Al-Masud Air International

Al-Masud Air International Let us show you the world

13/11/2024

জাপানের ভিসার জন্য বাংলাদেশীদের ভিসা ফি লাগবেনা শুধু চার্জ হিসেবে ১৯০০ টাকা খরচ হবে ! কোনপ্রকার ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস থেকেই !

৩ নভেম্বর, ২০২৪ থেকে জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। আপাতত জাপান দূতাবাস থেকে সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টারের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার ইত্যাদি..

12/03/2024
যোগাযোগ:*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরীহাট রোডদাগনভূঙা, ফেনী📞  রিজভী 01823 249020
04/03/2024

যোগাযোগ:
*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরীহাট রোড
দাগনভূঙা, ফেনী
📞 রিজভী 01823 249020

03/09/2023

📍নেপাল ভ্রমণ 🇳🇵

নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border

By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।

A traveler can apply using the website :

https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।

required

1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket

"বাংলাদেশ" তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
16/12/2022

"বাংলাদেশ" তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।

11/12/2022

🇸🇦 *সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি* 🇸🇦

কোম্পানি: *Arabian International Company (AIC), Jeddah, KSA*

ভিসা: Asas Shar

*ওকালা রেডি*

পদের নাম: *ফ্যাক্টরি হেলপার*

*নোট:*
➖বেতনঃ সৌদি রিয়াল-১০৬০
➖খাওয়া ফ্রী, থাকা ফ্রি, আকামা ফ্রি
➖ডিউটি: ১০ ঘন্টা +ও.টি.
➖বয়সঃ ২২-৩৫ বছর
➖প্রয়োজন: পাসপোর্ট, মেডিকেল ফিট রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স।

*ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।*

যোগাযোগ:
*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞 রিজভী 01823 249020

07/12/2022

*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*

কোম্পানি: *Transguard Group LLC*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)

পদের নাম : *লোডার*
*(এয়ারপোর্ট অথরিটি)*

নোট:
➖বেতন: ১০০০ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৯ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বয়স: (১৮ - ৩৯) বছর
➖ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।

*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*

যোগাযোগ:
*আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞 মি. রিজভী - 01823-249020

06/12/2022

*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*

কোম্পানি: *Transguard Group LLC*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)

পদের নাম : *ইনডোর ক্লিনার*

নোট:
➖বেতন: ১০০০ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৯ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বয়স: (১৮ - ৩৯) বছর
➖ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।

*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) সহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*

যোগাযোগ:
*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল

📞 রিজভী - 01823-249020

23/11/2022

বাই এয়ারে ভারতে প্রবেশের ক্ষেত্রে এখন থেকে Air Subidha ফরম ফিলাপের প্রয়োজন নেই।

যোগাযোগঃআল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল তৈয়বা মার্কেট (২য় তলা), চৌধুরী হাট রোড, দাগনভূঞা, ফেনী।📞01823-249020(What's app+Im...
17/10/2022

যোগাযোগঃ
আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
তৈয়বা মার্কেট (২য় তলা), চৌধুরী হাট রোড, দাগনভূঞা, ফেনী।

📞01823-249020(What's app+Imo)

17/10/2022

*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*

কোম্পানি: *Dulsco*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)

পদের নাম : *বলদিয়া ক্লিনার*

নোট:
➖বেতন: ৮২৫ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৮ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে।
➖বয়স: (২০ - ৩৮) বছর
➖ওজন: নূন্যতম ৫৫ কেজি
➖উচ্চতা: নূন্যতম ৫.৩"
➖ভিসা পাওয়ার ১০ দিনের মধ্যে ফ্লাইট যেতে হবে।

*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, ছবি ৬০০*৬০০ (ব্যাকগ্রাউন্ড সাদা), প্রি-মেডিকেল ফিট সার্টিফিকেট, ভ্যাকসিন সনদসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*

যোগাযোগঃ
আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরী হাট রোড়, দাগনভূঞা, ফেনী।

📞01823-249020

শেয়ার করে টাইম লাইনে রেখে দেন 📌বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। সোনার কতটুকু আনা যাবে। বিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদে...
04/10/2022

শেয়ার করে টাইম লাইনে রেখে দেন 📌
বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। সোনার কতটুকু আনা যাবে।
বিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী যেসব পণ্য সঙ্গে আনতে বাংলাদেশের বিমানবন্দরে কোন শুল্ক দেওয়া লাগবে এবং যে সব পণ্যে লাগবে সে সম্পর্কে জানতে এই পোষ্টটি দেখুন।

* মোট প্যাকেজ - ১৪ দিন * # ভিসা  # এয়ার টিকেট  # স্টার মানের হোটেল, হেরেম শরিফ থেকে ৩০০ মিটার ট্রান্সপোর্ট এবং - মক্কা -...
02/10/2022

* মোট প্যাকেজ - ১৪ দিন *
# ভিসা
# এয়ার টিকেট
# স্টার মানের হোটেল, হেরেম শরিফ থেকে ৩০০ মিটার ট্রান্সপোর্ট এবং - মক্কা - মদীনায় দর্শনীয় স্থান সমূহ ভিজিট।

যোগাযোগ
* আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
*মোবাইলঃ- ০১৮২৩২৪৯০২০,০১৮২৩২৪৯০২১
তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরী হাট রোড, দাগনভূঞা, ফেনী

29/09/2022

*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত সিকিউরিটি কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*

ইন্টার্ভিউ তারিখ: *০২ অক্টোবর ২০২২ ইং*

(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)

পদের নাম : *সিকিউরিটি গার্ড*
(সরকারী প্রজেক্ট)

নোট:
➖বেতন: ১৮০০ দিরহাম
➖থাকা ফ্রী, খাওয়া নিজ
➖উচ্চতা: ৫.৬"
➖ডিউটি: ১২ ঘন্টা
➖বয়স: (২০ - ৩৮) বছর
➖প্রার্থীকে অবশ্যই নূন্যতম *এস.এস.সি* পাশ হতে হবে এবং ইংরেজী জানতে হবে।
➖ভিসা পাওয়ার ১০ দিনের মধ্যে ফ্লাইট যেতে হবে।
➖ভিসা ০৫ কর্ম দিবসে পাওয়া যাবে।

*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) এবং শিক্ষাগত সনদ সহ ইন্টার্ভিউতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*

যোগাযোগঃ-
আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞01823249020
01818-573132 (WhatsApp)

আপনি কি  সম্প্রতি  বিদেশ যাবেন ?বাংলাদেশে  ”চোখ ওঠা” হিসেবে পরিচিত  চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাই...
26/09/2022

আপনি কি সম্প্রতি বিদেশ যাবেন ?

বাংলাদেশে ”চোখ ওঠা” হিসেবে পরিচিত চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাইটিস”। সম্প্রতি এ রোগে আক্রান্তর সংখ্যা বেড়েছে। আপনি যদি বিদেশগামী যাত্রী হন আপনাকে সর্তক হতে হবে না হলে আপনার বিদেশ যাত্রা বাঁধাগ্রস্ত হবে।

বাংলাদেশে বেশির ভাগ মানুষই এ রোগে চিকিৎসা নেন না। ৫/৬ দিনে এমনিতেই এ রোগ সেরে যায়। তবে এ রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়ায়।

এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নিতে হবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ থেকে। ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট না থাকলে এয়ারলাইন আপনাকে বোর্ডিং করবে না।

ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট পেতে হলে আপনাকে চোখ উঠলেই দ্রুত রেজিস্ট্রার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ৭ দিন পার হবার পর বিমানবন্দর আসলে ”ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট দিবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে বিমানবন্দরে। কালো চশমা পড়ে বিমানবন্দরে আসতে হবে। কেউ চিকিৎসা না নিয়ে শুধু প্রেসক্রিপশন নিয়ে আসলেন, তার চোখের অবস্থা ভালো না হলে ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট দেয়া হবে না।

বাংলা এভিয়েশনের পরামর্শ, পরিবারের কেউ চোখ ওঠা রোগে আক্রান্ত হলে সতর্ক হতে হবে বিদেশগামী যাত্রীদের। ময়লা হাতে চোখ স্পর্শ করা যাবে না।অন্যের ব্যবহার করা গামছা বা টাওয়াল চোখ মুখ মোছার জন্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে গতি বাড়ানোর আহবান মানবসম্পদমন্ত্রীরমালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে সরকার অনুমোদন দেওয়া সত্...
23/09/2022

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে গতি বাড়ানোর আহবান মানবসম্পদমন্ত্রীর

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে সরকার অনুমোদন দেওয়া সত্ত্বেও বাড়ছে না গতি। কা‍‍র্যক্রমে গতি বাড়াতে নিয়োগকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। মন্ত্রী বলেছেন, সরকার শুধুমাত্র নিয়োগকর্তাদের ৪০০,০০০ কোটার সমাধান এবং অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এখন নিয়োগকারীদের দায়িত্ব বিদেশি কর্মী নিয়োগ তরান্বিত করা।

অনেকের ধারণা মন্ত্রণালয় পর্যায়ে সমস্যা আছে কিন্তু মন্ত্রণালয়ে এখন আর কোনো সমস্যা নেই। মন্ত্রণালয়, উৎস দেশগুলোর মধ্যে সমঝোতা স্মারক এবং কোটা অনুমোদন দেয়ার কাজটি করেছে৤

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মেনারা মানিকভাসাগামে মিট দ্য কাস্টমার ডে প্রোগ্রামে, সংবাদ সম্মেলনে মানবসম্পদ মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত, আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোন দেশে আমাদের বাছাই করতে হবে কারণ আমাদের প্রায় ১৪টি উত্স দেশ রয়েছে। অনেক লোক এই বিষয়ে সচেতন, মানবসম্পদ মন্ত্রণালয় শুধুমাত্র বিশেষ অনুমোদন দেয় এবং নিয়োগকর্তাদের সিদ্ধান্ত নিতে হয়৤”

মন্ত্রী বলেন, “বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতির কারণে নিয়োগকর্তারা প্রায়শই বেছে নেন। তবে তিনি নিয়োগকর্তাদেরকে অন্যান্য দেশ থেকেও কর্মী নিয়োগের আহ্বান জানান। শুধু একটি দেশের উপর নির্ভর করবেন না কারণ যখন আমরা একটি দেশের উপর নির্ভর করি, তখন আমরা যখন সমঝোতা স্মারকগুলি নিয়ে আলোচনা করি তখন অনেকগুলি শর্ত সেট করা হয়৤ শ্রীলঙ্কার শ্রমিকরা এর আগেও গৃহকর্মী সেক্টরে কাজ করেছিল।”

এর আগে ২১ সেপ্টেম্বর সারাভানান বলেছেন, সরকার শ্রম সরবরাহের জন্য শ্রীলঙ্কা সরকারের সরকারী আবেদন অনুমোদন করেছে এবং বর্তমানে দেশটির গুরুত্বপূ‍‍র্ণ খাতে অর্থনৈতিক সংকটের পরে ১০,০০০ কর্মী কোটার জন্য আবেদন করেছে।

এদিকে, রেস্তোঁরাগুলিতে অপর্যাপ্ত কর্মীদের সমস্যা সম্পর্কে মন্তব্য করে সারাভানান বলেছিলেন, আগামী সপ্তাহে সমস্যাটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ প্রসঙ্গে এম সারাভানান বলেছেন, আগে কিছু পক্ষ বিতর্ক করেছিল যে আমরা কেবল ২৫টি এজেন্সি সীমিত করেছি কিন্তু এখন আমরা সেগুলি বাড়িয়েছি। মন্ত্রিসভা ১০০টি এজেন্সি (বাংলাদেশ থেকে) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ৭৫টি এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ১০,০০০ হাজার শ্রীলঙ্কার কর্মী প্রবেশের সাথে জড়িত মোট সংস্থার সংখ্যা এখনও সরকার অনুমোদিত হয়নি এবং সংস্থাগুলির তালিকা অবশ্যই উত্স দেশের সাথে নিবন্ধিত হতে হবে বলেও জানান মানবসম্পদমন্ত্রী।
Source : Malaysia News The Sun

Address

তৈয়বা মার্কেট (২য় তলা), চৌধুরীহাট রোড, দাগনভুইয়া, ফেনী।
Feni

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801823249020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Masud Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Masud Air International:

Share

Category