07/08/2022
৬ অগাস্ট ২০০৬ সালে আজকের এই দিনে যাত্রা শুরু করেছিলেন ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে আজ ১৬ বছর পূর্ণ হলো।
২০০৬ সালের ৬ অগাস্ট এই দিনে বাংলাদেশের ক্রিকেটে এক বিষ্ময়কর তাঁরার উদয় হয়েছিল।👌
যেই তারাটা আজ ১৬ বছর পরে এসেও ঠিক প্রথম দিনের মতোই আলো ছড়াচ্ছে। ❤️💥
আজকের এই দিনে বিশ্ব ক্রিকেট তার রাজ্যের রাজপুত্রকে বরণ করেছিলো। 🎈🎉
কে জানতো তখন যে এই রুগা পাতলা ৭৫ নাম্বার জার্সি পরহিত ছেলেটা এক সময় ক্রিকেট রাজ্যকে শাষণ করবে! এই রাজ্যে রাজ করবে।🤘
হয়তো তখন কেউই ভাবেনি ভাবার কথাও না কারণ এই দেশের কোনো একজন পুরা ক্রিকেট বিশ্বকে কাঁপাবে তার হুংকারে এটা ভাবাটাও কল্পনার বাহিরে ছিলো,কিন্তু হ্যাঁ একজন পেরেছে আর এটাই যে মহাপ্রলয়ের মুসাফির সাকিব আল হাসান। 🤙
নামটা মুখে নিলেই যেন পুরা একটা জাতি চোখের সামনে ভেসে উঠে,কারণ একটা গোটা জাতিকে সে তার মাধ্যমে পুরো বিশ্বকে চিনিয়েছে। 🙂
২০১৯ ওয়ার্ল্ড কাপে এয়ারপোর্টে যখন ছোট একটা বাচ্চা বাংলাদেশের পতাকাটা দেখে বলেছিলো এটা সাকিবের দেশ, তখন কি আর এটা বলার বাকি রাখে যে এই সাকিব নামেই বাংলদেশকে চিনে হাজারো ক্রিকেট প্রেমি কিংবা সাধারণ মানুষ।😊
কি লেখবো আমি মানুষটাকে নিয়ে? কতটুকু লিখব? আমার শব্দের ভাণ্ডারের শব্দ শেষ হয়ে যাবে তাকে নিয়ে লেখাটা অসমাপ্তই থেকে যাবে তাই তাকে নিয়ে কিছু লেখার সামর্থ্য অন্তত আমার নেই। 😊
তাই আমি মানুষটাকে বর্ণনা করতে চাইনা জানি পারবোও না তাই আমি শুধু তাকে দেখে যাই মুগ্ধ হয়ে। 😌
কাউকে ভালোবাসার যদি সীমা থেকে থাকে আমি সেই সীমা অতিক্রম করে তাকে ভালোবাসি। ❤️
তার জন্য আমার ভালোবাসা আমার পাগলামি আমি কখনোই বর্ণনা করে বুঝাতে পারবো না।
শুধু এইটুকুই বলবো পুরো পৃথিবীতে যদি তোমাকে একটা মানুষ ভালোবেসে থাকে তবে সেই একটা মানুষ ই আমি। 🙂