Vromoner Poka-ভ্রমনের পোকা

Vromoner Poka-ভ্রমনের পোকা Vromoner Poka-ভ্রমনের পোকা

27/09/2022

বিশ্ব পর্যটন দিবস ২০২২ সফল হোক

সারা বিশ্বব্যাপী আজকের এই দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালিত হয়ে থাকে।বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকেই পৃথিবীর প্রায় সকল দেশেই এটি পালিত হয়ে আসছে।

আজ বিশ্ব পর্যটন দিবসে
Vromoner Poka-ভ্রমনের পোকা ( Travel Group ) পক্ষ সকল ভ্রমণপিপাসুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 😍

আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা ঘুরে বেড়ানোর মাধ্যমে আনন্দ পেতে থাকুন এই কামনায় করি।


#ধন্যবাদ
Vromoner Poka-ভ্রমনের পোকা

28/07/2022

ভ্রমণ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কিছু টিপস :

ভ্রমণকে আনন্দময় করে তোলার জন্য কোন কোন জিনিস সঙ্গে নেবেন বা কী কী নিতে ভুলবেন না তাই বলছি এই লেখায়।

ভ্রমন টিপসভ্রমন টিপস

# # ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম/লোশন, লিপজেল ইত্যাদি জিনিস একটা আলাদা ছোট ব্যাগে নিয়ে নিন। পুরুষরা যারা নিয়মিত সেভ করেন তারা রেজর-ফোম, এসব নিতে ভুলবেন না যেন। নারীরা মেকআপ কিট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ব্যাগেই নিতে পারেন।

# # রাতে ঘুমানোর পোষাক, মোজা, অন্তর্বাস ইত্যাদি লাগেজের একপাশে রাখবেন। রাতের জন্য হালকা ও আরামদায়ক পোশাক নিন। বিশেষ করে যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া অনুযায়ী হলে ভাল। মোজা, অন্তর্বাস ইত্যাদি যে কদিন থাকবেন সেই হিসেবে নেবেন।

# # ক্যামেরা কিন্তু ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এক্সট্রা ব্যাটারি, মেমোরি কার্ড, চার্জার নিয়েছেন কিনা চেক করুন। ল্যাপটপ নিলে অবশ্যই মনে করে তার চার্জারটি ব্যাগে রাখতে ভুল করবেন না।

# # মোবাইল চার্জারটি অবশ্যই নিতে ভুল করবেন না। একটা এক্সট্রা চার্জার নিতে পারেন যেটা লাগেজের ভেতরে রাখবেন। সবচেয়ে ভাল হয়, সব চার্জার এবং গ্যাজেট একটা ব্যাগে রাখবেন। তাহলে প্রয়োজনের সময় সহজে খুজে পাবেন।

# # বন্ধুরা কোথাও গেলে সে দেশে হোক আর বিদেশেই হোক সবাই মিলে মোবাইল ক্যামেরা চার্জ দিতে গেলে বিপাকে পরতে হয় যথেষ্ট সংখ্যক চার্জিং পয়েন্ট না থাকায়। এই সমস্যা এড়াতে একটা ছোট মাল্টিপ্লাগ, সাথে থ্রি-পিন থেকে টু-পিন কনভার্টার রাখা ভালো।

# # এ ছাড়া আপনি যে স্থানে যাবেন সেখানকার আবহাওয়ার তথ্য জেনে আপনি আপনার বাইরে পরার কাপড় গোছাতে পারেন। যেখানে যাবেন সেখানকার পরিবেশ রং এর ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। একটু ইন্টারনেটে দেখলেই হবে।

# # আপনার স্যান্ডেল-জুতা পলিথিন বা কাগজে মুড়িয়ে লাগেজের একপাশে রাখতে পারেন। খেয়াল করবেন একেবারে নতুন কিংবা শক্ত জুতা হলে আপনি ভালোভাবে হাঁটতে পারবেন না বা হাঁটলে পায়ে ফোসকা পড়ে যাবে।

# # টাকা পয়সা ছাড়া তো ভ্রমণের কথা চিন্তাই করা যায় না। যে দেশ বা স্থানে যাবেন সে অনুযায়ী কিছু পরিমাণ ভাংতি অবশ্যই সঙ্গে রাখুন এছাড়া প্রয়োজনীয় ডলারতো রাখবেনই। ডলার কেনার রশিদ সঙ্গেই রাখবেন।
সঙ্গে অফিসের এনওসি কাগজটা সঙ্গে রাখতে ভুলবেন না।

# # সঙ্গে দু-একটা বইও নিন। অবশ্যই বড় কোনো উপন্যাস নয়। হালকা ম্যাগাজিন বা বই হলে ভালো হয়। প্লেন বা ট্রেনে বসে পড়তে পারবেন।
সঙ্গে খাতা-কলম নিতে পারেন। হঠাৎ কোনো জরুরি তথ্য পেলে নোট করা যাবে তাতে। তা ছাড়া বলা তো যায় না, কোনো সুন্দর স্থান দেখে আপনার ভেতর কবিত্বও চলে আসতে পারে। এছাড়া ইমিগ্রেশনসহ বিভিন্ন জায়গায় কলম লাগবেই।

# # ইয়ারফোন ভ্রমণের সময় নিয়ে যেতে পারেন। আর যাবার আগে অবশ্যই আপাওনার পছন্দসই গান নিয়ে নেবেন। গানে গানে পথ চললে ভ্রমণ আরও উপভোগ্য হবে। আর অব্যশই ফোনের জায়গা খালি করে নেবেন। নয়তো ওখানে গিয়ে বেশি ছবি তুলতে পারবেন না।

# # ক্যাপ/হ্যাট, ছোট্ট ছাতা প্রয়োজন অনুযায়ী সঙ্গে নিন। রুমাল, ওয়েট টিস্যু খুবই কাজে লাগে, তাই সঙ্গে রাখুন। হালকা শুঁকনো খাবার ও পানি রাখা অত্যন্ত জরুরি।

# # প্রয়োজনীয় ওষুধ অবশ্যই সঙ্গে রাখুন।

# # আপনার ঠিকানা, যেখানে যাবেন তার ঠিকানা, নিকটতম কোনো বন্ধু অথবা আত্মীয়স্বজনের নম্বর আপনার পকেট বা মানিব্যাগে রাখতে পারেন।

# # চেষ্টা করুন এক দুদিন আগে সুটকেস গুছিয়ে ফেলার। তারপর সবকিছু গোছানো শেষ হলে এবার একটু মনে মনে চিন্তা করুন লাগেজে কী কী নিতে ভুলে গেছেন! দেখবেন কিছু না কিছু মনে পরবেই

28/07/2022

ভ্রমণ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কিছু টিপস

28/07/2022

বেড়ানোর আগে প্রস্তুতি

একটু এদিক-সেদিক হলেই কিন্তু আপনার আনন্দের ভ্রমণ মাটি হয়ে যেতে পারে! তাই ভ্রমণ শুরুর আগেই পরিকল্পনা করা জরুরি। Vromoner Poka-ভ্রমনের পোকা অবলম্বনে এ বিষয়ে রইল কিছু পরামর্শ :

• বেড়াতে যাওয়ার আগে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ভালোভাবে পড়ুন। যেখানে যাবেন, সেই জায়গা সম্বন্ধে খোঁজখবর নিন। সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনে নিন। থাকার হোটেল বা রিসোর্ট নির্বাচন করে আগে থেকে বুকিং দিন।
• যদি আপনি আড্ডাবাজ লোক হন এবং দল বেঁধে ঘুরতে পছন্দ করেন, তাহলে বিভিন্ন ধরনের ট্রাভেল ফোরামে যোগ দিতে পারেন। এতে একা ভ্রমণের ঝুঁকি কমে। আর ভ্রমণে বেরুনোর আগে জায়গাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে TripAdvisor.com, Fodors.com, Frommers.com এবং LonelyPlanet.com- এসব ওয়েবসাইটগুলো ঘুরে দেখতে পারেন।

• ভ্রমণে যাচ্ছেন এই বিষয়ে ফেসবুক, টুইটার, ব্লগে স্ট্যাটাস দিতে পারেন। এর ফলে সবাইকে শুধু বিষয়টি জানালেই হবে না, ওই এলাকায় আপনার কোনো বন্ধু থাকলে প্রয়োজনে সেও সাহায্য করতে পারবে।

• যে জায়গায় যাচ্ছেন, চেষ্টা করুন সেখানকার স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে। ফলে পরিবেশটি সম্বন্ধে অনেক কিছু জেনে নিতে পারবেন।

• ভ্রমণের সময় চাকাযুক্ত ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি বহন করতে সুবিধা হবে এবং কষ্ট কম লাগবে।

• পাসপোর্টের একটি ফটোকপি সব সময় হাতের কাছে রাখুন। ফ্লাইটের টিকিট, ট্রাভেল ভিসা সঙ্গে রাখুন।

• ছোট নোটপ্যাড ও কলম সঙ্গে রাখুন। সঙ্গে ক্যামেরা নিতে ভুলবেন না।

• একটি কাগজে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে লাগেজের ভেতর সেঁটে রাখুন। যাঁরা ভ্রমণে যাচ্ছেন, তাঁদের প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ জরুরি তথ্য কাগজে লিখে রাখুন।

• প্রয়োজনীয় ওষুধ, গজ, ব্যান্ডেজ, জীবাণুনাশক মলম ইত্যাদি নিতে ভুলবেন না। সঙ্গে নেওয়া এসব ওষুধপত্রের একটি তালিকা আগেভাগেই তৈরি করে রাখতে পারেন।

• বেশি পোশাক নিয়ে ব্যাগ ভারী না করাই ভালো। যেখানে যাচ্ছেন সেই জায়গার আবহাওয়া সম্বন্ধে জেনে নিয়ে শীত পোশাক বা গরমের পোশাক নিয়ে নিন। সঙ্গে প্রয়োজনীয় প্রসাধনী রাখুন। সানস্কিন লোশন, সানব্লক ইত্যাদি সঙ্গে রাখুন।

• একটি জিপলক ব্যাগ ব্যবহার করুন, যাতে করে পানি এবং বিভিন্ন টয়লেট সামগ্রী সঙ্গে নিতে পারেন।

• যাত্রা শুরুর সময় মালপত্রের একটি তালিকা তৈরি করুন এবং শেষবারের মতো দেখে নিন সব ঠিকঠাক আছে কি না।

• বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাস নিয়ে নিন। বিমানে বসে অবশ্যই প্রথম কাজ হবে সিটবেল্ট বেঁধে নেওয়া। অক্সিজেন মাস্ক কোথায় রাখা আছে এবং কীভাবে ব্যবহার করতে হবে বিমানবালার কাছ থেকে জেনে নিন।

• বিমান উড্ডয়নের সময় একটু ঝাঁকি দেয়। এ সময় নিম্ন রক্তচাপের রোগী হলে একটু সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আসনে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখতে পারেন।

• বিমানে সুযোগ থাকলে আগমন/নির্গমন ফরম পূরণ করে ফেলতে পারেন।

• বিমানে ধূমপান করার চেষ্টা করবেন না এবং পানীয় গ্রহণে মাত্রা ছাড়াবেন না।

• যে কোনো যানবাহন থেকে নামার সময় কোনো মালপত্র ফেলে গেলেন কি না সেদিকে খেয়াল রাখুন। নামার সময় তাড়াহুড়ো করবেন না।

28/07/2022

বেড়ানোর আগে প্রস্তুতি

28/07/2022
28/07/2022
28/07/2022

Address

Sreepur/Kashimpur Road
Gazipur
1700

Telephone

+8801677799999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vromoner Poka-ভ্রমনের পোকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromoner Poka-ভ্রমনের পোকা:

Share



You may also like