05/08/2023
💥 ইন্ডিয়ান ভিসার নতুন নিয়মঃ
বিগত কয়েক মাস যাবত ইন্ডিয়ান ভিসা পেতে অনেক সময় লাগছে। ভিসা প্রসেসিং থেকে শুরু করে, ভিসা ডেলিভারি পর্যন্ত একটা লম্বা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। যেটা কিনা আনুমানিক দুই মাসের কাছাকাছি। তবে নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে IVAC. Form Fill-up করে, লিংক এ ঢুকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনাকে Appointment time ঠিক করতে হবে, আপনার সুবিধা অনুযায়ী। Appointment time পেতে ও আপনার একটা লম্বা সময় ধৈর্য ধরতে হবে।
🔥 ভিসার জন্য যা যা ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্ট যেভাবে সাজাবেনঃ
১) আপনার সকল পাসপোর্ট, যদি কোন পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে লস্ট পাসপোর্ট সার্কুলার, জিডি কপি ও এফিডএভিট সাথে জমা দিতে হবে।
২) সদ্য তোলা ছবি (২/২)
৩) NID কপি
৪) ডলার অ্যান্ডোর্সমেন্ট কপি
৫) বিদ্যুৎ বিলের কপি
৬) NOC কপি (চাকরিজীবীদের জন্য)
৭) আপডেট ট্রেড লাইসেন্স কপি ( ব্যবসায়ীদের জন্য)
উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো বাধ্যতামূলক লাগবে। এর বাইরে যদি কোন ডকুমেন্ট IVAC চায়, সেগুলো আপনাকে দিতে হবে। সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে এখন আর লম্বা সময় আপনাকে লাইনে অপেক্ষা করতে হবে না।
ছবি তুলবেন, ফিংগার দিবেন, আর ডেলিভারি স্লিপ নিয়ে চলে আসবেন।
🔥 গুরুত্বপূর্ণ তথ্যঃ আপনার ভিসা ডেলিভারি স্লিপটি, খুব যত্নসহকারে রাখুন। কারণ যদি ডেলিভারি স্লিপের কোন তথ্য মুছে যায় বা হারিয়ে যায়, এটার জন্য ও আপনাকে থানায় জিডি করতে হবে।
💥 ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য, Form fillup এবং পেমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তথ্যের জন্য যোগাযোগঃ
ট্রাভেল সিটি
৩৮০, আমেনা সুপার মার্কেট (২য় তলা ), ট্রাংক রোড, ফেনী।
wa.me/+8801711422443
wa.me/+8801834338234
[email protected]