহ)।

🔹যাত্রা শুরু: ০৫ই অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০ঃ৩০ / ৮ঃ৩০ মিনিটে
🔹যাত্রা শেষ: ০৭ই অক্টোবর (শনিবার) সকাল ৬ টায়

== এই ভ্রমণে আমরা যা যা দেখবোঃ
🔹ভোলাগঞ্জ সাদা পাথর
🔹রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালাল রহঃ মাজার

== ফেনী, ঢাকা থেকে ইভেন্ট ফি - জনপ্রতি ১৯০০ টাকা (মাত্র)
== বুকিং ফিঃ জনপ্রতি ১০২০ টাকা (অফেরত যোগ্য)
== বুকিং ফি দেওয়ার শেষ তারিখঃ ২৫ই সেপ্টেম্বর

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী-সিলেট ট্রেনে আসা যাওয়া সকল ধরণের খরচ।
- ঢাকা-সিলেট ট্রেনে আসা যাওয়া সকল ধরণের খরচ।
- তিন বেলা খাবার - ০৬ তারিখ সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার।
- সারা দিনের জন্য রিজার্ভ লেগুনা ভাড়া।
- ভোলাগঞ্জ, সাদাপাথর নৌকা ভাড়া।
- রাতারগুল নৌকা ভাড়া।
- সকল ধরণের প্রবেশ ফি।

== এই খরচে যা যা থাকছে নাঃ
-------------------
- কোনো ধরণের ব্যক্তিগত খরচ।
- "খরচে যা যা থাকবে" সেই তালিকার বাহিরে এমন কিছু।
- যাত্রা বিরতিতে খাবার খরচ।

আমাদের সাথে এই ভ্রমণে যেতে আপনাকে অগ্রিম ১০২০ টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। bKash/Nagad অথবা দেখা করেও বুকিং ফি জমা দিতে পারবেন। (অগ্রিম বা বুকিং মানি সম্পূর্নভাবে অফেরতযোগ্য)। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব নয়। বাদ বাকি টাকা ভ্রমণের দিন নেওয়া হবে।

ব্যাংক ডিটেইলসঃ
Name - Salman Mahmud
Account No - 00390310043552
Mutual Trust Bank
Feni Branch

বিকাশ/নগদ নাম্বারঃ (পার্সোনাল)
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

- বাজেটের মধ্যে ট্যুরের জন্য সবসময় সবার প্রথম পছন্দ ভ্রমণ অভিযাত্রী। কারণ ভ্রমণ অভিযাত্রী সবসময় আপনাদের আয়ত্ত্বের মধ্যে রেখে সেরা ভ্রমণ/ট্যুর আয়োজন করার চেষ্টা অব্যহত রেখেছে।

ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)

জাদুকাটায় সত্যিই জাদু আছে, যার জাদুতে সবার একটা মায়া কাজ করে ❤
04/09/2023

জাদুকাটায় সত্যিই জাদু আছে, যার জাদুতে সবার একটা মায়া কাজ করে ❤

এই বছর থেকে সেইন্টমার্টিন ভ্রমণে দিতে হবে ভ্রমণ ফি, করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। তাছাড়া একদিনে নির্দিষ্ট পরিমাণের বাইরে...
03/09/2023

এই বছর থেকে সেইন্টমার্টিন ভ্রমণে দিতে হবে ভ্রমণ ফি, করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। তাছাড়া একদিনে নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবে না।

অবশ্যই ভালো উদ্যোগ, সেইন্টমার্টিনকে রক্ষা করার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আসল চিন্তা হলো বিষয়টা কতোটুকু কার্যকর হবে তা নিয়ে।

01/09/2023

শেষ বেলায় হাওর আমাদের এভাবেই বিদায় জানায় ❤

ভ্রমণ অভিযাত্রী এবার হাজির স্পেশাল "সুন্দরবন" ট্রিপ নিয়ে। বর্ষায় সুন্দরবনের খুব কাছাকাছি বনের গহীনে "বনবাস রিসোর্টে" হবে...
25/08/2023

ভ্রমণ অভিযাত্রী এবার হাজির স্পেশাল "সুন্দরবন" ট্রিপ নিয়ে। বর্ষায় সুন্দরবনের খুব কাছাকাছি বনের গহীনে "বনবাস রিসোর্টে" হবে রাত্রিযাপন, পাশাপাশি দেখবো ওয়াল্ড হেরিটেজ সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদ ও চেখে দেখা হবে খুলনার বিখ্যাত চুইঝাল। যারা প্রকৃতির খুব কাছাকাছি কিছু মুহূর্ত কাটাতে চান তাদের জন্য এই ভ্রমণটি।

== যাত্রার তারিখঃ ২৩ই সেপ্টেম্বর (শনিবার) রাত ১০ঃ০০ টায়)
== ফেরার তারিখঃ ২৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৬ টায়)

== ফেনী থেকে ইভেন্ট ফি -
✅এক রুমে ০৪ জন
➡️নন এসি রুম - ৫৫০০ টাকা জনপ্রতি
➡️এসি রুম - ৬০০০ টাকা জনপ্রতি
✅এক রুমে ০২ জন (কাপল)
➡️নন এসি রুম - ৬৫০০ টাকা জনপ্রতি, দুজন - ১৩০০০
➡️এসি রুম - ৭০০০ টাকা জনপ্রতি, দুজন - ১৪০০০

== ঢাকা থেকে ইভেন্ট ফি -
✅এক রুমে ০৪ জন
➡️নন এসি রুম - ৫০০০ টাকা জনপ্রতি
➡️এসি রুম - ৫৫০০ টাকা জনপ্রতি
✅এক রুমে ০২ জন (কাপল)
➡️নন এসি রুম - ৬০০০ টাকা জনপ্রতি, দুজন - ১২০০০
➡️এসি রুম - ৬৫০০ টাকা জনপ্রতি, দুজন - ১৩০০০

== অগ্রিম জমা বা বুকিং কনফার্মেশন ফি = ২৫৫০ টাকা জনপ্রতি
== বুকিং কনফার্ম বা টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ১৮ই সেপ্টেম্বর ২০২৩

== ভ্রমণের স্থান সমুহঃ
------------------------
★ সুন্দরবন
★ করমজল
★ লোকাল গ্রাম ঘুরে দেখা
★ বনবাস রিসোর্ট
★ ষাট গম্বুজ মসজিদ
★ মংলা
★ কামরুলের চুইঝাল রেস্টুরেন্ট (খুলনা)

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী - মংলা, মংলা - ফেনী সকল ধরণের যাতায়াত ভাড়া।
- সায়েদাবাদ/গাবতলী - মংলা, মংলা - সায়েদাবাদ/গাবতলী সকল ধরণের যাতায়াত ভাড়া।
- মংলা থেকে রিসোর্টে যাওয়া আসার বোট খরচ।
- বনবাস রিসোর্টে থাকার খরচ।
- দুইদিনে ৫ বেলা খাবার খরচ।
- করমজল নৌকা ভ্রমণ এবং প্রবেশের খরচ।
- উল্লেখিত সকল ভ্রমণ স্থানে যাতায়াত খরচ
- সকল ধরণের প্রবেশ ফি।

== এই খরচে যা যা থাকছে নাঃ
-------------------
- কোনো ধরণের ব্যক্তিগত খরচ।
- "খরচে যা যা থাকবে" সেই তালিকার বাহিরে এমন কিছু।
- যাত্রা বিরতিতে খাবার খরচ।

আসন নিশ্চিত করার নিয়মঃ
-------------------------------------
আমাদের সাথে এই ভ্রমণে যেতে আপনাকে অগ্রিম ২৫৫০ টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। bKash/Nagad অথবা দেখা করেও বুকিং ফি জমা দিতে পারবেন। (অগ্রিম বা বুকিং মানি সম্পূর্নভাবে অফেরতযোগ্য)। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব নয়। বাদ বাকি টাকা ভ্রমণের দিন নেওয়া হবে।

ব্যাংক ডিটেইলসঃ
Name - Salman Mahmud
Account No - 00390310043552
Mutual Trust Bank
Feni Branch

বিকাশ/নগদ নাম্বারঃ (পার্সোনাল)
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

- বাজেটের মধ্যে প্রিমিয়াম ট্যুর সবসময় প্রথম পছন্দ ভ্রমণ অভিযাত্রী। কারণ ভ্রমণ অভিযাত্রী সবসময় আপনাদের আয়ত্ত্বের মধ্যে রেখে সেরা ভ্রমণ/ট্যুর আয়োজন করার চেষ্টা অব্যহত রেখেছে।

আরো বিস্তারিত দেখুন - পূর্নিমায় বনবাস, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও খুলনায় ভ্রমণ অভিযাত্রীর দল

ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)

যতবার দেখি তোমায়মুগ্ধতায় নিশ্চুপ হয়ে যাই! ❤📍 টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
21/08/2023

যতবার দেখি তোমায়
মুগ্ধতায় নিশ্চুপ হয়ে যাই! ❤

📍 টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ

আমাদের এই সিজনের প্রথম হাওর ট্রিপের সম্মানিত অতিথিরা। এই ট্যুরের সকলের মধ্যে অন্যরকম একটা গুন ছিলো, সবাই খুবই ফ্রেন্ডলি ...
07/08/2023

আমাদের এই সিজনের প্রথম হাওর ট্রিপের সম্মানিত অতিথিরা। এই ট্যুরের সকলের মধ্যে অন্যরকম একটা গুন ছিলো, সবাই খুবই ফ্রেন্ডলি ও সাহায্যপরায়ন ছিল ফলে খুব সহজেই চমৎকার ভাবে আমরা ট্যুরটি সম্পূর্ণ করতে পেরেছি ও সকলেকে উপহার দিতে পেরেছি অনেক গুলো দারুণ মূহুর্ত ও স্মৃতির যা কাড়িকাড়ি টাকা দিয়েও কেনা অসম্ভব।

প্রত্যেক ট্যুর আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মত আর সেই চ্যালেঞ্জটি হলো কিভাবে সম্মানিত অতিথিদের যথাযথ সার্ভিস ও সুন্দর ভাবে ঘুরিয়ে নিয়ে আসা। যা মাথায় রেখেই আমরা এগিয়ে চলি।

এই ট্যুরের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিলো কিভাবে এই স্বল্প বাজেটে প্রিমিয়াম ভাবে ট্যুরটি সফল করা যায়, হালের বিভিন্ন গ্রুপ যেখানে ৫৫০০ টাকায় ট্রেডিশনাল,ওপেন বোটে ট্রিপ দিচ্ছে আবার একই ইভেন্ট ফি তে সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ ট্যুর অপারেট করছে সেখানে একই টাকায় বা একই ইভেন্ট ফিতে ঢাকা, ফেনী থেকে অধিক সুবিধা সম্বলিত প্রিমিয়াম হাউজ বোটে কিভাবে ট্রিপ সম্পূর্ণ করা যায় সেই নিয়ে আমার মাথাব্যাথার পাশাপাশি প্রতিবন্ধকতাও কমতি ছিলো না। কারণ এমন এগ্রেসিভ ইভেন্ট ফিতে ট্যুর এনাউন্স করলে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

সকল প্রতিবন্ধকতাকে পাশাকাটিয়ে আল্লাহর অশেষ রহমতে ও সকলের সহযোগীতায় অসাধারণ ভাবে ট্যুরটি সফল করা সম্ভব হয়েছে এতেই আমার প্রশান্তি।

ভ্রমণ অভিযাত্রীর যাত্রা শুরু থেকে এবং গ্রুপের মোটিভই ছিলো বাজেট ফ্রেন্ডলি ট্যুর করা পাশাপাশি সার্ভিসে যেনো কোনো কমতি না থাকে, মোদ্দাকথা গেস্টদের আউট অফ দ্যা বক্স কিছু দেওয়ার জন্যই আমাদের পথ চলা।

আগামীতেও ভ্রমণ অভিযাত্রী এভাবেই এগিয়ে যাবে শুধু চাই সকলের সহযোগীতা ও সাপোর্ট।

আমাদের ফেসবুক গ্রুপ - ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

এই মাসে হাওরে আমাদের আরেকটা ট্রিপ আছে যারা যেতে পারেননি তারা দ্রুত নিজের আসন কনফার্ম করে ফেলুন - প্রিমিয়াম হাউজ বোটে প্রিমিয়াম হাউজ বোটে পূর্ণিমায় ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (২.০)

আবারো ধন্যবাদ সবাইকে। ❤

"ফেনী, ঢাকা থেকে মাত্র ৫৫০০ টাকায় ডোর লক প্রিমিয়াম হাউজ বোটে ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর"এই সিজনে প্রথম হাওর ট্যুর চমৎকার ...
06/08/2023

"ফেনী, ঢাকা থেকে মাত্র ৫৫০০ টাকায় ডোর লক প্রিমিয়াম হাউজ বোটে ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর"

এই সিজনে প্রথম হাওর ট্যুর চমৎকার ও সুন্দর ভাবে সফল করার পর, যারা প্রথম ট্রিপে যেতে পারেনি তাদের জন্য ভ্রমণ অভিযাত্রী আবারো হাজির সবচেয়ে জনপ্রিয় সিগনেচার ট্যুর "টাঙ্গুয়ার হাওর" ট্রিপ নিয়ে।

সকলের আরাম আয়েশ ও নিরাপত্তার কথা মাথায় রেখে গত বারের মত এবারও আমরা টাঙ্গুয়ার হাওর ট্যুর পরিচালনা করবো হাওরের সবচেয়ে বিলাসবহুল "হাউজ বোটে"। যেখানে থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা কেবিনের সুবিধা তাই প্রাইভেসি নিয়ে নেই কোনো দুশ্চিন্তা।

== যাত্রার তারিখঃ ২৭ই আগস্ট (রবিবার) রাত ১০ঃ৩০ টায়)
== ফেরার তারিখঃ ৩০ই আগস্ট (বুধবার) সকাল ৬ টায়)

== ভ্রমণের খরচঃ ফেনী ও ঢাকা থেকেঃ ৫৫০০/- টাকা জনপ্রতি, প্রত্যেক কেবিনে ৩ জন।
== কাপল খরচঃ ১৩০০০ টাকা (দুইজনের জন্য সম্পূর্ণ আলাদা কেবিন)

== অগ্রিম জমা বা বুকিং কনফার্মেশন ফি = ২৫৫০ টাকা জনপ্রতি
== বুকিং কনফার্ম বা টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ২২ই আগস্ট ২০২৩

== ভ্রমণের স্থান সমুহঃ
------------------------
★ শিমুল বাগান
★ যাদুকাটা নদী
★ বারিক্কাটিলা
★ নীলাদ্রি লেক
★ ওয়াচ টাওয়ার
★ খড়চার হাওর
★ টাঙুয়ার হাওর
★ টেকেরঘাটে নৌকায় রাত্রী যাপন
★ হাসন রাজার মিউজিয়াম (সময় সাপেক্ষে)

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী - সুনামগঞ্জ, সুনামগঞ্জ - ফেনী সকল ধরণের যাতায়াত ভাড়া।
- ফকিরাপুল - সুনামগঞ্জ, সুনামগঞ্জ - ফকিরাপুল সকল ধরণের যাতায়াত ভাড়া।
- সুনামগঞ্জ টু সুনামগঞ্জ রিজার্ভ হাউজ বোট(২ দিন এক রাতের জন্য)
- ৫ বেলা মূল খাবার
- ৩ টি স্ন্যাক্স
- আনলিমিটেড চা
- রাতে হাউজ বোটে রাত্রি যাপন করার সকল খরচ
- উল্লেখিত সকল ভ্রমণ স্থানে যাতায়াত খরচ
- সকল ধরণের প্রবেশ ফি

== এই খরচে যা যা থাকছে নাঃ
-------------------
- কোনো ধরণের ব্যক্তিগত খরচ
- "খরচে যা যা থাকবে" সেই তালিকার বাহিরে এমন কিছু
- যাত্রা বিরতিতে খাবার খরচ

আসন নিশ্চিত করার নিয়মঃ
-------------------------------------
আমাদের সাথে এই ভ্রমণে যেতে আপনাকে অগ্রিম ২৫৫০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। Bank, bKash/Nagad অথবা দেখা করেও বুকিং ফি জমা দিতে পারবেন। (অগ্রিম বা বুকিং মানি সম্পূর্নভাবে অফেরতযোগ্য)। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব নয়। বাদ বাকি টাকা ভ্রমণের দিন নেওয়া হবে।

ব্যাংক ডিটেইলসঃ

Name - Salman Mahmud
Account No - 00390310043552
Mutual Trust Bank
Feni Branch

বিকাশ/নগদ নাম্বারঃ (পার্সোনাল)
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

❑❑একনজরে দেখে নেয়া যাক এই প্রিমিয়াম হাউজবোটের ফ্যাসিলিটিগুলোঃ
❑বিশালাকার জানালা,ফ্যান,লাইট,চার্জিং পয়েন্ট সম্মৃদ্ধ ৮ টি কেবিন রয়েছে এই বোটে।
❑সুবিশাল ওপেন লাউঞ্জ। যেখানে শুয়ে বসে আড্ডা দিতে দিতে হাওর উপভোগ করতে পারবেন।
❑রুফটপ ডাইনিং।
❑পুরো বোটে সোজা হয়ে হাঁটার মতো যথেষ্ট উচ্চতা
❑সবার জন্য লাইফ জ্যাকেট
❑ ছাঁদে উঠার জন্য সিঁড়ি
❑লাইফ বয়া
❑ফিল্টার পানির ব্যবস্থা
❑কিং সাইজ হাইকমোড লোকমোড মিলিয়ে ৩ টি ওয়াশরুম।
❑দিনে রাতে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ অর্থাৎ জেনেরেটর সার্ভিস।
❑ নামাজের স্থান।
❑প্রতিটি রুমেই রয়েছে ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম।
❑ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ।
❑রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৮ টি লেয়ারের মাধ্যমে। এছাড়াও বৈদ্যুতিক ফ্যান ত রয়েছেই।
❑সার্বক্ষণিক রুম সার্ভিস।
❑ হাউজবোটেই নিজস্ব কিচেন।

আরো বিস্তারিত দেখুন আমাদের ফেসবুক গ্রুপে - ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

ইভেন্ট ডিটেইলস - প্রিমিয়াম হাউজ বোটে পূর্ণিমায় ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (২.০)

বুকিং ও ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করুন -
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

ভাইরে পেটে খাদ্য না থাকলে ঘুরবে কি এক্সপ্লোর করবে কি?তাই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ভরপুর ভোজন চলবে, চলবে না কম্প্...
27/07/2023

ভাইরে পেটে খাদ্য না থাকলে ঘুরবে কি এক্সপ্লোর করবে কি?

তাই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ভরপুর ভোজন চলবে, চলবে না কম্প্রোমাইজ 😌

বাজেট ফ্রেন্ডলি ট্রিপেও প্রিমিয়াম সার্ভিসের জন্য ভ্রমণ অভিযাত্রী জুড়ি মেলা ভার 😉

যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে - ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

আজ প্রিমিয়াম হাউজ বোটে ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ দুপুরের খাবারের কিছু স্থিরচিত্র।আমাদের ফেসবুক গ্রুপ -...
25/07/2023

আজ প্রিমিয়াম হাউজ বোটে ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ দুপুরের খাবারের কিছু স্থিরচিত্র।

আমাদের ফেসবুক গ্রুপ - ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

২৪ জনের টিম নিয়ে চলছে প্রিমিয়াম হাউজ বোটে ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ❤
25/07/2023

২৪ জনের টিম নিয়ে চলছে প্রিমিয়াম হাউজ বোটে ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ❤

যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। চোখ জুড়ানো এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে য...
14/02/2023

যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। চোখ জুড়ানো এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে হবে বাংলাদেশের অনন্য সুন্দর প্রবাল দ্বীপ সেইন্টমার্টিন যার আরেকটি নাম নারিকেল জিঞ্জিরা।

আর এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ অভিযাত্রী ছুটে যাচ্ছে সেইন্টমার্টিন-এ।

➡যাত্রার তারিখঃ ১লা মার্চ রাত ১০ টায়।
⬅ফেরার তারিখঃ ৪ঠা মার্চ সকাল।

#ইভেন্ট_ফিঃ ৫০০০ টাকা ফেনী থেকে ( বিচ ভিউ রুমে ৪ জন শেয়ারিং)
৬০০০ টাকা ঢাকা থেকে ( বিচ ভিউ রুমে ৪ জন শেয়ারিং)
#কাপল_ফিঃ ১২০০০ টাকা (২ জন)
#ব্রিঃ_দ্রঃ = উক্ত ভ্রমণে আপুরা/মেয়েরাও যেতে পারবেন, মেয়েদের জন্য সম্পূর্ণ সেপারেট রুম থাকবে।

ে_যা_যা_পাবেন
✅ফেনী টু টেকনাফ আপ ডাউন টিকিট (নন এসি চেয়ার কোচ)
✅ প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার, ফেরার দিন রাতে হাল্কা নাস্তা (৬ বেলা)
✅ টেকনাফ থেকে সেইন্ট মার্টিন জাহাজে আসা-যাওয়ার টিকিট।
✅ বিচ ভিউ রিসোর্টে থাকার খরচ।(এক রুমে ৪জন/কাপল হলে ২জন)
✅ ছেঁড়াদ্বীপ ঘুরার যাতায়ত খরচ।
✅ কাপলদের জন্য আলাদা রুম

আরো বিস্তারিত দেখুন - নীল জলরাশির খোঁজে সেইন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ অভিযাত্রী

ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)

এমন একটি স্বর্গীয় সকাল উপভোগ করতে ২৭ই অক্টোবর ভ্রমণ অভিযাত্রী যাচ্ছে মেঘের রাজ্য সাজেকে। ফিরবো ২৯ অক্টোবর। ফেনী থেকে মাত...
06/10/2021

এমন একটি স্বর্গীয় সকাল উপভোগ করতে ২৭ই অক্টোবর ভ্রমণ অভিযাত্রী যাচ্ছে মেঘের রাজ্য সাজেকে। ফিরবো ২৯ অক্টোবর।

ফেনী থেকে মাত্র ২৯৯৯ টাকায় প্রিমিয়াম রিসোর্টে রাত্রীযাপন সহ যা যা পাচ্ছেন এই ট্যুরে -

✅ফেনী টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি চেয়ার কোচ)
✅ প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার (৬ বেলা)
✅ দুই দিনের জন্য রিজার্ভ জিপ
✅ জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
✅ প্রিমিয়াম কটেজে রাত্রি যাপনের ব্যবস্থা। (এক রুমে ৪ জন)
✅ কাপলদের জন্য আলাদা রুম
✅ সাজেক ও আলুটিলায় এন্ট্রি টিকিট।

ভ্রমণের স্থান সমুহঃ
=================
★ সাজেক
★ রুইলুই পাড়া
★ কংলাক পাড়া
★ হেলিপ্যাড
★ স্টোন গার্ডেন
★ লুসাই হেরিটেজ পার্ক
★ আলুটিলা গুহা
★ রিছাং ঝর্ণা (সময় সাপেক্ষে)

আসন সংখ্যা সীমিত তাই অতি দ্রুত আপনার আসন নিশ্চিত করুন।

আরো বিস্তারিত দেখুন - প্রিমিয়াম রিসোর্টে মেঘের রাজ্য সাজেক ও খাগড়াছড়িতে ভ্রমণ অভিযাত্রী

ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)
01832299883 (রুমন)

ক্যাম্পিং(camping)  #নিলাম্বর_লেক (বাউয়াছড়া)ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri ভ্রমণের আসল মজাই ক্যাম্পিং-এ। শহর থেকে ব...
13/09/2021

ক্যাম্পিং(camping)

#নিলাম্বর_লেক (বাউয়াছড়া)

ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

ভ্রমণের আসল মজাই ক্যাম্পিং-এ। শহর থেকে বেরিয়ে পড়লেন সব ব্যস্ততা আর দুশ্চিন্তাকে পেছনে ফেলে। মোবাইল বন্ধ করে বা নেটওয়ার্কের বাহিরে পাহাড়ের বুকে তাবু টাঙ্গিয়ে, পাশে আগুণ জ্বালিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকা। পরিষ্কার আকাশ, আকাশ ভরা তারা। ভাবুন তো, আর কিছু কি লাগে জীবনে? অথবা নামলো ঝুম বৃষ্টি। আপনাকে কারও জন্য ভাবতে হচ্ছে না, কেউ ভাবছে না আপনার জন্য। একেবারেই বন্ধনহীন একটা সময়। নাটকীয় হলেও ভাবুন তো অনুভূতিটা কেমন হবে?

ক্যাম্পিং এর প্রধান আকর্ষণটা আসে রাতে চারদিকে শুধু অন্ধকার আর কানে ভেসে আসছে ঝিঁঝিঁ পোকা ও বয়ে চলা ঝীরির পরিশ্রান্ত পানির অসীমাহীন আওয়াজ ।

ক্যাম্পিং-এ এক অদ্ভূত প্রশান্তি পাওয়া যায়।

আর যদি পাশে থাকে ছোটবেলার বন্ধু ও দুষ্টু প্রকৃতির কিছু ছোট ভাই ��

স্থান : নীলাম্বর লেক (বাওয়াছড়া), হরিণমারা ঝর্ণা, হাটুভাঙ্গা ঝর্না, সর্প ঝর্না

আসছে শুক্রবার একদিনেই ঘুরে আসুন নয়নাভিরাম ৫ টি স্থান থেকে। যারা একটু আরাম আয়েশে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে ...
06/09/2021

আসছে শুক্রবার একদিনেই ঘুরে আসুন নয়নাভিরাম ৫ টি স্থান থেকে।

যারা একটু আরাম আয়েশে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে উপযুক্ত একটি ট্যুর

পাহাড়, লেক, ঝর্ণা, ঝিরি, সমুদ্র সৈকত কি নেই এই ট্যুরে ?

কোথায় কোথায় যাবো ?
- নিলাম্বর লেক
- হরিণমারা ঝর্ণা
- হাঁটুভাঙ্গা ঝর্ণা
- সর্প ঝর্ণা
- গুলিয়াখালি সমুদ্র সৈকত

এছাড়া দুপুরে খাবো মিরসরাই অঞ্চলের বিখ্যাত ড্রাইভার হোটেলে 😇

সময় - ১০ই সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ৮ টা।
ইভেন্ট ফি - মাত্র ৪৯৯ টাকা

ে_যা_যা_পাবেন -
- সকালের নাস্তা
- বিখ্যাত ড্রাইভার হোটেলে দুপুরের খাবার
- সকল ধরনের পরিবহন খরচ (মহিপাল - মহিপাল)
- গাইড খরচ
- ট্রেইলের জন্য কিছু শুকনো খাবার
- বাজেট সাপেক্ষে বিকেলের জন্য চা, নাস্তা।

দ্রুত আসন নিশ্চিত করুন, তা না হলে প্রত্যেক ট্যুরের মত এবারও আসন ফাঁকা থাকবে না 😒 তাছাড়া যারা আগের ট্যুরে যেতে পারেননি তাদের এই ট্যুরে প্রাধান্য থাকবে।

বিস্তারিত - ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri

একদিনে ঘুরে আসুন নিলাম্বর লেক, হরিণমারা, হাঁটুভাঙ্গা, সর্প ঝর্ণা ও গুলিয়াখালি সমুদ্র সৈকত থেকে

যোগাযোগ -
সালমান - 01679414171
সেজান - 01845702998

এই শুক্রবারে ইনশাল্লাহ বুনো ঝরঝরি ট্রেইল ও ঝর্ণায় ভ্রমণ অভিযাত্রীর ডে ট্যুর ঝরঝরি ট্রেইলের শেষের দিকে এই সৌন্দর্যের খোঁজ...
02/09/2021

এই শুক্রবারে ইনশাল্লাহ বুনো ঝরঝরি ট্রেইল ও ঝর্ণায় ভ্রমণ অভিযাত্রীর ডে ট্যুর

ঝরঝরি ট্রেইলের শেষের দিকে এই সৌন্দর্যের খোঁজেই যাচ্ছি আমরা টিম ভ্রমণ অভিযাত্রী | Vromon Ovijatri দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর এমন সৌন্দর্যের মোহময় হাতছানি দিবে। চোখ মেলে এই সৌন্দর্যে ডুবে থাকা যাবে।

©Salman Mahmud

আজকের আকাশে আগুন লেগে গেছে 🔥💖🇧🇩সেন্টমার্টিন দ্বীপ 🏝️💖ছবিঃ Nur stmartin
01/09/2021

আজকের আকাশে আগুন লেগে গেছে 🔥💖🇧🇩

সেন্টমার্টিন দ্বীপ 🏝️💖

ছবিঃ Nur stmartin

পার্থক্য শুধু শীত আর গ্রীষ্ম। বানিয়াচং লক্ষ্মী বাওর সোয়াম্প ফরেস্ট।
19/06/2021

পার্থক্য শুধু শীত আর গ্রীষ্ম।

বানিয়াচং লক্ষ্মী বাওর সোয়াম্প ফরেস্ট।

হাওরে বৃষ্টি বিলাস করতে না চাইলে অসম্ভব কিছু সুন্দর সময় কাটাতে আশা করছি মিস করবেন না❤️ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri ...
18/06/2021

হাওরে বৃষ্টি বিলাস করতে না চাইলে অসম্ভব কিছু সুন্দর সময় কাটাতে আশা করছি মিস করবেন না❤️

ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri পরিবারের পরবর্তী ট্যুর জুলাই মাসের ৭-৮-৯ তারিখ।

বিস্তারিতঃ টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেকে ভ্রমণ অভিযাত্রীর ৩ রাত ২ দিনের বাজেট ট্যুর

ছবি- কালেকটেড

ডে ট্যুর, ডে ট্যুর, ডে ট্যুর !!!আসছে আগামী ১৯ই মার্চ রোজ শুক্রবার একদিনের ভ্রমণে বাঁশখালীর সমুদ্র সৈকত ও ইকোপার্কের সৌন্...
11/03/2021

ডে ট্যুর, ডে ট্যুর, ডে ট্যুর !!!

আসছে আগামী ১৯ই মার্চ রোজ শুক্রবার একদিনের ভ্রমণে বাঁশখালীর সমুদ্র সৈকত ও ইকোপার্কের সৌন্দর্য দেখতে যাচ্ছে ভ্রমণ অভিযাত্রী দল। খুব দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।

ভ্রমণের তারিখ - ১৯ই মার্চ, শুক্রবার
যাত্রা শুরু - ১৯ই মার্চ সকাল ৭ টায় মহিপাল হতে।
===================
ইভেন্ট ফি - ৬৯৯ টাকা (ফেনী থেকে)
১৩০০ টাকা (ঢাকা থেকে)
===================
অংশগ্রহণকারী - সর্বনিম্ন ২০ জন, সর্বোচ্চ ৩০ জন

৬৯৯ টাকায় যা যা থাকছে -
- মহিপাল - বাঁশখালীর আসা যাওয়া সকল ধরণের যাতায়াত ভাড়া।
- ১ বেলা দুপুরের খাবার।
- ২ বেলা নাস্তা, সকাল ও বিকাল।
- ইকো পার্কের প্রবেশ ফি

কনফারমেশন বা অগ্রিম বুকিং ফি : ২০০ টাকা
কনফার্ম বা অগ্রিম জমা দেওয়ার শেষ তারিখ - ১৭ই মার্চ
কনফার্ম করতে অবশ্যই ২০০ টাকা বিকাশে অগ্রিম জমা দিয়ে বুকিং দিতে হবে। অথবা চাইলে দেখা করে দিতে পারেন।

যোগাযোগ -
01679414171 (সালমান মাহমুদ)
01832299883 (রাকিবুল হোসাইন)

আরো বিস্তারিত জানুন - বাঁশখালী সমুদ্র সৈকত ও ইকোপার্কে - ভ্রমণ অভিযাত্রীর ডে ট্যুর

ছবি - Saifuddin Riyad Taluckder

আলহামদুলিল্লাহ, সুন্দর সুশৃঙ্খল ভাবে আরো একটি ভ্রমণ সম্পূর্ণ করলাম। ট্যুর ঘোষণার প্রথমেই আমরা বলেছিলাম ২০ জনের বেশি অংশগ...
28/02/2021

আলহামদুলিল্লাহ, সুন্দর সুশৃঙ্খল ভাবে আরো একটি ভ্রমণ সম্পূর্ণ করলাম।

ট্যুর ঘোষণার প্রথমেই আমরা বলেছিলাম ২০ জনের বেশি অংশগ্রহণকারী নিবো না, কিন্তু সকলের ভালোবাসা ও অনুরোধের কারণে আমাদের আসন সংখ্যা বাড়াতে হয়, এবং সর্বশেষ ৩৯ জনের বিশাল টিম নিয়ে আমরা দারুণ এক ভ্রমণ অভিজ্ঞতা সাথে করে আপন নিড়ে ফিরে আসলাম। সকলের এমন অকৃত্রিম ভালোবাসা পেয়ে আমরা সত্যি বিমোহিত। আশা করছি প্রত্যেক বারের ন্যায় ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের পাশে থাকবেন।

সবাইকে আবারো একরাশ ভালোবাসা ও ধন্যবাদ। ❤
#ভ্রমণঅভিযাত্রী

ভ্রমণ শব্দটির সাথে আমাদের সকলের জীবন ওতপ্রোতভাবে জড়িত। ভ্রমণ করতে বা ঘুরতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। ...
25/02/2021

ভ্রমণ শব্দটির সাথে আমাদের সকলের জীবন ওতপ্রোতভাবে জড়িত। ভ্রমণ করতে বা ঘুরতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। যুগের সাথে পাল্লা দিয়ে ভ্রমণ যেমন জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক তেমনি ভাবে প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়েছে। সেই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে, ভ্রমণকে আরো সহজলভ্য করে তোলার উদ্দেশ্যই "ভ্রমণ অভিযাত্রী'র" প্রধান লক্ষ্য। প্রত্যেক মানুষের চোখের দৃষ্টি যেমন এদিক থেকে ওদিক ছুটে চলে, আমরাও আমাদের অদম্য ইচ্ছা দিয়ে ঘুরে দেখতে চাই বাংলার প্রতিটি অপার সৌন্দর্যকে। একটি পরিবারে আবদ্ধ হয়ে চোখ বুলাতে চাই দিক থেকে বিদিক। এই যাত্রায় থামা মানা, একদিন হয়তো চলে যাবে আরাম আয়েশে, আরেক দিন কষ্ট করে একটু সুন্দরের সামনে। একদিন হয়তো ট্রেন্ড অনুসরণ করলাম আরেকদিন হয়তো হারিয়ে গেলাম কোনো অজানা মেঠোপথে। ভ্রমণে ভিন্নমাত্র অতিব জরুরি, সবসময় একঘেয়েমি কয়জনের ভালো লাগে। তাই এই ভ্রমণ অভিযাত্রীর মাধ্যমে আপনি যেমন আরাম আয়েশের ভ্রমণ পাবেন ঠিক পাবেন এক্সট্রিম এডভেঞ্চার। থাকবে অলাভজনক ভ্রমণের পাশাপাশি সল্প লাভজনক ভ্রমণের আয়োজন। সচরাচর গ্রুপগুলোর মত হয়তো নয় কিন্তু সবমিলিয়ে একটি ভিন্নধর্মী ভ্রমণ সহযোগী হিসেবেই আপনার নিকট পরিচিতি অর্জন করতে চায় ভ্রমন অভিযাত্রী।
মানুষ মানেই ভুল তাই ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এই "ভ্রমণ অভিযাত্রী" কে একটি বিশাল পরিবারে রুপান্তর করতে আপনার সাহায্য একান্ত কাম্য।

25/02/2021

Address

254/1 Puratan Police Quarter, Rampur
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ অভিযাত্রী - Vromon Ovijatri:

Share

Category


Other Tour Guides in Feni

Show All