Travel In

Travel In The Organization

Travelin, possesses and works Travelin.tk, the main ever online entryway for aircraft ticket and lodging booking situated in Bangladesh.

Every month on a normal more than 500 individuals are utilizing our skill and profiting our distinctive administrations, and this number is expanding ceaselessly. The Travelin.tk site is intended for both business and relaxation clients. Built up in 2014, Travelin.tk ensures the best costs for each kind of property, from little, family-run quaint little inn to official condos and five-star extrava

gance suites. One stop travel arrangement, Travelin.tk offers Ticketing (both local and global), and Tailor made Tour Packages for local and worldwide visitors. Overall Hotel Bookings, Local and International Transfers, Corporate Tour, Education Tour, Honeymoon Packages, Visa and Documentation support are likewise incorporated into our administrations. The Group

Simply out of energy and enthusiasm for voyaging, N.M. Hemal has spent endless hours examining the most lucrative arrangements and bundles that he can make trips at costs unfathomable to the vast majority of us. Since 2010, the possibility of TBBD flourished in his brain. His energy discovered its place on the web, and he was soon sharing tips and traps on the best way to guarantee funds without relinquishing solace or eliminating attractions. As an ever increasing number of individuals requested travel related prompt and supports, Travelin was destined to take into account these requirements. He set out to connection affiliations with different merchants over the most prevalent travel goals and found he can furnish his clients with rates lower than the absolute most prestigious spending travel sites. Understanding the capability of the business, in 2014, he chose to put all his time and endeavors into preparing and growing TBBD. Our MISSION

Travelin represents considerable authority in elite travel administrations for free explorers, families and corporate gatherings. We trust in giving the best level of administration all through the world, be it with arranging your visit, cost estimations, lodging proposals and appointments, transport alternatives, tourism data, touring, shopping, guided visits, extraordinary intrigue visits, and air, transport and rail tickets. Our broad visit arranges have been looked into and created by experienced travel experts and travel accomplices. We offer tweaked and tailor-made visits and are furnished with a system of completely prepared and experienced staff abroad. Our VISION

Travelin.tk is an educational, easy to understand site that ensures the best accessible costs for each travel related administrations. We will likely give business and recreation explorers with the most open and savvy method for finding and booking the broadest choice of settlement, in each side of the world. We fabricate what is ideal for You:

• We fabricate bundles to your prerequisites.

• Explore at your own particular speed.

• Hotels those are hand-picked for you.

• Special Travel Concierge help. Travel Expertise:

• Unrivaled levels of Customer Service.

• Dedicated to making the ideal schedule for you.

• Access to flights anyplace to anyplace

• Online Contact and Support

23/09/2024

Explore Travel In we provide trip to be remembered!

** ইভেন্টের নামঃঈদের ছুটিতে বান্দরবন সিটি (নিলগিরি-নিলাচলের) ভ্রমণে  ট্র্যাভেল ইন(১৮ জুন)** অর্গানাইজেশনঃ Travel in** ভ্...
02/06/2024

** ইভেন্টের নামঃঈদের ছুটিতে বান্দরবন সিটি (নিলগিরি-নিলাচলের) ভ্রমণে ট্র্যাভেল ইন(১৮ জুন)
** অর্গানাইজেশনঃ Travel in
** ভ্রমণের ধরনঃ রিলেক্স।
** যাত্রা শুরুঃ ১৮ জুন রাত ১০.০০ টা।
** যাত্রার শেষঃ ২১ জুন সকাল ৬.০০ টা।
********************************************
- প্যাকেজ প্রাইজ ৭৫০০/- পার পারসন (চার জন এক রুমে শেয়ার বেসিসে)
( কাপল দের ২০০০ টাকা যোগ হবে)
-বুকিং মানি ৪০০০/- (বিকাশ/রকেটে পাঠালে ৪০৮০ টাকা)
পাঠাতে পারবেন আসন ফাকা থাকা পর্যন্ত।
#বুকিং এর জন্যঃ +8801868333888
অথবা +8801915099444,
****************************************
** ভ্রমন পরিকল্পনাঃ-
* ১৮ তারিখ রাত ১০ টায় বাসে করে বান্দরবান যাত্রা।
* ১৯ সকালে বাস থেকে নেমে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে সাধারণত দুপুর ১২ টার পর চেক ইন টাইম। রুম এভেলেবল থাকলে রুমে তখনই চেক ইন করবো নয়ত রেস্টুরেন্ট এর ফ্রেশরুমে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিবো। এরপর চাদেরগাড়ীতে করে চলে যাবো মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা ঘুড়ে এসে হোটেলে চেক ইন করে ফ্রেস হয়ে দুপুরের খাবার খাবো। একটু রেস্ট নিয়ে দুপুরের পর চলে যাবো নীলাচল। নীলাচলে বিকাল কাটিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। এরপর ফ্রি টাইম। আড্ডা গল্প শেষে রতের খাবার খাবো।
*২০ তারিখ খুব ভোরে আমাদের যাত্রা শুরু হবে। সকালে ফ্রেশ হয়ে প্রথমে হোটেলের রুম চেক আউট করে ফ্রেশ হবার জন্য নির্ধারিত কমনরুমে সবাই লাগেজ রেখে দিবো। তারপর আমরা যাত্রা করবো নীলগিরির উদ্দেশ্যে। পথে আর্মিদের ক্যান্টিনে সকালে নাস্তা সেরে নিবো। নীলগিরিতে এক/দের ঘন্টা ঘুড়ে আমরা যাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এরপর চিম্বুক পাহাড় ও শৈল্যপ্রপাত ঘুড়ে দুপুরে চলে আসবো হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর সন্ধ্যা পর্যন্ত ফ্রি টাইম। চাইলে রুমে রেস্ট নিতে পারেন বা বান্দরবান শহর ঘুড়ে দেখতে পারেন নিজেদের মতো করে। বার্মিজ মার্কেট ও বাজার আছে চাইলে কিছু শপিং করে নিতে পারেন। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকা ফিরে আসবো।
****** আবহাওয়া ও পরিস্থিতির কারণে প্ল্যানে পরিবর্তন আসতে পারে।
২১ সকালে ঢাকা থাকবেন ইনশাআল্লাহ্
**************************************
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ১৯ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
- ঢাকা -বান্দরবান- ঢাকা নন এ/সি বাস এর টিকেট
- চাঁদের গাড়ির সকল খরচ
- স্ট্যান্ডার্ড হোটেলে থাকার খরচ
- প্রতিটি স্পটে ঢোকার টিকেট
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
- ক্যাবল কার বা অন্য কোন রাইডে চড়লে তার খরচ
-কোন ঔষধ
-প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
***********************************
** টাকা পাঠানোর উপায়ঃ- মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ আমাদের অফিসের ঠিকানাঃ জে-৭৩,হেলাল মার্কেট, বে জুতার শো-রুমের তৃতীয় তলা(উত্তর পাশ),জয়দেবপুর বাজার রোড,গাজীপুর-১৭০০,গাজীপুর।
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য অর্গানাইজারের (01868333888 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি অর্গানাইজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ

**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
******************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/travelinglobal
**যোগাযোগ- ০১৮৬৮৩৩৩৮৮৮, অর্গানাইজার। এটি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই নাম্বারটিতে যোগাযোগ করুন।

Our pride....our satisfaction
06/05/2024

Our pride....our satisfaction

Saudi arabia..work permit for 2 years...
12/02/2024

Saudi arabia..work permit for 2 years...

Dhaka-japan,weekly 3 days flights by biman bangladesh airline...
25/07/2023

Dhaka-japan,weekly 3 days flights by biman bangladesh airline...

03/06/2023

Passport related jekono kaj korate call korun..01868-333888

U S B A N G L A.....
15/05/2023

U S B A N G L A.....

2 years work permit,dubai.cost-3 lakhs,flights within 10 days.
27/04/2021

2 years work permit,dubai.cost-3 lakhs,flights within 10 days.

24/08/2020
23/06/2020

Europe gami shokol guest Der janai antorik ovinondon.EMIRATES AIRLINE+TURKISH AIRLINE we shokol ticket er date change karjokrom chalu hoise.jader proyojon Ei no e jogajog korar Jonne onurodh kora jacche.01868-333888

আজ থেকে করোনা ভাইরাস থেকে সিকিমকে বাঁচাতে বাইরের ট্যুরিস্টদের পারমিশন দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে । মানে বিদেশী আর কোন ট্...
05/03/2020

আজ থেকে করোনা ভাইরাস থেকে সিকিমকে বাঁচাতে বাইরের ট্যুরিস্টদের পারমিশন দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে । মানে বিদেশী আর কোন ট্যুরিস্ট সিকিমে প্রবেশ করতে পারবেনা

যারা সিকিম যাবার প্ল্যান করেছেন তারা আপাতত সব বাদ ।

17/10/2019

জাতীয় নিরাপত্তায় এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে বিমানবন্দরে থাকবে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফর....

09/10/2019

🌳সাজেক ভ্যালী ভ্রমণ

🚌যত্রা: 31 october রাত ৯:৩০ কলাবাগান/কল্যানপুর থেকে৷
🚌যত্রা সমাপ্ত :02 november রাত ৯:৩০ খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
(৩রাত ২ দিন)

📌
আমাদের এই ট্যুরে যারা কনফার্ম যাবেন বলে মন স্থির করেছেন তারাই কেবলমাত্র Going দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করবেন। তাতে আপনার অন্য ভ্রমণ সঙ্গীর ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা হবে।

🗻কোথায় কোথায় যাবো :
🔺সাজেক ভ্যালী
সাজেক রুইলুই পাড়া ও কংলাক পাড়া 🙂 হেলিপ্যাড স্টোন গার্ডেন সবকিছুই
– হাজাছড়া ঝর্ণা
– আলুটিলা গুহা
– তারেং
– উপজেলা পরিষদ পার্ক ও ঝুলন্ত ব্রীজ
– রিসং ঝর্ণা (সময়সাপেক্ষে)

SPECIAL RESORT FOR THIS TRIP- MEGHMACHANG
এই ট্যুরের স্পেশাল নির্দেশিকা :

-এক কটেজে চারজন থাকতে হবে উপরে দুইজন নীচে দুইজন ,যাকে যে কটেজে যেভাবে দেওয়া হবে সেটা মেনে নিতে হবে তবে কাপলদের জন্য কাপল কটেজ থাকবে 🙂
-কেউ এসি বাসে যেতে আসতে চাইলে আমাদেরকে আগে জানাতে হবে সেমতে আমরা ব্যবস্হা করে দিবো

✋কি কি পাবেন:
🔸-নন এসি স্ট্যান্ডার্ট বাসে ঢাকা টু খাগড়াছড়ি আসা যাওয়া (এসি চাইলেও এসি বাস ম্যানেজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে প্যাকেজ প্রতি ১০০০ থেকে ১২০০ টাকা করে বৃদ্ধি পাবে এসি বাসের কোয়ালিটি অনুযায়ী )
– চারজন শেয়ার বেসিসে কটেজে থাকা তবে কাপলরা কাপল কটেজ পাবে কাপলের বাইরেও কেউ চাইলে কাপল মানে এক কটেজে দুই জন থাকা সুবিধাটি অতিরিক্ত ফী দিয়ে নিতে পারেন
-খাগড়াছড়ি টু সাজেক স্ট্যান্ডার্ট মানের চান্দের গাড়ীতে আসা যাওয়া ও খাগড়াছড়ি ঘুরে দেখা (এক গাড়ীতে ১২জন)
-২ সকালের নাস্তা ২ দুপুরের খাবার ২ রাতের খাবার
-সব ধরনের টিকেট ও গাইড
মানে ব্যক্তিগত খরচ ছাড়া সবই প্যাকেজে রয়েছে 🙂

খাবার :
নাস্তা হিসেবে থাকবে পরোটা ডাল ভাজি ডিম এবং চা অথবা ভুনা খিচুরি
দুপুর ও রাতের খাবার হিসেবে থাকবে : ভাত ডাল সবজি আলুভর্তা কমন এর সাথে থাকবে মুরগী /হাসের মাংশ/ব্যাম্বো চিকেন ও প্রথম রাতে সবার জন্য বারবি কিউ 🙂 ইনশাল্লাহ খাবার নিয়ে সবাই খুব সন্তুষ্ট থাকবেন 🙂

✋কি কি থাকছে না :
🔸পার্সোনাল খরচ
🔸যাত্রা বিরতিতে খাবার

✋কি কি নিতে হবে :
🔸প্রয়োজনীয় ঔষধ
🔸রেনকোট/ ছাতা
🔸পাওয়ার ব্যাংক
🔸টেলিটক/রবি/এয়ারটেল সিম

খরচ:
জন প্রতি ৬,৫০০/
(এসি বাসে যাতায়াত)
জন প্রতি ৫,৫০০/
(নন এসি বাসে যাতায়াত)

✋আমাদের এই ট্যুরে যথা সম্ভব আরামদায়ক এবং মানসম্মত ভাবে সাজানো হচ্ছে। তাই অন্য সাধারণ ট্যুরের তুলনায় খরচ বেশী৷স্বপ্নযাত্রার সাথে ট্যুর করার ক্ষেত্রে কিছু নির্দেশিকা যা আপনি ১০০% মেনে নিয়েছেন বলে আমরা ধরে নিবো :

-স্বপ্নযাত্রা সবসময় পারিবারিক বন্ধনে বিশ্বাস করে সেজন্য প্রতিটি ট্যুরেই আমরা একটি পরিবারের মতো পারস্পরিক সহযোগীতার মাধ্যমে ট্যুর সম্পন্ন করার চেষ্টা করে থাকি । সেজন্য একটি ভ্রমণ পিপাসু ও পরিচ্ছন্ন মন থাকা জরুরী
-হঠাৎ করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল,এক্সিডেন্ট বা যেকোন কারণেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে তা বহন করতে হবে ।। যেমন রাস্তার সমস্যায় অতিরিক্ত একদিন থাকতে হবে বা উল্লেখ করার মতো অতিরক্ত টাকার বিনিময়ে ঢাকা ফিরতে হবে এমন ইস্যুতে সবাই মিলে অতিরিক্ত খরচটা বহন করতে হবে ।
-রাস্তায় হঠাৎ করে কোন বিপদ এসে পড়লে সবাই মিলে আলোচনার ভিত্তিতে সেটা আমরা সমাধান করবো এক্ষেত্রে সংখ্যাগরিষ্টদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে ।
-নারী এবং সিনিয়ার সিটিজেনদের সর্বোচ্চ সম্মান প্রদশর্ন করতে হবে এক্ষেত্রে যেকোন সমস্যা বা অভিযোগ সরাসরি এডমিনকে জানাতে হবে ।

-কোন ধরনের মাদক /উশৃংখলতা কোনভাবেই মেনে নেওয়া হবেনা এধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে ।

– লটারীর ভিত্তিতে বাসের সিট বন্টন করা হবে ।

-শৃংখলতা ও শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ করাই আমাদের লক্ষ্য


📌এই ট্যুরে সর্বোচ্চ ২৪ জন নেওয়া হবে

বি:দ্র: মেঘ বৃষ্টির সাজেক ভ্যালী উপভোগ করাই আমাদের উদ্দেশ্য৷ তাই বৃষ্টির ব্যাপারে মাথায় রেখেই আমাদের এই ভ্রমণ।

ধন্যবাদ
CONTACT NO-01868-333888 / 01915-099444

 #সুন্দরবন_ভ্রমণযাত্রা শুরু: 19 april  8pm (khulna)যাত্রা সমাপ্ত: 21 april 6am (khulna)(খুলনা/মোংলা - সুন্দরবন - মোংলা/খ...
14/04/2019

#সুন্দরবন_ভ্রমণ

যাত্রা শুরু: 19 april 8pm (khulna)
যাত্রা সমাপ্ত: 21 april 6am (khulna)
(খুলনা/মোংলা - সুন্দরবন - মোংলা/খুলনা)

#প্যাকেজ_মূল্য:
খুলনা -সুন্দরবন -খুলনা :10500/=
ঢাকা-সুন্দরবন -ঢাকা:
নন এসি বাস /ট্রেন-11500/=
এসি বাস / ট্রেন -12500/=

ঢাকা থেকে যেতে চাইলে -
যাত্রা শুরু 18 april রাত ৮:০০
যাত্রা সমাপ্ত 22 april সকাল ৬:০০ ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

**বিদেশীদের জন্য প্রতি জনের 5200/= টাকা বেশী দিতে হবে।
যোগাযোগ :-
+88 01868 333888
+88 01915 099444

#ভ্রমণ_স্থান:

১) হাড়বাড়িয়া
২)কটকা
৩)জামতলা সী বীচ
৪) টাইগার টিলা
৫)ভেড়ির খাল
৬)কচিখালি
৭)ডিমের চর
৮)করমজল।

#ভ্রমণ_বিস্তারিত:
>>১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনা/মংলা গামী বাসে/ট্রেনে করে খুলনা/ মংলায় পৌঁছানো। আপনাদের আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
>> ২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। ওয়াচ টাওয়ার, কটকার অফিস পার, জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে। লাঞ্চ করার পূর্বে ডিমের চর ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
>>৩য় দিন :
সকালে ঢাংমারি ক্যানেল ক্রুজিং ও সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৬/৭ টা নাগাদ খুলনা আসা এবং রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

#খাবার:
প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ৫ বেলা ডবল ম্যানুর খাবার।

বি:দ্র: চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নাই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সসস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে বি এস এফ এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

এই প্যাকেজের মধ্যে যা যা পাচ্ছেন:
* ২ রাত ৩ দিন ভ্যাসেলের কেবিনে থাকা।(এক কেবিনে ২ জন)
* সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার (যাত্রা পথের ডিনার অন্তর্ভুক্ত নয়)।
* বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা ।
* জঙ্গল ট্রেকিং
* সুন্দরবনে প্রবেশের পাস
* গাইড সার্ভিস
* বন বিভাগ থেকে সিকিউরিটি গার্ড
* জেনারেটর ব্যাবস্থা

#যা_সাথে_নিবেনঃ
============
** প্রয়োজনীয় ঔষধ।
**টুথ ব্রাশ ও পেস্ট।
**ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
**পাওয়ার ব্যাংক এবং যে সকল গেজেট আপনাদের প্রয়োজন।
** গামছা / তোয়ালে
** সাবান, শ্যাম্পু
**রেইনকোর্ট
**ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#বিদ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নাই। এবং বনের গভীরে কিছু জায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

পেজ লিংকঃ https://www.facebook.com/travelinglobal/

#যোগাযোগ:
TRAVEL IN
your travel planner

অফিস:
SHOP NO-315,3RD FLOOR,JOYDEBPUR BUS STAND, বি আই ডি সি রোড, জয়দেবপুর, গাজীপুর।
মোবা: +88 01868 333888
+88 01915 099444

30/03/2019

DHAKA-BANGKOK-DHAKA
ONLY13500 BDT
THAI LION AIR WAYS.
try to get from
TRAVEL IN (your travel planner)
shahid smrity school market,joydebpur bus stand,gazipur.
01868-333888 / 01915-099444

Address

JOYDEBPUR BUS Terminal
Gazipur

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 17:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801868333888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel In posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel In:

Share

Category