Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur.

Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur. Hajj and Umrah is done . Also, we offer travel abroad . Contact us for details .01711-705069.01747-181425.9261408

17/03/2021

BBC News,
করোনা ভ্যাকসিন: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা ছাড়া এবার হজে যাওয়া যাবে না

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ হজে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে সরকারপন্থী 'ওকাজ' পত্রিকা এই খবর দিয়েছে।

এই বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির কালে এবারের হজ একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ''যারা এবারের বাৎসরিক হজে অংশ নিতে যান, তাদের অবশ্যই ভয়াবহ করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার প্রমাণ থাকতে হবে।''

একটি বিবৃতির মাধ্যমে তার এই নির্দেশনা দেয়া হয়েছে, যা দেখতে পেয়েছে ওই দৈনিক পত্রিকাটি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদপত্র স্কাই নিউজ অ্যারাবিয়াতেও এই খবরটি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের কর্মকর্তারা যা বলছেন

প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ হজে অংশ নিয়ে থাকেন। এ মাসের মধ্যেই সেই সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বিবিসি বাংলাকে বলেছেন, ''এই রকম একটি খবর আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি, তবে এখনো সৌদি আরব থেকে আনুষ্ঠানিকভাবে কোন নির্দেশনা পাইনি।''

''তবে আমাদের এই বিষয়েও প্রস্তুতি আছে। আমাদের জন্য বরাদ্দ কোটা অনুযায়ী যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করবেন, তাদের আমরা বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার ব্যবস্থা করে দেবো। ফলে তাদের করোনাভাইরাসের টিকা পেতে কোন সমস্যা হবে না।'' তিনি বলছেন।

মুসলমানদের বাৎসরিক সবচেয়ে বড় ধর্মীয় এই জমায়েতে প্রতিবছর লাখ লাখ মানুষ অংশ নিয়ে থাকে। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।

এবারের হজে যেসব নিয়মকানুন অনুসরণ করতে হবে

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হজের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়মকানুন অনুসরণ করার ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, মিনা, আরাফাত, মুজদালিফাহ-র মতো পবিত্র স্থানগুলোয় প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি থাকতে হবে।

প্রতিটি প্রবেশ পথে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে। সবাইকে এসব চেকপয়েন্টের ভেতর দিয়ে যেতে হবে।

যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘ্রাণ বা স্বাদের অনুভূতি হারানোর মতো লক্ষণ থাকবে, চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পর তাদের একই ধরনের লক্ষণ থাকা মানুষদের গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে হজে অংশ নিতে হবে।

যাদের এসব লক্ষণ দেখা দেবে, এমন কোন কর্মী হজ কেন্দ্রগুলোয় কাজ করতে পারবে না, যতক্ষণ তারা পুরোপুরি আরোগ্য হন।

হজের সময় সবাইকে মাস্ক পরতে হবে এবং অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

14/03/2021
13/03/2021

কোনো সীমাবদ্ধতা ছাড়াই এবারের হজ অনুষ্ঠিত হবে

বিশ্বের মুসলিমদের জন্য সুখবর যে সৌদি বাদশাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই স্বাভাবিকভাবে ২০২১ সালের হজ অনুষ্ঠিত হবে।’ বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।

এটা ২০২০ সালের হজের মতো অল্প কয়েকজন ‘হজ পালনকারী’ নিয়ে অনুষ্ঠিত হবে না। ২০২১ সালের হজের ব্যাপারে সৌদি বাদশাহ অনেকটা দৃঢ় সংকল্পবদ্ধ। এবার হজের পবিত্র স্থানগুলো এমনভাবে সাজানো হবে যাতে করে করোনা মহামারী প্রতিরোধ করা যায়।
হজ পালনের জন্য যেসব হাজি আসবেন তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন সৌদি বাদশাহ। মক্কা ও মদিনার যেসব স্থানে হজ পালনকারীরা থাকবেন ওই আবাস স্থলগুলোর পৌরকর ও বাণিজ্যিক কর মওকুফ করা হবে।
যেসব বিদেশী হজ ও ওমরাহর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদের সৌদিতে বসবাসের জন্য যে টাকা (ফি) দিতে হতো তা আগামী ছয় বছরের জন্য বন্ধ রাখা হবে। এসব ফি পরের বছরগুলোতে পরিশোধ করতে হবে বলে সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে।
যেসব ‘মোটর বাস’ এবারের ‘হজ পালনকারীদের’ পরিবহন করবে ওইগুলোর লাইসেন্সও এক বছরের জন্য বৈধ থাকবে। এ লাইসেন্সের জন্য ‘বাস মালিকদের’ অতিরিক্ত কোনো টাকাও দিতে হবে না। আমদানি-রফতানি ও অন্যান্য খাত থেকে শুল্ক আদায়ও তিন মাসের জন্য বন্ধ রাখা হবে। এ সব শুল্ক পরে চার মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
২০২১ সালের হজ পালনকারীদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ‘২০২১ সালের হজের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। পূর্বেই ঘোষণা করা হয়েছে যে ওমরাহ পালনকারীদের জন্যও করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক।’
কার্যকর স্যানিটাইজেসনের ব্যাবস্থা :
পবিত্রস্থানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমন প্রযুক্তির ব্যবস্থা করেছেন যাতে প্রত্যেক ‘হজ পালনকারী’ পবিত্র স্থানগুলো ভ্রমণের সময় নিজেদের পরিষ্কার (স্যানিটাইজ) করে নিতে পারেন। এছাড়া এমন প্রযুক্তি স্থাপন করা হবে যাতে করে যেসব ব্যক্তির ভীষণ জ্বর আছে তাদের শনাক্ত করা যাবে এবং অন্য মেডিক্যাল বিষয়গুলোও শনাক্ত করা যাবে।
মসজিদে হারাম ও মসজিদে নববিতে কোনো করোনা রোগী নেই:
দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) প্রধান কর্মকর্তা ড. আব্দুল রহমান আল সুদাইস একটি সভায় বলেছেন, ‘বিশ্বকে বলে দাও যে মসজিদে হারাম ও মসজিদে নববিই পৃথিবীর একমাত্র স্থান যেখানে এখনো কোনো করোনাভাইরাস প্রবেশ করেনি।’

২০২১ সালের হজ আবেদনের ফরম :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এখনো হজ আবেদনপত্রের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এ বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাবে তা জানানো হবে।
কবে অনুষ্টিত হবে ২০২১ সালের হজ :
২০২১ সালের হজের সময় হলো : ২০২১ সালের ১৭ জুলাই, শনিবার আর হজ শেষ হবে ২২ জুলাই ২০২১ সালে।

13/03/2021
20/02/2021

Rain in Masjid Ul Haram Makkah 🕋

12/02/2021
05/02/2021
LIVE: Jumu'ah Khutbah & Salaah from Masjidul Haraam by Sheikh MaahirAdhaan al Awwal by Sheikh Muhammad BaSa'adAdhaan al ...
05/02/2021

LIVE: Jumu'ah Khutbah & Salaah from Masjidul Haraam by Sheikh Maahir

Adhaan al Awwal by Sheikh Muhammad BaSa'ad

Adhaan al Thaani by Sheikh Hamd Daghreeree.LIVE: Jumu'ah Khutbah & Salaah from Masjidun Nabawi by Sheikh Qaasim

Adhaan al Awwal by Sheikh Iyad Shukry

Adhaan al Thaani by Sheikh Faisal Noman

03/02/2021

মক্কাতুল মোকাররমা মসজিদুল হারাম মসজিদ মুয়াজ্জিন। বর্তমানে খারাপ পোস্টে শেয়ার হয় কিন্তুু ভাল পোস্টে শেয়ার নাই, তবে দেখব কে কে শেয়ার করে আল্লাহর জন্য।

আগামী বৃহস্পতিবার পবিত্র কাবা শরিফের উপরে চাঁদ দেখা যাবে
26/01/2021

আগামী বৃহস্পতিবার পবিত্র কাবা শরিফের উপরে চাঁদ দেখা যাবে

সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মক্কায় অবস্থিত পবি.....

25/01/2021

Cleaning up of the roof of earlier today

 #আলহামদুলিল্লাহ্..🕋🤲 মক্কা পবিত্র মাসজিদ আল হারাম এরিয়ায় নামাজ আদায় করতে আজ থেকে কোন অনুমতি বা রেজিস্ট্রেশন করা লাগবে ন...
16/01/2021

#আলহামদুলিল্লাহ্..

🕋🤲 মক্কা পবিত্র মাসজিদ আল হারাম এরিয়ায় নামাজ আদায় করতে আজ থেকে কোন অনুমতি বা রেজিস্ট্রেশন করা লাগবে না।

🚫 তবে ওমরাহ করার জন্য অনুমতি বা রেজিষ্ট্রেশন করতে হবে।

সৌদি আরবে করোনাভাইরাস পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি মানুষ উমরাহ হজ পালন করেছেন এবং মক্কার গ্র্যান্ড মসজিদে ইবা...
12/01/2021

সৌদি আরবে করোনাভাইরাস পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি মানুষ উমরাহ হজ পালন করেছেন এবং মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত পালন করেছেন।

সৌদি আরবে করোনাভাইরাস পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি মানুষ উমরাহ হজ পালন করেছেন এবং মক্কার গ্র্যান্ড মস...

করোনা টিকা ছাড়া ওমরাহ্‌   নয়। সৌদি সরকার
08/01/2021

করোনা টিকা ছাড়া ওমরাহ্‌ নয়। সৌদি সরকার

যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই মহামারি করোনার টিকা নিতে হবে...

29/12/2020

যারা এখনো কাবা ঘরের ভিতরে অংশ দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি। দেখা যাক এইটি কে কে শেয়ার করে আল্লাহর জন্য।অনেক আজেবাজে জিনিস আমরা শেয়ার করি আর এই ভিডিওটি শেয়ার করি একমাত্র আল্লাহর জন্য নিজে দেখি অন্যকে দেখার সুযোগ করে দেই।

26/12/2020
৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করলেও করোনা আক্রান্ত হননি একজনও

সউদী হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫০ লাখ হাজি এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি। এ বিষয়টি নিশ্চিত করেছে সউদী প্রেস এজেন্সি (এসপিএ)। গত বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন।

বৈঠকে প্রিন্স খালেদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন। করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সউদী আরব।
পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সউদী আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এই স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : গালফ বিজনেস

সউদী হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত...

19/11/2020

ARABI TV

Scenes during the Istisqa (Rain-seeking) Sermon delivered by Sheikh Abdul Bari Thubayty in Masjid An Nabawi earlier today.

19/11/2020

ARABI TV

Governor of Makkah Prince Khalid bin Faisal attended the Istisqa (Rain-seeking) Prayer at Masjid Al-Haram earlier today.

19/11/2020

ARABI TV

From The Mataaf: Groups of Pilgrims had the opportunity to be part of the Istisqa (Rain-seeking) prayer congregation in Masjid Al-Haram earlier today.

19/11/2020

ARABI TV

Scene from Masjid Al Haram: Sheikh Abdullah Juhany leading the Istisqa (Rain-seeking) Prayer earlier today.

19/11/2020

ARABI TV

Scenes during the Istisqa (Rain-seeking) Prayer in Masjid Al-Haram earlier today led by Sheikh Abdullah Juhany.

19/11/2020

ARABI TV

Scenes during the Istisqa (Rain-seeking) Sermon in Masjid Al-Haram earlier today.

19/11/2020
Saudi Expats

Saudi Expats

Istisqa (Rain seeking) prayer performs at the Grand Mosque in

09/11/2020
Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur.

ওমরাহ্‌ আকর্ষনীয় ৪ টি প্যাকেজ আর প্যাকেজের সব বিষয় জানতে বিস্তারিত শেষ পযর্ন্ত পড়ুন।

হজ্ব ২০২১ ইং প্রাক নিবন্ধন ও ওমরা প্যাকেজ ২০১৯ইং বুকিং চলিতেছে।
------------------------------------------
★প্যাকেজ নাম্বর ওয়ান
--------------------------------
★ প্যাকেজের সময়কাল ঃ ১৪/১৫দিন
★ মক্কা হোটেল। ঃ স্টার মানের হোটেল
★ হোটেলের দরত্ব। ঃ ৪০০ মিটার
★ মদিনা হোটেল। ঃ থ্রি স্টার মানের
হোটেল
★ মদিনা হোটেলের দুরত্ব। ঃ ২০০মিটার, মারকাজিয়া
★ ফ্লাইট হাজ্বীদের চাহিদা অনুযায়ী ঃ সৌদী
এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স

★( ঢাকা-জেদ্দা-মদিনা-ঢাকা)( অথবা- মদিনা- জেদ্দা -ঢাকা)

★ বিশেষ সুবিধা সমুহ ঃ তিন বেলা দেশী বাংলা খাবারের সুব্যস্থা

★★★ মক্কা দর্শনীয় স্থান সমুহ জিয়ারা করার-ব্যাবস্থার মধ্যে আছে ---------------------------
★১/ জাবালে নুর ★২/ জাবালে সুর ★৩/ ★★ মক্কা দর্শনীয় স্থান সমুহ জিয়ারা করা র ময়দান জাবালে রহমত★ ৪/ মুজদালিফা মসজিদে মাশারিল হারাম ★ ৫/ মিনার ময়দান★ ৬/ তিন শয়তান জামরাত★ ৭/ মিনা মসজিদে খাইয়েফ★ ৮/ মসজিদে জ্বীন★ ৯/ মসজিদে সাজারা★ ১০/ মসজিদে ফাত্তাহ ★১১/ নবীর বাড়ি ★১২/ আবু জাহেল এর বাড়ি★ ১৩/ জিন্দা কবর★ ১৪/ আবুবকর মসজিদ ★১৫/ ওমর মসজিদ। ★ ১৬ / জান্নাতুল মুয়াল্লা ★★★১৭/ কেসুয়া কাবা মক্কা মিউজিয়াম।

★★★ তায়েফের দর্শনীয় স্থান জিয়ার মধ্যে আছে------★১/ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ আনহুর মসজিদ ও তার কবরস্থান★ ২/ আঙ্গুর এর বাগান ★৩/ মসজিদে আদ্দাস★ ৪/ মসজিদে রসুল★ ৫/ মসজিদে আলী রাঃ আনহু★ ৬/ বুড়ির বাড়ি ★৭/ সর্বশেষ তায়েফের ওয়াদি মেহেরিম / করন মানাজ্জেল সায়েল আল কাবির মিকাত থেকে ওমরাহ্‌ ইহরাম বেধে মক্কার দিকে রওয়ানা।

★★★ মদিনার দর্শনীয় স্থান সমুহ জিয়ারা করার ব্যাবস্থার মধ্যে আছে। -------------------------------
★ ১/ইসলামের সর্বপ্রথম মসজিদে কুবা★ ২/ কিবলা পরিবর্তনের মসজিদ,মসজিদে কিবলাতাইন★ ৩/ মসজিদে শুহাদা★ ৪/ জাবালে ওহুদ ★৫/ জাবালে রুমাত ★৬/ আমির হামজা ও হানজালা রাঃ আনহুমা সহ শহিদানের কবর ★৭/ মসজিদে গামামা★৮/ মসজিদে আবুবকর ★৯/ মসজিদে আলী রাঃ আনহু★ ১০/মসজিদে ওমর রাঃ আনহু ★১১ মসজিদে ওসমান রাঃ আনহু ★১২ মসজিদে সাবয়া / খন্দকের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল ★১৩/ কোরআনের মিউজিয়াম ★১৪/ মদিনা মিউজিয়াম ★১৪/ জান্নাতুল বাকী কবরস্থান

★যাতায়াত ব্যবস্থা ঃ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট অথবা জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত এজেন্সি বহন করবে।
★ প্যাকেজের মূল্য। ঃ ১,১০,০০০/ এক লক্ষ দশ হাজার টাকা মাত্র।

★প্যাকেজ টু
--------------------
★প্যাকেজের সময়কাল। ঃ ১৪/১৫ দিন ।
★ মক্কা হোটেল। ঃ স্টার মানের হোটেল।
★হোটেল দুরত্ব। ঃ ৬০০ মিটার
★ মদিনা হোটেল। ঃ থ্রি স্টার মানের হোটেল।
★ হোটেলে দুরত্ব। ঃ২০০মিটার,মারকাজিয়া

★ ফ্লাইট হাজ্বীদের চাহিদা অনুযায়ী ঃ সৌদী এয়ারলাইন্স,বাংলাদেশ এয়ারলািন্স/ এমিরেটস ( ঢাকা-জেদ্দা, মদিনা- ঢাকা।

★ বিশেষ সুবিধা সমুহ ঃ তিন বেলা বাংলা খাবারের সুব্যবস্থা এবং মক্কা-মদিনা দর্শনীয় স্থান সমুহ জিয়ারা করার ব্যবস্থা।

★ যাতায়াত ব্যবস্থা ঃ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট পর্যন্ত এজেন্সি বহন করিবে।

★ প্যাকেজের মূল্য। ঃ ১,০০০০০/ এক লক্ষ টাকা মাত্র।

★প্যাকেজ থ্রি
---------------------
* প্যাকেজের সময়ক ঃ ১৪/১৫ দিন
★ মক্কা হোটেল। ঃ ভাল মানের হোটেল
★ হোটেলের দুরত্ব। ঃ ৭০০ মিটার
★ মদিনা হোটেল। ঃ ভাল মানের হোটেল
★ হোটেলের দুরত্ব। ঃ ৬০০ মিটার

★ ফ্লাইট ঃ ট্রানজিট বিমান ঃ ( ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা) / গালফ/ এয়ার এরাবিয়া /কাতার এয়ারওয়েজ/ সালামত/ কুয়েত এয়ারওয়েজ / এয়ার ইন্ডিয়া/ জেড এয়ারওয়েজ।

★ বিশেষ সুবিধা সমুহ ঃ তিন বেলা বাংলা খাবারের সুব্যবস্থা এবং মক্কা-মদিনা দর্শনীয় স্থান সমুহ জিয়ারা করার-ব্যবস্থা।

★ যাতায়াত ব্যবস্থা ঃ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট পর্যন্ত এজেন্সি বহন করবে।
★ প্যাকেজের মূল্য। ঃ ৯০,০০০/ নব্বই হাজার টাকা মাত্র।

★ওমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত ★

★ রিটার্ন ইয়ার টিকেট
★★বাংলাদেশ বিমান / সাউদিয়া এয়ারলাইন্সে নিলে প্রতিজনের জন্য অতিরিক্ত আনুমানিক ১০,০০০ টাকা যুক্ত হবে **
★★ফ্লাইট ঃ ট্রানজিট বিমান ঃ ( ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা) এমিরেটস / গালফ/ এয়ার এরাবিয়া /কাতার এয়ারওয়েজ/ সালামত/ কুয়েত এয়ারওয়েজ / এয়ার ইন্ডিয়া/ জেড এয়ারওয়েজ।
★ ওমরাহ্ ভিসা
★ হোটেল
★ ওমরাহ্ করার সময় নির্দিষ্ট মোয়াল্লেম
★ ওমরাহ্ গাইড
যাতায়াত ব্যবস্থা ঃ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট অথবা জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত এজেন্সি বহন করবে।

★★ ওমরাহ্ প্যাকেজের হোটেলসমূহের বিবরণ ★★
★ ইকোনমী প্যাকেজঃ
মক্কা – ফাইনাল রিহাব অথবা সমমান ৩* (হারাম থেকে ৩৫০মি. দূরে, হিজড়া রোড)
গুগল ম্যাপ লিঙ্কঃ bit.ly/2W3KeGp
মদিনা – ইশরাক বুস্তান অথবা সমমান ৩* (হারাম থেকে ৩০০মি. দূরে, ৮ নং গেইট সংলগ্ন)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/3pmRGs
★★ স্ট্যান্ডার্ড প্যাকেজঃ
মক্কা - বুরজ আল সুলতান অথবা সমমান ৩* (হারাম থেকে ২০০মি. দূরে, ইব্রাহিম খলিল রোড)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/YuPD7e
মদিনা – নাদা/মুলতাক আল জোয়ার অথবা সমমান ৩* (হারাম থেকে ১৫০মি. দূরে, ০৭ নং গেইট সংলগ্ন)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/xJ6p2S
★★★ সুপেরিওর প্যাকেজঃ
মক্কা – মক্কা টাওয়ার / হিলটন টাওয়ার অথবা সমমান ৪* (হারাম থেকে ০ মি. দূরে)
গুগল ম্যাপ লিঙ্কঃ bit.ly/2JVdSd9
মদিনা - গোল্ডেন আল ফায়রোজ অথবা সমমান ৪* (হারাম থেকে ২০ মি. দূরে, ১৬ নং গেইট সংলগ্ন)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/mrb7ae
★★★★ প্রিমিয়াম প্যাকেজঃ
মক্কা - সুইস্টেল অথবা সমমান ৫* (হারাম থেকে ০ মি. দূরে)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/m9S4Yj
মদিনা - আনোয়ার আল মুভেনপিক অথবা সমমান ৫* (হারাম থেকে ০ মি. দূরে, ১৬ নং গেইট সংলগ্ন)
গুগল ম্যাপ লিঙ্কঃ goo.gl/fNR6uo

★★ গ্রুপ ভ্রমণের তারিখ ★★

★★ গ্রুপ ২০ হতে ২৫ ডিসেম্বরের মধ্যে ২০১৯ইং
★★ গ্রুপ ২০ হতে ২৫ ফেব্রুয়ারি মধ্যে ২০২০ ইং
★ নোট:
কমপক্ষে এক মাস পর্বে বুকিং নিশ্চিত করতে হবে
উল্লেখিত তারিখ ছাড়া অন্য তারিখেও নেয়া যেতে পারে (শর্ত প্রযোজ্য)

★★ ওমরাহ্ প্যাকেজের মূল্যসমূহ - প্রতিজন ★★
★★ সবগুলো মূল্য একরুমে ৪ জন থাকা সাপেক্ষে, রুমে ৩/২/১ জন থাকতে চাইলে মূল্য বৃদ্ধি পাবে, বিস্তারিত জানতে আমাদের দেয়া নিচের নাম্বারে যোগাযোগ করুন।

★ ০৭ দিনের ওমরাহ্ প্যাকেজ
★ ইকোনমী প্যাকেজ মাত্র ৮৩,০০০ টাকা
★★ স্ট্যান্ডার্ড প্যাকেজ মাত্র ৯২,০০০ টাকা
★★★ সুপেরিওর প্যাকেজ মাত্র ৯৯,৫০০ টাকা
★★★★প্রিমিয়াম প্যাকেজ মাত্র ১,০৮,৫০০ টাকা
★★ ১০ দিনের ওমরাহ্ প্যাকেজ
★ ইকোনমী প্যাকেজ মাত্র ৮৫,০০০ টাকা
★★ স্ট্যান্ডার্ড প্যাকেজ মাত্র ৯৬,০০০ টাকা
★★★ সুপেরিওর প্যাকেজ মাত্র ১,০৬,০০০ টাকা
★★★★ প্রিমিয়াম প্যাকেজ মাত্র ১,২০,০০০ টাক
★★★ ১৫ দিনের ওমরাহ্ প্যাকেজ
★ ইকোনমী প্যাকেজ মাত্র ৯০,০০০ টাকা
★★ স্ট্যান্ডার্ড প্যাকেজ মাত্র ১,০১,৫০০ টাকা
★★★ সুপেরিওর প্যাকেজ মাত্র ১,১৬,০০০ টাকা
★★★★ প্রিমিয়াম প্যাকেজ মাত্র ১,৪০,০০০ টাকা

★★ আমাদের প্যাকেজের বৈশিষ্টসমূহ ★★
★ প্যাকেজের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ জনশক্তি দ্বারা পরিচালিত হয় ।
★ ৩ তারকা থেকে ৫ তারকা পর্যন্ত যে কোন হোটেলের প্যাকেজ নেয়ার ব্যাবস্থা আছে ।
★ আধুনিক যানবাহনে মক্কা, মদিনা ও জেদ্দার অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন সেবা দেয়া হয় ।
★ যে কোন দিন যে কোন সংখ্যক ব্যাক্তি প্যাকেজ নিতে পারবেন অথবা চাইলে গ্রুপের সাথেও ট্রাভেল করতে পারবেন ।
★ প্যাকেজ বুকিং এর সময় ইচ্ছেমতো মক্কা, মদিনা অথবা জেদ্দায় অবস্থানকালীন সময় বাড়াতে কমাতে পারবেন ।
★ ট্রাভেলের পূর্বে প্যাকেজ এর সম্পূর্ণ আইটিনেরারি প্রদান করা হয়। যেখানে উল্লেখ থাকে-
- কে এয়ারপোর্টে রিসিভ করবে এবং তার ফোন নাম্বার কি ?
- কোন হোটেলে বুকিং করা হয়েছে এবং তার বুকিং কনফার্মেশন নাম্বার কত ?
- মক্কা এবং মদিনায় কবে জিয়ারা (ট্যুর) করানো হবে এবং কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ?
- প্যাকেজ চলাকালীন সময়ে অপ্রত্যাশিত কোন বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং তার ফোন নাম্বার কত ?
- মক্কা, মদিনা অথবা জেদ্দা থেকে এয়ারপোর্টে ফেরার দিন কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ইত্যাদি

বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন নিচের নাম্বারে।

★ হজ্ব ও ওমরাহ্‌ পালনে দেশের একমাত্র বিশ্বস্ত সুনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ্‌ পালন করুন,সেবার মান নিশ্চিত করুন।
★আরাবী হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ গাজীপুর।

★ অফিসঃ পশ্চিম জয়দেবপুর,আজিজুল হক সড়ক,লক্ষীপুরা রোড, তাবলিগী জামেমসজিদ সংলগ্ন ১৯২/২ নতুন বাজার,গাজীপুর সিটিকরর্পোরেশন ২৬নং
ওয়ার্ড, গাজীপুর সদর,গাজীপুর
ফোনঃ ০১৭১১-৭০৫০৬৯,১৯১৪-২০৩৪০৪,
০১৭৪৭-১৮১৪২৫,০১৪০৬-৪৭০৭৬৮,০২-৯২৬১৪০৮।ইমেল: ahkt [email protected]

Hajj and Umrah is done .
Also, we offer travel abroad .
Contact us for details .01711-705069.01747-181425.9261408

09/11/2020

ARABI TV

The third batch of foreign pilgrims from arrives at King Abdulaziz International Airport in .

08/11/2020
Haramain

Haramain

ENGLISH 6th Nov 2020 Makkah Jumu'ah Khutbah Sheikh Humaid

06/11/2020
সৌদিতে স্বাস্থ্যবিধি মানাসহ নানাশর্তে দ্বিগুণ হচ্ছে ওমরাহ খরচ - BdsKhabor

সৌদিতে স্বাস্থ্যবিধি মানাসহ নানাশর্তে দ্বিগুণ হচ্ছে ওমরাহ খরচ

সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ পেলেন বিদেশি হজযাত্রীরা। মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় সাত মাস ধরে ওমরাহ পালন.....

06/11/2020
বাংলাদেশ থেকে শিগগিরই চালু হচ্ছে ওমরার কার্যক্রম

বাংলাদেশ থেকে শিগগিরই চালু হচ্ছে ওমরার কার্যক্রম

আওয়ার ইসলাম: আট মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে পবিত্র ও্মরা চালুর তৃতীয় ধাপে ১৩টি দেশের যাত্রীরা যাওয়া শুরু করেছ...

30/10/2020

আলহামদুলিল্লাহ্‌
রাজকীয় সৌদি আরব সরকার উমরা ভিসা ইতোমধ্যে ইস্যু করা আরম্ভ করেছে!
আশা করছি বাংলাদেশেও উমরাহ যাত্রীদের ভিসা শিগগির দেওয়া শুরু হবে!

বহিরবিশ্বের ১৪৪২ হিজরী সনের উমরাহ কার্যক্রম তৃতীয় পর্যায়ের প্রথম পর্ব ইন্দোনেশিয়ান ও পাকিস্তানিদের ভিসা প্রদানের মাধ্যমে শুরু হয়েছে!

প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণকারী দেশগুলো হলঃ
মিশর,
সংযুক্ত আরব আমিরাত,
বাহরাইন,
কুয়েত,
লেবানন,
ওমান,
সুদান
ইন্দোনেশিয়া
পাকিস্তান ও
তিউনিসিয়া।

Address

Gazipur

Telephone

+8801711705069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur.:

Videos

Share