Avijatrik

Avijatrik ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণকে উপভোগ্য ও সাশ্রয়ী করতে আমাদের এই ভ্রমণ গ্রুপ।

বিনম্র শ্রদ্ধা❤️একটি জাতির শত বছর পিছিয়ে পড়ার ছোট একটি গল্প😢
14/12/2023

বিনম্র শ্রদ্ধা❤️
একটি জাতির শত বছর পিছিয়ে পড়ার ছোট একটি গল্প😢

আসসালামু আলাইকুম। শুভ সকাল। আসুন পথচারি হিসেবে রাস্তা পারাপারের সময় শতভাগ সজাগ ও সতর্ক হই। প্রযোজ্য ক্ষেত্রে ফুটওভার ব্র...
16/06/2023

আসসালামু আলাইকুম। শুভ সকাল।

আসুন পথচারি হিসেবে রাস্তা পারাপারের সময় শতভাগ সজাগ
ও সতর্ক হই। প্রযোজ্য ক্ষেত্রে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস,
বা জেব্রা ক্রসিং ব্যবহার করি কিংবা কর্তব্যরত ট্রাফিক
পুলিশের সিগন্যাল মেনে সতর্কতার সংগে রাস্তা পার হই।
মোবাইল কানে যত্রতত্র যখন তখন অসতর্কভাবে রাস্তা
পারাপার হতে বিরত থাকি। আমাদের মনে রাখা প্রয়োজন
একটুখানি তাড়াহুড়ো কিংবা অসতর্কতার কারনে আমরা
মারাত্মক দূর্ঘটনার শিকার হতে পারি। এতে করে আমাদের
জীবন চলে যেতে পারে কিংবা আমরা আজীবনের জন্য
পঙ্গু হয়ে যেতে পারি। গাড়ির চালকদেরও ট্রাফিক রুল এবং
সিগন্যাল মেনে বিপদজনক ভাবে গাড়ি চালানো হতে
বিরত থেকে উত্তম যাত্রী সেবা নিশ্চিত করতে হবে।চালকগণ
বৈধ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, থার্ড পার্টি ইন্সুরেন্স,
রেজিষ্ট্রেশন ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকুন। বাস, ট্রাক, মাইক্রাবাস এবং প্রাইভেট কারের চালকগণ দয়া সিটবেল্ট ব্যাবহার করুন এবং মোটর গাড়ি চালনার সময় মোবাইল ব্যাবহার বা যাত্রীদের সংগে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মোটর সাইকেল চালক এবং তার সহযাত্রী দয়া করে হেলমেট পরিধান করুন। মহাসড়কে যাবতীয় থ্রী হুইলার চালানো থেকে বিরত থাকুন। যাত্রীগণ নিরাপত্তার স্বার্থে দয়া করে ভ্রাম্যমান দোকান বা ফেরিওয়ালার নিকট থেকে খাদ্য গ্রহনে বিরত থাকুন। গাড়ি চালনার সময় Overspeed,Overloading. Overtaking, Overconfidence পরিহার করুন।আসুন চালক ও যাত্রী আমরা উভয় পক্ষ সতর্ক হই এবং অন্যদেরকেও সতর্ক করি। আমরা সবাই জানি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না।

মেট্রোরেলের যুগে বাংলাদেশ
28/12/2022

মেট্রোরেলের যুগে বাংলাদেশ

মাত্র ৩৯৯৯/- টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ➡️ আগামী ১৪ অক্টোবর রোজ (বুধবার)  #অভিযাত্রিক যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণ...
04/09/2022

মাত্র ৩৯৯৯/- টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ

➡️ আগামী ১৪ অক্টোবর রোজ (বুধবার) #অভিযাত্রিক যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণে ।
**এটি শিশু ও নারী বান্ধব সর্বোপরি পরিবার-বান্ধব ট্যুর প্যাকেজ। পরিবার/ বন্ধু-বান্ধব / আত্মীয়-স্বজনদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন আমাদের প্যাকেজে।**
আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্টের বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।
➡️ ভ্রমণের তারিখঃ ১৪ সেপ্টম্বর রোজ ( বুধবার ) রাত ০৯ টায়।
➡️ভ্রমণের সময় ৩ রাত ২ দিন।
➡️ ইভেন্ট ফী জনপ্রতি ৩৯৯৯/= টাকা
(একরুমে ৪জন)
➡️ আসন সংখ্যা ৪০ টি
➡️ কাপল প্যাকেজ ১০০০০/-(দু'জন)/=(কাপল রুম)
➡️ স্পেশাল ফিচার (ট্রেডিশনাল ফুড )
➡️ বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ২০৪০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী সব হয়, আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো সেটা যেকোন তারিখেই হতে পারে। বাসের সিট বন্টনের ক্ষেত্রে যে আগে কনফার্ম করবে তাকে আগে সিট দেওয়া হবে ইনশাআল্লাহ ।
বিকাশ অথবা ইসলামি ব্যাংকের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। এমনকি আমাদের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
বিকাশ ০১৬৮০০৮০৬৭২
Islami Bank Bangladesh Limited
Account No 20503246700113701
Account Title MEHEDI HASAN
Branch Name Board Bazar, Gazipur
Routing No. 125330226
অফিসঃ বাসা নং ০৪, কফিলউদ্দিন রোড়, হোসেন মার্কেট, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর-১৭১২।
শিশু পলিসিঃ
>> ০-৩ বছর বয়স পর্যন্ত শিশুর কোন খরচ লাগবেনা (যদি খাবার না লাগে)।
>>৩-৮ বছরের শিশুদের জন্য ২০০০ টাকা দিতে হবে (যদি বাচ্চাটি বাবা মার সাথে বেড শেয়ার করে ও বাস টিকিট না নেয়)।
৮ ঊর্ধ্বদের জন্য প্যাকেজ মূল্যে কোন ছাড় প্রযোজ্য নয়।
➡️ভ্রমণের স্থানঃ
🔹 সাজেক
🔹 খাগড়াছড়ি
🔹 রুইলুই পাড়া
🔹 কংলাক পাহাড়
🔹 হেলিপ্যাড
🔹 রিসাং ঝর্ণা (সময় থাকলে)
🔹 ঝুলন্ত ব্রিজ
🔹 আলুটিলা গুহা
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
(সময় থাকলে)

🔊 =========বিবরণ======
➡️এবার চলুন ভ্রমণ বিস্তারিত জেনে আসি।
➡️ ১৪ সেপ্টেম্বর রোজ (বুধবার) রাতে উত্তরা থেকে রাত ০৯ টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে আমারা যাত্রা শুরু করবো ।
➡️ ১৫ সেক্টম্বর রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছরি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়ীতে চলে যাব দীঘিনালা আর্মি স্কোয়াটে।সেখানে সকলের নাম এন্ট্রি করে সকাল ১০ টার স্কোয়াডে পাহাড়ের উচু নিচু পথ ধরে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বেলা ১২ টায় আমরা পৌঁছে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে । সাজেক পৌঁছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে । রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের লাঞ্চ করে নিব।
লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় চলে যাব হেলিপ্যাডে সেখানে সূর্যাস্ত দেখব । রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।
➡️ ১৬ সেক্টম্বর রোজ শুক্রবার:
ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হ্যালিপেডে সূর্যোদয় দেখে চাঁদের গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে সেখান থেকে ৯ টার মধ্যে কটেজে ফিরে আসব। কটেজে এসে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নাস্তা সেরে নিবো। নাস্তা শেষে চান্দের গাড়ীতে করে আমরা সকাল ১০ টার স্কোয়াডে সাজেক ত্যাগ করব। দুপুর ১ টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছড়ি নামাজ পড়ে দুপুরের খাবার শেষ করে আলুটিলা গুহা, আর রিসাং ঝর্না ঘুরে বিকালের মধ্যে আমরা চলে আসবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে ঝুলন্ত ব্রিজ ও পুরো পার্ক ঘুরে দেখব। সন্ধ্যার পর খাগড়াছড়ি ফিরে গিয়ে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।
➡️ খাবার মেনু প্রথম দিন:
🔹 সকাল: -পরোটা+ডাল+ভাজি+ডিম।
🔹 দুপুর- ভাত+ভর্তা+সবজি+ডাল+সালাত+
মুরগি..
🥣 রাতে বারবিকিউ পার্টি / ব্যাম্বো চিকেন, গানের আড্ডা
➡️ খাবার মেনু দ্বিতীয় দিন:
🔹সকাল-ডিম খিচুড়ি চাটনি+সালাত+মিনারেল ওয়াটার।
🔹দুপুর ভাত+ভর্তা+ভাজি+মুরগি+ডাল+সালাত।
** খাবারের বৈচিত্র্য ও খাবারের মান ভাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
❤️এই প্যাকেজে যা যা থাকছেঃ❤️
🔹ঢাকা+সাজেক+ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আশা
➡️ বাস ভাল মানের যেকোনো একটা তে..
🔹দুই দিনে মোট ৫ বেলা খাবার
🔹 সাজেকে এক রাত কটেজে থাকা।
এক রুমে ৪ জন ।
🔹 সাজেক যাওয়া আসা রিজার্ভ (সাদা) চান্দের গাড়ি।
🔹 সাজেক এন্ট্রি ফি
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ফি।
🔹 আলুটিলা গুহা এন্ট্রি ফি।
❤️ রিসাং এন্টি ফি।
🟥এই প্যাকেজে যা যা নেই🟥
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🛑 আসারদিন রাতের খাবার।
➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹সানগ্লাস, ক্যাপ
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য)
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।
➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
বি. দ্রঃ বুকিং এর ভিত্তিতে বাসে সিট নির্ধারিত হবে। ফেরার পথে সিট বদলাতে পারে,(সেনাবাহিনীদের জন্য কিছু সিট বরাদ্দ থাকে)

বনের নয়; মনের পশু হোক কোরবানি। আত্মত্যাগ ও স্বার্থত্যাগের মহিমায় ভাস্বর হোক উৎসবের এই ঈদ।ঈদ মোবারক।
09/07/2022

বনের নয়; মনের পশু হোক কোরবানি। আত্মত্যাগ ও স্বার্থত্যাগের মহিমায় ভাস্বর হোক উৎসবের এই ঈদ।

ঈদ মোবারক।

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।
24/06/2022

আমার টাকায় আমার সেতু,
বাংলাদেশের পদ্মা সেতু।

সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান!আঁকা: Russell Rahman ভাই।
17/06/2022

সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান!

আঁকা: Russell Rahman ভাই।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০+টি ইউনিট কা...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০+টি ইউনিট কাজ করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। শেষ খবর জানা পর্যন্ত সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতের জন্য চট্রগ্রাম মেডিকেলে প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন হচ্ছে। তাছাড়াও চট্রগ্রামের সকল সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে এম্বুল্যান্সকে একত্রে কাজ করার অনুরোধ করা হয়েছে।

বিপদের এই সময়ে ব্যাপক হারে রক্তের প্রয়োজন। যার যেভাবে সম্ভব সহযোগিতার জন্যে চট্টগ্রাম মেডিক্যালে চলে আসুন।
এছাড়াও ইতোমধ্যেই একটি ঔষধের লিস্ট করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী চাইলে আপনি কিছু ঔষধ নিয়েও সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। সেই অনুরোধ রইলো🙏
🙏

#সীতাকুণ্ড #সীতাকুণ্ডে_আগুন

02/05/2022

" ঈদ মোবারক" " সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন " । "পবিত্র ঈদ-উল ফিতর " সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি ।

30/04/2022

"শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলুন,তাদের পরিশ্রমে আমার আপনার বেতন হয়"
- - - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
মহান মে দিবসে পৃথিবীর সকল শ্রমিক ভাই
বোনদের জানাই মে দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় হোক সকল মেহনতি মানুষের।।

03/04/2022

আসুন আমরা এই রমাদানকে বিগত সকল রমাদানের চেয়ে উত্তম ভাবে পালন করি। সকলে সকলের জন্য দুআ করি যেন এই রমাদানে আমরা তাক্বওয়া অর্জন করতে পারি।

রমাদানে আমাদের দানের হাতকে প্রসারিত করি। চেষ্টা করি নিকটাত্মীয়দের মধ্য থেকে যারা অভাবী তাদেরকে সাহায্য করার। প্রতিবেশি ও দূরের আত্মীয়দেরকেও আমরা চেষ্টা করব সাধ্য মত সহযোগিতা করার। দরিদ্রদেরকে ইফতার করানোর সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি।

আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন। আমীন।

02/04/2022
নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ভ্রমণ করুন।ঘরে বসে সাশ্রয়ী মুল্যে ও দ্রুততম সময়ে টিকিট বুক করুন অভিযাত্রিক থেকে আর নিশ্চিন্তে পৌঁছে ...
31/03/2022

নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ভ্রমণ করুন।
ঘরে বসে সাশ্রয়ী মুল্যে ও দ্রুততম সময়ে টিকিট বুক করুন অভিযাত্রিক থেকে আর নিশ্চিন্তে পৌঁছে যান আপনার গন্তব্যে।

তাই দেরি না করে সাশ্রয়ী মূল্যে টিকিট বুক করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

বুকিং সংক্রান্ত যেকোন তথ্য পেতে ফোন করুন: +8801680080672 (whatsapp)
অফিসঃ বাসা নং ০৪, কফিলউদ্দিন রোড়, হোসেন মার্কেট, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর-১৭১২।

কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ ২...
17/03/2022

কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ ২০২২ ইং তারিখ থেকে।

🚆 ঢাকা-কোলকাতা এবং কোলকাতা-ঢাকা’র মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ (০৫) দিন চলাচল করে।

➡️ ঢাকা হতে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার।

➡️ কোলকাতা হতে প্রতি শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

⛔ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

🎟️ ভাড়াঃ
🔹এসি চেয়ার/স্নিগ্ধাঃ ২৫০০/
🔹এসি সিট/বার্থঃ ৩৪০০/
🔸(ভ্যাট+ট্যাক্স অন্তর্ভুক্ত)
⚠️ শোভন চেয়ার নেই।

🚻 ০১ থেকে ০৫ বছরের শিশুদের জন্য সংশ্লিষ্ট শ্রেণীর ভাড়ার ৫০% হারে টিকিট ক্রয় করতে হয়। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে।

⏭️ মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অগ্রীম টিকিট যাত্রার ২৯ (ঊনত্রিশ) দিন পূর্ব থেকে দেয়া হয় এবং রিটার্ন/ফেরত টিকিট যাত্রার ০৪ (চার) দিন পূর্বে উভয় ষ্টেশন থেকে ক্রয় করা যায়।

🚏টিকিট প্রাপ্তিস্থানঃ
⏹️ বাংলাদেশ
↘️ কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ০৯:০০ থেকে সন্ধ্যা ১৯:০০ টা পর্যন্ত।

⏹️ কোলকাতা
↘️ ফেয়ারলী প্লেস, ডালহৌসি স্কয়ার, কোলকাতা রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ১০:০০ থেকে বিকেল ১৭:০০ টা পর্যন্ত।

22/02/2022

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।।

প্রেস বিজ্ঞপ্তি -
তারিখ- ২২/২/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা হতে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে PCR টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

22/11/2021

ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণকে উপভোগ্য ও সাশ্রয়ী করতে আমাদের এই ভ্রমণ গ্রুপ।
এই গ্রুপের সকল প্রকার ট্যুর ইভেন্ট সম্পূর্ণ ভাবে নন-কমার্শিয়াল। প্রতিটি ট্যুরের পর সকলের খরচ সমান ভাবে ভাগ করে নেয়া হয়। অবশিষ্ট টাকা সম্পূর্ন ট্যুর শেষ করে পরিশোধ করে দেয়া হয়। [ ট্যুর শেষে স্বপ্নচূড়া সচেতন সংঘের ফান্ডে ২০০/১০০ টাকা দান করতে হবে ]

আমরা ভ্রমণ পিপাসু, হাজার ও কাজের ফাঁকে একটু সময় করে ঘুরাঘুরি করা আর প্রকৃতীর মাঝে হারিয়ে যাওয়া। তাছারা ট্রাভেল করলে আমাদের ব্রেইন সতেজ থাকে, সাথে এটি হার্ট এটাক এবং মানসিক অবসাদের ঝুঁকি কমিয়ে দেয়।
ভ্রমণ নিয়ে যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পোষ্ট করুন, অথবা ইনফরমেশন শেযার করুন, এবং ছবি আপলোড করার সাথে সেই ছবি কোথা থেকে তোলা হয়েছে, কিভাবে যেতে হয় সংহ্মিপ্ত বর্ণনা দিন, আর আপনার কোন এরিয়া সম্পর্কে ভালো জানা শোনা থাকলে সে সেস্পটের সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইলও তৈরি করতে পারেন আর আপনি আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত লিখতে পারেন আপনার ভালো লাগা, বা কোন বিপদে পড়েছিলেন কি না, অথবা কি বিপদ হতে পারে লিখতে পারেন, এতে অন্যরা উৎসাহী হয় এবং সাবধান হওয়া যায় আর এ তথ্য নিয়ে যে কেও সহজে কোথাও যেতে পারে।
ঘুরাঘুরির মধ্যে কোন বাধা নিষেধ নেই কি করা উচিত আর কি না করা উচিত আমরা সবাই জানি।
ইভেন্ট এর সকল নিয়ম কানুন মেনে নিয়ে আপনিও যেতে পারেন আমাদের সাথে।
আমাদের সাথে ট্যুর এ গেলে অবশ্যই কিছু রুলস মেনে চলতে হবে।
# যেমন...
# আপনার পরিচয় দেয়া,
# সবার প্রতি ভালোবাসা ও মেশার হ্মমতা থাকা,
# কাজের প্রতি আগ্রহ থাকা,
# অসুস্থদের সেক্রিফাইস করা,
# অন্যকে অগ্রাধিকার দেয়া,
# আপনার যে কোন প্রতিভা দেখানো যেমন নাচ, গান, বাদ্যযন্ত্র, ফটোগ্রাফি, ইত্যাদি,
# ভ্রমণ কালীন যে কোন ধরনের মাদক থেকে মুক্ত থাকা, ইত্যাদি

নিজের, পরিবার ও দেশের সবার  সুরক্ষার কথা ভেবে মাস্ক পরুন। করোনার ভ্যাকসিন নিয়ে আপনার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সচেতন ক...
30/07/2021

নিজের, পরিবার ও দেশের সবার সুরক্ষার কথা ভেবে মাস্ক পরুন।

করোনার ভ্যাকসিন নিয়ে আপনার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সচেতন করুন এবং তাদের ভ্যাকসিন গ্রহণে আগ্রহী করুন। ভ্যাকসিন সংক্রান্ত ভয়ভীতি দূর করতে প্রয়োজনে অভিজ্ঞজনের পরামর্শ নিন।

ভ্যাকসিন নিতে আজই রেজিস্ট্রেশন করুন www.surokkha.gov.bd ওয়েবসাইটে বা সুরক্ষা অ্যাপে!

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Avijatrik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Guides in Gazipur

Show All