ভ্রমণ পিপাসু

ভ্রমণ পিপাসু TRAVELLING� �KNOW YOUR COUNTRY� ENJOY YOUR LIFE��
(1)

17/12/2023

মন চায়,মন চায় যেদিকে চোখ যায় সেদিকে যাবো হারিয়ে❤️

23/09/2023

কক্সবাজার শেষ বিকেলে 😎

Send a message to learn more

25/08/2023

Go where you feel the most alive🌸

ডিসকাউন্ট📣 ডিসকাউন্ট📣 ডিসকাউন্ট 📣আগামীকাল রাত ১০ টার মধ্যে যারা সিলেট ট্যুরের বুকিং দিবেন  তাদের জন্য ইভেন্ট ফি-১৫০০ টাক...
16/08/2023

ডিসকাউন্ট📣 ডিসকাউন্ট📣 ডিসকাউন্ট 📣
আগামীকাল রাত ১০ টার মধ্যে যারা সিলেট ট্যুরের বুকিং দিবেন তাদের জন্য ইভেন্ট ফি-১৫০০ টাকা।
এবং শেষ ৫ সিট এর জন্য ইভেন্ট ফি-১৪৫০ টাকা।
ডিসকাউন্ট পেতে অবশ্যই কাল রাত ১০ টার মধ্যে বুকিং দিতে হবে।

13/08/2023
২২ তারিখ সীতাকুণ্ড ট্যুরে আর মাত্র ৭ জন যেতে পারবেন।মাত্র ৮৮৮ টাকায় পাচ্ছেন পাহাড় ও সমুদ্র ভ্রমণের সুযোগ যাত্রা-২২ তারিখ...
20/12/2022

২২ তারিখ সীতাকুণ্ড ট্যুরে আর মাত্র ৭ জন যেতে পারবেন।
মাত্র ৮৮৮ টাকায় পাচ্ছেন পাহাড় ও সমুদ্র ভ্রমণের সুযোগ
যাত্রা-২২ তারিখ রাত ১০ টায় ঢাকা সায়দাবাদ থেকে
ফেরা-২৩ তারিখ রাত ১০ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ
যা যা দেখবোঃ
🔹চন্দ্রনাথ পাহাড়
🔹চন্দ্রনাথ মন্দির
🔹গুলিয়াখালী সমুদ্র সৈকত
🔹মহামায়া লেক
ইভেন্ট ফি-৮৮৮ টাকা
বুকিং মানি -৫১০ টাকা
বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন-01743550886

18/12/2022

কলিজা হাতে নিয়া পহাড়ি রাস্তায় বাইক রাইড দিতে হয়।একেই বোধহয় বলা হয় ভয়ংকর সুন্দর

এবার বন্ধের দিন  ছাড়াই হুটহাট একটি ট্যুর আয়োজন করতে চলেছি।আগামী ২১ তারিখ বুধবার আমরা যাচ্ছি সোনারগাঁও ডে ট্যুরে।যাত্রার ...
17/12/2022

এবার বন্ধের দিন ছাড়াই হুটহাট একটি ট্যুর আয়োজন করতে চলেছি।আগামী ২১ তারিখ বুধবার আমরা যাচ্ছি সোনারগাঁও ডে ট্যুরে।
যাত্রার সময়ঃ২১ তারিখ বুধবার সকাল ৭ টায় গাজীপুর চৌরাস্তা থেকে
ফেরার সময়ঃ২১ তারিখ রাত ৮/৯ টার মধ্যে চৌরাস্তা থাকবো ইনশাআল্লাহ
যা যা দেখবোঃ
🔹সোনারগাঁও লোকশিল্প জাদুঘর
🔹পানাম নগর
🔹সোনারগাঁও তাজমহল
🔹পিরামিড
ইভেন্ট ফি -৮০০ টাকা (সকল খরচ সহ)
বুকিং মানি-৫১০ টাকা
যা যা থাকছেঃ
🟦গাজীপুর -সোনারগাঁও যাওয়া আসা
🟦২ বেলা সকাল ও দুপুরের খাবার
🟦সকল স্পটের এন্ট্রি ফি
বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01743550886

মাত্র- ৮৮৮ টাকায় টিম ভ্রমণ পিপাসুর সাথে  সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত ও মহামায়া লেক ভ্রমণ। ইভেন্ট ল...
16/12/2022

মাত্র- ৮৮৮ টাকায় টিম ভ্রমণ পিপাসুর সাথে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত ও মহামায়া লেক ভ্রমণ।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2qk9n7jyf?mibextid=N4tvPT
আমাদের গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/3731192123662268/?ref=share_group_link
যা যা দেখবো:
🟦গুলিয়াখালী সি বীচ
🟦চন্দ্রনাথ পাহাড়
🟦চন্দ্রনাথ মন্দির
🟦মহামায়া লেক

ইভেন্ট মূল্য : ৮৮৮ টাকা
বুকিং মানি : ৫১০ টাকা।

💢আগ্রহীগন যোগাযোগ করুন:
শাকিল আহমেদ- 01743550886

যাত্রার তারিখঃ
২২ ডিসেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার রাত ১০.০০টা
যাত্রা শুরুর স্থানঃ
ঢাকা সায়েদাবাদ হুজুর বাড়ি গেইট থেকে। ইনশাআল্লাহ্, আশা রাখি ২৩ ডিসেম্বর ভোর ৫ টার টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে পারব।

ফেরার সময়ঃ
সীতাকুন্ড থেকে ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.০০টায়। আশা করি রাত ১১.০০টার মধ্যে আমরা ঢাকায় থাকতে পারব।

বুকিং মানিঃ ৫১০ টাকা। বাকি টাকা ট্যুর শুরুর পূর্বে বাসে উঠে দিতে হবে।
🔹বুকিং মানি ব্যতিত মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয়।
🔹ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন: 01743550886, 0195382204 নাম্বারে।
🔹বুকিং মানি পাঠাতে পারবেন নিচের বিকাশ, রকেট নাম্বারে।
🔹সরাসরি এডমিনদের সাথে দেখা করেও বুকিং মানি জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে পারবেন।

🎁🎁🎁
বিকাশ- 01743550886(পার্সোনাল)
রকেট- 01743550886(পার্সেনাল)
নগদ- 01743550886 (পার্সোনাল)
এই প্যাকেজে যা যা থাকছেঃ
🔹ঢাকা থেকে সীতাকুন্ড বাসে যাওয়া-আসার খরচ।
🔹সকালের নাস্তা ও দুপুরের খাবার খরচ।
🔹অভিজ্ঞ গাইড খরচ

প‍্যাকেজে যা যা নেইঃ
🔹লোকাল ট্রান্সপোর্ট খরচ (চন্দনাথ পাহাড় ও গুলিয়াখালি যাওয়ার সিএনজি/অটো ভাড়া)
🔹মহামায়া লেকের এন্ট্রি টিকেট
🔹মহামায়া লেকে কায়াকিং খরচ
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া-আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ ও অন্য যেকোনো খরচ

খাবারঃ দুই বেলা।
🔹সকালেঃ- দুটি পরোটার সাথে ডাল-সবজি বা ডিম মামলেট
🔹দুপুরেঃ
সাদা ভাতের সঙ্গে ব্রয়লার মুরগির মাংস,সবজি ও পাতলা ডাল
যা যা সাথে নিতে পারেনঃ
🔹ভালো গ্রিপের জুতা
🔹 অতিরিক্ত এক সেট কাপড়
🔹 এ্যংলেট বা মোজা
🔹ক্যামেরা (যদি থাকে)
🔹পাওয়ার ব্যাংক
💢গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
🔹এটি একটি বাজেট ট্যুর তাই বাজেটের মধ্যে সেরাটাই দেয়ার চেষ্টা করবো।
🔹এই ট্যুরে আসা যাওয়া ও স্পটে ঘুরাঘুরির সময় সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা হবে।
🔹যারা পাহাড়িপথ প্রায় ২ ঘন্টা হাটার জন্য নিজেকে তৈরি করে নিতে পারবেন তাদের জন্য এই ট্যুর।
🔹ট্যুর চলাকালীন মেয়েদের দেখভাল ও দিক নির্দেশনা দেয়ার জন্য আমাদের রয়েছে বিশেষ সতর্কতা। তাই মহিলা এবং ছোটরাও এই ট্যুরে নিশ্চিন্তে যেতে পারেন।
🔹বাসের ভিতর কোন অবস্থাতেই ধুমপান বা নেশা জাতীয় কিছু বহন ও গ্রহন করা যাবে না।
🔹ভ্রমনকারীরা নিজেদের মধ্যে বা মেয়ে সংগীদের সাথে কোন প্রকার অশোভন আচরণ করতে পারবে না।
🔹ট্যুরের যেকোনো ব্যপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। কেউ ট্যুরের নিয়মকানুন পরিপন্থী কোন কাজ করলে সে ট্যুর থেকে বহিষ্কার হবে।
🔹বাসে সিট বন্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবেনা।
🔹ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশের সৌন্দর্য নষ্ট করা যাবেনা।

বিঃদ্রঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে বাসের আসন, ট্যুর ডেট বা ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

পাহাড়ের চূড়ায় উঠে আকাশ ছুতে চান? সমুদ্রে ঢেউয়ে লাফালাফি নাকি মহামায়া লেকে নৌকায় এক অসাধারণ বিকেল? জ্বি এই সবই এখন একই সা...
05/12/2022

পাহাড়ের চূড়ায় উঠে আকাশ ছুতে চান? সমুদ্রে ঢেউয়ে লাফালাফি নাকি মহামায়া লেকে নৌকায় এক অসাধারণ বিকেল? জ্বি এই সবই এখন একই সাথে পেয়ে যাবেন আমাদের সীতাকুণ্ড ট্যুরে তাও মাত্র ৮৮৮ টাকায়

✅✅মাত্র ৮৮৮ টাকায় ০৮ ই ডিসেম্বর আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক দেখার সুবর্ন সুযোগ।😍

✅ আমরা যা যা দেখবো ইন শা আল্লাহ👇
==================
✔ চন্দ্রনাথ পাহাড়
✔ চন্দ্রনাথ মন্দির
✔ মহামায়া লেক
✔ গুলিয়াখালী সি - বীচ
ইভেন্ট ফি-৮৮৮ টাকা
বুকিং মানি -৫১০ টাকা
এছাড়াও একজন এই পুরো ট্যুর পাবেন একদম ফ্রি

এখন থেকে হোয়াটসঅ্যাপে ও আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন আপনারা
29/11/2022

এখন থেকে হোয়াটসঅ্যাপে ও আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন আপনারা

শহরের ব্যস্ততা থেকে একটু প্রশান্তির খুজে আগামী ১৭  নভেম্বর   আমরা যাচ্ছি কক্সবাজার ভ্রমনে। যাত্রা-১৭ নভেম্বর রাত ৯ টায়ফে...
10/11/2022

শহরের ব্যস্ততা থেকে একটু প্রশান্তির খুজে আগামী ১৭ নভেম্বর আমরা যাচ্ছি কক্সবাজার ভ্রমনে।
যাত্রা-১৭ নভেম্বর রাত ৯ টায়
ফেরা-২০ নভেম্বর সকাল ৬ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ
যা যা দেখবোঃ
🏝️কক্সবাজার সমুদ্র সৈকত
🏝️কলাতলি বীচ
🏝️সুগন্ধা বীচ
🏝️লাবনি বীচ
🏝️ইনানি বীচ
🏝️হিমছড়ি
🏝️প্যারাসেলিং পয়েন্ট
🏝️পাটুয়ারটেক বীচ (সময় সাপেক্ষে)
ইভেন্ট ফি-২৫০০ টাকা
কাপল- ৬০০০ টাকা (এক রুমে ২ জন)
বুকিং মানি- ১৫৩০ টাকা
ব্যস্ততাকে ছুটি দিয়ে একটু রিফ্রেশমেন্ট পেতে জয়েন করতে পারেন আমাদের সাথে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন - 01743550886

২৮কি.মি দীর্ঘ চট্টগ্রামের সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর ট্রেইল হচ্ছে সোনাইছড়ি৷ এডভেঞ্চারাস ট্রেইল হিসেবে এর পরিচিতি রয়েছে অ...
30/10/2022

২৮কি.মি দীর্ঘ চট্টগ্রামের সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর ট্রেইল হচ্ছে সোনাইছড়ি৷ এডভেঞ্চারাস ট্রেইল হিসেবে এর পরিচিতি রয়েছে অনেক বেশি। যারা এডভেঞ্চার প্রিয় তারা এই ট্রেইলে এডভেঞ্চারের জন্যই গিয়ে থাকেন। খাড়া গিরিখাত, গভীর কুম আর পিচ্ছিল রাস্তা, বিশাল আকারের সব পাথর,বাদুড়ের উৎপাত সব মিলিয়ে এটা বেশ এডভেঞ্চারাস & কষ্টকর একটা ট্রেইল। তবে এই ট্রেইলটা এতই সুন্দর যে আপনার কষ্ট নিমিষে দূর হয়ে যাবে❤️

১০ ই নভেম্বর একদিনের ডে ট্রিপে আমরা যাচ্ছি এই ট্রেইলে৷ সাথে থাকবে মহামায়া লেকে কায়াকিং! সোনাইছড়ি ট্রেইল শেষ করে বিকালটা কাটাবো মহামায়া লেকে কায়াকিং করে।রাত ১১টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকা থাকবো।

ইভেন্ট ফি ১২০০টাকা
বুকিং মানি ৫১০টাকা
বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01743550886

22/10/2022

কেওক্রাডং পাহাড়ে মেঘের খেলা☁️

03/10/2022

কেওক্রাডং পাহাড়ে বৃষ্টি স্বাগত জানালো আমাদের।

03/10/2022

চোখের প্রশান্তি 💝

27/09/2022

জীবনের প্রতিটি দিন,প্রতিটা মুহুর্ত আমি উপভোগ করতে চাই✌️
স্থানঃ কেওক্রাডং পাহাড়

11/08/2022

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।

31/07/2022

আমাকে কেও অসম্ভব ভালেবাসুক
আমায় ছাড়া কিছু না বুঝুক🤗

27/07/2022

আন্ধারমানিক পাড়া🥰

20/07/2022

পৃথিবীর সব সুখ যেন ঐ দূর পাহাড়ে

20/07/2022

ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে সেন্টমার্টিন দ্বীপে

19/07/2022

শুধু সময়টাকে আটকে দিতে চাই,
বাকি চারপাশের পাখির কলতান
ঝর্ণার জলরাশি
আর দুর থেকে ভেসে আসা কুহুকণ্ঠটা একনাগাড়ে বয়ে যাক।
তাও এই মুহুর্তটা থেমে থাক।

03/06/2022

ঈদের পরে এই জুম ঘরে ল্যাটাবো❤️

10/05/2022
09/05/2022

সাকলাম পাড়া জুম,আলিকদম,বান্দরবান

09/05/2022

প্রশান্তি❤️

পৃথিবীর বুকে এক খন্ড শান্তির নীড়।জুমঘর,আলিকদম,বান্দরবান।
25/08/2021

পৃথিবীর বুকে এক খন্ড শান্তির নীড়।

জুমঘর,আলিকদম,বান্দরবান।

সুইজারল্যান্ড কি এরচেয়েও সুন্দর 🤔এটা আমার দেশের অপার্থিব সৌন্দর্য। শাকলাম পাড়া জুম,কুরুকপাতা,আলিকদম।
14/08/2021

সুইজারল্যান্ড কি এরচেয়েও সুন্দর 🤔

এটা আমার দেশের অপার্থিব সৌন্দর্য।

শাকলাম পাড়া জুম,কুরুকপাতা,আলিকদম।

ব্রাজিল আর্জেন্টিনার বর্ডার
25/06/2021

ব্রাজিল আর্জেন্টিনার বর্ডার

টিলাগাঁও ইকো ভিলেজ🖤কমলগঞ্জ, মৌলভীবাজার 📷:©
24/06/2021

টিলাগাঁও ইকো ভিলেজ🖤
কমলগঞ্জ, মৌলভীবাজার
📷:©

আসসালামুয়ালাইকুম,,,ভ্রমণ পিপাসু গ্রুপের সকল সদস্যদের অভিনন্দন।গতকালকে আমাদের গ্রুপের ১০০০ সদস্য পূর্ণ হলো।আপনারা পাশে ন...
23/06/2021

আসসালামুয়ালাইকুম,,,
ভ্রমণ পিপাসু গ্রুপের সকল সদস্যদের অভিনন্দন।
গতকালকে আমাদের গ্রুপের ১০০০ সদস্য পূর্ণ হলো।
আপনারা পাশে না থাকলে আমাদের গ্রুপটা এতবড় হতনা।
আপনাদের কাছ থেকে আমাদের এক্সপেক্টেশন সবসময় অনেক বেশি থাকে।
আশা করছি আপনারা পাশে থাকলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে অনেকদূর এগিয়ে যেতে পারবো।
আপনারা সবসময় ভ্রমণ পিপাসুর সাথে থাকবেন।
আপনারা সহযোগিতা করলে আমরা অনেক ভালো ভালো
ট্যুর আপনাদের উপহার দিতে পারবো।।
যারা ভ্রমণ পিপাসুর ফটো কনটেস্টে অংশগ্রহন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ!!
ভালো থাকবেন সবাই
ভ্রমণ পিপাসুর সাথে থাকবেন।।।❤️❤️❤️

আসাধারন কিছু ভ্রমণ পিপাসুদের নিয়ে অসাধারন একটি ট্যুর সম্পন্ন করলাম।পুরো টিম টাই যেনো একটা পরিবারে রুপ নিয়েছে।ট্যুর টি সু...
13/06/2021

আসাধারন কিছু ভ্রমণ পিপাসুদের নিয়ে অসাধারন একটি ট্যুর সম্পন্ন করলাম।পুরো টিম টাই যেনো একটা পরিবারে রুপ নিয়েছে।ট্যুর টি সুন্দরবাবে সম্পন্ন করতে সকলেই আমাকে সহযোগিতা করেছেন।আপনারা সবাই সহযোগিতা করেছেন বলেই আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে।সকলের জন্য ভালোবাসা রইলো।দেখা হবে আবার নতুন কোনো ট্যুরে

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্যুরটি সুন্দরভাবে সম্পন্ন করলাম।১৮ জন ভ্রমণ পিপাসুর জন্য জন্য আমরা একটি বাস রিজার্ভ করেছিলা...
17/03/2021

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্যুরটি সুন্দরভাবে সম্পন্ন করলাম।১৮ জন ভ্রমণ পিপাসুর জন্য জন্য আমরা একটি বাস রিজার্ভ করেছিলাম তবুও আমাদের সার্ভিসের সাথে কোন আপোস করি নি।ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমরা আমাদের সার্ভিসের সাথে কোন আপোস করবো না।সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি সবসময়❤️

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস !😍😍এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড...
05/12/2020

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস !😍😍

এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড়কে কলাতলী-টেকনাফ-কলাতলী রুটে ।সকাল ৯ টায় কলাতলী থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৬ টায় ফিরে আসবে কলাতলী তে।উক্ত ডে লং প্যাকেজে থাকছে সকালের নাস্তা ,দুপুরের মানসম্মত খাবার,বিকেলের নাস্তা এবং মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের টিকেট ।এছাড়াও এতে রয়েছে লাইব্রেরী,ওয়াশরুম ও সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা।

উক্ত প্যাকেজে যে সকল স্পট অন্তর্ভুক্ত :-
-হিমছড়ি
-পাটুয়ারটেক
-শামলাপুর বীচ
-টেকনাফ বীচ
-অ্যাকুয়া জোন-১
-অ্যাকুয়া জোন-২
-সাবরাঙ জিরো পয়েন্ট
© tourist caravan

রিসোর্ট  ঢালী আম্বার নিবাস,সিরাজদিখান,মুন্সিগঞ্জ।ঢাকার থেকে খুব কাছে।চাইলে ছুটির দিনে গিয়ে ঘুরে আসতে পারেন।
19/10/2020

রিসোর্ট ঢালী আম্বার নিবাস,সিরাজদিখান,মুন্সিগঞ্জ।ঢাকার থেকে খুব কাছে।চাইলে ছুটির দিনে গিয়ে ঘুরে আসতে পারেন।

🌴🌴বান্দরবানের এ পর্যন্ত জানা ঝর্ণার লিস্টঃ৫০টির বেশি নাম বের করতে পেরেছি, জানি আরো আছে এবং একদিন সব বের করে আনবো ইনশাআল্...
16/10/2020

🌴🌴বান্দরবানের এ পর্যন্ত জানা ঝর্ণার লিস্টঃ
৫০টির বেশি নাম বের করতে পেরেছি, জানি আরো আছে এবং একদিন সব বের করে আনবো ইনশাআল্লাহ।।।।
১) লাংলুক / লিলুক (Langlop) "1st"
২) বাক্লাই (Baklai) "2nd"
৩) জাদিপাই (Jadipai) "3rd"
৪) সাইংপ্রা (Saiongpra) "4th"
৫) ত্লাবং / ডাবল ফলস (Tlubong)
৬) ক্রাইক্ষ্যং / মিঠাগঙ্গা (Meetha Ganga)
৭) তিনাপ সাইতার (Tinap Saitar) "Widest"
৮) জিন সিয়াম সাইতার (Zingsiam Saitar)
৯) তারপি সাইতার (Tarpi Saitar)
১০) ফাইপি (Faipi)
১১) আমিয়াখুম (Amiakhum)
১২) নাফাখুম (Nafakhum)
১৩) তারংপি সাইতার (Tahrong Phi)
১৪) তুক-অ দামতুয়া (Damtua)
১৫) মাখাইন কেশর (Maikhayn Keshor)
১৬) রিঝুক ঝড়না (Rijhuk Falls)
১৭) থানকোয়াইন (Thankowain Falls)
১৮) রি সং সং (Ri Song Song)
১৯) সাদাড়া ফলস (Saadra Falls)
২০) তুই-ক-তুমু (Tui Ku Tumu)
২১) মেলোরি (Rumanapara Falls)
২২) চ্যাদলাং ছড়া (Ched Lang)
২৩) সেন-দা-ভো / সেন-ডো-ভা (Sendo Va)
২৪) নরেস্সা ফলস (Neressa Falls)
২৫) তারতে সাইতার (Tarte Saitar)
২৬) তুইনুম ফলস (Twin-Um)
২৭) জামরুল ছড়া (Jamrul Falls)
২৮) শীলবাঁধা ঝর্না (Shilbandha Falls)
২৯) কিংলং ক্লাক ঙাক সাইতার
৩০) মাইপারভা সাইতার (Maifarva Saitar)
৩১) লুংফের ভা সাইতার (ব ছড়া ঝর্না-১)
৩২) সাইতার পি (ব ছড়া ঝর্না-২)
৩৩) কুকিভা সাইতার (Kukiba Saitar)
৩৪) রুই প্রু ম্রং তাইনদাং
৩৪) সাইত্লাং সাইতার (Tsai Tlang Saitar)
৩৫) মাংসন সাইতার (Wmangson Saitar)
৩৬) তিদংখদ (Ti-Daung-Kaud)
৩৭) রিজার্ব সাইতার (Reserve Saitar)
৩৮) রিজার্ভ ফলস (Reserve Falls)
৩৯) দেবতা খুম (Debota Khum)
৪০) সে প্রু ওয়া তাইনদাং
৪১) জুর্বা সাইতার (Zurva Saitar)
৪২) জংবের সাইতার (Zongber Saitar)
৪৩) চিংড়ি ঝড়না (Chingri Falls)
৪৪) পালনকোয়াইন (Palonkowaine Falls)
৪৫) রাইক্ষ্যং ফলস (Raikkhyang Falls)
৪৬) শালুকিয়া ঝড়না (Shalukia Falls)
৪৭) লাদমেরাগ (Ladmerag)
৪৮) নাইক্ষ্যংমুখ (Nakkhyang Mukh)
৪৯) অ-পাইনা / অ-পেলা গিরিখাদ
৫০) কুমারি ঝড়না (Kumari Falls)
৫১) তিনাম ঝর্ণা (Tinam Falls)
৫২) আই শেপ ঝর্ণা ('I' Shape Falls) সঠিক নাম জানা নেই তাই একে আমার দেওয়া নাম দিলাম।।।।
৫৩) ওয়াংপা ঝর্ণা (Wangpa Falls)
৫৪)পোয়ামুহুড়ি ঝর্ণা (Pouamuhuri Falls)
(ছবি ও তথ্য সংগৃহীত)

  , রাঙামাটি 🍀
06/08/2020

, রাঙামাটি 🍀

একদিনের রিলাক্স ট্যুরPlace : Sugondha Floating Restaurant লোকেশন: নবাবগঞ্জ, ঢাকাবিস্তারিত: ঢাকার আশেপাশের লকডাউনে থেকে ...
03/08/2020

একদিনের রিলাক্স ট্যুর
Place : Sugondha Floating Restaurant
লোকেশন: নবাবগঞ্জ, ঢাকা

বিস্তারিত: ঢাকার আশেপাশের লকডাউনে থেকে যারা একঘেয়ে হয়ে গেছেন তাদের জন্য এই রেস্টুরেন্টে হতে পারে প্রথম চয়েজ

যেভাবে আসবেন: ঢাকার গুলিস্তান থেকে বাসে (যমুনা ডিলাক্স অথবা এন মল্লিক পরিবহন) করে চলে আসুন বান্দুরা ।এটি এই বাসগুলোর শেষ। বান্দুরা নেমে সেখান থেকে একটি সিএনজি অটোরিক্সা রিজার্ভ করে চলে আসুন এই সুগন্ধা স্পোটিং রেস্টুরেন্টে। জনপ্রতি ভাড়া নিবে 25 থেকে 30 টাকা রিজার্ভ নিলে 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন।

রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত:
রেস্টুরেন্টে এন্ট্রি ফি 30 টাকা। খাবার নিতে চাইলে আলাদা পে করতে হবে । রেস্টুরেন্টের শেষপ্রান্তে পদ্মা নদীর একটি ভিউ যা আপনার রিফ্রেশমেন্টের জন্য যথেষ্ট।

NB - বন্যার পানি একটু বেশি তাই পানি কমলে তারপর যাবেন।আর সন্ধ্যা এর আগেই বাসার উদ্যেশে রওনা দিবেন

মাটির ঘর,উলুখোলা, গাজীপুর♣️ এমন কোথাও যেতে চাচ্ছিলাম যেখানে গেলে একটা ছোট ট্যুর ও হবে আবার খুব ভালো খাওয়া দাওয়াও করা যাব...
02/08/2020

মাটির ঘর,উলুখোলা, গাজীপুর

♣️ এমন কোথাও যেতে চাচ্ছিলাম যেখানে গেলে একটা ছোট ট্যুর ও হবে আবার খুব ভালো খাওয়া দাওয়াও করা যাবে! আবার জায়গা টা যদি হয় ঢাকার কাছেই তাহলে বেশ হয়।

"মাটির ঘর" রেস্টুরেন্টের কথা মনে পড়লো। এটি গাজীপুরের উলুখোলা পাঞ্জোরা তে অবস্তিত। তবে যাওয়ার জন্য কুড়িল বিশ্ব রোড দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে গেলে খুব তাড়াতাড়ি চলে আসা যায়।

জায়গাটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয় বরং এখানকার পরিবেশও আনন্দ দিবে। যারা ছোট্ট ট্যুর এবং খাওয়া দাওয়া দুটোই উপভোগ করতে চান তারা এখানে চলে আসতে পারেন। খাবার কেমন লাগবে সেটা যার যার ব্যপার কিন্তু নিরিবিলি এই পরিবেশ সবার মন ছুঁয়ে যাবে, আর রেস্টুরেন্ট টা এমন ভাবেই সাজানো হয়েছে যে খারাপ লাগার সুযোগই আসবে না।

এটি রেস্তোরাঁ, একেবারে পরিবেশবান্ধব। এখানে বসার ব্যবস্থা কাঠের গুঁড়ির ওপর। টেবিলগুলো বানানো মোটা গাছ লম্বালম্বি চিরে। টেবিলে রাখা আছে মাটির জগভর্তি পানি আর মাটির গ্লাস। ঘরে যেন পর্যাপ্ত আলো আসে সে আয়োজন করা হয়েছে সযত্নে। মুহূর্তের মধ্যেই মনে হবে আসলেই কি কোন রেস্টুরেন্টে এলাম নাকি গ্রামের কোন এক মাটির ঘর!! আর এখানে পাওয়া যাবে সব দেশীয় খাবার। বিভিন্ন রকমের ভর্তা, দেশী মুরগি, মাছ, বিখ্যাত পঞ্চবটী ডাল, বিভিন্ন শরবত, মিষ্টান্ন সহ আরো নানান কিছু।

খাওয়া দাওয়ার পর অথবা আগে এখানে একটু একদিকে থাকা খোলা জায়গায় ঘুরতে পারেন, কিংবা দোলনায় দুলতে পারেন। জিরিয়ে নিতে পারেন গাছতলায় রাখা গাছের গুঁড়িতে বসে। সারা দিন কাটিয়ে ফেরার সময় সঙ্গী হয় সুন্দর কিছু স্মৃতি।

♣️ যেভাবে যাবেনঃ

কুড়িল বিশ্ব রোড থেকে BRTC বাসে ৩০০ ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ নামতে হবে। এরপর হাতের বাঁয়ে মোড় নিয়ে অটোতে করে যেতে হবে। এরপর সোজা ১৫-২০ মিনিট পথ পাড়ি দিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে। গাছগাছালিঘেরা প্রকৃতি যেন আমাদের অপেক্ষায় করে পর্যটকদের জন্য ।

আমি বাজেট ট্রাভেলার, তবে একটা দিন একটু আয়েশ করে, রিল্যাক্স করে এখানে এসে খাওয়া দাওয়া করা টা আহামরি কিছু না, আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এখনো এখানে আসেন নি

Address

Joy Bangla Road
Gazipura
1704

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ পিপাসু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ পিপাসু:

Videos

Share


Other Gazipura travel agencies

Show All