Travelars Of Jalalabad ভ্রমনপিপাসু সিলেটী

Travelars Of Jalalabad  ভ্রমনপিপাসু সিলেটী BTOS মানে সিলেট শহরের যেকোনো প্রান্ত থেক

মাধবকুণ্ড জলপ্রপাত,ছবিতে,সামসুজ্জামান রুপক
04/09/2022

মাধবকুণ্ড জলপ্রপাত,
ছবিতে,সামসুজ্জামান রুপক

মালিনীছড়া চা-বাগান।
26/06/2022

মালিনীছড়া চা-বাগান।

 #রাতারগুল
28/02/2022

#রাতারগুল

12/11/2021

সিলেটের লোকাল গ্রুপে২ দিনের টুর ইভেন্ট/
দর্শনীয় স্থান সমুহ/
১ম দিন ১৯-১১-২১/শুক্রবার সকাল ৮ -০০,উপস্থিত থাকতে হবে, শাহ জালাল মাজারে/
২য় ডে, ২০,১১,২১/শনিবার সকাল,৭-৩০ এ উপস্থিত থাকতে হবে, শাহ জালাল মাজার গেইটে/

🍟🍟২দিনের টুর পর্যটক দর্শনীয় স্থান।সমূহ🍟🍟

★শাহ জালাল মাজার।
★শাহ পরান মাজার /
★মালিনী ছড়া চা বাগান /
★রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
★পাখি বাড়ি/
★সাদা পাথর জিরোপয়েন্ট/
★আগুন পাহাড়
★লালাখাল জিরোপয়েন্ট।
★লালাখাল চা বাগান।
★জাফলং জিরোপয়েন্ট
★তামাবিল বর্ডার
★শ্রীপুর চা বাগান /
=সিলেট শহরে যেহেতু থাকবেন নিজেরাই ঘুরে দেখতে পারবেন /=
★ক্বিন ব্রীজ
★সুরমা নদী
★আলী আমজাদের ঘরি/
★সালমান শাহর বাড়ি/
-------------======---------- 🍟🍟🍟আমাদের টুরে যা যা থাকছে/🍟🍟🍟

★২দিনে,
★২ বেলা সকালের নাস্তা/সমাপ্তি কালিন সময়ে রং চা
★২ বেলা দুপুরের লাঞ্চ
★গ্রুপ লোগো সহ,টিশার্ট
★২ দিনের জন্য ১১জন লেগুনা গাড়ি,২৮ জন মিনি বাস গাড়ি বা ৪ জন সিএনজি গাড়ি রিজার্ভ / জনসংখ্যা বুঝে ট্রান্সপোর্ট ব্যবহার করবো তবে সবি নন থাকবে ইভেন্টের জন্য, গাইড,এবং হোস্ট

🍟🍟🍟★যা যা নিয়ে আসতে হবে🍟🍟🍟
★২ দিনের ভ্রমনের জন্য কাপর/ তবে ব্যাগ কম অজনের হলে ভালো হয়/
★শীতের সময় যেহেতু শীতের কাপর/
★ক্যামেরা+পাওয়ার ব্যাংক+এন্ড্রুয়েড ফোন/
যেহেতু ঘুরতে আসবেন ছবি তুলার জন্য এগুলো লাগবেই।
-----======-----=====---
২ দিনে পুরো সিলেট ঘুড়ার জন্য লোকাল একটা টুর পরিচালনা গ্রুপ লিংক,
🔀https://facebook.com/groups/1034583930304573/

🍟🍟➤এছাড়া ও ভ্রমনের জন্য পারসোনাল ভাবে
যারা ঘুরতে চান তাঁদের জন্য
আমাদের ইভেন্ট ছাড়া ও চুক্তিবদ্ব/🍟🍟

✡️গ্রুপ টুর পরিচালনা দক্ষ গাইডদ্বারা/
✡️কর্পোরেট টুর দক্ষ গাইডদ্বারা পারিচালনা/
✡️পারিবারিক টুর পরিচালনা ও দক্ষ গাইড/
✡️স্টুডেন্ট টুর পরিচালনা দক্ষ গাইড।
✡️শিক্ষা প্রতিষ্ঠানের টুর পরিচালনা/
✡️২-৯০ জনের টুর এরেন্জ করা বা পরিচালনা করা/

🍟🍟★★এছাড়া ও ট্রান্সপোর্ট ও হোটেল বুকিং বিভিন্ন স্থানের নৌকা★★🍟🍟

🚞লেগুনা গাড়ি রিজার্ভ
🚌নোহা গাড়ি, এসি,নন এসি/ গাড়ি রিজার্ভ /
🚞বাস গাড়ি রিজার্ভ,
🚞হাইয়েস,এসি, নন এসি,গাড়ি রিজার্ভ /
🚕ভি আইপি কার ও নন এসি,এসি গাড়ি রিজার্ভ।
🛺সিএনজি গাড়ি রিজার্ভ /
🚮হোটেল বুকিং/
➡️রাতারগুল নৌকা/
➡️সাদা পাথর নৌকা/
➡️বিছানাকান্দি নৌকা/
➡️লালাখাল নৌকা/

✉✉আর ও সকল সহযোগিতা ও টুর সুন্দর
ও সফল করার জন্য যোগাযোগ করতে পারেন /
#প্যাকেজ_টুর_সিলেট,
#সি_ও_& #ফাউন্ডার
আশরাফুল ইসলাম রনি
✆01957708772
Emo & WhatsApp

17/08/2021

সহস্রধারা ঝর্ণার সীতাকুণ্ড

14/08/2021

আমরার বাড়ি রে ভাই সুরমা গাঙ্গর পাড়ো
কালনী মনু, কুশিয়ারা নদী আছে হাওর বাওরও
শাহজালালর-শাহ পরাণর পূণ্যভূমির এই গান
উচা উচা পাহাড় আছে -আছে চা-র বাগান!
বিছনাকান্দি আছে দেখবায় সুন্দর
জাফলং রাতার কূলে জুড়ায় অন্তর,
সময় পাইলে ঘুরিয়া যাইয়ো
লালাখালর পাড়ো।

মাধবকুণ্ডর ঝর্ণা দেখবায়,জমজমাইয়া পড়ে
লাউয়াছড়া বনের ভিতরে, যায়না কেউ ডরে।
মাধবপুরলে দেখবায় হাম হাম
জ্বলডুপ আর আনারসের দেশজুড়ি নাম,
আখালুকির আওয়র রে ভাই দেকিয়ো কত বড়!

13/08/2021

আজকের রাতারগুল সোয়াম্প ফরেস্ট।

10/07/2021

শাহজালাল মাজার শরীফ, এর গজার মাছ গুলো।

10/07/2021

বান্দরবান এর কোনো এক স্থানে।
দেখিয়েছে এই পাহাড়।

10/07/2021

🌿রাতারগুল🌿 সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest)। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত।

রাতারগুল প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। ৫০৪ একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল ‘সিলেটের সুন্দরবন’ নামে খ্যাত। এই রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন বলেও ডাকেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে এখানকার জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর (বর্ষার শেষের দিকে) পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। ১৯৭৩ সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের ৫০৪ একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে।

রাতারগুল একটি প্রাকৃতিক বন, স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করচ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেত, অর্জুনসহ প্রায় ২৫ প্রজাতির জলসহিষ্ণু গাছপালা🌴

© আশরাফুল ইসলাম
রাতারগুল নৌকা ভ্রমনের জন্য যোগাযোগ করুন
০১৯৫৭৭০৮৭৭২-০১৭২১২৭৮৫৫০

Maldives
22/06/2021

Maldives

➤ভোলাগন্জ সাদা পাথর, ঘুরে  যে কেউ দেখে আসতে পারেন তুরং ছড়া ঝর্ণা। ⊕উঁচু উঁচু পাহাড়ের গেসে ঝর্ণার পানিও সবুজের আস্তর।⊕ আর...
22/05/2021

➤ভোলাগন্জ সাদা পাথর, ঘুরে যে কেউ দেখে আসতে পারেন তুরং ছড়া ঝর্ণা।

⊕উঁচু উঁচু পাহাড়ের গেসে ঝর্ণার পানিও সবুজের আস্তর।
⊕ আর উঁচু পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝরনা।
⊕কলকল করছে শীতল স্বচ্ছ জলরাশি। হরেক রঙা পাথর ছড়ানো সর্বত্র।
⊕আকাশে কখনো ঘোলা মেঘ, কখনো নীলের ছায়া।
✪✔এটাই সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থান।
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
ঝর্ণার- অবস্থান
✔উত্তর রনিখাই ইউনিয়নের তুরুং ছড়া। উপজেলার দয়ারবাজার থেকে চড়ারবাজার, এর পরের গ্রাম তুরুং গ্রাম।,
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
✪তাই পাহাড়ি পাদ্ব দেশের বাংলাদেশে সিমান্ত বর্তী থাকায় এ-র নাম গ্রামের নাম তুরং ✔তাই তুরং ছড়া নামেই স্থানীয় রা ডাকে।এ-ই ঝর্ণার নাম তুরং ছড়া।
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪π√π
⊕আগে ঘুরি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ।
➤ভ্রমনে গিয়ে ময়লা আবর্জনা ফেলবেন না
ধন্যবাদ সবাইকে।
সিলেট ভ্রমনে যেকোনো প্রয়োজনে কল করুন ০১৯৫৭৭০৮৭৭২➤✆✆01957708772

 #দুধ_সাগর_জলপ্রপাত  পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত গুলোর মধ্যে একটি। এটি কর্ণাটক এবং গোয়া সীমানায় অবস্থিত। উচ্চতায় এটি...
18/05/2021

#দুধ_সাগর_জলপ্রপাত


পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত গুলোর মধ্যে একটি। এটি কর্ণাটক এবং গোয়া সীমানায় অবস্থিত। উচ্চতায় এটি ভারতবর্ষের পঞ্চম। প্রায় ৩০ মিটার প্রস্থের সমগ্র মান্দভি বা মানদবী নদী ৩১০ মিটার উচ্চতা থেকে বিশাল জলরাশি নিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি “সি অফ মিল্ক” নামেও পরিচিত।

দুধ সাগর জলপ্রপাতটি নিয়ে স্থানীয় একটি কল্পকথা প্রচলিত আছে, প্রাচীনকালে এই জলপ্রপাতের স্থানে একটি রাজার প্রাসাদ ছিল। প্রাসাদ সংলগ্ন সরোবরে রাজকুমারী স্নান করে সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন স্নানরতা নগ্না রাজকুমারীকে এক রাজকুমার গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকলে রাজকুমারী ব্যাপারটি বুঝতে পেরে, সোনার পাত্রে রাখা দুধ নিজের উপর ঢেলে লজ্জা ঢাকলেন। কথিত আছে সেই দুধের স্রোত থেকে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।

দুধ সাগর জলপ্রপাতের বৈশিষ্ট এর জলধারার স্বচ্ছতা। পাহাড়ি নদীর জল পাথরের উপর দিয়ে বসে আসার ফলে এর জল কর্দমাক্ত নয়, কিন্তু বারংবার পাথরে ধাক্কা খাবার ফলে ফেনিল। দেখে মনে হয় সত্যি যেন রাশি রাশি দুধ পাহাড় থেকে আছড়ে পড়ছে। সেই অর্থে এই নামকরণ যথার্থ।

কখন যাবেন..?
দুধ সাগর জলপ্রপাত দেখার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। জুলাই থেকে সেপ্টেম্বর।

কিভাবে যাবেন-
দুধ সাগর ঝর্ণা যাওয়ার জন্য অনেক উপায় আছে। পুনে বা বেলগাঁও থেকে প্রতি শনিবার/রবিবার পূর্না এক্সপ্রেস এ যাওয়া যেতে পারে। এই ট্রেনটি রাত্রে পুনে থেকে ছাড়ে, ৭-৩০ এ বেলগাঁও ছাড়ে, সকাল ১১টা নাগাদ দুধ সাগর পৌছায়। দুধ সাগর এ কোনো স্টেশন না থাকলেও সেখানে ভ্রমণ পিপাসুদের জন্য ট্রেনটি থামে। আবার বিকাল ৫টা নাগাদ গোয়া এক্সপ্রেস দুধ সাগর এর যাত্রীদের নেবার জন্য এখানে থামে। কাললেম অবধি রিটার্ন কাটতে হয়, যদি রিটার্ন টিকেট কাটা না হয় তাহলে দুধ্সাগর হল্ট এ রেলওয়ে স্টাফ টিকেট করে দেয়।

যারা ট্রেকিং করতে ভালবাসেন তারা কাস্তারেক স্টেশন এ নেমে রেলওয়ে ট্রাক ধরে ট্রেকিং করে দুধ সাগরে পৌছাতে পারেন। দুরত্ব ১৪ কিলোমিটার। পৌছাতে ৫-৬ ঘন্টা লাগে। কুলেম স্টেশন থেকেও ট্রেকিং করে ১১ কিমি যেতে হয়, সময় লাগে ৪-৫ ঘন্টা , কুলেম এ ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে যাওয়া যায়, ট্যাক্সি দুধসাগরের ১ কিলোমিটার দুরে নামিয়ে দেয়, সেখান থেকে হেঁটে যেতে হয়। দুধ সাগরে খাবার বা জল পাওয়া যায়না, তাই খাবার বা জল নিজেকে নিয়ে যেতে হয়।
পোস্ট ©©©

ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট। শাপলা ফুল
16/05/2021

ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট।
শাপলা ফুল

ঈদ মোবারক।
14/05/2021

ঈদ মোবারক।

13/05/2021

تقبل الله منا ومنكم صالح الاعمال
BTOS এ-র সকল সদস্যদের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের
শুভেচ্ছা, ঈদ মোবারক ❤️❤️❤️
"🌙عيد مبــــــــــــــــــــارك🌙"

Backpack Travel Of Backpack Travel Of Sylhet. BTOSBackpack Travel Of Sylhet. BTOS BTOS.এ-র পক্ষ থেকে সকল ☞ফলোয়ার লাইকার ...
13/05/2021

Backpack Travel Of Backpack Travel Of Sylhet. BTOSBackpack Travel Of Sylhet. BTOS BTOS.
এ-র পক্ষ থেকে সকল ☞ফলোয়ার লাইকার ভাইদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও
♥♥♥ইদ মোবারক ♥♥♥

বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।-ধর্ম প্রতিমন্ত্রী।
12/05/2021

বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
-ধর্ম প্রতিমন্ত্রী।

অনেক ভ্রমনপিপাসু ভাই-বোনেদের সঠিক ট্যুর প্ল্যানের কারণে সিলেট জেলা ভ্রমন করতে ঝামেলা পোহাতে হয়।সবার সুবিধার্থে আমার প্রি...
14/04/2021

অনেক ভ্রমনপিপাসু ভাই-বোনেদের সঠিক ট্যুর প্ল্যানের কারণে সিলেট জেলা ভ্রমন করতে ঝামেলা পোহাতে হয়।
সবার সুবিধার্থে আমার প্রিয় শহর রূপের রাণী সিলেট ভ্রমনের ট্যুর প্ল্যান দিলাম।
✆✆✉✉এছাড়া সিলেট জেলা ভ্রমনে যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। মাজার শরীফ,প্রাকৃতিক সৌন্দর্য , পাহাড়, ঝর্ণার অপরূপ মায়ায় বেষ্টিত প্রিয় শহর রূপের রাণী বর্ষায় সিলেট জেলা ভ্রমনে আপনাদের সকলকে আমন্ত্রণ। যে যে স্পট গুলো সিলেট জেলা ভ্রমন করতে পারেন তা নিম্নে দেওয়া হলোঃ
✔✔বর্ষা মৌসুমের টুর প্লান✔✔
✔১ ম দিন➤
☞ভোলাগন্জ সাদা পাথর,পাথরের রাজ্য
☞উত্তমা ছড়া, ঝর্ণার রূপের রানী।
☞রাতারগুল,প্রাকৃতিক সৌন্দর্য।
☞বঙ্গবন্ধু হাইটেক পার্ক।
☞আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
✔২য় দিন➤
☞মালিনী ছড়া চা বাগান, সবুজের লিলা।
☞পাখি বাড়ি, পাখির বসবাস।
☞বিছানাকান্দি,ঝর্নার রুপের রানী।
☞কুলুম ছড়া, ঝর্ণা।
☞পান্তুমাই ঝর্ণা,এক ইন্ডিয়ান সর্গ্ব
☞লক্ষণ ছড়া,বাংলার ইন্ডিয়ান এক লিলা
☞সময় হলে পর্যটন মোটেল,
✔৩ য় দিন ➤
☞শাহ পরান মাজার,জিয়ারত।
☞আগুন পাহাড়,গ্যাস ফিল্ড।
☞জাফলং জিরোপয়েন্ট।
☞সংগ্রাম পুঞ্জি ঝর্ণা।
☞জাফলং চা বাগান।
☞খাসিয়া পল্লি।
✔৪ র্থ দিন➤
☞লালাখাল জিরোপয়েন্ট।
☞লালাখাল চা বাগান।
☞লোভা ছড়া পাথর কুয়ারি।
☞লোভা ছড়ার আশপাশের চা বাগান গুলো ঘুরে দেখা।
# # # # # # # # # #%% # # # # # # # # # # #
↪রাতে সিলেট শহরে ঘুরে যা দেখতে পারবেন।
ক্বিন ব্রীজ,সেল্ফি ব্রিজ,মধু শহিদ,ওসমানি মেডিকেল,শালমান শাহ বাড়ি,শাহ জালাল ভার্সিটি এবংশাহ জালাল মাজার।
↪☞☞☞খাবার হোটেল➤➤➤➤
পাঁচ ভাই,পানসি,ভোজন বাড়ি, পালকি, ডিঙ্গি,ইষ্টিকুটুম, রোজভিউ,।
↪✪বিশেষ অনুবাদ, যেখানে ভ্রমনে যাই না কেনো?ময়লা আরর্জনা, পলি তিন,প্লাস্টিক, ফেলা থেকে দূরে তাকুন➤
☞↪মহামারী করুণা থেকে দূরে থাকুন💉 মাক্স ব্যবহার করুন।
✆➤🎩👒🚎📷🐦🌆🚻🚩↪সিলেট ভ্রমনে আপনাকে সু স্বাগতম।

"""জরুরী বিজ্ঞপ্তি""" #করোনা_ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সিলেট বন বিভাগের সারী রেঞ্জের রাতারগুল বিশেষ জীব বৈচিত্র...
03/04/2021

"""জরুরী বিজ্ঞপ্তি"""
#করোনা_ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সিলেট বন বিভাগের সারী রেঞ্জের রাতারগুল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকায় সকল প্রকার পর্যটকদের আগমন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাই চৌরঙ্গীঘাট, রাতারগুলঘাট ও মটরঘাট হতে কোন রকম পর্যটকবাহী নৌকা রাতারগুল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্য করে কোন পর্যটক অথবা পর্যটকবাহী নৌকা রাতারগুল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে,,,
যথাযথ কর্তৃপক্ষ।

যারা শুন্য ব্যান্ডের " বেহুলা " গানটা শুনছেনকিন্তু " বেহুলার বাসরঘর " দেখেননি,তাদের জন্য আপলোড করলাম! 🙂এই সেই ঐতিহাসিক ব...
03/04/2021

যারা শুন্য ব্যান্ডের " বেহুলা " গানটা শুনছেন
কিন্তু " বেহুলার বাসরঘর " দেখেননি,
তাদের জন্য আপলোড করলাম! 🙂

এই সেই ঐতিহাসিক বেহুলার বাসরঘর,
যেখানে লক্ষ্মীন্দরকে সাপে দংশন করেছিলো! 🐍

সম্ভব হলে ঘুরে আসবেন, ভালো লাগবে 😍

স্থানঃ গোকুল, বগুড়া ❤️

Collected

02/04/2021

জাফলং সহ সিলেটের সব স্থান মহামারীর কারণে বন্ধ ঘোষণা করা হলো ১৪ এপ্রিল পর্যন্ত,
সুত্র সিলেট টুরিজম ও টুরিস্ট পুলিশ

রাতারগুল সোয়াম্প ফরেস্ট
01/04/2021

রাতারগুল সোয়াম্প ফরেস্ট

পলয়েল পার্ক
01/04/2021

পলয়েল পার্ক

জাফলং,জিরো পয়েন্ট
24/03/2021

জাফলং,জিরো পয়েন্ট

খাদিমনগর রেইনফরেস্ট❤সিলেটের সবচেয়ে আকর্ষনীয় স্থান গুলোর মধ্যে একটা।প্রাকৃতিকে উপভোগ করার জন্য নানান সুবিধা রয়েছে এই রেইন...
18/03/2021

খাদিমনগর রেইনফরেস্ট❤
সিলেটের সবচেয়ে আকর্ষনীয় স্থান গুলোর মধ্যে একটা।

প্রাকৃতিকে উপভোগ করার জন্য নানান সুবিধা রয়েছে এই রেইনফরেস্ট এ।

ট্রেকিং এর জন দুইটা রাস্তা রয়েছে একটা সর্ট এর এবং অন্যটি লং।

এখানে রয়েছে বেশ কয়েকটি ট্রি-এক্টিভিটিজ এবং জিপ-লাইন।

বিদ্রঃ অবশ্যই কোন জায়গায় ঘুরতে গেলে পরিবেশ দূষণ থেকে বিরত থাকবেন।
©©©©©©©

সিলেটের আরো একটি ভ্রমন স্থান TreeTop Adventure Farm,Sylhet.ট্রী টপ এডভেঞ্চার ফার্ম,⇨➤খালাগুল, এয়ারপোর্ট, সিলেট।✔সিলেট শহ...
18/03/2021

সিলেটের আরো একটি ভ্রমন স্থান

TreeTop Adventure Farm,Sylhet.
ট্রী টপ এডভেঞ্চার ফার্ম,
⇨➤খালাগুল, এয়ারপোর্ট, সিলেট।

✔সিলেট শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এ-ই এডভেঞ্চার।
✔রোড প্লানঃলোকাল গাড়ি ট্রান্সপোর্শাট বন্দর বাজার১০টাকা⇨শাহ জালাল মাজার১০টাকা⇨আম্বরখানা পয়েন্ট⇨ধোপাগুল পয়েন্ট২০টাকা ⇨রাতারগুল রোড মধ্যে পথে পাবেন খালাগুল
✔ট্রী টপ এডভেঞ্চার ফার্ম TreeTop Adventure Farm.
এ আসার পথে পাবেন⇨যাবার সময় পাবেন।
বিদ্র ঃআপনি ধোপাগুল এসে খালাগুল গ্রাম কোথায় জিজ্ঞেস করলে সব কিছু পাবেন।

🚎🚎রিজার্ভ সিএনজি আম্বরখানা থেকে আসলে আসা-যাওয়া ৫০০ নিবে।
TreeTop Adventure Firm.

🌆যা যা গিয়ে করতে পারবেন বা দেখতে পারবেন।🌆
#চা বাগান
#ক্যাম্পিং সাইড
#আপনি বোট রাইডিং
# ঘোড়ায় চড়া পছন্দ করেন
# জিপলাইনিং
# ট্রি এক্টিভিস এর মতো ট্রীটপ এডভেঞ্চার ফার্ম।

সারাদিন গল্প-আড্ডা, এক্টিভিস & খাওয়া দাওয়া করে সন্ধার আগে ঘুরে যেতে পারবেন।

সিলেট ঘুরতে আসলে আর হাতে সময় থাকলে এই জায়গাটাও ঘুরে যেতে পারবেন।মনোমুগ্ধকর একটা জায়গা।

বিদ্রঃ যেখানেই ঘুরতে যাবেন পরিবেশ দূষণ থেকে বিরত থাকবেন
Md. Asraful

লোকেশন ও ফটো ক্রেডিট :  # Aong Marma দা। ___________প্রকৃতির স্বর্গরাজ্য: দেবতাখুম ( বান্দরবান)  _____চারিদিকে সবুজের হা...
18/03/2021

লোকেশন ও ফটো ক্রেডিট : # Aong Marma দা। ___________
প্রকৃতির স্বর্গরাজ্য: দেবতাখুম ( বান্দরবান) _____

চারিদিকে সবুজের হাতছানি ,ছড়ানো-ছিটানো -
ঝর্না গিরিখাদ পাথরের দেয়াল
পথে পথে বিছানো নুড়িপাথর;
এ যেন এক সৌন্দর্যের স্বর্গরাজ্য ।

বাঁশের ভেলায় চড়ে ভাসতে ভাসতে
আঁকাবাঁকা পাহাড়ি নদী পেরিয়ে
তারপর পায়ে হাঁটা পথ,আরো কিছু দূর পেরুলেই
এখানে আকাশে হেলান দিয়ে
পাহাড় দিয়েছে ঘুম _____
হঠাৎ চোখের সামনে জেগে উঠে
প্রকৃতির স্বর্গরাজ্য দেবতাখুম ।

পথের দু'ধারে বুনোলতা,পাহাড়ি ফুল
সমস্ত গিরিখাদ জুড়ে পাথর -নুড়ি-কাঁকর
যেতে যেতে পথে হাঁটু জলের নদী
পথের দু'ধারে হঠাৎ দানবের মত দাঁড়িয়ে
পাথরের কালো কালো পাহাড়।

পাহাড় ঘেমে ফোটায় ফোটায় আস্ত নদী টলমল
চোখ জুড়িয়ে যায় হিমেল হাওয়ায়
গাছে গাছে পাখিদের কোলাহল।

যেদিকে চোখ যায় সবুজের অরণ্য, পায়ের নিচে বিস্তৃত নুড়িপাথরের গালিচা ,
এখানে দুপুর গড়ালেই পাহাড়ের ভাঁজে হঠাৎ__
নেমে আসে সন্ধ্যা ।

__________________
____ # এম এইচ মানিক

শ্রীমঙ্গল চা বাগান।
17/03/2021

শ্রীমঙ্গল চা বাগান।

17/03/2021

বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর । জাদুঘরে ...

17/03/2021

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে জসিম খলিফা (২৩) নামের এক নির্মান শ্রমিকেরমৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার

খালাগুল পার্ক,
17/03/2021

খালাগুল পার্ক,

সিলেট চৌহাট্টা থেকে কাল সকালে যাবো।সিলেট থেকে গেলে কল করুন০১৯৫৭৭০৮৭৭২আর ২ য় সাহেব বাজার থেকে আরেক টা টুর দিবো আগ্রহীরা ই...
16/03/2021

সিলেট চৌহাট্টা থেকে কাল সকালে যাবো।
সিলেট থেকে গেলে কল করুন
০১৯৫৭৭০৮৭৭২
আর ২ য় সাহেব বাজার থেকে আরেক টা টুর দিবো আগ্রহীরা ইনবক্স করুন

😄😄যে ভাবে বলবেন টুরে যেতে চাই না😂😂
14/03/2021

😄😄যে ভাবে বলবেন টুরে যেতে চাই না😂😂

Address

Ratargul Swamp Forest Road
Gowainghat
102030

Alerts

Be the first to know and let us send you an email when Travelars Of Jalalabad ভ্রমনপিপাসু সিলেটী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelars Of Jalalabad ভ্রমনপিপাসু সিলেটী:

Videos

Share

Category


Other Travel Agencies in Gowainghat

Show All