Travel With Pasha

Travel With Pasha ঘুরতে অনেক প্রছন্দ করি, যদি কোনোদিন সুযোগ হয় পুরো পৃথিবী ঘুরে দেখবো❤️

আগামী ২রা নভেম্বর ফেরারি যাচ্ছে বান্দরবান ভ্রমণে❤️ইভেন্ট ফি ৪৫০০৳ ৩ রাত ২ দিনযা যা দেখবো:🔺নীলগিরি🔺নীলাচল🔺ডাবল হ্যান্ড ভি...
15/10/2023

আগামী ২রা নভেম্বর ফেরারি যাচ্ছে বান্দরবান ভ্রমণে❤️
ইভেন্ট ফি ৪৫০০৳
৩ রাত ২ দিন

যা যা দেখবো:
🔺নীলগিরি
🔺নীলাচল
🔺ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
🔺শৈলপ্রপাত
🔺মিলনছড়ি
🔺চিম্বুক পাহাড়
🔺স্বর্ণমন্দির
🔺মেঘলা পর্যঠন কেন্দ্র।

বিস্তারিত জানতে:01736-314952

মাত্র ৮৫০ টাকায় ফেরারি যাচ্ছে মিটামইন নৌকা ভ্রমণে😊৮৫০ টাকায় যা যা পাবেন:★হবিগঞ্জ কালারডুবা থেকে মিটামইন আসা যাওয়ার যাতায়...
22/07/2023

মাত্র ৮৫০ টাকায় ফেরারি যাচ্ছে মিটামইন নৌকা ভ্রমণে😊

৮৫০ টাকায় যা যা পাবেন:
★হবিগঞ্জ কালারডুবা থেকে মিটামইন আসা যাওয়ার যাতায়াত খরচ,
★১ বেলা সকালের নাস্তা
★ ১ বেলা দুপুরের খাবার
★ ফেরারি লগো সম্বলিত একটি টি শার্ট

বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৩৬-৩১৪৯৫২

 #ডে লং ট্যুরে-ফেরারির এর সাথে √মাত্র ৮৫০/-টাকায় মিঠামইন নৌকা ভ্রমন ! '  #পুরো ইভেন্ট ডিটেইলস ভালোভাবে পড়ে যদি মনে হয় যে...
20/07/2023

#ডে লং ট্যুরে-ফেরারির এর সাথে √মাত্র ৮৫০/-টাকায় মিঠামইন নৌকা ভ্রমন ! '

#পুরো ইভেন্ট ডিটেইলস ভালোভাবে পড়ে যদি মনে হয় যে আপনি শিউর আমাদের সাথে যাচ্ছেন তাহলেই আপনি Going এ ক্লিক করুন নতুবা Interested এ ক্লিক করে রাখুন, ট্যুরের আপডেট পেয়ে যাবেন।
🚣🚣 ইভেন্ট হোস্ট:
01759661699
-------------------------------------------------------
🚩 যাত্রার তারিখঃ ২৮শে জুলাই শুক্রবার সকাল ৬ টা (হবিগঞ্জ কালারডোবা থেকে রওনা)
🚩 ফেরার তারিখঃ
২৮শে জুলাই শুক্রবার রাত ৮ টার মধ্যে ( হবিগঞ্জ থাকবো ইনশাআল্লাহ)

🚩ইভেন্ট ফিঃ জনপ্রতি ৮৫০/- টাকা।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]
🚦ডেডলাইনঃ সিট খালী থাকা সাপেক্ষ।
🚎🚎 ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
01736314952
01711462503
01759661699

🌏 যাবেন যারা তারা জনপ্রতি ৫১০/= টাকা ( অফেরতযোগ্য) বিকাশ, এর মাধ্যমে ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে আপনার আসন নিশ্চিত করতে হবে।

যা যা দেখবোঃ
★ ★ অষ্টগ্রাম হাওর
★★ মিঠামইন জিরো পয়েন্ট
-----------------------------------------------
যা যা থাকছেঃ
★★ ফেরারির লগো সহ একটি টি-শার্ট।
★★কালারডোবা-মিঠামইন-কালারডোবা রিজার্ভ নৌকা।
★★গান-বাজনার জন্য সাউন্ড বক্স।
★★ সকালের নাস্তা এবং দুপুরের খাবার।
★★নৌকার চাদে বসে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য নৌকার উপর ছামিয়ানা।
------------------------------------------------
#ফুড মেন্যু:
#সকাল : সবজি+ডিম+পরটা অথবা চিকেন/ডিম খিচুড়ি।
#দুপুর : ভাত+ ডাল+ মাছ/ মাংস
-------------------------------------------------
যা যা থাকছে নাঃ
★★ কোনো ব্যক্তিগত খরচ
★★ প্যাকেজের বাইরের কোন খরচ।

প্রয়োজনীয় যা যা সাথে নিতে হবে।

★★ গোসল করার জন্য অতিরিক্ত কাপড়
★★ মোবাইলের রেইন কভার
★★সানগ্লাস,ছাতা, গামছা
★★ প্রয়োজনীয় ঔষধ ও পলিথিন।

-----------------------------
🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭 ধূমপান করা যাবে না ।
-
🚩সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭 ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে।
----------------------------------------------
যে কোন প্রয়োজনেঃ
মোবাইলে যোগাযোগ:
01736314952
01711462503
01759661699
( বিঃদ্রঃ যেকোন সময় বা প্রতিকূল পরিস্থিতিতে ট্যুর ডেট, ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে। )

যৌবনে আমাদের যে উচ্ছ্বাস থাকে বৃদ্ধ বয়সে তা থাকে না। তাই যৌবনে আমাদের ভ্রমণ করা উচিত। যেন সমস্ত রহস্যকে দুচোখ ভরে দেখে ...
17/07/2023

যৌবনে আমাদের যে উচ্ছ্বাস থাকে বৃদ্ধ বয়সে তা থাকে না। তাই যৌবনে আমাদের ভ্রমণ করা উচিত। যেন সমস্ত রহস্যকে দুচোখ ভরে দেখে নিতে পারি।

''জীবনের এই অংশটির নামই সুখ'' ছাগলকান্দা র্ঝনা মিরসরাই চট্টগ্রাম।
12/07/2023

''জীবনের এই অংশটির নামই সুখ''

ছাগলকান্দা র্ঝনা মিরসরাই চট্টগ্রাম।

ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারবার কাছে টানে,তার তাক লাগানো সৌন্দর্য ই তার কাছে ফিরে ফিরে আনে!বোয়ালিয়া ট্রেইল, মিরসরাই, চট্টগ্...
10/07/2023

ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারবার কাছে টানে,
তার তাক লাগানো সৌন্দর্য ই তার কাছে ফিরে ফিরে আনে!

বোয়ালিয়া ট্রেইল, মিরসরাই, চট্টগ্রাম।

রিসাং ঝর্ণা খাগড়াছড়ি। অনেকের কাছে এটা প্যান্ট ছিঁড়া ঝর্ণা নামে পরিচিত।এই ঝর্ণায় কেউ  নামবে আর তার প্যান্ট ছিঁড়বে না এম...
09/07/2023

রিসাং ঝর্ণা খাগড়াছড়ি।

অনেকের কাছে এটা প্যান্ট ছিঁড়া ঝর্ণা নামে পরিচিত।

এই ঝর্ণায় কেউ নামবে আর তার প্যান্ট ছিঁড়বে না এমন ঘটনা মেবি খুব কমই ঘটেছে 😜

05/07/2023

📌শুটিং ব্রীজ, মহেশখালী❤

সবাইকে ব্যানার ফ্রেস্টুন বিহীন ঈদ মোবারক 😍😍
29/06/2023

সবাইকে ব্যানার ফ্রেস্টুন বিহীন

ঈদ মোবারক 😍😍

শুভ সকাল আমাদের পূর্ণভূমি সিলেট😍😍
26/06/2023

শুভ সকাল আমাদের পূর্ণভূমি সিলেট😍😍

প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে! মাঝে মাঝে মন চায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দিতে।📌নীলগিরি বান্দ...
24/06/2023

প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে! মাঝে মাঝে মন চায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দিতে।

📌নীলগিরি বান্দরবান।

16/05/2023

📌মেলখুম মিরসরাই, চট্টগ্রাম।

বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের এলাকাভিত্তিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভ্যান গাড়ি।ঐ সব অঞ্চলে...
02/04/2023

বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের এলাকাভিত্তিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভ্যান গাড়ি।

ঐ সব অঞ্চলের মানুষ খুবই সহজ সরল প্রকৃতির।
তাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ হিংসা নিন্দা

ধনী-গরিব সবাই একসাথে মিলেমিশে ভ্যানে চড়ে তাদের প্রতিদিনের উল্লেখযোগ্য কার্য সম্পূর্ণ করে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা ট্যুর গুলোতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে ভ্যানে চড়ে আশেপাশের চারপাশ ঘুরে দেখতে।

31/03/2023

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ..❤️

📌রোড টু সাজেক, রাঙ্গামাটি

পাহাড় আমাদের সবাইকেই টানে, অনেকেরই অনেক রকম ইচ্ছে এই পাহাড়কে ঘিরে। কেউ চায় পাহাড়ের গহীনে যেতে, আবার কেউ চায় সেই পাহাড়ে ঝ...
29/03/2023

পাহাড় আমাদের সবাইকেই টানে, অনেকেরই অনেক রকম ইচ্ছে এই পাহাড়কে ঘিরে। কেউ চায় পাহাড়ের গহীনে যেতে, আবার কেউ চায় সেই পাহাড়ে ঝিম ধরে বসে থাকতে।
তবে পাহাড় দেখে দেখেই মানুষের আগ্রহ বাড়ে পাহাড়ের গহীনে যাবার, আগ্রহ বাড়ে পাহাড় বেড়াবার।
এবার #ফেরারি বাহিনী যাচ্ছে পাহাড় দর্শনে, যাচ্ছে সবাইকে পাহাড়ের স্বাদ পাওয়াতে।
হ্যাঁ, এবার আমরা রিলাক্স ট্রিপে বান্দরবানের শহরের আশে পাশের সব যায়গা বেড়াবো, আমরা।
তাহলে চলুন এবার ঘুরে আসি পাহাড়ে, লাল পাহাড়ির দেশে।

# #ভ্রমনের তারিখ ঈদের ২য় দিন রাত ১০.০০ টায়

# #ফেরার তারিখ ৫ম দিন সকাল ৬.০০ টায় হবিগঞ্জ থাকবো ইনশাআল্লাহ

প্যাকেজ প্রাইজ
১ঃ৪ শেয়ার বেসিসে হোটেলে থাকা জনপ্রতি ৪৯০০ টাকা
১ঃ২ হোটেলে থাকা কাপল (২জন)----১১০০০ টাকা

-বুকিং মানি ২০০০/- (বিকাশ পাঠালে ২০৪০ টাকা)
বিকাশ নাম্বারঃ
কামালঃ০১৭৩৬৩১৪৯৫২
পাশাঃ০১৭১১৪৬২৫০৩
সাজনঃ০১৭৫৯৬৬১৬৯৯

Dead line: (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
বাকী টাকা ভ্রমনের দিন পরিশোধ করতে হবে।

স্পট ভিজিটঃ
★নীলগিরি
★নীলাচল
★শৈলপ্রপাত
★মিলনছড়ি
★চিম্বুক পাহাড়
★স্বর্ণমন্দির
★মেঘলা পর্যঠন কেন্দ্র
আরো অসংখ্য ভিউ পয়েন্ট.. 😊
****মুল পরিকল্পনায় যা থাকছেঃ

★ঈদের ২য় দিন রাত ১০টায় বাসে/ ট্রেনে শায়েস্তগঞ্জ থেকে বান্দরবান যাত্রা।

★ ঈদের ৫ম দিন ভোর ৫/৬টার দিকে হবিগঞ্জ থাকবো ইনশাআল্লাহ

আসন সংখ্যাঃ ২৮জন

** যা যা থাকছে এর মধ্যেঃ
- ৫বেলা খাবার ।
- শায়েস্তাগঞ্জ -বান্দরবান- শায়েস্তাগঞ্জ নন এসি বাস এর টিকেট
- দুই দিনের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ
-গাইড ফি
-সকল পর্যঠন স্পটের এন্টি ফি
- শেয়ার বেসিসে এক রাত হোটেল থাকার খরচ

** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
-যাত্রা বিরতিতে খাবার

** যা সাথে নেওয়া উচিতঃ
- রবি সিম । (যদিও এখন প্রায় সব সিমেই নেট পাওয়া যায়)
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
-অতিরিক্ত এক সেট কাপড়।
-ভোটার Id card এর photocopy

*******
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট বুকিং দেয়া হবে।
* যেহেতু গ্রুপ ট্রিপ, তাই সব কিছুতে সেক্রিফাইজিং মাইন্ড থাকতে হবে, একে অন্যকে সহায়তা করতে হবে।

** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই ০১৭৩৬-৩১৪৯৫২ নাম্বারটিতে যোগাযোগ করুন।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/03/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/03/2023

পুড়ি আমি আগুনে
দিন গেল তোমার পথ চাহিয়া...😊

মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো যা কখনো শেষ হবেনা।— আন্দ্রে নিলন
16/03/2023

মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো যা কখনো শেষ হবেনা।
— আন্দ্রে নিলন

14/03/2023

Beautiful Bangladesh 😍
Awesome Doublehand View point🔥🔥

📌Bandorban ❤️

13/03/2023

প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য ই অনুধাবন করতে পারা যাবে।

লোকেশন: সাদা পাথর, ভোলাগঞ্জ।

আগামী  ১৬ই মার্চ ফেরারি যাচ্ছে সমুদ্র কন্যা কুয়াকাটা ভ্রমণে। ইভেন্ট ফি ৩৮০০৳ ইভেন্ট ব্যাপ্তি:৩ রাত ২ দিনযা যা দেখবোঃ★কুয়...
12/03/2023

আগামী ১৬ই মার্চ ফেরারি যাচ্ছে সমুদ্র কন্যা কুয়াকাটা ভ্রমণে।

ইভেন্ট ফি ৩৮০০৳
ইভেন্ট ব্যাপ্তি:৩ রাত ২ দিন
যা যা দেখবোঃ
★কুয়াকাটা সমুদ্র সৈকত
★শুটকি পল্লী
★ফিস মার্কেট
★ লেবুরচর
★ঝাউবন
★কুয়াকাটার কূয়া সহ আশে পাশের আরো অসংখ্য স্পট।

বিস্তারিত জানতে:০১৭৩৬৩১৪৯৫২

12/03/2023

The sun,the clouds, the water everything was moving and yet,time stood still for me.




11/03/2023

মহেশখালী মিষ্টি পান

মহেশখালী পাহাড়ি এলাকা হওয়ায় এর ভূমি পান চাষের জন্য বিশেষ উপযোগী। মহেশখালীর পানের বিশেষত্ব হল তার মিষ্টি স্বাদ, যার কারণে এই পান সারাদেশে বিখ্যাত। এক সময় মহেশখালীর মিষ্টি পান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হত। অধিকন্তু, এখানকার পানের সুনাম দেশের সীমানা পেরিয়ে এশিয়া মহাদেশ ছাড়াও ইউরোপ-আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে।

01/03/2023

📌তোহা খানা,চাঁপাইনবাবগঞ্জ❤️

21/02/2023

ধুপপানি ঝর্ণা, রাঙ্গামাটি❤️

19/02/2023

মেঘের বাড়ি..❤️

📌বান্দরবান

17/02/2023

শিমুল বাগান.. ❤️

17/02/2023

গন্তব্য শিমুল বাগান 😊

17/02/2023

রানিগঞ্জ সেতু...❤️

16/02/2023

জোনাকি আলোর শহর রাজশাহী.. ❤️

15/02/2023

মেঘনার পাড়, মতিরহাট লক্ষীপুর।

14/02/2023

জীবনে সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকেনা ।




"বাতাসে বহিছে প্রেম,নয়নে লাগিলো নেশাকারা যে ডাকিলো পিছে,বসন্ত এসে গেছে"🌼🍁🍂সবাইকে বসন্তের শুভেচ্ছা 😍
14/02/2023

"বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে"🌼🍁🍂

সবাইকে বসন্তের শুভেচ্ছা 😍

13/02/2023

রোড টু সেন্টমার্টিন.. 😍😍

Happy World Tourism Day! 🌸
27/09/2022

Happy World Tourism Day! 🌸

অভিনন্দন বাংলার বাঘিনীরা...❤️❤️
19/09/2022

অভিনন্দন বাংলার বাঘিনীরা...❤️❤️

05/08/2022

মতিরহাট,লক্ষীপুর 😊

Address

Habiganj Sadar

Telephone

+8801736314952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Pasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Pasha:

Videos

Share

Category



You may also like