14/03/2024
লক্ষ্য করুন
👉 এবারের ঈদে ০৭ দিন আগে থেকে অগ্রীম টিকিট বিক্রয় শুরু হবে।
👉 পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে সকালে আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে বিকেলে।
👉 টিকিট বিক্রয় শুরু ২৫ মার্চ থেকে, শতভাগ টিকিট অনলাইনেই থাকছে।
👉 ভিড় এড়াতে ঢাকার পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে উত্তরবঙ্গের কিছু ট্রেন ছেড়ে যাবে।
👉 স্পেশাল ০৭ জোড়া ট্রেন চলবে।
👉 ফিরতি টিকিট বিক্রয় শুরু হবে ০৪ এপ্রিল থেকে।
👉 একজন সর্বোচ্চ ০৪ টি টিকিট নিতে পারবেন, বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না।