Bangladesh Travel Holidays Ltd.

Bangladesh Travel Holidays Ltd. ভ্রমনে আপনার এক ধরণের মানসিক প্রশান্তী?

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেট...
01/01/2025

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৩৩ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

এই ঘটনাটি মূলত পৃথিবীর সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে। হংকং গ্রিনিচ মান সময় (GMT) থেকে ৮ ঘণ্টা এগিয়ে আর লস অ্যাঞ্জেলস ৮ ঘণ্টা পিছিয়ে। ফলে হংকংয়ে ২০২৫ সাল শুরু হলেও লস অ্যাঞ্জেলস তখনও ২০২৪ সালের শেষ রাত কাটাচ্ছিল। ফলে বিমানের যাত্রীরা দুইটি ভিন্ন স্থানে ১৬ ঘণ্টার ব্যবধানে দুইবার নববর্ষ উদযাপনের সাক্ষী হয়।

🟥**ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।**একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন...
26/06/2024

🟥**ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।**

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।

বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।

অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।

আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।

আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।

আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।

আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।

আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।

আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর।

আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভ...
25/05/2024

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,
সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সাধারণত, সেনজেন ভিসা প্রক্রিয়াকরণের সময় ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত হতে পারে। তবে সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই সময় আরও কম হতে পারে।

লাওস🇱🇦অনেকের কাছেই অপরিচিত একটা দেশ,আবার রেগুলার ট্রাভেলারদের কাছে খুব পপুলার একটা দেশ।থাইল্যান্ড - মিয়ানমার এর মধ্যবর্ত...
03/04/2024

লাওস🇱🇦
অনেকের কাছেই অপরিচিত একটা দেশ,আবার রেগুলার ট্রাভেলারদের কাছে খুব পপুলার একটা দেশ।
থাইল্যান্ড - মিয়ানমার এর মধ্যবর্তী এর ভৌগোলিক অবস্থান।যার উত্তরে রয়েছে চিন।

প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার নিয়ে বসে আছে এই লাওস।
তবে আমাদের জন্য রয়েছে ভিসা জটিলতা।
বাংলাদেশে এর কোন দূতাবাস নেই।
অল্প সময়ে ভিসা নিতে চাইলে আপনাকে কম্বোডিয়া বা মালোয়েশিয়া থেকে নিতে হবে।দিনে দিনেই ভিসা পাবেন।ডকুমেন্টস লাগবে পাসপোর্ট আর এক কপি ছবি।

থাইল্যান্ড থেকেও ভিসা নিতে পারবেন তবে সময় লাগবে এক সপ্তাহ আর সাথে লাগবে ইনভাইটেশন লেটার।ভিসা যেখান থেকেই নেন ভিসা ফি ৬০ ডলার।

লাওসের রাজধানীর নাম ভেনশিয়েন তবে সব চাইতে সুন্দর শহরের নাম ভেং ভিয়েং।পাহাড় দিয়ে ঘেরা একটা শহর যার অবস্থান চিনের কুমিং অঞ্চলের পাশে।

যারা নিয়মিত ভ্রমণ করেন তারা একবার হলেও লাওস ভ্রমণ করুন......

ফ্রেশ পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ট্রাভেল করা যায় বা ভিসা পাওয়া যায় এটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা বা প্রশ্ন আছে।দক্ষিণ এ...
27/03/2024

ফ্রেশ পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ট্রাভেল করা যায় বা ভিসা পাওয়া যায় এটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা বা প্রশ্ন আছে।

দক্ষিণ এশিয়ার অনেক দেশ আছে আপনি চাইলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

১/ নেপাল - আমাদের জন্য নেপালের ভিসা অন এরাইভাল ও স্টিকার ভিসা। রিটার্ন টিকেট কেটে সরাসরি নেপাল যাওয়া যায়। নেপাল দূতাবাস থেকে অন এরাইভাল ও স্টিকার ভিসা প্রসেসিং এন্ট্রি অনুমোদন নিতে হবে।

২। ভারত - টুরিস্ট হিসাবে ভারতে যাওয়া হয় ৮০% বাংলাদেশের নাগরিকদের। এখন ভিসা পেতে সময় লাগলেও এই দেশে পারবেন সহজে সাদা পাসপোর্ট এ ভিসা করে।

৩/ শ্রীলঙ্কা - এই দেশেও ভিসা পাওয়া যায় সহজে। রিটার্ন টিকেট কেটে সরাসরি যেতে পারেন এই দেশে।

৪/ মালদ্বীপ - আপনার যদি মিডিয়াম বাজেট থাকে তাহলে সহজে অন এরাইভাল ভিসায় ঘুরে আসা যাবে মালদ্বীপ।

৫/ থাইল্যান্ড - থাইল্যান্ড ফ্রেশ পাসপোর্ট এ ভিসা করা পসিবল। তবে ৬ মাস এর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ব্যলেস্ন থাকতে হবে মিনিমাম ৬০,০০০+ টাকা প্রতি পার্সোন।

এছাড়া, আপনি পাচ্ছেন Bangladesh Holiday Tourism -এর মাধ্যমে কাস্টমাইজড ট্যুর প্ল্যান করারও সুযোগ। ইউরোপ কিংবা আমেরিকা বা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দুবাই, কম্বোডিয়া, তুরস্ক, ব্রাজিল, কাতার, শ্রীলঙ্কা, জাপান, ভারত, ফিলিপাইন, চায়না সিঙ্গেল বা মাল্টিপল ভিসা টুরিস্ট অথবা মেডিকেল, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে এখনি যোগাযোগ করুন।

বুকিং-এর জন্য চলে আসুন আমাদের অফিসে অথবা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের।
আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।
📞 01724000630

✅আমাদের উল্লেখযোগ্য সেবাসমুহ হচ্ছে:
➡ Visa Processing.
➡ Tour Package.
➡ Air Ticket.
➡ Group/Corporate Tour.
➡ Group Visa Process.
➡ Hotel & Resort Booking.

🛑Please inbox us for more queries & information.!
আপনার ভিসা প্রক্রিয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন (Please Call at BD Office

01724000630

গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা

AAS travel

🛑সবার আগে ট্র্যাভেল আপডেট জানতে আমাদের পেজে লাইক এবং ফোলো দিয়ে রাখুন।

ভারতীয় টুরিষ্ট ভিসা আবেদনকারীদের জন্য সুখবর, মাত্র ১১ দিনের মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার ডেট পাওয়া যাচ্ছে যমুনা ফিউসার পা...
20/03/2024

ভারতীয় টুরিষ্ট ভিসা আবেদনকারীদের জন্য সুখবর, মাত্র ১১ দিনের মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার ডেট পাওয়া যাচ্ছে যমুনা ফিউসার পার্কে। তাই দেরি না করে ভিসা আবেদন করতে চলে আসুন এ এ এস ট্রাভেল এ
#আজ ২০/০৩/২০২৪ যারা টুরিষ্ট ভিসার আবেদন করেছেন তারা আবেদন পত্র জমা দেওয়ার ডেট পেয়েছেন আগামী ০২/০৪/২০২৪

#ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
#ইন্ডিয়ান যে কোন রুটের ট্রেনের/এয়ার টিকিট
#ইন্ডিয়ান হাসপাতাল ও ডাক্তার অপয়েন্টমেন্ট বুকিং
#ইন্ডিয়ান ট্রভেল ট্যক্স প্রদান
#বেনাপোল পোর্ট ট্যক্স প্রদান করতে চলে আসুন আমাদের অফিসে।

#ইন্ডিয়ান টুরিস্ট ও মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সূমহ
#মূল পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)
#২বাই২ ছবি সাদা ব্যগগ্রাউন্ড (পুরাতন ছবি, চশমা পড়া ছবি, পূর্ববতী ভিসায় ব্যবহিত ছবি চলবে না)
#বিদ্যুত বিল অথবা পানির বিল অথবা টেলিফোন বিল যেকোন একটির ফটোকপি
#ব্যংক স্টেটমেন্ট ৬ মাসের ( টুরিস্ট ভিসার জন্য ৩০ হাজার টাকা ও মেডিকেল ভিসার জন্য ৫০ হাজার টাকা থাকতে হবে) অথবা ডলার ইন্ডোজ করতে হবে ১৫০ ডলার সমপরিমান
#পেশাগত প্রমাণ পত্র যেমন ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, চাকুরী করলে চাকুরির প্রত্যয়ন, কৃষি কাজ করলে জমির পর্চা
#পুরাতন পাসপোর্ট (যদি থাকে) আবশ্যই দিয়ে হবে
#সুডেন্ট হলে পিতার আথবা মাতার পেশাগত প্রমান পত্র এবং পিতা অথবা মাতার ব্যংক স্টেটমেন্ট
#ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট আথবা ভিসা ইনভিটেশন লেটার(শুধু মাত্র মেডিকেল ভিসার জন্য)
#বাংলাদেশী ডাক্তারের হাল সনের পেসক্রিপশন ও মেডিকেল রিপোর্ট(শুধু মাত্র মেডিকেল ভিসার জন্য)
#যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের ফোন করুন নম্বরে

#আমাদের অফিসের ঠিকানা:
01724000630 WhatsApp
গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা
AAS travel

🎉🎉 আলহামদুলিল্লাহ আমাদের আরও কয়েকটি সফলতা। অনেকেই আমাদের রিভিউ সম্পর্কে জানতে চান । তায় আপনাদের জন্য আজকের এই পোস্ট। আমে...
20/03/2024

🎉🎉 আলহামদুলিল্লাহ আমাদের আরও কয়েকটি সফলতা। অনেকেই আমাদের রিভিউ সম্পর্কে জানতে চান । তায় আপনাদের জন্য আজকের এই পোস্ট। আমেরিকান ভিসা প্রসেসিং সময় লেগেছে ৭ মাসের মতো। তাদের অভিমতে, তারা ধারনাতিত সময়ের চেয়েও দ্রুত সময়ে ভিসা পেতে সফল হয়েছেন। ক্লাইন্ট এর প্রাইভেসি রক্ষার্থে ফেস রিভিল করা হয় নি।
✅আমেরিকার ভিসা পাওয়া খুবই সহজ!!!যদি সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করা যায়। বর্তমান সময়ে কিছু এজেন্সি ভিসা প্রসেসিং বিষয়টাকে এতটা জটিল করে তুলেছে যা সাধারন মানুষের পক্ষে বোঝা কঠিন। এজন্য
আমরা আপনার আমেরিকার টুরিস্ট ভিসা সঠিকভাবে প্রসেসিং এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমরা
আমাদের অভিজ্ঞ টিম দ্বারা এ কাজটি করে থাকি।
✅আমেরিকান ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে যা করতে হবে-
১। একটি এপ্লিকেশন ফর্ম (DS-160 ফর্ম) পুরন
করতে হবে।
২। ডেট পাওয়ার পর একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ
দিতে হবে।
সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে DS-160 ফর্ম পুরন করতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এম্বাসি ফী জমা দেয়ার জন্য যা যা প্রয়োজন-
১. পাসপোর্টের স্ক্যান কপি
২. ফোন নাম্বার
৩. ইমেইল আইডি
এপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন-
১. ছবি ২×২ সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড (ল্যাব কপি)
২. মা -বাবার জন্ম তারিখ
৩. শিক্ষাগত সকল তথ্য
৪. আমেরিকায় যদি আপনার পরিচিত কেউ থেকে
থাকে তার তথ্য।
৫. স্বামী বা স্ত্রীর তথ্য
৬. ব্যবসা/চাকরি জনিত সকল তথ্য
৭. পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি (৫ বছরের মধ্যে)
৮. কোনো সংস্থায় জড়িত থাকলে সেই সংস্থার নাম
আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকবো-
১. DS-160 ফর্ম সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করে
দিবো।
২. ইন্টারভিউ ডেট রিশিডিউল এর মাধ্যমে এগিয়ে
নিয়ে আসবো।
৩. ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন দিয়ে দিবো।
৪. ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন
তা সঠিক ভাবে প্রস্তুত করে দিবো।
✅আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকি-
১. ভিজিট ভিসা (B1/B2)
২. ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।
৩. ইন্টারভিউ ডেট রিসিডিউল করা হয়।
৪. ইমিগ্রান্ট ভিসার ওয়েলকাম লেটার পাওয়ার পরবর্তী প্রসেসিং করা
হয়।
আমাদের সাথে যোগাযোগ করতে ফোন করুন-
01724000630 whatsapp
Email: [email protected]
যদি ফোন এ নেটওয়ার্ক জনিত কারনে আমাদের কে পাওয়া না যায় তবে Whatsapp এ ম্যাসেজ করে রাখুন, আমারাই আপনার সাথে যোগাযোগ করব অথবা সরাসরি অফিস এসে যোগাযোগ করার অনুরোধ রইলো।
অফিস সময়: শনি থেকে বৃহস্পতি (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)
অফিস ঠিকানা:গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা
দ্রুত রেসপন্স পেতে সরাসরি ফোন করুন অথবা whatsapp এ knock করুন।

অনেকেই schengen ভিসার জন্য apply করে নানা রকম কারনে refuse হয়ে যান, অনেক সময় refusal এর কারনের সাথে আপনি একমত হতে পারেন ...
19/03/2024

অনেকেই schengen ভিসার জন্য apply করে নানা রকম কারনে refuse হয়ে যান, অনেক সময় refusal এর কারনের সাথে আপনি একমত হতে পারেন না l বলতে থাকেন embasy ভুল reason দিছে আপনাকে l
এই সময়টা তে কিন্তু আপনি চাইলে একটা strong appeal করতে পারেন l An appeal is still possible without a laywer. কিন্তু সেটা যদি আপনি নিজে করতে চান তাহলে আপনার reason and arguments গুলা হতে হবে এম্বাসির refusal এর থেকেও stronger. নিজে না বুজলেl professional or expert এর সাহায্য নিতে পারেন যারা জিনিশ গুলা ভাল বোঝে বা আগে করছে and successful হয়েছে l
যেহেতু appeal letter কোনো প্রেমপত্র না, সেহেতু কোনোভাবেই এটা emotional কথাবাত্রা দিয়ে ভরে রাখবেন না l কিভাবে appeal letter লিখবেন সেটার ফরমাট আমি নিচে দিলাম l

Sample of a Schengen Visa Denial Appeal Letter

As every other document, an appeal letter has a structure that shall be followed. The structure of an appeal letter is not fixed, indeed. Still, if you have never written an appeal letter before, you are highly advised to follow the structure of the sample given below.

Date:

Embassy Address:

To whom it may concern,

Paragraph 1:

In the first paragraph, you should introduce yourself, your name, home address, date and place of birth and passport number. Tell the reason why you are writing this letter. Indicate when you applied for a Schengen visa, and where, as well as under what purpose you wish to visit the Schengen zone.

Paragraph 2:

State when you received the rejection letter for your visa application, and the reasons on which the denial was based, if any. Assert the reason(s) why you believe that your application was denied incorrectly.

Paragraph 3:

Elaborate these reasons. Try to argument them in a convincing way. You can use references, so you prove your assertion is not wrong. Write why they should approve your Schengen visa focusing on the reasons given behind the rejection. Remember that your application depends on how strong are the grounds you base your appeal, and how convincing you sound.

End the appeal with the date of your planned trip to create a sense of urgency especially if you really do not have much time left to wait.

Sincerely,

Hand signature

Your full name

Your email

Your phone number

Supporting Documents

10/03/2024

বিদেশ ভ্রমণ করার জন্য পাসপোর্ট অপরিহার্য ।

লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি ভ্রমণ *** মাত্র ১৮০০/- রাঙ্গামাটি ভ্রমণ *** #রাঙ্গামাটি_ভ্রমণ মাত্র ১৮০০ টাকায়।  #রাঙ্গামাটির...
09/03/2024

লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি ভ্রমণ

*** মাত্র ১৮০০/- রাঙ্গামাটি ভ্রমণ ***

#রাঙ্গামাটি_ভ্রমণ মাত্র ১৮০০ টাকায়। #রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক, বৌদ্ধ মন্দির, কাপ্তাই লেকে ভ্রমন।

বুকিং কনফার্ম করতে ইনবক্সে অথবা কমেন্ট বা কল করুন 01724000630
01647430754 (কাজী সোহেল)
🤙

ভ্রমণের তারিখঃ
ঈদের পরের দিন রাত ৯ টায় (গৌরিপুর ইলেটগুন্জ কুমিল্লা ক্যন্টনম্যন্ট থেকে রওনা দিব)
সারা দিন থেকে রাত ৮ টায় ( রাঙ্গামাটি থেকে রওনা )
[ ইনশাআল্লাহ সকাল ৬ টার মধ্যে কুমিল্লা থাকব ]
একদিনের ট্যুরে যা যা দেখবোঃ
> রাঙ্গামাটির জনপ্রিয় ঝুলন্ত ব্রিজ।
>শুভলং ঝর্না।
>কাপ্তাই লেক।
>পলওয়েল পার্ক।
>বৌদ্ধ বিহার।
>আদিবাসীদের তাতপল্লি।

আসন সংখ্যাঃ ৪৫ জন

ইভেন্টের আওতায় যা যা থাকছেঃ
> ঢাকা থেকে নন এসি বাস,
>সকালের নাস্তা ও দুপুরের খাবার,
>সকল প্রকার গাইড খরচ।
ইবেন্টের আওতায় যা থাকছে নাঃ
>আসা যাওয়া রাতের খাবার।
>প্যাকেজে উল্লেখ নাই এমন কিছু।
>হাইওয়ে হোটেল বিরতিতে খাবার ।

আসন বিন্যাসঃ
আগে বুকিং দিলে সামনে সিট পাবেন ভিত্তিতে আসন বিন্যাস করা হবে তবে মেয়ে, শিশু, বয়স্ক মেম্বারদের সামনের দিকে অগ্রাধিকার দেওয়া হবে

ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৮০০/- টাকা মাত্র ।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]

ডেডলাইনঃ সিট খালী থাকা সাপেক্ষে

খাবারের মেনু -
সকাল বেলা- ডিম খিচুড়ি
দুপুর বেলা- ভাত, ডাল, আলু ভর্তা, ব্যাম্বু চিকেন, কাচকি/চাপিলা ফ্রাই, সবজি, সালাদ প্রতিটা আইটেমই আপনি পাবেন

বিস্তারিত...
ঈদের পরের দিন রাতে গৌরিপুর বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু।
পথে মধ্যে ইলেটগুন্জ/কুমিল্লা ক্যন্টনম্যন্ট থামবে
★ সকালে রাঙ্গামাটি পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিব।
তারপর রিজার্ভ নৌকা নিয়ে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব শুভলং ঝর্ণা, বৌদ্ধ বিহারসহ সকল স্পট।
শেষ বিকালে আমাদের সময়টা কাটবে পলওয়েল পার্ক ও ঝুলন্ত ব্রিজে, এখান থেকে সূর্যাস্ত দেখবো আর পলওয়েল পার্কের আকর্ষনীয় লাভ পয়েন্টে ছবি তুলবো।
যার যার মতন রাতের খাবার শেষে আমরা রাত ৬ টায় বাসে উঠে যাবো।
> ইনশাআল্লাহ ঈদের পরের দিন খুব সকালে আমরা সবাই গৌরিপুর/ইলেটগুন্জ/কুমিল্লা ক্যন্টনম্যন্ট থাকবো।
ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।

বুকিং মানি - ৮০০ টাকা মাত্র।
বুকিং মানি বিকাশে পেমেন্ট করে সেই নম্বরে কল দিয়ে পেমেন্ট নিশ্চিত করবেন। আপনার নাম, ঠিকানা, কতজন যাচ্ছেন, মোবাইল নম্বর দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়ে বুকিং নিচ্শিত করবেন।
যাবেন যারা তারা জনপ্রতি ৮০০/= টাকা বুকিং মানি দিতে হবে। অতিরিক্ত বিকাশ খরচসহ জনপ্রতি মাএ - ৮১৫/- টাকা দিতে হবে । ( অফেরতযোগ্য) ।
বুকিং মানি দিয়ে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার সময় পরিশোধ করে বাসের আসন নং বুঝে নিতে হবে।

যা যা করা যাবে না:
মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যেকোন সমস্যা বা প্রয়োজনে ট্যুর গাইডের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।
ট্যুর গাইডের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
-
সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে ব্যান করা হতে পারেনঃ
আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।

🔷 অফিসঃ
এ এস এস ট্রভল
গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত ইভেন্ট কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )
বিঃ দ্রঃ ট্যুর চলাকালীন আপনার নম্রতা ভদ্রতা ও শালীনতা মনুষত্ববোধ এবং আদর্শ টুরিস্টের পরিচয় দিবেন।

07/03/2024

শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রার্থীরা খেয়াল করুন।
ইউরোপ আমেরিকার টুরিস্ট ভিসা কেন হয় ? কেন হয় না ? জানেন কি?
ভিসা পাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। ২ কারণে হয় না। প্রথমত যোগ্য লোকের যে ভিসা হয়- তা তারা জানেই না। দ্বিতীয়ত ভিসা না হবার ভয়ে তারা ভিসা কখনও এপ্লাই ই করেই না। সমাধান কী ? আসুন জানি,
প্রথমত ভিসা এপ্লাই না করলে কেউ আপনাকে ঘরে এনে ভিসা দিয়ে যাবে না। এভাবেই জীবন কেটে যাবে।
দ্বিতীয়ত এক দেশে ভিসা না হলে তাতে অন্য দেশে ভিসা হওয়া বা না হওয়া নির্ভর করে না। যোগ্যতা থাকলে ভিসা হয়েই যায়।
তৃতীয়ত যে পাসপোর্টে ভিসা হবার চান্স কম- সে পাসপোর্ট আমরা কখনও গ্রহণই করি না। আর সম্ভাব্যতা যাচাই করাও এ.এ.এস ট্রাভেলে একদম ফ্রি।
আসলে একটি ভালো টুরিস্ট কে সেই দেশের সরকার অত্যন্ত আগ্রহের সাথে ভিসা দেয় কারণ আপনার চাইতে আপনাকে তাদের দরকার বেশি।
বিস্তারিত জানুন -
+8801724000630
চাউলবাজার দ্বীতিয় তলা গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা।
দয়া করে এক নাম্বারে না পেলে অন্য নাম্বারে ট্রাই করুন।

06/03/2024

বিপদে কাজে লাগবে বলে এক জীবনে যতো মানুষের মন যুগিয়ে চলেন, অন্যায় মেনে নেন, মুখের উপর সত্যটা বলেন না, বেঁচে থাকতে এতো মানুষ কিন্তু লাগে না।

হুদাই তোষামোদি।

They are Ready for Canada………….
13/02/2024

They are Ready for Canada………….

উড়াল  স্বপ্ন,
28/01/2024

উড়াল স্বপ্ন,

28/01/2024

ই-ভিসায় ভিয়েতনাম ভ্রমণের আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে তাহলে এক পলক দেখে নিতে পারেন। আশা করছি অথেন্টিক এবং নির্ভুল তথ্য পেয়ে আপনি উপকৃত হবেন। ভ্রমণ পিপাসুদের জন্য ভিয়েতনাম থাইল্যান্ডের চাইতেও অনেক বেশি উপভোগ্য হতে পারে যদি আপনি চান। যারা থাইল্যান্ড ভ্রমণ করছেন বা করবেন তাদের জন্য বলছি, থাইল্যান্ড থেকে স্বল্প খরচে ভিয়েতনাম ভিজিট করা যায়। ভিয়েতনামের ই ভিসা পৃথিবীর যেকোনো স্থান থেকে ৩ থেকে ৫ দিনের মধ্যে করা যায়। তাছাড়া থাইল্যান্ড থেকে ভিয়েতনামের স্টিকার ভিসা সংগ্রহ করা যায়।
বর্তমানে ই-ভিসায় ভিয়েতনাম যেতে কোন ধরনের সমস্যা হয় না। বরং এপ্রুভাল নিয়ে স্টিকার ভিসা পেতে কিছু সমস্যা হয়। কিন্তু ই-ভিসায় ভ্রমণে কোন ধরনের সমস্যা হয় না। প্রথমত এয়ারপোর্টে অবতরণ করার পর ইমিগ্রেশনে প্রবেশ করার আগে এপ্রুভাল পেপার জমা দিয়ে স্টিকার ভিসা সংগ্রহ করতে হয়। সে ক্ষেত্রে ইমিগ্রেশন ফ্লাটফর্মে প্রবেশ করার সময় হাতের বাম পাশে ভিসা লোডিং ইমিগ্রেশন বোথ থেকে ভিসা ফরম সংগ্রহ করতে হয়। স্পিকার ভিসা ফরম ফিলাপ করে এক কপি ছবি সহ এপ্রুভাল লেটার ও পাসপোর্ট সাথে জমা দিতে হয়। তারপর পাসপোর্ট এ স্টিকার ভিসা স্ট্যাম্পিং করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়। ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে আপনাকে কল করবে। তখন আপনাকে ২৫ ডলার ক্যাশ জমা দিয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে। তারপর আপনাকে ইমিগ্রেশন ফেস করতে হবে। আপনি যে কদিনের জন্য এপ্রুভাল পেয়েছেন সে কদিনের জন্যই ভিসা পাবেন। ভিসা স্টাম্পিং এর পুরো কাজটি প্রসেস করতে আপনাকে ১ ঘন্টা থেকে ২ ঘণ্টার মতো সময় ব্যয় হতে পারে। অপরদিকে আপনার ই-ভিসার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ তিন মাসের ভিসা পাবেন এবং ভিসা ভেলিডিটি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। আপনার অ্যাপ্রভাল থেকে ভিসা লোড করার ঝামেলা নেই। সরাসরি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। আমার অভিজ্ঞতা থেকে নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি।

ভিয়েতনাম ই-ভিসা আপডেট ইনফরমেশন :
১. ই-ভিসা থাকলে ৩ মাসের স্টে পারমিট পাবেন।
২. ই-ভিসা থাকলে ইমিগ্রেশন এন্ট্রি ইজি।
৩. ই-ভিসা নিয়ে থাকলে স্টিকার ভিসা কোন ভাবেই নিতে পারবেন না।
৪. স্টিকার ভিসা নিতে হলে অবশ্যই আপনাকে এপ্রুভাল নিতে হবে। যে কয় দিনের এপ্রুভাল নিবেন সেই কয় দিনের ভিসা পাবেন।
৫. স্টিকার ভিসা নিতে হলে অবশ্যই মনে করে এক কপি ছবি নিবেন। যা স্টিকার ভিসা এপ্লিকেশন এ লাগবে। ছবি ছাড়া কোনো ভাবেই আপনার ফাইল জমা নিবে না। প্রয়োজনে ইমিগ্রেশন আপনার ছবি উঠাবে এবং তা প্রিন্ট করে এপ্লিকেশনে এড করে ফাইল জমা নিবে। কিন্তু তার জন্য আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে।
৬. ই-ভিসা খরচ শুধু ২৫ ডলার। কিন্তু স্টিকার ভিসা খরচ ২৫ ডলার সাথে এপ্রুভাল কস্ট যোগ হবে।

কল করুন: 01314875087 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available
8801724000630
------------------------------------------------------------------------------

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনকারীদের জমা দেয়ার তারিখ পেতে এখন ২০ দিন লাগলেও জমা দেয়ার পর ৭ দিনেই ডেলিভারি ডেট দিচ্ছে।  আজ...
26/01/2024

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনকারীদের জমা দেয়ার তারিখ পেতে এখন ২০ দিন লাগলেও জমা দেয়ার পর ৭ দিনেই ডেলিভারি ডেট দিচ্ছে।
আজকে যারা যমুনায় পাসপোর্ট নিতে আসছিলো তারা ৭-১০ দিনের মধ্যেই ডেলিভারি নিচ্ছে।

যারা ইন্ডিয়া ট্যুর প্লান করছেন,কিন্তু ভিসা করা নেই,তারা দ্রুত ভিসার আবেদন করে করে ফেলুন।

ভিসা প্রসেসিং সংক্রান্ত সহযোগিতার জন্য ইনবক্স করতে পারেন অথবা যোগাযোগ করুনঃ 01724000630

19/01/2024

I got 7 reactions and 1 reply on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

এ. এ. এস ট্রভেল ঔষুধ মার্কেট পাশে গৌরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা।
Gouripur
3517

Telephone

+8801724000630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Travel Holidays Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Travel Holidays Ltd.:

Videos

Share

Category