Lunatic Travellers Bangladesh

Lunatic Travellers Bangladesh Assalamoalikom dear brothers and sisters. Let's Travel around the beautiful Bangladesh.

23/02/2024

কুয়াকাটা টুরের বাকি আর মাত্র ৫০ দিন।

#কক্সবাজার 'sbazar

11/02/2024

বিলাভড্ ন্যাশনাল হাইওয়ে-১💚

এই রাস্তা ধরেই চলে যাবেন চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি।

-Chattogram

কক্সবাজার এক্সপ্রেস।ঢাকা টু কক্সবাজার কিংবা কক্সবাজার টু ঢাকা ঠিকঠাক ৯ ঘন্টায় পৌছে দিবে এই মহাশয়। ট্রেনে টিকেট কালোবাজার...
10/02/2024

কক্সবাজার এক্সপ্রেস।

ঢাকা টু কক্সবাজার কিংবা কক্সবাজার টু ঢাকা ঠিকঠাক ৯ ঘন্টায় পৌছে দিবে এই মহাশয়। ট্রেনে টিকেট কালোবাজারির জন্য এখনো অনেকের ট্রেনে কক্সবাজার ভ্রমণ অধরা থেকে গেলো।

বরমী বাজার খেয়াঘাট। বুধবার এখানে বাজারের দিন, এদিন আশেপাশের অনেক এলাকা থেকেই এখানে বাজার করতে আসে বহু মানুষ। ছবি- ২০২৪
12/01/2024

বরমী বাজার খেয়াঘাট।

বুধবার এখানে বাজারের দিন, এদিন আশেপাশের অনেক এলাকা থেকেই এখানে বাজার করতে আসে বহু মানুষ।

ছবি- ২০২৪

22/12/2023

পদ্মা সেতু হয়ে ঢাকা টু ফরিদপুর ট্রেন যাত্রা।

ঘোড়াশাল রেলওয়ে ব্রিজ (নরসিংদী-গাজীপুর)এই রেলপথ ধরেই যেতে পারবেন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ ক...
15/11/2023

ঘোড়াশাল রেলওয়ে ব্রিজ (নরসিংদী-গাজীপুর)

এই রেলপথ ধরেই যেতে পারবেন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটা জেলায়।

ছবি- ২০২২

কমলাপুর রেলওয়ে স্টেশন,  ঢাকা
15/11/2023

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা

গোবরা রেলওয়ে স্টেশন, গোপালগঞ্জ। ট্রেনের নাম- টুংগিপাড়া এক্সপ্রেসরুট- গোপালগঞ্জ থেকে রাজশাহী। এসব লং রুটের ট্রেনে চড়লে মজ...
11/11/2023

গোবরা রেলওয়ে স্টেশন, গোপালগঞ্জ।

ট্রেনের নাম- টুংগিপাড়া এক্সপ্রেস
রুট- গোপালগঞ্জ থেকে রাজশাহী।

এসব লং রুটের ট্রেনে চড়লে মজার ব্যাপার হচ্ছে আপনার একসাথে ৬-৭ টা জেলার মানুষের সাথে দেখা হয়ে যাবে ট্রেনে।

ছবি- ২০২১

পদ্মা পাড়ের জনজীবন❣️ফেরি পারাপারের দিন গুলো ভালোই ছিলো।ছবি- ২০২১, পদ্মা সেতুর নির্মাণ কাজ  চলছিলো তখন
10/11/2023

পদ্মা পাড়ের জনজীবন❣️

ফেরি পারাপারের দিন গুলো ভালোই ছিলো।

ছবি- ২০২১, পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছিলো তখন

08/11/2023

কুয়াকাটা 💙

রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট।আমাদের পরবর্তী কক্সবাজার টুরে অংশ নিতে বুকিং করুন দ্রুত।
21/10/2023

রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট।

আমাদের পরবর্তী কক্সবাজার টুরে অংশ নিতে বুকিং করুন দ্রুত।

১২০০ ফুট উচ্চতায়; চন্দ্রনাথের চূড়ায় তখন মেঘের ভীড়ে আমরা 💚যারা সাজেক যাননি তারা এটাকে সাজেকের মেঘ ছোয়ার আনন্দের সাথে মিলি...
19/10/2023

১২০০ ফুট উচ্চতায়; চন্দ্রনাথের চূড়ায় তখন মেঘের ভীড়ে আমরা 💚

যারা সাজেক যাননি তারা এটাকে সাজেকের মেঘ ছোয়ার আনন্দের সাথে মিলিয়ে নিয়েছিলো সেদিন।

আবারও সমুদ্রে একসাথে ঝাপিয়ে পরার আনন্দে ভাসতে চাই আমরা, যাচ্ছি কক্সবাজার নভেম্বরে। বুকিং করে আমাদের সহযাত্রী হয়ে যেতে পারেন আপনিও❤️

কক্সবাজার টুরের বিস্তারিত - https://www.facebook.com/groups/1028727087749400/permalink/1309657812989658/

মাছ নাকি শুশুক?  যমুনার চরে শীতের সকালে ২০২১ সালের ছবি।বাহাদুরাবাদ ঘাট, দেওয়ানগঞ্জ, জামালপুর
18/10/2023

মাছ নাকি শুশুক?

যমুনার চরে শীতের সকালে ২০২১ সালের ছবি।

বাহাদুরাবাদ ঘাট, দেওয়ানগঞ্জ, জামালপুর

ঝুলন্ত ব্রিজ, সাফারি পার্ক, গাজীপুর
04/10/2023

ঝুলন্ত ব্রিজ, সাফারি পার্ক, গাজীপুর

🏞️পাহাড়, সমুদ্র, ঝর্ণার টানে চট্টগ্রাম ভ্রমণ-২০২৩আয়োজনে- লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশ(LTB)তারিখ- ৭ সেপ্টেম্বর, ২০২৩ভ্রমণ...
23/08/2023

🏞️পাহাড়, সমুদ্র, ঝর্ণার টানে চট্টগ্রাম ভ্রমণ-২০২৩

আয়োজনে- লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশ(LTB)
তারিখ- ৭ সেপ্টেম্বর, ২০২৩
ভ্রমণ সময়- ২ রাত ১ দিন

ভ্রমণ স্থান-
১. চন্দ্রনাথ পাহাড়
২. সুপ্তধারা ঝর্ণা
৩. সহস্রধারা ঝর্ণা
৪. গুলিয়াখালি সী-বিচ
৫. মহামায়া লেক( হাতে সময় থাকা সাপেক্ষে)

প্যাকেজে যা যা থাকছে-

✔️যাতায়াত ভাড়া
✔️সকালের নাস্তা
✔️দুপুরের খাবার
✔️গ্রুপের লগো সম্বলিত টিশার্ট

বি:দ্র:- এবারের টুর টা কিছুটা রিল্যাক্স টুর হতে যাচ্ছে আর সেজন্য মেম্বার খুব বেশি নয়। সুতরাং যারা যাবেন ৩০ আগস্টের আগে বুকিং কনফার্ম করতে হবে। আর যারা টুরে না গেলেও চট্টগ্রাম টুরের টিশার্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা পেইজের ইনবক্সে।

বুকিং করতে ইনবক্স করুন অথবা কল করুন -
01726532571

Fb Group - Lunatic Travellers Bangladesh (LTB)

>> টুর ফি- ১২০০/-

দ্বীপের নাম মনপুরা💚এরকম বিচ্ছিন্ন দ্বীপের মানুষদের ঢাকা আসার একমাত্র বাহন লঞ্চ। লঞ্চ থেকেই তোলা ছবিটি অক্টোবর, ২০২২ সাল...
07/08/2023

দ্বীপের নাম মনপুরা💚

এরকম বিচ্ছিন্ন দ্বীপের মানুষদের ঢাকা আসার একমাত্র বাহন লঞ্চ। লঞ্চ থেকেই তোলা ছবিটি অক্টোবর, ২০২২ সালে

Join - Lunatic Travellers Bangladesh (LTB)

ভাঙ্গা ইন্টারসেকশন, ফরদিপুর।এই পয়েন্ট থেকেই খুলনা, বরিশাল এবং ফরিদপুরের রাস্তা ভাগ হয়ে যায়। সামনের সোজা রুটটি চলে গেছে ফ...
06/08/2023

ভাঙ্গা ইন্টারসেকশন, ফরদিপুর।

এই পয়েন্ট থেকেই খুলনা, বরিশাল এবং ফরিদপুরের রাস্তা ভাগ হয়ে যায়। সামনের সোজা রুটটি চলে গেছে ফরিদপুর সদরের দিকে।

#মাওয়া #ফরিদপুর

Address

Gazipur

Telephone

+8801726532571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lunatic Travellers Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Gazipur

Show All