অরণ্যের অভিযাত্রী

অরণ্যের অভিযাত্রী এটি একটি ভ্রমণবিষয়ক গ্রুপ,কর্পোরেট ট্রিপ সহ দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করানো হয়।

আন্ধারমানিক এর আজকের সফর চলছে...
23/12/2023

আন্ধারমানিক এর আজকের সফর চলছে...

চলছে আন্ধারমানিক ট্রিপ...
22/12/2023

চলছে আন্ধারমানিক ট্রিপ...

22/12/2023
আন্ধারমানিক...নারিস্যা ঝিরিযাত্রার তারিখ : ২১ ডিসেম্বর রাত ৯.৩০ টায় ঢাকা থেকে,ফেরার তারিখ : ২৫ ডিসেম্বর রাতে২৬ ডিসেম্বর ...
20/12/2023

আন্ধারমানিক...নারিস্যা ঝিরি

যাত্রার তারিখ : ২১ ডিসেম্বর রাত ৯.৩০ টায় ঢাকা থেকে,

ফেরার তারিখ : ২৫ ডিসেম্বর রাতে
২৬ ডিসেম্বর সকালে ঢাকায়।।

ঢাকা থেকে ৮৫০০/ টাকা

বুকিং মানি: ৩,০০০ টাকা (অফেরতযোগ্য)
বুকিং: ১৮/১১/২০২৩ তারিখের মাঝে ৩,০৬০ টাকা ইভেন্ট হোস্টের কাছে পাঠিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।

বিকাশ/ 01680-330422 (Personal)
নগদ/01680330422 (Personal)

সময়কাল: ৪ দিন (আসা, যাওয়া সহ) এক রাত কম বেশিও হতে পারে!

আসন সংখ্যা: ১২ জন

ইভেন্ট ডিটেইলস:
ইভেন্ট ডিটেইইলস যারা কনফার্ম করবেন তাদের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে।

#যা যা থাকছে এর মধ্যে :
- ঢাকা আলীকদম যাওয়া আসা বাস ভাড়া
- প্রতি বেলার খাবার খরচ
- নৌকা ভাড়া
- গাইড এর খরচ
-কিছু শুকনা
-থাকার খরচ

#যা_যা থাকছেনা:
- কোন ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতির খাবার

#যা যা নিতে হবে:
- জাতীয় পরিচয়পত্র ৩ কপি।।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয়।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।

কনফার্ম করার আগে যা যা মনে রাখবেনঃ
১। এই ট্রিপ কোনভাবেই আরামের কোন ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রিপ রোমাঞ্চকর হবে।
২। ৬-৭ ঘন্টা হাটা লাগবে ।
৩। নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৪। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
ভ্রমনের পূর্বে যা যা মাথায় রাখবেনঃ
* দিনের অধিকাংশ সময় পাহাড়ে ট্রেকিং করব তাই দুপুরে খাবারে প্রবলেম হতে পারে। দুপুরের অই সময়টা শুকনো খাবার খেয়ে থাকতে হতে পারে আবার পাহাড়ি এলাকায় ভাল খাবার আপনি নাও পেতে পারেন। শুনে কনফার্ম করবেন। (ইভেন্ট থেকে শুকনো খাবার দেওয়া হবে)
* ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে ,যদি না থাকে সেক্ষেত্রে যেকোন পরিচয় পত্র এবং এর ফটোকপি নিয়ে নিবেন।
* ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখিন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
-স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
-পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
-যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
-সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
- কোন কারনে নিরাপত্তার কারনে আর্মি বা প্রশাসন অনুমতি না দিলে ট্যুরে প্ল্যান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
*** বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।

**বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: মোঃ শাখাওয়াত হোসেন
বিকাশ নাম্বার - 01680330422
নগদ নাম্বার - 01680330422

আলহামদুলিল্লাহ আমাদের বিছানাকান্দি টু জাফলং ক্যাম্পিং ট্যুর শেষ করে এখন সবাই যারযার বাসায়।।আমাূের পরবর্তী ট্রিপ গুলো দেখ...
17/12/2023

আলহামদুলিল্লাহ আমাদের বিছানাকান্দি টু জাফলং ক্যাম্পিং ট্যুর শেষ করে এখন সবাই যারযার বাসায়।।
আমাূের পরবর্তী ট্রিপ গুলো দেখতে গ্রুপের পরবর্তী ইভেন্ট গুলোয় চোখ রায়খুন।।
২১ তারিখে ২৬ আন্ধারমানিক কেউ যেতে চাইলে যানানেন।।

16/12/2023

চলছে আমাদের জাফলং থেকে বিছানাকান্দি ট্যুর..
আজকে দ্বিতীয় দিনে আমরা হাঁটছি বিছানাকান্দির উদ্দেশ্যে...

আন্ধারমানিকসৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে...
14/12/2023

আন্ধারমানিক

সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। বান্দরবানের গহীনের সৌন্দর্য যেমন দুর্গম তেমনি রহস্যময়তার মায়াজালে ঘেরা। এই ভয়ঙ্কর সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে এ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণ পিপাসুদের। তাইতো সুযোগ পেলেই তারা ছুটে যায় বান্দরবানের পানে দুর্নিবার আকর্ষণে।♥
আন্ধারমানিক, বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা তেমনি এক শান্ত, সুন্দর, শীতল গন্তব্যের নাম। সাঙ্গু নদীর উজানে যেখান থেকে সাঙ্গু রিজার্ভ ফরেস্টের শুরু ঠিক সেখানটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা আন্ধারমানিক যেন চেনা পৃথিবীর বাইরের কোনো জগত। নামের মতই রহস্যময় আন্ধারমানিকের পরিবেশ। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবেন না এর বিশালতা। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই আন্ধারমানিক। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটি সবসময় অন্ধকার দেখা যায়। সম্ভবত এই কারণেই এর নাম হয়েছে আন্ধারমানিক।
বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় আন্ধারমানিক এর অবস্থান। আন্ধারমানিকের মূল আকর্ষণ হল নারিশ্যা ঝিরি।নারিশ্যা ঝিরির দুইপাশ ৬০/৭০ ফুট পাথরের দেয়াল সমান্তরাল ভাবে অনেক দূর চলে গেছে। মনে হবে মানুষের তৈরি কংক্রিটের ঢালাই দেয়া দেয়াল।
গভীর জঙ্গলে ঢাকা আন্ধারমানিকের ভেতর, যা আসলে সাঙ্গুরই একটি অংশ। নদীর গভীরতা এখানে অনেক বেশি। দুই পাশে পাহাড়ের খাড়া প্রাচীর। পাহাড়ের দেয়াল খাড়া নেমে গেছে পানির গভীর তল পর্যন্ত। এখানে পাহাড়ের উঁচু উঁচু গাছ ভেদ করে সূর্যের আলো পৌঁছায় কম। যা এই স্থানটিকে করে তোলে রহস্যময়। বিভিন্ন প্রজাতির পুরনো বৃক্ষের ডালপালার ছায়ায় ঢাকা এবং শুনশান নীরব চারপাশ। মাছরাঙা ফুড়ুৎ করে উড়ে এসে ঠোঁটে তুলে নিয়ে যাচ্ছে ছোট রূপালী মাছ। একাধিক ঝরনার ঝিরিঝিরি শব্দ যেনো অতি পরিচিত কোনো গানের সুর হয়ে বাজতে থাকে অনবরত। আন্ধারমানিকের নিথর সবুজ পানির বুকে বিলি কেটে নৌকা নিয়ে এগিয়ে চলার অনুভূতি সত্যিই বর্ণনাতীত। পাহাড়, ঝর্ণা, পাথর আর সবুজের বন্যরূপের নৈসর্গিক সৌন্দর্যের আন্ধারমানিকের রূপ আপনার স্মৃতির মণিকোঠায় থাকবে সারাজীবন।আর তা ছাড়া অনেক গুলো পাহাড়ি পাড়া পরবে আসা যাওয়ার সময়❤️

যাত্রার তারিখ : ২১ ডিসেম্বর রাত ৯.৩০ টায় ঢাকা থেকে,

ফেরার তারিখ : ২৫ ডিসেম্বর রাতে
২৬ ডিসেম্বর সকালে ঢাকায়।।

ঢাকা থেকে ৮৫০০/ টাকা

বুকিং মানি: ৩,০০০ টাকা (অফেরতযোগ্য)
বুকিং: ১৮/১১/২০২৩ তারিখের মাঝে ৩,০৬০ টাকা ইভেন্ট হোস্টের কাছে পাঠিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।

বিকাশ/ 01680-330422 (Personal)
নগদ/01680330422 (Personal)

সময়কাল: ৪ দিন (আসা, যাওয়া সহ) এক রাত কম বেশিও হতে পারে!

আসন সংখ্যা: ১২ জন

ইভেন্ট ডিটেইলস:
ইভেন্ট ডিটেইইলস যারা কনফার্ম করবেন তাদের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে।

#যা যা থাকছে এর মধ্যে :
- ঢাকা আলীকদম যাওয়া আসা বাস ভাড়া
- প্রতি বেলার খাবার খরচ
- নৌকা ভাড়া
- গাইড এর খরচ
-কিছু শুকনা
-থাকার খরচ

#যা_যা থাকছেনা:
- কোন ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতির খাবার

#যা যা নিতে হবে:
- জাতীয় পরিচয়পত্র ৩ কপি।।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয়।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।

কনফার্ম করার আগে যা যা মনে রাখবেনঃ
১। এই ট্রিপ কোনভাবেই আরামের কোন ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রিপ রোমাঞ্চকর হবে।
২। ৬-৭ ঘন্টা হাটা লাগবে ।
৩। নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৪। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
ভ্রমনের পূর্বে যা যা মাথায় রাখবেনঃ
* দিনের অধিকাংশ সময় পাহাড়ে ট্রেকিং করব তাই দুপুরে খাবারে প্রবলেম হতে পারে। দুপুরের অই সময়টা শুকনো খাবার খেয়ে থাকতে হতে পারে আবার পাহাড়ি এলাকায় ভাল খাবার আপনি নাও পেতে পারেন। শুনে কনফার্ম করবেন। (ইভেন্ট থেকে শুকনো খাবার দেওয়া হবে)
* ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে ,যদি না থাকে সেক্ষেত্রে যেকোন পরিচয় পত্র এবং এর ফটোকপি নিয়ে নিবেন।
* ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখিন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
-স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
-পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
-যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
-সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
- কোন কারনে নিরাপত্তার কারনে আর্মি বা প্রশাসন অনুমতি না দিলে ট্যুরে প্ল্যান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
*** বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।

**বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: মোঃ শাখাওয়াত হোসেন
বিকাশ নাম্বার - 01680330422
নগদ নাম্বার - 01680330422

12/12/2023
ডিসেম্বরে আবারো যাচ্ছি ২১ তারিখে আন্ধারমানিক ৪/৫ দিনের জন্য পাহাড়ে ইনশাল্লাহ।। কেউ গেলে যানাবেন 01680-330422
12/12/2023

ডিসেম্বরে আবারো যাচ্ছি ২১ তারিখে আন্ধারমানিক ৪/৫ দিনের জন্য পাহাড়ে ইনশাল্লাহ।। কেউ গেলে যানাবেন 01680-330422

৭ তারিখে পদ্মানদী পার বা চরে যাবো কেউ গেলা যানাবেন।। দুই রাত থাকবো,কেউ চাইলে একরাতো থাকতে পারেন...01680330422/019220076...
30/11/2023

৭ তারিখে পদ্মানদী পার বা চরে যাবো কেউ গেলা যানাবেন।। দুই রাত থাকবো,কেউ চাইলে একরাতো থাকতে পারেন...01680330422/01922007664//
ইভেন্ট খ্ফি ২০০০/২৫০০ বিস্তারিত জানতে whatsapp বা messenger এ যোগাযোগ করতে পারেন।।

ডিসেম্বরে আবারো যাচ্ছি ৭/৮ দিনের জন্য পাহাড়ে ইনশাল্লাহ।। কেউ গেলে যানাবেন 01680-330422
22/11/2023

ডিসেম্বরে আবারো যাচ্ছি ৭/৮ দিনের জন্য পাহাড়ে ইনশাল্লাহ।। কেউ গেলে যানাবেন 01680-330422

বাংলাবান্ধা জিরো পয়েন্টে আমরা 🥰🌿
14/11/2023

বাংলাবান্ধা জিরো পয়েন্টে আমরা 🥰🌿

ও নো😁১৬ তারিখে ৫/৬ দিনের জন্য পাহাড়ে যাব কেউ গেলে জানাইতে পারেন...এখনো🥰🌿
14/11/2023

ও নো😁১৬ তারিখে ৫/৬ দিনের জন্য পাহাড়ে যাব কেউ গেলে জানাইতে পারেন...এখনো🥰🌿

ও নো😁১৬ তারিখে ৫/৬ দিনের জন্য পাহাড়ে যাব কেউ গেলে জানাইতে পারেন...এখনো🥰🌿
12/11/2023

ও নো😁১৬ তারিখে ৫/৬ দিনের জন্য পাহাড়ে যাব কেউ গেলে জানাইতে পারেন...এখনো🥰🌿

10/11/2023

৫/৬ দিনের জন্য পাহাড়ে যাচ্ছি ১৬ তারিখে কেউ যেতে চাইলে নক দিয়েন ০১৬৮০৩৩০৪২২

২৩ নভেম্বর ভরা পূর্ণিমায় আবারও আমরা যাচ্ছি ক্যাম্পিং ট্যুরে...
09/11/2023

২৩ নভেম্বর ভরা পূর্ণিমায় আবারও আমরা যাচ্ছি ক্যাম্পিং ট্যুরে...

২ দিনের পালং খিয়াং ক্যাম্পিংয়ে Oronner ovijatri Oronner ovijatri টিম এবার যাচ্ছে একটু বুনো ট্রেইলে ঝর্ণার স্বাদ নিতে।  এ...
08/11/2023

২ দিনের পালং খিয়াং ক্যাম্পিংয়ে Oronner ovijatri

Oronner ovijatri টিম এবার যাচ্ছে একটু বুনো ট্রেইলে ঝর্ণার স্বাদ নিতে। এই ট্যুরের নির্দিষ্ট তেমন কোনো গন্তব্য থাকবে না। তৈন খালের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবো ক্যাম্প সাইটে। দেখবো দুটি ঝর্ণা।ঝর্ণার সাথেই রয়েছে বড় বড় দুটি খুম।ইচ্ছে মতো গোসল দিবো,নিজেরা রান্না করে খাবো,মন চাইলে খালে মাছ ধরতে যাবো,রাতের খোলা আকাশে তারা দেখবো। ব্যাপারটা দারুন না!
এমন সব মুহূর্তের সাক্ষী হতে চাইলে চলুন আমাদের সাথে।

⭐⭐⭐ট্রেকিং স্টাইল: ব্যাকপ্যাকিং।
📌📌📌ট্রেকিং লেভেল: মডারেট।

পুরো ডিটেইল পড়ে সিওর হয়েই গোয়িং দিবেন নতুবা ইভেন্টের পরবর্তী আপডেট পেতে ইন্টারেস্টেড দিয়ে রাখতে পারেন।

ট্যুর ব্যাপ্তীঃ ২ দিন

যাত্রার তারিখ : ০৯ নভেম্বর ২০২৩ ইং রাত ৯.০০টায় (সায়েদাবাদ)/ চট্টগ্রাম থেকে ১০ তারিখ ভোর ৫ টা।
ফেরার তারিখ : ১১ তারিখ রাত ১০ টায় চট্টগ্রাম এবং ১২ নভেম্বর ২০২৩ ইং ভোর ৬ টা (সায়েদাবাদ)

ভ্রমণের খরচ: ৬০০০/- টাকা মাত্র জনপ্রতি
৪৫০০/- টাকা (চট্টগ্রাম)

ভ্রমণ পরিকল্পনাঃ
শুধুমাত্র যারা কনফার্ম যাবেন তাদের সাথেই পরিকল্পনা শেয়ার করা হবে। তবে এক রাত পালং খিয়াং ঝর্ণার পাশে থাকবো, আরেক রাত থাংকোয়াইন ঝর্ণা পাশে থাকব।

যা যা দেখবোঃ-

*থাংকোয়াইন ঝর্ণা
*পালং খিয়াং

বিঃদ্রঃ যেহেতু ব্যাকপ্যাকিং ট্যুর এবং আমরা আমাদের রেশন নিজেরাই বহন করবো তাই যারা যাবেন তাদেরকে সেভাবেই মানসিক প্রস্তুতি গ্রহনের জন্য আহ্বান জানানো গেলো। এবং প্রতিবেলা খাবার রান্নায় সবাইকেই সমানভাবে সহযোগিতা করতে হবে।

**যা যা থাকছে এর মধ্যে :
- নন এসি বাস টিকেট
- খাবার খরচ (দুপুরে ১ম দিন শুকনা খাবার)
- চান্দের গাড়ি / অটো ভাড়া
- নৌকা ভাড়া
- গাইড এর খরচ

** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতির খাবার

** যা সাথে নেওয়া উচিত:
-ন্যাশনাল আইডি কার্ড'এর ফটোকপি
- গামছা , ২টা টিশার্ট এবং ২টা ট্রেকিং প্যান্ট
- ট্র্যাকিং এর জন্য খুব পাতলা জুতা।
- ছোট টর্চ
- সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক

বুকিং পলিসিঃ-

বিকাশ- নগদ- পারসোনাল -01680330422

উক্ত নং এ ০১৬৮০৩৩০৪২২/- পাঠিয়ে শেষ ৩ ডিজিট ইনবক্সে পাঠিয়ে কনফার্ম করবেন।।
-

*** লক্ষ্য করে পড়ুন ***

ও নো ১৬ তারিখে আন্ধারমানিক রিজার্ভ ফরেস্ট কে কে যাবেন??
07/11/2023

ও নো ১৬ তারিখে আন্ধারমানিক রিজার্ভ ফরেস্ট কে কে যাবেন??

১৬ তারিখে আন্ধারমানিক ও রিজার্ভ ফরেস্ট।। ৯ তারিখে দুই দিনে থানকোয়ইন, ও পালংক্ষ্যং।।কেউ যেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগা...
06/11/2023

১৬ তারিখে আন্ধারমানিক ও রিজার্ভ ফরেস্ট।।
৯ তারিখে দুই দিনে থানকোয়ইন, ও পালংক্ষ্যং।।
কেউ যেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ০১৬৮০৩৩০৪২২

06/11/2023

তারিখে আন্ধারমানিক ও রিজার্ভ ফরেস্ট যাচ্ছি যদি কেউ যেতে চায় নক দিয়েন...

06/11/2023

বড় বাঁশ ঝার 🫣😁🤣

দুই দিনে আমাদের ঘুরাঘুরি পঞ্চগড়, তেতুলিয়া বাংলাবান্ধা, দিনাজপুর।। 👉আমাদের পরবর্তী ভ্রমণ ১৬ তারিখে আন্ধারমানিক ও রিজার্...
05/11/2023

দুই দিনে আমাদের ঘুরাঘুরি পঞ্চগড়, তেতুলিয়া বাংলাবান্ধা, দিনাজপুর।।
👉আমাদের পরবর্তী ভ্রমণ ১৬ তারিখে আন্ধারমানিক ও রিজার্ভ ফরেস্ট

05/11/2023

সীমন্ত গেশা বাংলাদেশের পঞ্চগড়ের চা বাগান।।

সাতাশ তারিখ জ্যোৎস্না রাতে সোনাদিয়াতে আমরা।।সামনে হয়তোবা এই দ্বিপে টুরিস্টের যাওয়া পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে।।...
31/10/2023

সাতাশ তারিখ জ্যোৎস্না রাতে সোনাদিয়াতে আমরা।।
সামনে হয়তোবা এই দ্বিপে টুরিস্টের যাওয়া পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে।। কারণ এটা দ্বিপটাকে ১০০ বছরের জন্য জাপানি এক কোম্পানি লিজ নিয়েছে এলাকাবাসী বললো।।
যারা ঘুরেন নিয়ে এখনই ঘুরে আসতে পারেন হয়তো বা পরে আর যেতে পারবেন না।। আমাদের পরবর্তী ক্যাম্পিং ট্রিপে যারা যেতে চান তারা চোখ রাখুন আমাদের এই পেজে বা গ্রুপে - অরণ্যের অভিযাত্রী (Oronner ovijatri)

30/10/2023

সোনাদিয়া ট্রিপে জোয়ারের কারনে যখন আমাদের ভোট আটকে গিয়ে ছিল।।খালের মাঝখানে ঘন্টাখানেক বসে থেকে সবাই যখন বিরক্ত 🫣তখন🤣

জীবন জীবিকার টানে মৎস্য আহরণে ব্যস্ত সবাই।।
30/10/2023

জীবন জীবিকার টানে মৎস্য আহরণে ব্যস্ত সবাই।।

আমরা এখন আছি সোনাদিয়া....আমাদের সোনাদিয়া পরবর্তী ইভেন্ট এর জন্য চোখ রাখুন আমাদের পেজ এবং গ্রুপে....
27/10/2023

আমরা এখন আছি সোনাদিয়া....
আমাদের সোনাদিয়া পরবর্তী ইভেন্ট এর জন্য চোখ রাখুন আমাদের পেজ এবং গ্রুপে....

আলহামদুলিল্লাহ আমারা আলীকদম পাহাড় ও ঝর্ণার ট্রেক শেষ।। কিছুক্ষণ পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ।।এবার আমাদের...
23/10/2023

আলহামদুলিল্লাহ আমারা আলীকদম পাহাড় ও ঝর্ণার ট্রেক শেষ।। কিছুক্ষণ পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ।।এবার আমাদের ট্রিপটা ছিল ভরপুর খানাদানার,, প্রতি বেলায় বেলায় ছিল খাসি মুরগি 🐐🐓..পরবর্তী ইভেন্ট গুলোর জন্য গ্রুপে চোখ রাখুন।। অরণ্যের অভিযাত্রী (Oronner ovijatri)

আল্লাহর নামে চলিলাম..
20/10/2023

আল্লাহর নামে চলিলাম..

নভেম্বর এর ৩ তারিখে আমরা এখানে আবারো ক্যাম্পিং করতে যাচ্ছি ইনশাল্লাহ।। কেউ যদি আগ্রহী হলে জানাইতে পারেন।। ১২০০ টাকা ইভেন...
19/10/2023

নভেম্বর এর ৩ তারিখে আমরা এখানে আবারো ক্যাম্পিং করতে যাচ্ছি ইনশাল্লাহ।। কেউ যদি আগ্রহী হলে জানাইতে পারেন।। ১২০০ টাকা ইভেন্ট বিস্তারিত ইনবক্সে ০১৬৮০৩৩০৪২২

এই অক্টোবরের ২৬ তারিখে সোনাদিয়া ক্যাম্পিং বিস্তারিত 👉👉 পূর্ণিমায় সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং এবং কক্সবাজার ভ্রমণ দেরি ক...
19/10/2023

এই অক্টোবরের ২৬ তারিখে সোনাদিয়া ক্যাম্পিং বিস্তারিত 👉👉 পূর্ণিমায় সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং এবং কক্সবাজার ভ্রমণ দেরি করলে কিন্তু সূর্য এইভাবে খাইয়া ফালামু 😁🤣

২০ তারিখে পুজোর ছুটিতে রুংরাং,ক্রির্সতং, ৮/১০ ঝর্ণায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।।কেউ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন ইনবক্সে...
17/10/2023

২০ তারিখে পুজোর ছুটিতে রুংরাং,ক্রির্সতং, ৮/১০ ঝর্ণায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।।
কেউ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন ইনবক্সে।

২০ তারিখে পুজোর ছুটিতে রুংরাং,ক্রির্সতং, ৮/১০ ঝর্ণায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।।কেউ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন ইনবক্সে...
17/10/2023

২০ তারিখে পুজোর ছুটিতে রুংরাং,ক্রির্সতং, ৮/১০ ঝর্ণায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।।
কেউ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন ইনবক্সে।

Address

College Road, House Building
Gazipur
1711

Telephone

+8801680330422

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরণ্যের অভিযাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অরণ্যের অভিযাত্রী:

Videos

Share

Nearby travel agencies



You may also like