15/12/2022
🟥 সিএমসি হাসপাতালটি ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোর শহরে অবস্থিত। প্রতি বছর প্রচুর বাংগালী চিকিৎসার জন্য ভিড় জমায় এই হাসপাতালে। সিএমসি এর বিশ্বমানের চিকিৎসা, উন্নত টেকনোলজি, যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্যাথলজি সিস্টেম এর কারনেই ভারত এর বিভিন্ন প্রদেশ এর মানুষ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, চীন থেকেও প্রচুর রোগী এসে থাকেন এখানে চিকিৎসা করাতে। তাই যারা সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন বলে ভাবছেন, তাদের যাওয়ার আগে সবকিছু জেনে নিয়ে তারপর যাওয়া উচিত, নাহলে সেখানে গিয়ে ঝামেলায় পড়তে পারেন। তাই যারা ভাবছেন ওখানে গিয়ে চিকিৎসা করাবেন তাদের জন্যে ভেলোর এর সিএমসি হাসপাতাল (Christian Medical College & Hospital) এর খুটিনাটি বিস্তারিত এখানে তুলে ধরা হচ্ছে।
🟦 অ্যাপয়েন্টমেন্ট (Appointment)
☑️এখানে ডাক্তার দেখাতে হলে সর্বপ্রথম আপনার যেটা দরকার হবে সেটা হলো এপয়েনমেন্ট। কারন মেডিকেল ভিসা নিতে হলেও এই এপয়েনমেন্ট এর দরকার হবে আর তাছাড়া এপয়েন্টমেন্ট ছাড়া এখানে আসলেও আপনাকে অ্যাপয়েনমেন্ট এর জন্যে এক্সট্রা কিছুদিন নষ্ট করতে হবে। সিএমসি হাসপাতাল থেকে অফলাইন এবং অনলাইন দুই ভাবেই এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব। আপনি ওখানে যাওয়ার কিছুদিন আগে অনলাইনে CMC এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন অথবা সরাসরি ভেলোরে গিয়েও অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন। তবে যেহেতু অনেক দূর থেকে যাচ্ছেন তাই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করাই সবচেয়ে ভালো হবে। ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করালে অনেক বেশি দিন ওখানে থাকতে হবে। আর বেশিদিন থাকা মানে খরচ বেড়ে যাওয়া।
🟥 এপয়েন্টমেন্ট এর প্রকারভেদঃ
✅ সিএমসি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে- জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট।
🟥জেনারেল অ্যাপয়েন্টমেন্ট (General appointment)
✅আপনি যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়ার ডক্টররা রুগী দেখে। সেই কারনে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেক কম সময়ে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বা অফলাইনে করা যায়। মোটামুটিভাবে ১ থেকে ৩ দিনের মধ্যে এই জেনারেল এপয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
🟦প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট (Private appointment)
✅আপনি যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডক্টররা রুগী দেখেন এবং এই এপয়েন্টমেন্ট পাওয়াটা একটু সময় স্বাপেক্ষ।
✅কিভাবে যাবেন
কলকাতা থেকে ভেলোর এর দূরত্ব প্রায় ১৭১২ কিমি। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে কাটপাডি জংশনে (Katpadi Jn) নামতে হবে। হাওড়া থেকে কাটপাডি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। সময় লাগবে ২৫ থেকে ২৯ ঘন্টার মতো। কাটপাডিতে নেমে অনেক গাড়ি পেয়ে যাবেন ভেলোর যাওয়ার জন্য। কাটপাডি থেকে ভেল্লোর এর দূরত্ব প্রায় ৮ কিলোমিটারের মতো। বাই এয়ার এ যেতে চাইলে আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই থেকে ভ্যালোর গাড়িতে লাগবে ২ ঘন্টার মতো।
✅খাওয়া দাওয়া
ভারতের পশ্চিমবঙ্গের বাঙালীরা তো আছেই এছাড়া বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভেলোরে চিকিৎসা করাতে যান। প্রচুর বাঙালী ভেলোর ডাক্তার দেখাতে যান বলে এখানে বাঙালী খাবারের অভাব নেই। অজস্র বাঙ্গালী হোটেল আছে, আপনি ৪০-৬০ টাকা/মিল হিসাবে ভাত পেয়ে যাবেন।
✅কোথায় থাকবেন
ভেলোরে থাকার জন্য অনেক লজ পেয়ে যাবেন। এখানে রুম এর চাহিদা যেমন বেশি তেমন লজ ও আছে প্রচুর। ডবল বা ট্রিপল বেড এর রুম ১৫০-২০০ থেকে শুরু করে ১৫০০-২০০০ টাকা অব্দি। আপনি CMC থেকে যত দুরত্ব বাড়াবেন তত লজের রেট কমতে থাকবে। মোটামুটি ৭-৮ মিনিট হাঁটাপথের দুরত্বে আপনি ২০০-২৫০ টাকার রুম পেয়ে যাবেন। আপনি ২৪ ঘন্টা মানে একদিনের জন্য রুম বুক করে একটু খোজাখুজি করে কম দামে ভাল রুম ও দেখতে পারেন। তবে হাসপাতাল এর কাছাকাছি থাকা ভালো।