14/04/2021
অনেক ভ্রমনপিপাসু ভাই-বোনেদের সঠিক ট্যুর প্ল্যানের কারণে সিলেট জেলা ভ্রমন করতে ঝামেলা পোহাতে হয়।
সবার সুবিধার্থে আমার প্রিয় শহর রূপের রাণী সিলেট ভ্রমনের ট্যুর প্ল্যান দিলাম।
✆✆✉✉এছাড়া সিলেট জেলা ভ্রমনে যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। মাজার শরীফ,প্রাকৃতিক সৌন্দর্য , পাহাড়, ঝর্ণার অপরূপ মায়ায় বেষ্টিত প্রিয় শহর রূপের রাণী বর্ষায় সিলেট জেলা ভ্রমনে আপনাদের সকলকে আমন্ত্রণ। যে যে স্পট গুলো সিলেট জেলা ভ্রমন করতে পারেন তা নিম্নে দেওয়া হলোঃ
✔✔বর্ষা মৌসুমের টুর প্লান✔✔
✔১ ম দিন➤
☞ভোলাগন্জ সাদা পাথর,পাথরের রাজ্য
☞উত্তমা ছড়া, ঝর্ণার রূপের রানী।
☞রাতারগুল,প্রাকৃতিক সৌন্দর্য।
☞বঙ্গবন্ধু হাইটেক পার্ক।
☞আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
✔২য় দিন➤
☞মালিনী ছড়া চা বাগান, সবুজের লিলা।
☞পাখি বাড়ি, পাখির বসবাস।
☞বিছানাকান্দি,ঝর্নার রুপের রানী।
☞কুলুম ছড়া, ঝর্ণা।
☞পান্তুমাই ঝর্ণা,এক ইন্ডিয়ান সর্গ্ব
☞লক্ষণ ছড়া,বাংলার ইন্ডিয়ান এক লিলা
☞সময় হলে পর্যটন মোটেল,
✔৩ য় দিন ➤
☞শাহ পরান মাজার,জিয়ারত।
☞আগুন পাহাড়,গ্যাস ফিল্ড।
☞জাফলং জিরোপয়েন্ট।
☞সংগ্রাম পুঞ্জি ঝর্ণা।
☞জাফলং চা বাগান।
☞খাসিয়া পল্লি।
✔৪ র্থ দিন➤
☞লালাখাল জিরোপয়েন্ট।
☞লালাখাল চা বাগান।
☞লোভা ছড়া পাথর কুয়ারি।
☞লোভা ছড়ার আশপাশের চা বাগান গুলো ঘুরে দেখা।
# # # # # # # # # #%% # # # # # # # # # # #
↪রাতে সিলেট শহরে ঘুরে যা দেখতে পারবেন।
ক্বিন ব্রীজ,সেল্ফি ব্রিজ,মধু শহিদ,ওসমানি মেডিকেল,শালমান শাহ বাড়ি,শাহ জালাল ভার্সিটি এবংশাহ জালাল মাজার।
↪☞☞☞খাবার হোটেল➤➤➤➤
পাঁচ ভাই,পানসি,ভোজন বাড়ি, পালকি, ডিঙ্গি,ইষ্টিকুটুম, রোজভিউ,।
↪✪বিশেষ অনুবাদ, যেখানে ভ্রমনে যাই না কেনো?ময়লা আরর্জনা, পলি তিন,প্লাস্টিক, ফেলা থেকে দূরে তাকুন➤
☞↪মহামারী করুণা থেকে দূরে থাকুন💉 মাক্স ব্যবহার করুন।
✆➤🎩👒🚎📷🐦🌆🚻🚩↪সিলেট ভ্রমনে আপনাকে সু স্বাগতম।