Columbus Tours & Travels কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • Columbus Tours & Travels কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস

Columbus Tours & Travels কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস Tour Travel Visa Ticket

Jackfruit Sports City & Agro Resort
15/11/2023

Jackfruit Sports City & Agro Resort

18/10/2023
30/10/2022
21/10/2022

টাকা দিয়ে সুখ কেনার নামই ট্রাভেলিং♥♥♥

21/10/2022

জুম্মা মোবারক 🌙

বাংলাদেশের সর্ব্বোচ্চ উচ্চতার মসজিদ 🕌
📍 BGB Mosque, Sajek Valley

📸 Azizur Rahman Tanvir

21/10/2022

Helsinki, Finland 🤍🤍🤍💜

31/07/2022

একটা করে জায়গার নাম (মাস, সাল সহ) বলুন যেখানে বেড়াতে গিয়ে আপনার মনে হয়েছে ....
১. ধুস আর এখানে কখন আসবোই না।
২. এখানে আবার ফিরে আসতেই হবে।
সম্ভব হলে কারন বলুন। তাহলে চলুক আড্ডা।

06/02/2022

আমি তো পেল করছি 🙂 মাত্র, ৮০ পাইছি 😌
ইনশাআল্লাহ আমিও পাশ করবো এবং ১০০ পামো। আপনি?

পাস মার্ক ৪০
১.কক্সবাজার ভ্রমণ ১০
২. সেন্ট মার্টিন ভ্রমণ ১০
৩. বান্দরবন ভ্রমণ ১০
৪. সাজেক ভ্রমণ ১০
৫. জাফলং ভ্রমণ ১০
৬. সুন্দরবন ভ্রমণ ১০
৭. সীতাকুণ্ড ভ্রমণ ১০
৮. সোনাদিয়া দ্বীপ ভ্রমণ ১০
৯. লালবাগকেল্লা ভ্রমণ ৫
১০. আহসান মঞ্জিল ভ্রমণ ৫
১১. জাদুঘর ভ্রমণ ৫
১২. চিড়িয়াখানা ভ্রমণ ৫

এই শীতে কোথায় বেড়াতে যেতে চান? (কক্সবাজার ছাড়া)
24/12/2021

এই শীতে কোথায় বেড়াতে যেতে চান? (কক্সবাজার ছাড়া)

ছবিটি ঢাকা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের।  বাংলাদেশ থেকে ছেড়ে আসা বেশির ভাগ ফ্লাইটের চিত্র প্রায় একই র...
04/10/2021

ছবিটি ঢাকা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের। বাংলাদেশ থেকে ছেড়ে আসা বেশির ভাগ ফ্লাইটের চিত্র প্রায় একই রকম। টাকা দিয়ে টিকিট কেটেছেন- তাই যা ইচ্ছে, তা কি করা যাবে ?

দেশি-বিদেশি এয়ারলাইন্সের কেবিন ক্রুরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ছেড়ে আসা ফ্লাইট শেষে ময়লা পরিস্কার করতে তাদের বেশি সময় দিতে হয়। এমন কি ফ্লাইটে অনেকেই নারী ক্রুদের উত্যক্ত করেন। অহেতুক নারী ক্রুদের ডাকা ডাকি করেন, ফোন নাম্বার চান। অনেকেই বিদেশি এয়ারলাইনের নারী ক্রুদের বাংলায় অশ্লীল কিছু বলেন, ভাবেন বিদেশি নারী ক্রু বুঝতে পারছেন না । ফ্লাইট সেফটি সংক্রান্ত নির্দেশনা মানতে অনুরোধ করা হলে অনেকে উল্টো খারাপ ব্যবহার করেন।

আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন। নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।

সবুজপাতা রিসোর্ট, শ্রীপুর গাজীপুর,  ভিডিও ক্লিক করুন।https://youtu.be/YNpFE50s6Ns
01/09/2021

সবুজপাতা রিসোর্ট, শ্রীপুর গাজীপুর, ভিডিও ক্লিক করুন।
https://youtu.be/YNpFE50s6Ns

ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভ্রমণ
01/04/2021

ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভ্রমণ

21/01/2021

কুয়াকাটা ট্যুর সামনের মাসে

15/12/2020

চাঁদপুর ভ্রমণ শিপে
জনপ্রতি ১২৯৯ টাকা খাবারসহ। ১৬ ডিসেম্বর ২০২০।

আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে চালু হতে যাচ্ছে Aquaholic Tourist Caravan.কক্সবাজার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ কর...
04/12/2020

আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে চালু হতে যাচ্ছে Aquaholic Tourist Caravan.
কক্সবাজার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে টেকনাফ পর্যন্ত পৌঁছানো যাবে। সেন্টমার্টিন যাওয়ার জন্য এর চেয়ে সুন্দর ব্যবস্থা কি আর হতে পারে।

কলাতলী ডলফিন মোড় হয়ে চাঁদের গাড়িতে করে রেজুরব্রীজ পর্যন্ত গিয়ে,এই গাড়িতে করে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত পৌঁছানো যাবে।

02/12/2020

চলুন ঘুরে আসি বাংলার তাজমহল, পিরামিড, পানামাসিটি, লোকশিল্প জাদুঘর জনপ্রতি ১৫০০টাকায়।
মাওনা হইতে টুরিস্ট বাসে যাওয়া ও আসা।
সকালের নাস্তা+ দুপুরের খাবার+ বিকালের স্ন্যাকস।
(সকল প্রকার প্রবেশ ফি ও ব্যক্তিগত কেনাকাটা যার যার) ১৪/১২/২০ ভোর ৬ঃ৩০ যাত্রা

24/11/2020

Tour co-ordinator lagva.
2 jon boys 2 jon maya.
Send ur cv with photo [email protected]

সুন্দরবন ভ্রমণ
23/11/2020

সুন্দরবন ভ্রমণ

সুন্দরবন ভ্রমণ ২০২০কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস
20/11/2020

সুন্দরবন ভ্রমণ ২০২০
কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিতে রিভার ক্রুজে ডে ট্রিপ মাত্র ১২৯৯/- টাকায়। দেখে নিন বিশেষ এই রিভার ক্রুজে কী কী থাকছে। আগ্...
09/11/2020

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিতে রিভার ক্রুজে ডে ট্রিপ মাত্র ১২৯৯/- টাকায়।

দেখে নিন বিশেষ এই রিভার ক্রুজে কী কী থাকছে।

আগ্রহীরা দ্রুত টিকেট কনফার্ম করে ফেলুন।

==========================
✔✔ ভ্রমণে যা যা থাকছেঃ
==========================
- সারাদিনের জন্য রিজার্ভ ক্রুজ (এম.ভি. রয়েল ক্রুজ-২)
- বিভিন্ন রকম খেলার আয়োজন লঞ্চে – ক্যারাম, দাবা, লুডু এবং চর এ – ক্রিকেট, বীচ ভলিবল,
- ঘুড়ি উড়ানো
- সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট
- চাঁদপুরের ইলিশের বিশেষ আয়োজন
- সন্ধ্যায় লঞ্চের ছাদে ফানুস উড়ানো
- থাকবে বিভিন্ন ধরনের স্টল (ফুড, ক্লথিং, ট্যুরস)
- ঢাকা হতে চাঁদপুর ট্যুর তো থাকছেই

খাবারে যা যা থাকছে ঃ-

✔ - সকালের নাস্তাঃ স্যান্ডউইচ, ভেজিটেবল রোল, সেদ্ধ ডিম, ফল, মিনারেল ওয়াটার

✔ - ১১ টার নাস্তাঃ চা, বিস্কুট, মিনারেল ওয়াটার

✔ - দুপুরের খাবারঃ পোলাও, ইলিশ ভাজা, চিকেন রোস্ট, বীফ রেজালা, মিক্সড ভেজিটেবল, সফট ড্রিংক্স, মিনারেল ওয়াটার

✔ - বিকালের নাস্তাঃ হরেক রকম শীতের পিঠা, মিনারেল ওয়াটার

*বাজারের পরিস্থিতি বিবেচনায় খাবারের মেন্যু পরিবর্তন হতে পারে তবে অবশ্যই ভাল কিছু দেয়া হবে

✔ - সব সময়ের জন্য চা/কফি

বুকিংয়ের জন্য কল করুনঃ-
01303909393

সুন্দরবন ট্যুর ২০ নভেম্বর রাত থেকে রিলাক্স ট্যুর
09/11/2020

সুন্দরবন ট্যুর ২০ নভেম্বর রাত থেকে রিলাক্স ট্যুর

Address

Nirman Shilpa, Yakub Ali Master Tower, 3rd Floor, Sreepur Road, Mawna Chowrasta, Sreepur, Gazipur
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Columbus Tours & Travels কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Columbus Tours & Travels কলম্বাস ট্যুরস এন্ড ট্রাভেলস:

Videos

Share

Category

Nearby travel agencies