BD T R V E L B U Z z

BD T R V E L B U Z z travel group

18/10/2022

নিরাপত্তাজনিত কারণে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণে বিরত থাকার নির্দেশ।

রুমা, রোয়াংছড়ি উপজেলা সদরসহ দুই উপজেলার দেবতাখুম, বগা লেক, কেওক্রাডং, রিজুক ঝরনাসহ যেকোনো পর্যটনস্থানে যাওয়া-আসা থেকে বিরত থাকতে হবে।

আজকে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণাটি পালন করতে বলা হয়েছে।

এই রেঞ্জ গুলোতে বাংলাদেশ সেনাবাহিনী ও Rapid Action Battalion এর যৌথ অভিযান চলছে তাই এমন পদক্ষেপ।

27/09/2022

"পর্যটনে নতুন ভাবনা"
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের সকল পর্যটক,পর্যটনসেবী দের BD T R V E L B U Z z এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিকার সময়ে থানছি-বান্দরবান সড়কে, জীবন নগরে বাঁকে নামতে গিয়ে একটি গাড়ি ১২০০ ফুট নিচে পাহাড়ে গভীর খ...
26/05/2022

আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিকার সময়ে থানছি-বান্দরবান সড়কে, জীবন নগরে বাঁকে নামতে গিয়ে একটি গাড়ি ১২০০ ফুট নিচে পাহাড়ে গভীর খাঁদে নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন। হতাহতরা সবাই বুয়েট এর কর্মচারী বলে হতাহতের পরিচয় পত্র এবং মুখে স্বীকারোক্তি মাধ্যমে জানতে পেরেছি।

হতাহতদের মধ্যে ১ জন নিহত হয়েছেন।

উদ্ধারকৃত বাকি ৪জন বলিপাড়া বিজিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাকি চার জন এখনো নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কাজে সহযোগীগতা কারী স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন।

source: mong sing hai marma

https://youtube.com/watch?v=6JCKxA2Goog&feature=share
19/05/2022

https://youtube.com/watch?v=6JCKxA2Goog&feature=share

#মেঘবাড়ি_রিসোর্টে_গিয়েছিলেো_টাকা_দিয়ে_হয়রানি_হতে। ২০ মিনিট পুলে নামার সাথে সাথে পুল থেকে তুলে দিলো।সাউন্ড বক্স ছ.....

27/03/2022

প্রেমে পড়ে গেলাম
না মানে...
প্রকৃতির প্রেমে😳🙂

লোকেশানঃ অপরুপ সাজেক 😍

একজন অন্তর্মুখী বা Introvert মানুষকে চিনবো কিভাবে??১. ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এরা স্বস্তির নিঃশ্বাস ফেলে...
21/03/2022

একজন অন্তর্মুখী বা Introvert মানুষকে চিনবো কিভাবে??

১. ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২. রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩. বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪. কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এরা বেশ ভালো মানের শ্রোতা।

৫. ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬. নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এদের রাজ্যের সংকোচ।

৭. মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮. অকারণ আড্ডা এদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯. এদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০. প্রতিবেশীরা এদের নাম না-ও জানতে পারেন।

১১. ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২. কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩. এদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪. সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫. এদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬. অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭. খুব কাছের মানুষ বাদে এদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮. মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯. অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০. এদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১. অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এদের উপস্থিতি টের পান না।

২২. খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলক ভাবে বেশি সময় নেন। এদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩. বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এদের বেশি প্রিয়।

২৪. নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

২৫. রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

© সংগৃহীত

15/03/2022

ভ্রমণ মনে শান্তি নিয়ে আসুক
#বিডি_ট্রাভেল_বাজ

26/02/2022

শুধু আপনাদের এডমিন আপা কে বলছিলাম শেষ শীতের ভাপা পিঠা খাবো,সেই ভাপা পিঠা খেতে সাজেকের লুসাই গ্রাম আসতে হলো 🥴

যারা আমাদের ২৩ তারিখ সাজেক ট্রিপের রিসোর্ট এর রুম দেখতে চেয়েছিলেন তাদের জন্য, রিসোর্টঃ Chander Bari Resort Sajek - চাঁদে...
20/02/2022

যারা আমাদের ২৩ তারিখ সাজেক ট্রিপের রিসোর্ট এর রুম দেখতে চেয়েছিলেন তাদের জন্য,
রিসোর্টঃ Chander Bari Resort Sajek - চাঁদের বাড়ি রিসোর্ট, সাজেক
৩৬০০/- টকায় ২৩ ফেব্রুয়ারী বুধবার সাজেক ট্রিপে আমাদের সাথে আর মাএ ৩ জন যেতে পারবেন।

প্রেম করি না টাকা জমাই পাহাড়ে ঘুড়তে যাই। 🏞️
16/02/2022

প্রেম করি না টাকা জমাই পাহাড়ে ঘুড়তে যাই। 🏞️

10/02/2022

স্বর্গের সিঁড়ি, খাগড়াছড়ি...🔥

https://youtu.be/ULs4lXxLowE
07/02/2022

https://youtu.be/ULs4lXxLowE

স্বর্গের সিঁড়ি, খাগড়াছড়ি স্থানীয়রা একে বলে মায়ুং কপাল বা হাতিমুড়া। কেউ কেউ চেনে হাতির মাথা হিসেবে। স্বর্গের সি...

06/02/2022

লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করুন 😇

05/02/2022

এই দেখ বন্ধু কই আইছি।

#খাগড়াছড়ি_স্বর্গের_সিঁড়ি
#মায়ংকপাল

If one is not a real traveler Nature is unrecognizable. 😵🌿
30/01/2022

If one is not a real traveler
Nature is unrecognizable. 😵🌿

26/01/2022

একটু গান করলাম আরকি😴
সাউন্ড কোয়ালিটির জন্য দুঃখিত।
লোকেশন: স্বর্গের সিড়ি (হাতিমাথা সিড়ি),খাগড়াছড়ি।

মানুষই একমাত্র প্রা‌ণি যে ভা‌লোবাসার প্র‌তিদা‌নে আঘাত কর‌তে জা‌নে। মানুষ তবু ঘু‌রে‌ফি‌রে মানুষকেই ভা‌লোবা‌সে 🥀সাথে মজা...
22/01/2022

মানুষই একমাত্র প্রা‌ণি যে ভা‌লোবাসার প্র‌তিদা‌নে আঘাত কর‌তে জা‌নে। মানুষ তবু ঘু‌রে‌ফি‌রে মানুষকেই ভা‌লোবা‌সে 🥀
সাথে মজার হাড়ি কেউ অনেক ভালোবাসি 😁😇

লোকেশন বিন্দান পছন্দের জায়গায়

Tent rent required- 01860594570 Or message on the page.Join our group বিডি ট্রাভেল বাজ - Bd Travel Buzz (Gazipur)
21/01/2022

Tent rent required- 01860594570
Or message on the page.

Join our group বিডি ট্রাভেল বাজ - Bd Travel Buzz (Gazipur)

😒
14/11/2021

😒

28/10/2021
T r a v e l  g i r l 💚🌱
15/09/2021

T r a v e l g i r l 💚🌱

বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল থেকে ঘুরে আসুন মাত্র ৪৯৭০ টাকায়।  ঢাকা টু বেনাপোল বাসে ৫৫০ টাকা।  যাওয়া আসা ৫৫০+৫৫০= ১১০০ ট...
15/09/2021

বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল থেকে ঘুরে আসুন মাত্র ৪৯৭০ টাকায়।

ঢাকা টু বেনাপোল বাসে ৫৫০ টাকা। যাওয়া আসা ৫৫০+৫৫০= ১১০০ টাকা।

১ম দিনঃ এর পরে বর্ডারে ভ্রমন ট্যাক্স দিতে হবে শুধু যাবার সময় ৫০০ টাকা। আসার সকয় ভ্রমন ট্যাক্স লাগে না। এর পরে বর্ডা পার করে ৩০ রুপি ভাড়া দিয়ে অটো নিয়ে চলে যেতে হবে বনগা স্টেশন। বনগা থেকে ২০ রুপি টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কোলকাতা শিয়ালদহ স্টেশন। স্টেশনে নামার পরে চলে যাবেন বাসে করে কোলকাতা ফেয়ারলি প্লেস ভাড়া নিয়ে ১৬ রুপি টাকা। ঐ জায়গায় গিয়ে ততকালে কোলকাতা টু আগ্রা ট্রেনের ততকালে টিকেট নিবেন।
ট্রেন নামঃ উদায়ন আভা তুফান এক্সপ্রেস Tufan Express
ট্রেন নম্বরঃ ১৩০০৭
ট্রেন ছাড়ার সময়ঃ প্রতি দিন ৯ঃ৩৫ মিনিট।
ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে আগ্রা ক্যান্টমেন্ট স্টেশনে থামবে।
ভাড়াঃ ৩১২ রুপি, ৫৫৫ রুপি, ১৫০৫ রুপি।
টিকেট নেয়ার জন্য একদিন কোলকাতার হোটেলে থাকতে হতে পারে৷ তাই থাকা খরচ ৫০০ রুপি। হাওড়া স্টেশন এর আশে পাশে৷
তা ছাড়া ৩ বেলা খাবার ধরতে হবে ৫০+১৪০+১৪০= ৩৩০রুপি।
২য় দিন ট্রেনে রউনা দিলে রাতের মধ্যে পৌছে যাবেন আগ্রা। রাতে আগ্রাতে হোটেলে থাকা। হোটেল ভাড়া আবার ৫০০ রুপি।
২য় দিনের খাবার খরচ ৩ বেলা ৫০+১৪০+১৪০= ৩৩০ টাকা।
৩য় দিনঃ আগ্রা স্টেশন থেকে ২০ রুপি অটো ভাড়া দিয়ে তাজমহল।
তাজমহল এন্টি ফি - ৫৭০ রুপি। সারা দিন ঘুরে তাজমহল দেখে আবার সাতের ট্রেনে কোলকাতা বেক। ভাড়া ৩১২ রুপি।
৩য় দিন খাবার খরচ- ৩৩০ রুপি।
আবার ২০ রুপি ট্রেন ভাড়া ও ৩০ রুপি অটো ভাড়া দিয়ে বর্ডার এ চলে আসবেন সেম আগের নিয়মে। ঘুরা শেষ।

১১০০+৫০০+৩০+২০+১৬+৩১২+৫০০+৩৩০+৫৫০+৩৩০+২০+৫৭০+৩১২+২০+৩০= ৪৬৪০ টাকায়।

Post credit: Rajesh Chandro Ghosh

একবার হলে ও এমন পোজ নিবো 😅লোকেশনঃ সাজেক
13/09/2021

একবার হলে ও এমন পোজ নিবো 😅
লোকেশনঃ সাজেক

শুভ সকাল এক ঝাক ভ্রমন পিপাসুদের নিয়ে ১৬ তারিখ যাচ্ছি গুলিয়াখালীর অপরুপ সৌন্দর্য দেখতে। বিস্তারিত ইভেন্টেঃ  https://fb.me...
13/09/2021

শুভ সকাল
এক ঝাক ভ্রমন পিপাসুদের নিয়ে ১৬ তারিখ যাচ্ছি গুলিয়াখালীর অপরুপ সৌন্দর্য দেখতে।
বিস্তারিত ইভেন্টেঃ https://fb.me/e/11vVt3qBW

পদচিহ্ন ফেলে হারিয়ে যেতে চাই এখানে। 🌼
05/09/2021

পদচিহ্ন ফেলে হারিয়ে যেতে চাই এখানে। 🌼

ক্যাম্পিং,শব্দটার সাথে প্রকৃতির আদিম এক অনুভূতি জড়িত। কয়েকজন মিলে নিখাঁদ প্রাকৃতিক পরিবেশে তাবু গেঁড়ে আড্ডা মুখর রাত্রি ...
03/09/2021

ক্যাম্পিং,
শব্দটার সাথে প্রকৃতির আদিম এক অনুভূতি জড়িত। কয়েকজন মিলে নিখাঁদ প্রাকৃতিক পরিবেশে তাবু গেঁড়ে আড্ডা মুখর রাত্রি যাপন, নানা রকম পাখি ও অজানা পোকার শব্দ মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে তুলে। নগরীর যান্ত্রিকতার বাইরে গিয়ে নৈস্বর্গিক পরিবেশে একটি রাত কাটানোর মুহুর্ত গুলো আপনাকে দিবে অনাগত দিনে প্রানবন্ত থাকার রসদ।

বাংলাদেশে শীতকাল ক্যাম্পিংএর জন্য সবচেয়ে আদর্শ সময়। আর এই সময়ে নতুন নতুন তাবু নিয়ে আমরা থাকছি আপনাদের পাশে।
-দেশের কোথায় কখন ক্যাম্পিং করবেন তা জানতেও আমাদের নক দিতে পারেন।

আপনাদের ক্যাম্পিং কে আরো বেশি সহজ করে দিতে সবসময় ট্রাভেল বাজ - Travel Buzz ( Travel & Tourism) থাকছে আপনাদের পাশে। ২-৩ পার্সোনের তাবু পার ডে- ২০০/- টাকা

তাবু কিনতে কিংবা ভাড়া নিতে, যোগাযোগ: 01860594570 (Gazipur,Tongi )

Travel Buzz

ছবির চাইতেও বাস্তবে বেশি সুন্দর এই নদী 😍লোকেশনঃ ডাউকি নদী,মেঘালয়, ইন্ডিয়া 🇮🇳
31/08/2021

ছবির চাইতেও বাস্তবে বেশি সুন্দর এই নদী 😍

লোকেশনঃ ডাউকি নদী,মেঘালয়, ইন্ডিয়া 🇮🇳

ইস যদি একবার যেতে পারতাম😪Norway 🚐 💦📸 benedikteroness
26/08/2021

ইস যদি একবার যেতে পারতাম😪

Norway 🚐 💦

📸 benedikteroness

25/08/2021

মনটা খারাপ হলেই বনে তাবু বিছিয়ে নিশি রাইতের পরীটারে দেখতে ইচ্ছে হয়। 🌌🌜

Address

Gazipur
1710

Telephone

+8801860594570

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD T R V E L B U Z z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD T R V E L B U Z z:

Videos

Share

Category