Chill Tourism Limited BD

Chill Tourism Limited BD ডানা মেলে বিশ্ব ঘুরি...বাজেট ট্যুর,করপোরেট ট্যুর,দেশ বিদেশে কম বাজেটে ট্যুর বিমান টিকেট হোটেল বুকিং
(3)

প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা😍😍এখনো পর্যন্ত ভিসা প্রাপ্তির রেসিও ১০০% আলহামদুলিল্লাহ। যাদের ইন্ডিয়ান ...
26/06/2024

প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা😍😍
এখনো পর্যন্ত ভিসা প্রাপ্তির রেসিও ১০০% আলহামদুলিল্লাহ।

যাদের ইন্ডিয়ান ভিসা প্রয়োজন যোগাযোগ করতে পারেন।

ভিসা প্রসেসিং ভারতীয় CMC হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট (IVF)চিকিৎসা সহ ১৪০টি হাসপাতালের এপয়েন্টমেন্ট সহ বিমান টিকেট ডাক্তারি পরামর্শ স্বল্প খরচে সুচিকিৎসার ব্যবস্থা online visa processingকরার জন্য কল করুন

মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে :::
01917003150
01605669351
অফিস-কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায়,বিসিক শিল্প নগরী,কোনাবাড়ী, গাজীপুর।

বাংলাদেশি ট্রাভেলারদের জন্য দিন পেরোনোর সাথে সাথে ট্রাভেল করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে 😥যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য অন্য...
25/06/2024

বাংলাদেশি ট্রাভেলারদের জন্য দিন পেরোনোর সাথে সাথে ট্রাভেল করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে 😥

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য অন্যান্য দেশের ভিসা পেতে ততোই বেগ পেতে হচ্ছে। তারমূলে আমারাই দায়ি থাকছি। এভাবে চলতে থাকলে আর কোন দেশ দিবে কিনা সন্দেহ😔

✅ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা? আসলে কোন ভিসাই সহজ নেই এখন!!!

👉ইন্ডিয়াকে সহজ মনে করছেন? ইন্ডিয়া যাবেন? ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় কতোদিন লাগবে নিদিষ্ট না। নতুন নতুন আপডেট এনে আরো বেশি জটিল করছে প্রতিনিয়তো।

👉নেপালে যাবেন? ইমিগ্রেশন থেকে যে কোন কারন দেখিয়ে আপনাকে ফেরত পাঠাতে পারে তাও সেটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। আবার নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে!

👉যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।

👉মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

👉আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

👉২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল মাঝে মধ্যেই ডাউন পাওয়া যাচ্ছে । কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

👉২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

👉ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না (যা খুবই দুঃখজনক)

👉মালয়েশিয়া (ট্রাভেল হিস্ট্রি ছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে কোন কারন দেখিয়ে আপনাকে ফেরত পাঠাতে পারে), কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।

👉অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

👉ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

👉সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।

👉পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

👉ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

👉লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি।গেম মেরে জীবন বাজি রেখে চলছে ইউরোপে যাওয়ার প্রয়াস।

👉বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

সরবাপরি, একজন ট্রাভেলার হিসেবে যা আমাদের একাইন্তই কাম্য নয়। এবং খুব করে চাইবো এই অবস্থা থেকে যেন দ্রুত বের হয়ে আসে আমার এই দেশ, এই দেশের মানুষ এবং ভ্রমনপিপাসু ভাই-বন্দুগন। ধন্যবাদ 🖤

 #ইন্ডিয়ার_হিমালয়কন্য_দার্জিলিং_ভ্রমণ_মাত্র_৮৪৯৯_টাকায়_৪_রাত৩_দিনের_ট্যুর Chill Tourism Limited BD  ভ্রমণ গ্রুপের সাথে। ...
25/06/2024

#ইন্ডিয়ার_হিমালয়কন্য_দার্জিলিং_ভ্রমণ_মাত্র_৮৪৯৯_টাকায়_৪_রাত৩_দিনের_ট্যুর Chill Tourism Limited BD ভ্রমণ গ্রুপের সাথে। আপনার পরিবার এবং বন্ধু বান্ধব দের কে নিয়ে ঘুরে আসুন হিমালয় কন্যা দার্জিলিং থেকে দেশ সেরা অবিশ্বাস্য অফারে এই সুজগে কম বাজেটে ট্যুর হবে আমাদের সাথে।।

✅গাজীপুর,ঢাকা অথবা দেশের যে কোন জায়গা থেকে আমাদের সাথে যেতে পারেন,সপ্তাহের যেকোন দিন ২/৪/৬/১০ জন হলেই আমাদের দার্জিলিং ট্যুর।

🟥জুলাই মাসে আমাদের ২ টা ইভেন্ট আছে।
★১৮ ই জুলাই বৃহস্পতিবার রাতে রওনা
★১ আগস্ট বৃহস্পতিবার রাতে রওনা

🟥এছাড়া ও আমাদের সাথে চাইলে যেতে পারেন -

⏩👉 সিকিম ও দার্জিলিং ৭ রাত ৬ দিন মাত্র ২৩০০০ টাকা।
⏩👉সিকিম ৪ রাত ৫ দিন ১৫০০০ টাকা।

➡️ভিসাতে বডার:- চ্যাংড়াবান্ধা, ফুলবাড়িয়া অথবা নিউ জলপাইগুড়ি হলে ভালো হয়।
চাইলে বেনাপোল দিয়ে ডুকে শিলিগুড়ি থেকে ও আমাদের সাথে জয়েন্ট করা যাবে শর্ত সাপেক্ষে।

🟥এবারের যাত্রা: ঈদের পর দিন ১৮ তারিখ রাতে গাজীপুর ও ঢাকা থেকে রওনা।
আর যারা শিলিগুড়ি ও এন জি পি থেকে জয়েন্ট করবেন তারা ঈদের ২য় দিন ১৯ তারিখ সকলে।

✅ঈদ প্যাকেজ ইভেন্ট ফিঃ-
সিঙ্গেল ৮৫০০ টাকা (১ রুমে ৪ জন)।
কাপল ২ জন ১৮৫০০ টাকা (১ রুমে ২ জন)।

✅ দার্জিলিং ভ্রমণ স্থান সমূহঃ
জাপানিজ পিস টেম্পল
পেজ প্যাগোডা।
টি গার্ডেন।
রক গার্ডেন
হিমালয়ান মাউন্টেনারিং ইন্সটিটিউট।
হিমালয়ান রেল স্টেশন।
মিউজিয়াম।
চিড়িয়াখানা।
ক্যাবল কার (রোপওয়ে)সময় সাপেক্ষে
টয় ট্রেন (রাইড নিজ খরচে করা যাবে)।
টাইগার হিল।
কাঞ্চনঝঙ্গা ভিউ পয়েন্ট।
বাতাসিয়া লুপ।
ডালি মনেষ্ট্রি।
ঘুম স্টেশন।

✅এই টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ

* দার্জিলিং ২ দিন ঘুরে বেড়ানোর জন্য রিজার্ভ জীব গাড়ি।
*.ইন্ডিয়াতে মোট ৭ বেলা হালাল খাবার।
* ২ রাত উন্নত মানের হোটেলে থাকা
*সাইন সিন এর জন্য রিজার্ভ জীব গাড়ি।
* গাইডেন্স।
*বাডার থেকে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার বাস।
*শিলিগুড়ি থেকে রিজাব জীব(৯/১০জন শেয়ারিং)
*এই টাকার ভিতর বডার পার হওয়ার পর থেকে সব কিছু অন্তর্ভুক্ত।

❌প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয় :
-ঢাকা থেকে বুড়িমারী পর্যন্ত গাড়ি ভাড়া (নিজ খরচে)।
চাইলে ঢাকা থেকে আপ ডাউন ২০০০/২৪০০ টাকা দিয়ে আমাদের সাথে যেতে পারেন।
-কোন ধরনের এন্ট্রি ফি
- যেকোন ব্যক্তিগত খরচ
- ভিসা ফি
- সরকার নির্ধারিত ট্রাভেল ট্যাক্স (১০০০+ টাকা)
- ট্যুর ফী এর অর্ন্তুভুক্ত নয় এমন সব খরচ
- বাস বিরতির সময় খাবার
- বর্ডারে কোন ধরনের স্পিড মানি
- টুরিস্ট স্পটে কোন ধরনের রাইড খরচ
- কোন মিনারেল ওয়াটার।

👉দার্জিলিং ভ্রমণ এর বর্ণনাঃ

দার্জিলিং এর সৌন্দর্য্য নিয়ে বেশি কিছু বলার দরকার নেই. পাহাড়ী রুপ-মাধুর্য্যে মন হারিয়ে যাবার মতো সৌন্দর্য্যে ভরপুর এই দার্জিলিং। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ফুট ওপরে দার্জিলিং শহরটি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, প্রাচুর্যেভরা, পশু-পাখি, অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, পাহাড়ের গায়ে ছোট ছোট ঝরনা। পাহাড়ের চারদিকে অসংখ্য ঘরবাড়ি। শহরের রাস্তা কোথাও উঁচু, আবার কোথাও নিচু। মেঘের কণা ভেদ করে আঁকাবাঁকা পথের ধারে পুরো দার্জিলিং শহর। অপরূপ সৌন্দর্যের একটি অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি- সবকিছুতেই মুগ্ধতা, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভারত বর্ষের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম দার্জিলিং। ভারতের উত্তর-পূর্ব অংশের দার্জিলিং পাহাড়ি চূড়ায় ৬ হাজার ৯৮০ ফুট উচ্চতায় অবস্থিত- হিমালয়ের পাদদেশে মেঘের চাদরে আবৃত স্বপ্নময় এক শহর। প্রকৃতির ছোঁয়া পেতে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক দার্জিলিংয়ে ছুটে আসেন। শহরের আবহাওয়া একটু ব্যতিক্রম। শহরটিতে বেশিরভাগ সময়ই বিরাজ করে কনকনে শীত ও ঠাণ্ডা বাতাস। বছরের ৯ মাসই থাকে ঠাণ্ডা। মনে হবে মেঘাচ্ছন্ন পরিবেশে নিজহাতে ছোঁয়া যাবে মেঘমালাকে। দার্জিলিং শহরের টাইগার হিল থেকে খুব কাছে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। কাঞ্চনজঙ্ঘা মন কারে হাজারও পর্যটকের। শহরে চোখে পড়ে নারীদের পসরা সাজিয়ে বসার দৃশ্য। বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল চাদর। কেনাকাটায় ব্যস্ত পর্যটকরা। শহরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম টাইগার হিল, রক গার্ডেন, চিড়িয়াখানা, বাতাসিয়া লুপ, মহাকাল মন্দির, টয় ট্রেন, ঘুম রেল স্টেশন ও নেপালি কবি ভানু ভক্তের মূর্তি। পৃথিবীর অন্যতম উঁচু রেল স্টেশন ঘুম। তার উচ্চতা ৬ হাজার ৯শ’ ফুট। এখান থেকে দেখা যায় পুরো দার্জিলিং শহর। শহরের টয় ট্রেনে চড়ে দার্জিলিং শহরের আট কিলোমিটার ঘুরতে পারেন পর্যটকরা।

🟥 ট্যুর প্লান দিন ০১
১২ তারিখ -সকালে বর্ডারে পৌছে সকালের নিজ খরচে নাস্তা সেরে নিবো। বডারে প্রচুর ভিড় হবে ধরজ্য ধরে বর্ডারের সকল ফর্মালিটিজ শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। বর্ডারে ইমিগ্রেশন এ বেশ কিছু সময় লাগবে। শিলিগুড়ি পৌছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবো। খাবার শেষে টাটা সুমোতে করে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটাই হবে আপনার জন্য বিস্ময়ের কিছু যা ট্যুর শেষে মনে রাখবেন। দার্জিলিং পৌছে পুর্ব নির্ধারিত হোটেলে চেক ইন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রাতের খাবারের উদ্দেশ্যে বের হয়ে যাবো। রাতের খাবার শেষে আবারো হোটেলে ফিরে আসবো।

🟥দিন ০২
খুব ভোরে ঘুম থেকে উঠে পুর্ব নির্ধারিত গাড়িতে করে সাইট সিয়িং এ বের হবো। প্রথমে চলে যাবো জাপানিজ টেম্পল এ। সেখান থেকে চলে যাবো রক গার্ডেন এ। যাওয়ার পথটা কেমন হবে সেটা না হয় গিয়েই দেখবেন। রক গার্ডেন ঘুরে চলে আসবো শহরে। দুপুরের খাবার শেষ করে একে একে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, জুওলজিক্যাল পার্ক, রোপওয়ে, তেনজিং রক ঘুরে দেখবো। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরবো। সন্ধ্যাটা নিজের মত কাটাবো, চাইলে নিজের মত শপিং করতে পারেন। রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বো কারন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে।

🟥দিন ০৩
ভোর ৪টা নাগাদ গাড়ি হোটেল এর সামনে চলে আসবে। এবারের গন্তব্য টাইগার হিল। টাইগার হিল থেকে সকালের সুর্যোদয় ও বহুল প্রতিক্ষীত কাঞ্চনজঙ্গা দেখবো। তারপর চলে আসবো বাতাসিয়া লুপ, সেখান থেকে চলে যাবো ঘুম মন্সট্রি, ঘুম স্টেশন। টয় ট্রেন দেখে সকালের নাস্তা সেরে হোটেল এ ফিরে আসবো। এসে হোটেলে চেক আউট করে রওনা দিবো চ্যাংড়া বান্ধার উদ্দেশ্য

✅দিন ০৪
ইনশা-আল্লাহ ভোর ৬ টার মধ্যেই ঢাকায় পৌছে যাবো।

🟥 যে কোন ধরনে যোগাযোগ এবং বুকিং এর জন্য
+880 1710-085354 এডমিন
+8801917-003150( হটলাইন অফিস)

বুকিং অথবা ট্রাভেল সংক্রান্ত যেকোন প্রকার জিজ্ঞাসাঃ
১.হটলাইন: +8801917-003150
২.এম এম আল মামুন: +8801710-085354
(এমডি চিল ট্যুরিজম লি:)

★ কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
আসন কনফার্ম করার জন্য আপনাকে ৪০০০+৮০ (চার্জ) = ৪০৮০/- টাকা।
বিকাশ/নগদের মাধ্যমে প্রদান করে আসন
কনফার্ম করতে হবে। অথবা

#আপনার প্যকেজটি ২টা উপায়ে বুকিং
কনফার্ম করতে পারেনঃ
ব্যাংকঃ-
Dutch Bangla Bank Limited
Nem:- Chil Tourism
A/c 151-11000-39141
Konabari branch

বিকাশ মার্চেন্ট 01917003150
-বিকাশ পারসোনাল..01710085354
নগদ পারসোনাল 01721046332 অথবা
সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং

কনফার্মঃ
১. #করপোরেট হেড অফিস অফিস-
পুরাতন কোনাবাড়ি ক্লিনিকের ২য় তালা
কাশিমপুর রোড, বিসিক শিল্প নগরী
কোনাবাড়ী গাজীপুর.01710085354.

২. #টংগী বুকিং অফিস-
১৫২/১ নিচ তালা হাজি আক্কেল আলী রোড
মোল্লাবাজার আউসপাড়া টংগী।

৩.আমবাগ অফিস, গাজীপুর-
বাগিয়া রোড, আতাউর মার্কেট নিচ তালা
কল..
সাদিম আহমেদ সুজন
এছাড়াও আমাদের চিল ট্যুরিজমের সুন্দর সুন্দর ভ্রমণের অফার জানতে হলে জয়েন্ট করতে পারেন---

আমাদের পাবলিক গ্রুপ জয়েন লিংক: https:// www.facebook.com/groups/ 803717110426324/

আমরা যাচ্ছি ২৭ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা টাঙ্গুয়ার হাওর বিলাসে। নির্ভাবনায় আমাদের সাথে যেতে পারেন।মাত্র ১৭৯৯ টাকায় শ...
25/06/2024

আমরা যাচ্ছি ২৭ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা টাঙ্গুয়ার হাওর বিলাসে। নির্ভাবনায় আমাদের সাথে যেতে পারেন।মাত্র ১৭৯৯ টাকায় শুক্রবার ছুটির দিনে সারাদিন ঘুরে বেড়াবো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে।।।সাথে ২ বেলা খাবার।
মেয়েদের নিরাপত্তার জন্য রয়েছে মেয়ে গাইড ও আলাদা ব্যবস্থা।✌️✌️
বিস্তারিত ও বুকিং
Chill Tourism Limited BD
01917003150
01605669351
01921506790
01710085354

 #টাঙ্গুয়ার_হাওর_ভ্রমণ_মাত্র_১৭৯০_টাকায়_আগামী_২৭ই_জুন_বৃহস্পতিবার_রাতে_রওনা_হাওড়_বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে আপনার পর...
24/06/2024

#টাঙ্গুয়ার_হাওর_ভ্রমণ_মাত্র_১৭৯০_টাকায়_আগামী_২৭ই_জুন_বৃহস্পতিবার_রাতে_রওনা_হাওড়_বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে জয়েন্ট করতে পরেন আমাদের সাথে হাওড় বিলাসে।।মেঘলয় থেকে নেমে আশা শিতল পানিতে ডুব দিতে চাইলে জয়েন্ট করুন।।

🟥ডে লং ট্যুর ১৭৯০/- টাকায় জনপ্রতি মহাখালী, উত্তরা,টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, মাওনা,ময়মনসিংহ ল টু সুনামগঞ্জ তাহেরপুর ২রাত ১দিন ট্যুরে।
চাইলে ছেলে মেয়ে সকলেই অংশ গ্রহন করতে পারবেন আমাদের সাথে।

✅প্যাকেজ থাকছে:-
⏩আসা-যাওয়া রিজার্ভ বাস মহাখালী গাজীপুর টু মধ্যেনগর।
⏩সকাল ও দুপুরে খাবার।
⏩বড় বোট ট্রলার খরচ সারাদিন ঘুরার জন্য।
⏩গাইড খরচ।

✅কি কি ঘুরে দেখবো আমরা:
⏩টাঙ্গুর-,হাওড় বিলাস।
⏩ওয়াচ টাওয়ার।
⏩শিমুল বাগান।
⏩লাকমা ছড়া।
⏩নীলাদ্রি লেক।
⏩বারক্কেল টিলা।
⏩যাদুকাটা নদী।

❌ প্যাকেজ যা নেই:
▪️ব্যাক্তিগত খরচ।
▪️সাইড সিন খরচ, বাইক/লোকাল নৌকা খরচ ।
▪️টিকেট খরচ।
▪️যাত্রা বিরতি আসা যাওয়া।
▪️প্যাকেজ বাহিরে খাবার।

🟥যাত্রা তারিখ ও ফেরার তারিখ :
⏯️২৭জুন রাতে মহাখালি , গাজীপুর উত্তরা হতে যাত্রা শুরু রাত ১০.৩০ মিনিটে।
▪️ফেরার তারিখ: ২৮ তারিখ শুক্রবার সারাদিন ঘুরে রাত ৮ টায় মধ্যেনগর হতে রওনা দিয়ে ভোর ৪ টায় ইনশাআল্লাহ গাজীপুর,ঢাকার থাকবে।

🟥পিক আপ পয়েন্ট: মহাখালী উত্তরা
গাজীপুর , চৌরাস্তা -সালনা-রাজেন্দপুর- মাওনা- ভালুকা - ময়মনসিংহ বাস টামিনাল।

🟥খাবার মেন্যু:
সকাল: ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, মুরগী মাংস,ডাল, ভর্তা/ভাজি,সালাদ।

🟥ট্যুর ডিটেইলস: ২৭জুন রাতে রওনা হয়ে মহাখালি গাজীপুর থেকে সুনামগঞ্জ তাহেরপুর উদ্দেশ্য। সকালে নেমে রিজার্ভ বোটে করে চলে যাবো। ওয়াচ টাওয়ার গোসল করে চলে যাবো তাহেরপুর সুনামগঞ্জে।সেখানে বাকি জায়গা ঘুরে দুপুরে খাবার শেষ করে চলে আসবো রিজার্ভ বোটে করে মধ্যে নগর সেখানে এসে বাসে উঠে রওনা দিয়ে চলে আসবো গাজীপুর,ঢাকা।

⏩ট্যুর বুকিং অথবা আমাদের সেবা সংক্রান্ত যেকোন বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে।

১.হটলাইন অফিস: 01917-003150 যে কোন সময়
২ (ডিরেক্টর) এম এম আল মামুন: 01710-085354
৩ ম্যানেজার-01605669351

🔄 কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বুকিং কনফার্ম করার জন্য জনপ্রতি ১০০০ টাকা এবং ২০ টাকা চার্জ সহ = ১০২০টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করে বুকিং কনফার্ম করতে হবে।( বুকিং টাকা অফেরতযোগ্য)

আমাদের ট্যুর প্যকেজটি ২টি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ
🟥বুকিং টাকা অফেরতযোগ্য।
ব্যাংকঃ-
Dutch Bangla Bank Limited
Name:- Chil Tourism
A/c 151-11000-39141
Konabari Branch

বিকাশ মার্চেন্ট 01917003150
বিকাশ/নগদ পারসোনাল: 01710-085354


সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম।

🟥📌 আমাদের করপোরেট হেড অফিস অফিসঃ
১ # পুরাতন কোনাবাড়ী ক্লিনিকের ২য় তলা, কাশিমপুর রোড, বিসিক শিল্প নগরী, কোনাবাড়ী গাজীপুর।

২ # টংগী বুকিং অফিস - ১৫২/১ নিচ তালা হাজি আক্কেল আলী রোড মোল্লাবাজার আউসপাড়া টংগী।
(মেইনটেইন্সের কারণে সাময়িক বন্ধ)।

৩ # আমবাগ অফিস গাজীপুরঃ বাঘিয়া রোড, আতাউর মার্কেট নিচ তলা।

কল করুনঃ সাদিম আহমেদ সুজন 01932-423900
_______________________________
🟥আমাদের পাবলিক ভ্রমণ গ্রুপে জয়েন্ট করতে ক্লিক করুন --https://www.facebook.com/share/B6KZbugak6iAkyFq/?mibextid=A7sQZp

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

⛔ বাসে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

❑বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে। কারন আমাদের সাথে আমাদের অফিসিয়াল মেয়ে মডারেটর সবসময় গাইড হিসাবে থাকবে।

🟩 বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা এটা আগে বুকিং ভিত্তিতে আগে সিট বন্টন করা হবে।
🟩 হস্পিলিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে আসন বরাদ্দ থাকবে।
🟥 যে কোন প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
⛔ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।

বিঃদ্রঃ এই ট্রিপের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, উক্ত টুর কমিটির হাতে সংরক্ষিত।
ধন্যবাদ
________________________________________

বন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে  খুলে দেওয়া হলো সিলেটের অনেক গুলো পর্যটন স্পট।
23/06/2024

বন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে খুলে দেওয়া হলো সিলেটের অনেক গুলো পর্যটন স্পট।

23/06/2024

স্পেশাল ডিসকাউন্ট প্যাকেজ মাত্র ২৯৯৯ টাকায় সাজেক ভ্যালি ভ্রমণ ভ্রমণ ৩ রাত ২ দিন ২৭ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা।

মাত্র১১৯৯৯ টাকায় মেঘ,ঝর্ণার রাজধানী মেঘালয় এর ডাউকি শিলং-চেরাপুঞ্জি ৪ রাত ৩ দিন ভ্রমন, ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড...
23/06/2024

মাত্র১১৯৯৯ টাকায় মেঘ,ঝর্ণার রাজধানী মেঘালয় এর ডাউকি শিলং-চেরাপুঞ্জি ৪ রাত ৩ দিন ভ্রমন, ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড হি‌সে‌বে প্রশং‌সিত চেরাপুঞ্জি শিলং সি‌টি, মেঘালয় ইন্ডিয়া থেকে Chill Tourism Limited BD ভ্রমন গ্রুপ এর সাথে, ৪ রাত ৩ দিনের এই প্যাকেজে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের সাথে নির্ভাবনায়।

🟥এবারের যাত্রা:- ২৫ শে জুলাই বৃহস্পতিবার রাতে রওনা ঢাকা থেকে।।৪ রাত ৩ দিনের প্যাকেজ।।

🟥যদি আপনার ভিসা তে ডাউকি পোট থাকে তাহলে আপনি আমাদের সাথে জয়েন্ট করতে পরেন।
============================
✅ভ্রমণ খরচ--১১৯৯৯ টাকা জনপ্রতি
(১ রুমে ৩/৪ জন)
✅ভ্রমণ খরচ--১৩,৫০০ টাকা জনপ্রতি
(১ রুমে ২ জন )
===========================
🟥মেঘালয় ছাড়া ও আমাদের ঈদের ছুটিতে যাদের ভিসাতে চ্যাংড়াবান্ধা বা ফুলবাড়ি অথবা বেনাপোল-পেট্রোপোল পোট আছে তারা চাইলে আমাদের সিকিম, দার্জিলিং ইভেন্টে যোক দিতে পারেন
⏩দার্জিলিং ৪ রাত ৩ দিন ৮৫০০ টাকা
⏩সিকিম ৬ রাত ৫ দিন ১৬০০০ টাকা।
⏩সিকিম ও দার্জিলিং এক সাথে ৭ রাত ৬ দিন ২৩০০০ টাকা

✅ এবার মেঘালয় আমরা যে যে ভ্রমন স্থান দেখাবো-
⏩ Umcrame waterfalls
⏩ Borhill waterfalls
⏩ Mawlynong village
⏩ Living Route village
⏩ Mawsmai Cave
⏩ Mawsmai Nongthymai Eco Park
⏩ Wahkaba Falls
⏩ Nohkalikai Falls
⏩ Seven Sisters Falls
⏩ Krangsuri Falls।

এ ছাড়া ও নাম না যানা অনেক ভ্রমণ স্থান ভিজিট করবো যাওয়া ও আশার পথে আপনার চোখ জুড়িয়ে যাবে কথা দিচ্ছি।
==========================
==========================
✅এই প্যাকেজে যা যা থাকছে .....
⏩ঢাকা-সিলেট-ঢাকা নন এসি বাস
⏩লেগুনা/টাটাসুমো/ ট্যুরিস্ট বাস।
⏩ স্টান্ডার্ড মানের হোটেল রাত যাপন
⏩সব ধরনের পারমিসশন
⏩সকাল-দুপুর-রাত ৩ বেলা খাবার।
⏩ মেঘালয় ২ রাত হোটেলে থাকা
⏩ইন্ডিয়ার ভিতর প্রতি বেলা খাবার।
⏩পুরা ট্যুরে বাংলাদি গাইড সার্ভিস।

==============================
🟥এই খরচে যা যা থাকছে না ......
❌বাসের যাত্রা বিরতিতে খাবার খরচ
❌ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং, এক্সট্রা জীপ ভাড়া।
❌প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোন খরচ বেড়ে যায়।
❌মিনারেল ওয়াটার, যেকোন ধরনের হার্ড ড্রিংক্স)
❌যেকোন ব্যক্তিগত খরচ
❌বর্ডার স্পিড মানি
❌ট্রাভেল ট্যাক্স, এন্ট্রি ফি, ভিসা ফি
❌কোন ধরনের পোর্ট এড এর খরচ
❌ট্যুরে অন্তর্ভুক্ত নয় এমন কোন খরচ।
❌রুম হিটার
❌টেলিফন / লন্ড্রি বিল
===============================

আমাদের আনুমানিক ভ্রমণ প্লান.....
⏩ ০০ দিনঃ- টঙ্গী থে‌কে রা‌তের বাসে সি‌লে‌টের উ‌দ্দে‌শ্যে যাত্রা শুরু।
১ম দিনঃ- সি‌লেট ‌ভো‌রে পৌ‌ছে রিজার্ভ লেগুনা/মাইক্রো নি‌য়ে চ‌লে যা‌বো তামা‌বিল বর্ডার। বর্ডা‌রে সকা‌লের নাস্তা ক‌রে যত দ্রুত সম্ভব ই‌মি‌গ্রেশ‌নের কাজ সম্পন্ন কর‌বো। সবার ম‌াথায় রাখ‌তে হবে ই‌মি‌গ্রেশ‌নে অনেক ভিড় হ‌য় তাই ই‌মি‌গ্রেশ‌নের কাজ শেষ করার আ‌গে এক মুহুর্ত সময়ও নষ্ট করা যাবে না। বাংলাদেশ ভারত দুই সাই‌টের ইমি‌গ্রেশন সম্পন্ন ক‌রে রিজার্ভ গা‌ড়ি নিয়ে চ‌লে যাবো এ‌শিয়া মহা‌দে‌শের সব‌থে‌কে প‌রিষ্কার গ্রাম মাও‌লিং ভি‌লেজ বা ক্লিন ভি‌লেজ। প‌থিম‌ধ্যে দে‌খে নি‌বো #বড়হিলস ঝর্না #উমক্রেম ঝর্না #ঝুলন্ত ব্রীজ #মাওলিং ভিলেজ #লিভিং রুট ব্রীজ #ডাউকি বাজার সময় সাপেক্ষে আরও কিছু জায়গা ঘুরে দেখে নিবো।
⏩রাত্রিযাপন শিলং অথাবা চেরাপুঞ্জী
---------------------------------------------
⏩২য় দিনঃ- সকা‌লের নাস্তা ক‌রে বের হ‌য়ে যা‌বো চেরাপুঞ্জি শহ‌রের আ‌শেপা‌শে ঘু‌রে দেখার জন্য। চেরাপু‌ঞ্জি হ‌চ্ছে পৃ‌থিবীর স‌র্বোচ্চ বৃ‌ষ্টিপাত এলাকা। চেরাপু‌ঞ্জি‌তে ঘু‌রে দেখ‌বো #মৌসুমাই কেভ, #মৌসুমাই ই‌কো পার্ক, #ওয়াকাবা ফলস, #নোহকালিকাই ফলস, #সে‌ভেন সিস্টার ফলস #মকডক ভিউ পয়েন্ট । হাতে সময় থাকলে আরো কিছু ঝর্না ঘুরে দেখবো। দুপু‌রের লাঞ্চ কর‌বো ই‌কো পার্কে। সব‌কিছু ঘু‌রে সন্ধ্যার ম‌ধ্যে শীলং ফি‌রে আস‌বো।
⏩রাত্রিযাপন শিলং
------------------------------
⏯️৩য় সকালে নাস্তা করে বের হয়ে শিলং শহর টা ঘুরে দেখবো। এবং ডাউকির পথে যাত্রা শুরু করবো এবং পথে দেখবো #ক্রাংসুরি ঝর্না #জোয়াই রোড সময় হলে চেষ্টা করবো লাইটলুম দেখার জন্য । আর না হয় সরাসরি চলে যাবো ডাউকি বাজার সেখানে ই‌মি‌গ্রেশ‌নের কাজ সম্পন্ন ক‌রে বাংলা‌দে‌শে প্রবেশ ক‌রে রিজার্ভ লেগুনা/মাইক্রো তে ক‌রে চ‌লে যা‌বো সিলেট শহরে। রাতের খাবার খেয়ে বাসে উঠে পরবো।
---------------------------------------------
⏩৪র্থ দিনঃ- খুব ভো‌রে ঢাকায় পৌঁছা‌বো ইনশাআল্লাহ।

❌আবহাওয়ার উপর ডিপেন্ড করে ট্যুর প্লানে যেকনো ধরনের পরিবর্তন আসতে পারে ।
===========================
🟥যে কোন ধরনে যোগাযোগ এবং বুকিং এর জন্য
+880 1710-085354 এডমিন(হটসআপ)
+8801917-003150( হটলাইন অফিস)

বুকিং অথবা ট্রাভেল সংক্রান্ত যেকোন প্রকার জিজ্ঞাসাঃ
১.হটলাইন: +8801917-003150(২৪ঘন্টা)
২.এম এম আল মামুন: +8801710-085354
(এমডি চিল ট্যুরিজম লি:)

★ কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
আসন কনফার্ম করার জন্য আপনাকে ৫০০০+১০০ (চার্জ) = ১০০/- টাকা।
বিকাশ/নগদের মাধ্যমে প্রদান করে আসন
কনফার্ম করতে হবে। অথবা

#আপনার প্যকেজটি ২টা উপায়ে বুকিং
কনফার্ম করতে পারেনঃ
ব্যাংকঃ-
Dutch Bangla Bank Limited
Nem:- Chil Tourism
A/c 151-11000-39141
Konabari branch

বিকাশ মার্চেন্ট 01917003150
-বিকাশ /নগদ পারসোনাল..01710085354
সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং

কনফার্মঃ
১. #করপোরেট হেড অফিস অফিস-
পুরাতন কোনাবাড়ি ক্লিনিকের ২য় তালা
বিসিক ৩ নাম্বার গেট কাশিমপুর রোড
কোনাবাড়ী গাজীপুর.01917003150

২. #টংগী বুকিং অফিস-
১৫২/১ নিচ তালা হাজি আক্কেল আলী রোড
মোল্লাবাজার আউসপাড়া টংগী।

৩.আমবাগ অফিস, গাজীপুর-
বাগিয়া রোড, আতাউর মার্কেট নিচ তালা
কল..
এছাড়াও আমাদের চিল ট্যুরিজমের সুন্দর সুন্দর ভ্রমণের অফার জানতে হলে জয়েন্ট করতে পারেন---
✅আমাদের পাবলিক গ্রুপ জয়েন লিংক: https:// www.facebook.com/groups/ 803717110426324/

✅অফিসিয়াল ফেইসবুক পেইজ লিং-https://www.facebook.com/CTLBD2?mibextid=ZbWKwL

আলহামদুলিল্লাহ আমাদের মেঘালয় ও দার্জিলিং, ইভেন্ট শেষ করে সবাই এখন বাংলাদেশ।।। অসংখ্য ধন্যবাদ সকল গেস্ট কে।।। সুন্দর ভাবে...
23/06/2024

আলহামদুলিল্লাহ আমাদের মেঘালয় ও দার্জিলিং, ইভেন্ট শেষ করে সবাই এখন বাংলাদেশ।।। অসংখ্য ধন্যবাদ সকল গেস্ট কে।।। সুন্দর ভাবে ট্যুর শেষ করার জন্য সহায়তা করার জন্য।

আলহামদুলিল্লাহ। এক বাস কর্পোরেট ট্যুর নিয়ে রওনা হলাম শেরপুরের গজনীর উদ্দ্যেশ ❤️ইনশাআল্লাহ আগামী ২৭ জুন বৃহস্পতিবার রাতে ...
22/06/2024

আলহামদুলিল্লাহ। এক বাস কর্পোরেট ট্যুর নিয়ে রওনা হলাম শেরপুরের গজনীর উদ্দ্যেশ ❤️
ইনশাআল্লাহ আগামী ২৭ জুন বৃহস্পতিবার রাতে রওনা হচ্ছি আমরা টাঙ্গুয়ার হাওর।
জলদি বুকিং করুন। মাত্র ১৭৯৯ টাকা...
বুকিং ও বিস্তারিত --01917003150

চলছে আমাদের ঈদ স্পেশাল কাশ্মীর,দার্জিলিং ও মেঘালয় ভ্রমণ, গেস্ট সবাই খুশি শুধু যাওয়ার সময় বডারে প্রচুর চাপ ছিল।আগামী ইভেন...
21/06/2024

চলছে আমাদের ঈদ স্পেশাল কাশ্মীর,দার্জিলিং ও মেঘালয় ভ্রমণ, গেস্ট সবাই খুশি শুধু যাওয়ার সময় বডারে প্রচুর চাপ ছিল।আগামী ইভেন্ট গুলোতে জয়েন্ট করতে যোগাযোগ করুন Chill Tourism Limited BD সাথেই থাকুন।01710085354

প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা😍😍এখনো পর্যন্ত ভিসা প্রাপ্তির রেসিও ১০০% আলহামদুলিল্লাহ। যাদের ইন্ডিয়ান ...
21/06/2024

প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা😍😍
এখনো পর্যন্ত ভিসা প্রাপ্তির রেসিও ১০০% আলহামদুলিল্লাহ।

যাদের ইন্ডিয়ান ভিসা প্রয়োজন যোগাযোগ করতে পারেন।

ভিসা প্রসেসিং ভারতীয় CMC হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট (IVF)চিকিৎসা সহ ১৪০টি হাসপাতালের এপয়েন্টমেন্ট সহ বিমান টিকেট ডাক্তারি পরামর্শ স্বল্প খরচে সুচিকিৎসার ব্যবস্থা online visa processingকরার জন্য কল করুন

মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে :::
01917003150
01605669351
অফিস-কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায়,কোনাবাড়ী, গাজীপুর।

 ্পেশাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মাত্র ১৭৯৯ টাকায়আগামী ২৭ই জুন বৃহস্পতিবার রাতে রওনা  হাওড় বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে আপ...
20/06/2024

্পেশাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মাত্র ১৭৯৯ টাকায়
আগামী ২৭ই জুন বৃহস্পতিবার রাতে রওনা হাওড় বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে জয়েন্ট করতে পরেন আমাদের সাথে হাওড় বিলাসে।।

🟥ডে লং ট্যুর ১৭৯৯/- টাকায় জনপ্রতি মহাখালী, উত্তরা, গাজীপুর টু সুনামগঞ্জ তাহেরপুর ২রাত ১দিন ট্যুরে।
চাইলে ছেলে মেয়ে সকলেই অংশ গ্রহন করতে পারবেন আমাদের সাথে।

✅প্যাকেজ থাকছে:-
⏩আসা-যাওয়া রিজার্ভ বাস মহাখালী গাজীপুর টু মধ্যেনগর।
⏩সকাল ও দুপুরে খাবার।
⏩বড় বোট ট্রলার খরচ সারাদিন ঘুরার জন্য।
⏩গাইড খরচ।

✅কি কি ঘুরে দেখবো আমরা:
⏩টাঙ্গুর-,হাওড় বিলাস।
⏩ওয়াচ টাওয়ার।
⏩শিমুল বাগান।
⏩লাকমা ছড়া।
⏩নীলাদ্রি লেক।
⏩বারক্কেল টিলা।
⏩যাদুকাটা নদী।

❌ প্যাকেজ যা নেই:
▪️ব্যাক্তিগত খরচ।
▪️সাইড সিন খরচ, বাইক/লোকাল নৌকা খরচ ।
▪️টিকেট খরচ।
▪️যাত্রা বিরতি আসা যাওয়া।
▪️প্যাকেজ বাহিরে খাবার।

🟥যাত্রা তারিখ ও ফেরার তারিখ :
⏯️২৭জুন রাতে মহাখালি , গাজীপুর উত্তরা হতে যাত্রা শুরু রাত ১০.৩০ মিনিটে।
▪️ফেরার তারিখ: ২৮ তারিখ সন্ধ্যা ৬ টা মধ্যে নগর হতে গাজীপুর,ঢাকার উদ্দেশ্য।
পিক আপ পয়েন্ট: মহাখালী উত্তরা
গাজীপুর শিববাড়ী, চৌরাস্তা -সালনা-রাজেন্দপুর- মাওনা- ভালুকা - ময়মনসিংহ বাস টামিনাল।

🟥খাবার মেন্যু:
সকাল: ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, মুরগী মাংস,ডাল, ভর্তা/ভাজি,সালাদ।

🟥ট্যুর ডিটেইলস: ২৭জুন রাতে রওনা হয়ে মহাখালি গাজীপুর থেকে সুনামগঞ্জ তাহেরপুর উদ্দেশ্য। সকালে নেমে রিজার্ভ বোটে করে চলে যাবো। ওয়াচ টাওয়ার গোসল করে চলে যাবো তাহেরপুর সুনামগঞ্জে।সেখানে বাকি জায়গা ঘুরে দুপুরে খাবার শেষ করে চলে আসবো রিজার্ভ বোটে করে মধ্যে নগর সেখানে এসে বাসে উঠে রওনা দিয়ে চলে আসবো গাজীপুর,ঢাকা।

⏩ট্যুর বুকিং অথবা আমাদের সেবা সংক্রান্ত যেকোন বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে।

১.হটলাইন অফিস: 01917-003150 যে কোন সময়
২ (ডিরেক্টর) এম এম আল মামুন: 01710-085354
৩ ম্যানেজার-01605669351

🔄 কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বুকিং কনফার্ম করার জন্য জনপ্রতি ১০০০ টাকা এবং ২০ টাকা চার্জ সহ = ১০২০টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করে বুকিং কনফার্ম করতে হবে।( বুকিং টাকা অফেরতযোগ্য)

আমাদের ট্যুর প্যকেজটি ২টি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ

ব্যাংকঃ-
Dutch Bangla Bank Limited
Name:- Chil Tourism
A/c 151-11000-39141
Konabari Branch

বিকাশ মার্চেন্ট 01917003150
বিকাশ/নগদ পারসোনাল: 01710-085354


সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম।

🟥📌 আমাদের করপোরেট হেড অফিস অফিসঃ
১ # পুরাতন কোনাবাড়ী ক্লিনিকের ২য় তলা, কাশিমপুর রোড, বিসিক শিল্প নগরী, কোনাবাড়ী গাজীপুর।

২ # টংগী বুকিং অফিস - ১৫২/১ নিচ তালা হাজি আক্কেল আলী রোড মোল্লাবাজার আউসপাড়া টংগী।
(মেইনটেইন্সের কারণে সাময়িক বন্ধ)।

৩ # আমবাগ অফিস গাজীপুরঃ বাঘিয়া রোড, আতাউর মার্কেট নিচ তলা।

কল করুনঃ সাদিম আহমেদ সুজন 01932-423900
_______________________________
🟥আমাদের পাবলিক ভ্রমণ গ্রুপে জয়েন্ট করতে ক্লিক করুন --https://www.facebook.com/share/B6KZbugak6iAkyFq/?mibextid=A7sQZp

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

⛔ বাসে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

❑বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে। কারন আমাদের সাথে আমাদের অফিসিয়াল মেয়ে মডারেটর সবসময় গাইড হিসাবে থাকবে।

🟩 বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা এটা আগে বুকিং ভিত্তিতে আগে সিট বন্টন করা হবে।
🟩 হস্পিলিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে আসন বরাদ্দ থাকবে।
🟥 যে কোন প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
⛔ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।

বিঃদ্রঃ এই ট্রিপের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, উক্ত টুর কমিটির হাতে সংরক্ষিত।
ধন্যবাদ
________________________________________

ঈদ স্পেশাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মাত্র ১৭৯৯ টাকায়আগামী ২৭ই জুন বৃহস্পতিবার রাতে রওনা  হাওড় বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে...
20/06/2024

ঈদ স্পেশাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মাত্র ১৭৯৯ টাকায়
আগামী ২৭ই জুন বৃহস্পতিবার রাতে রওনা হাওড় বিলাস করতে যাচ্ছি আমরা, চাইলে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে জয়েন্ট করতে পরেন আমাদের সাথে হাওড় বিলাসে।।

🟥ডে লং ট্যুর ১৭৯৯/- টাকায় জনপ্রতি মহাখালী, উত্তরা, গাজীপুর টু সুনামগঞ্জ তাহেরপুর ২রাত ১দিন ট্যুরে।
চাইলে ছেলে মেয়ে সকলেই অংশ গ্রহন করতে পারবেন আমাদের সাথে।

✅প্যাকেজ থাকছে:-
⏩আসা-যাওয়া রিজার্ভ বাস মহাখালী গাজীপুর টু মধ্যেনগর।
⏩সকাল ও দুপুরে খাবার।
⏩বড় বোট ট্রলার খরচ সারাদিন ঘুরার জন্য।
⏩গাইড খরচ।

✅কি কি ঘুরে দেখবো আমরা:
⏩টাঙ্গুর-,হাওড় বিলাস।
⏩ওয়াচ টাওয়ার।
⏩শিমুল বাগান।
⏩লাকমা ছড়া।
⏩নীলাদ্রি লেক।
⏩বারক্কেল টিলা।
⏩যাদুকাটা নদী।

❌ প্যাকেজ যা নেই:
▪️ব্যাক্তিগত খরচ।
▪️সাইড সিন খরচ, বাইক/লোকাল নৌকা খরচ ।
▪️টিকেট খরচ।
▪️যাত্রা বিরতি আসা যাওয়া।
▪️প্যাকেজ বাহিরে খাবার।

🟥যাত্রা তারিখ ও ফেরার তারিখ :
⏯️২৭জুন রাতে মহাখালি , গাজীপুর উত্তরা হতে যাত্রা শুরু রাত ১০.৩০ মিনিটে।
▪️ফেরার তারিখ: ২৮ তারিখ সন্ধ্যা ৬ টা মধ্যে নগর হতে গাজীপুর,ঢাকার উদ্দেশ্য।
পিক আপ পয়েন্ট: মহাখালী উত্তরা
গাজীপুর শিববাড়ী, চৌরাস্তা -সালনা-রাজেন্দপুর- মাওনা- ভালুকা - ময়মনসিংহ বাস টামিনাল।

🟥খাবার মেন্যু:
সকাল: ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, মুরগী মাংস,ডাল, ভর্তা/ভাজি,সালাদ।

🟥ট্যুর ডিটেইলস: ২৭জুন রাতে রওনা হয়ে মহাখালি গাজীপুর থেকে সুনামগঞ্জ তাহেরপুর উদ্দেশ্য। সকালে নেমে রিজার্ভ বোটে করে চলে যাবো। ওয়াচ টাওয়ার গোসল করে চলে যাবো তাহেরপুর সুনামগঞ্জে।সেখানে বাকি জায়গা ঘুরে দুপুরে খাবার শেষ করে চলে আসবো রিজার্ভ বোটে করে মধ্যে নগর সেখানে এসে বাসে উঠে রওনা দিয়ে চলে আসবো গাজীপুর,ঢাকা।

⏩ট্যুর বুকিং অথবা আমাদের সেবা সংক্রান্ত যেকোন বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে।

১.হটলাইন অফিস: 01917-003150 যে কোন সময়
২ (ডিরেক্টর) এম এম আল মামুন: 01710-085354
৩ ম্যানেজার-01605669351

🔄 কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বুকিং কনফার্ম করার জন্য জনপ্রতি ১০০০ টাকা এবং ২০ টাকা চার্জ সহ = ১০২০টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করে বুকিং কনফার্ম করতে হবে।( বুকিং টাকা অফেরতযোগ্য)

আমাদের ট্যুর প্যকেজটি ২টি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ

ব্যাংকঃ-
Dutch Bangla Bank Limited
Name:- Chil Tourism
A/c 151-11000-39141
Konabari Branch

বিকাশ মার্চেন্ট 01917003150
বিকাশ/নগদ পারসোনাল: 01710-085354


সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম।

🟥📌 আমাদের করপোরেট হেড অফিস অফিসঃ
১ # পুরাতন কোনাবাড়ী ক্লিনিকের ২য় তলা, কাশিমপুর রোড, বিসিক শিল্প নগরী, কোনাবাড়ী গাজীপুর।

২ # টংগী বুকিং অফিস - ১৫২/১ নিচ তালা হাজি আক্কেল আলী রোড মোল্লাবাজার আউসপাড়া টংগী।
(মেইনটেইন্সের কারণে সাময়িক বন্ধ)।

৩ # আমবাগ অফিস গাজীপুরঃ বাঘিয়া রোড, আতাউর মার্কেট নিচ তলা।

কল করুনঃ সাদিম আহমেদ সুজন 01932-423900
_______________________________
🟥আমাদের পাবলিক ভ্রমণ গ্রুপে জয়েন্ট করতে ক্লিক করুন --https://www.facebook.com/share/B6KZbugak6iAkyFq/?mibextid=A7sQZp

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

⛔ বাসে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

❑বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে। কারন আমাদের সাথে আমাদের অফিসিয়াল মেয়ে মডারেটর সবসময় গাইড হিসাবে থাকবে।

🟩 বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা এটা আগে বুকিং ভিত্তিতে আগে সিট বন্টন করা হবে।
🟩 হস্পিলিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে আসন বরাদ্দ থাকবে।
🟥 যে কোন প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
⛔ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।

বিঃদ্রঃ এই ট্রিপের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, উক্ত টুর কমিটির হাতে সংরক্ষিত।
ধন্যবাদ
________________________________________

ঈদ স্পেশাল ট্যুর,রাঙ্গামাটির আনন্দময় কিছু মুহূর্ত
20/06/2024

ঈদ স্পেশাল ট্যুর,
রাঙ্গামাটির আনন্দময় কিছু মুহূর্ত

19/06/2024

আজ রাতে রওনা গাজীপুর থেকে রাঙ্গামাটি ভ্রমণে স্পেশাল ডিসকাউন্ট চলছে হাতে সময় নেই জলদি বুকিং কনফার্ম করুন

আলহামদুলিল্লাহ। আমাদের রাঙ্গামাটি ইভেন্ট শেষ করে রওনা হলাম বাড়ীর উদ্দেশ্যে।।❤️
19/06/2024

আলহামদুলিল্লাহ।
আমাদের রাঙ্গামাটি ইভেন্ট শেষ করে রওনা হলাম বাড়ীর উদ্দেশ্যে।।❤️

চলছে আমাদের কক্সবাজার ইভেন্টের মজা মাস্তি।❤️
19/06/2024

চলছে আমাদের কক্সবাজার ইভেন্টের মজা মাস্তি।❤️

চলছে আমাদের রাঙ্গামাটি ইভেন্টের দুপুরের খাওয়া দাওয়া।।আগামীকাল ট্যুরের বুকিং করেছেন তো?
19/06/2024

চলছে আমাদের রাঙ্গামাটি ইভেন্টের দুপুরের খাওয়া দাওয়া।।
আগামীকাল ট্যুরের বুকিং করেছেন তো?

আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমারা রাঙ্গামাটি এসে পৌছালাম ❤️❤️
19/06/2024

আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমারা রাঙ্গামাটি এসে পৌছালাম ❤️❤️

18/06/2024

শুভ বৃষ্টিময় সকাল চট্টগ্রাম।।
চলছে গাড়ী রাঙ্গামাটি ✌️

আমাদের ঈদ স্পেশাল কাশ্মীর, দার্জিলিং, মেঘলয় ভ্রমণের উদ্দেশ্য রওনা হয়েছে। দার্জিলিং ট্যুরের গেস্ট যখন পোস দেই আমাদের হোস্...
18/06/2024

আমাদের ঈদ স্পেশাল কাশ্মীর, দার্জিলিং, মেঘলয় ভ্রমণের উদ্দেশ্য রওনা হয়েছে। দার্জিলিং ট্যুরের গেস্ট যখন পোস দেই আমাদের হোস্ট শাওন আহমেদ এর সাথে

আলহামদুলিল্লাহ..ঈদ স্পেশাল ট্যুরে, এক বাস ভ্রমণ পিপাসুদের নিয়ে চিল পরিবার যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে, সকলের দোয়া চাই আ...
18/06/2024

আলহামদুলিল্লাহ..ঈদ স্পেশাল ট্যুরে, এক বাস ভ্রমণ পিপাসুদের নিয়ে চিল পরিবার যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে, সকলের দোয়া চাই আর আগামী ১৯ তারিখ রাঙ্গাামটি,ও ২০ তারিখ সীতাকুণ্ডে ও টাঙ্গুয়ার হাওরের বুকিং চলছে কিন্তু।।।

ঈদ স্পেশাল ট্যুর রাঙ্গামাটি ট্যুর যাচ্ছে চিল পরিবার✌️✌️আর হ্য আজ ১৯ তারিখ বুধবার রাতে রওনা আবার কিন্তু রাঙ্গামাটি ট্যুরে...
18/06/2024

ঈদ স্পেশাল ট্যুর রাঙ্গামাটি ট্যুর যাচ্ছে চিল পরিবার✌️✌️
আর হ্য আজ ১৯ তারিখ বুধবার রাতে রওনা আবার কিন্তু রাঙ্গামাটি ট্যুরের বুকিং চলমান যেতে চাইলে জলদি বুকিং কনফার্ম করুন

আলহামদুলিল্লাহ ঈদ স্পেশাল সিলেট ট্যুরের উদ্দেশ্য রওনা হলো চিল পরিবার নিরাপদ সফরের জন্য দোয়া চাই।।।
18/06/2024

আলহামদুলিল্লাহ ঈদ স্পেশাল সিলেট ট্যুরের উদ্দেশ্য রওনা হলো চিল পরিবার নিরাপদ সফরের জন্য দোয়া চাই।।।

18/06/2024

আলহামদুলিল্লাহ।
এক ঝাঁক ভ্রমণ পিপাসু নিয়ে রওনা দিলাম লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির উদ্দেশ্যে ❤️❤️
সকলের দোয়া কামনা করছি।

আলহামদুলিল্লাহ। এক ঝাঁক ভ্রমণ পিপাসু নিয়ে রওনা দিলাম লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির উদ্দেশ্যে ❤️❤️সকলের দোয়া কামনা করছি।
18/06/2024

আলহামদুলিল্লাহ। এক ঝাঁক ভ্রমণ পিপাসু নিয়ে রওনা দিলাম লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির উদ্দেশ্যে ❤️❤️
সকলের দোয়া কামনা করছি।

18/06/2024

স্পেশাল ডিসকাউন্টে আজ রাতে রওনা কক্সবাজার রাঙ্গামাটি ও সিলেট ভ্রমণ লাস্ট কিছু সিট খালি আছে যেতে চাইলে বুকিং কনফার্ম করুন

আলহামদুলিল্লাহ ❤️ #কালিয়াকৈর, #জনকল্যান_যুব_সংঘ_উত্তর_কাঞ্চনপুর এরসাথে আমাদের চিল ট্যুরিজমের রাঙ্গামাটি কর্পোরেট ট্যুরের...
16/06/2024

আলহামদুলিল্লাহ ❤️
#কালিয়াকৈর,
#জনকল্যান_যুব_সংঘ_উত্তর_কাঞ্চনপুর এর
সাথে আমাদের চিল ট্যুরিজমের রাঙ্গামাটি কর্পোরেট ট্যুরের চুক্তি সম্পূর্ণ ✌️✌️
যাচ্ছে চিল পরিবার ১৮ তারিখ রাঙ্গামাটি❤️......o........
ঈদ মোবারাক_ঈদ মোবারাক_ঈদ মোবারাক।

Address

Old Konabari Clinic 2nd Floor, BSCIC 3rd Gate, Kashimpur Road, Konabari
Gazipur
1346

Alerts

Be the first to know and let us send you an email when Chill Tourism Limited BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chill Tourism Limited BD:

Videos

Share


Other Eco Tours in Gazipur

Show All