18/03/2024
ভিডিওটা করা হয়েছে সতর্ক করার জন্য । আমরা রাস্তা ঘাটে চলার সময় অনেক বাচ্চাদের দেখি যে ভ্যান গাড়ির পেছনে ঝুলে থাকা, রিক্সার পেছনে ঝুলে থাকে। এই ঝুলে থাকার কারনই হতে পারে তাদের মৃত্যুর কারন। আমরা যদি রাস্তায় চলার পথে এমন কোনো কিছু দেখি আমরা সবাই সতর্ক করবো বাচ্চাদের।
বাইকের গতি কম থাকায় কোন দুর্ঘটনা হয়নি।