অফিসঃ এ এস এস ট্রভল গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা
বিদেশ ভ্রমণ করার জন্য পাসপোর্ট অপরিহার্য ।
বিস্তারিত জানুন - +8801724000630 WhatsApp চাউলবাজার দ্বীতিয় তলা গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা।
শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রার্থীরা খেয়াল করুন।
ইউরোপ আমেরিকার টুরিস্ট ভিসা কেন হয় ? কেন হয় না ? জানেন কি?
ভিসা পাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। ২ কারণে হয় না। প্রথমত যোগ্য লোকের যে ভিসা হয়- তা তারা জানেই না। দ্বিতীয়ত ভিসা না হবার ভয়ে তারা ভিসা কখনও এপ্লাই ই করেই না। সমাধান কী ? আসুন জানি,
প্রথমত ভিসা এপ্লাই না করলে কেউ আপনাকে ঘরে এনে ভিসা দিয়ে যাবে না। এভাবেই জীবন কেটে যাবে।
দ্বিতীয়ত এক দেশে ভিসা না হলে তাতে অন্য দেশে ভিসা হওয়া বা না হওয়া নির্ভর করে না। যোগ্যতা থাকলে ভিসা হয়েই যায়।
তৃতীয়ত যে পাসপোর্টে ভিসা হবার চান্স কম- সে পাসপোর্ট আমরা কখনও গ্রহণই করি না। আর সম্ভাব্যতা যাচাই করাও এ.এ.এস ট্রাভেলে একদম ফ্রি।
আসলে একটি ভালো টুরিস্ট কে সেই দেশের সরকার অত্যন্ত আগ্রহের সাথে ভিসা দেয় কারণ আপনার চাইতে আপনাকে তাদের দরকার বেশি।
বিস্তারিত জানুন -
+8801724000630
চাউলবাজার দ্বীতিয় তল
আপনি যদি 🇧🇩 বাংলাদেশ থেকে 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো নিয়ে এত খোলামেলা কথা বলেনি যা আজকে আমরা বলতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন আশা করি। যা আপনার ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করবে, আর আপনি পেতে পারেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা ইনশাল্লাহ।
আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি আমেরিকা। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতই কি সহজ আমেরিকা যাওয়া? আমরা বলবো হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার এ
টাঙ্গুয়ার হাওর
বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।[১] স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।[২] এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরনা) এসে মিশেছে এই হাওর
সুনামগঞ্জকে বলা হয় ‘হাওরকন্যা’। হাওর ঘিরে জেলার এই পরিচিতির মূলে টাঙ্গুয়ার হাওর।
কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওর-বাঁওড়। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার