মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প খুরুশকুল, কক্সবাজার।
মেঘালয়ের রূপ একেক ঋতুতে একেক রকম। বর্ষাতে পাবেন তাকে এক সাজে আবার শীতে পাবেন তাকে ভিন্ন সাজে। আমরা বর্ষাতেও দেখেছি মেঘালয়কে আর এবার শীতের মেঘালয় কে দেখতে যাচ্ছি আগামী ১৬ই নভেম্বর ইনশাল্লাহ। এই ভিডিওতে বর্ষাকাল এবং শীতকাল উভয় কালেরই কম্পেয়ার ভিডিও তুলে ধরা হলো। ভিডিওটি দেখলেই আপনার বর্ষাকালে কিরকম দেখবেন আর শীতকালে কি রকম দেখবেন তার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে।
তবে বাংলাদেশের সাজেকে কিন্তু শীতকালে তেমন ভিউ পাবেন না। কারণ মেঘালয়ের তুলনায় উচ্চতার দিক দিয়ে কম হওয়ায় সাজেকে কুয়াশার জন্য ভালো ভিউ পাওয়া যায় না।
ভিডিওটি সম্পূর্ণ এডিট MTC ❤ কর্তিক করা হয়েছে। শুধুমাত্র মেঘালয় ঋতু সম্পর্কে টুরিস্টের ধারণার জন্য 🥰
মহেশখালী শুটকির মান অনেক ভালো ছিল। বিশেষ করে তারা প্রাকৃতিক উপায়ে শুটকি শুকিয়ে থাকে। যারা শুটকি পছন্দ করেন তারা মহেশখালী ভ্রমণের সময় সেখান থেকে শুটকি কিনে আনতে পারেন।
ধন্যবাদ প্রিয় Chowdhury Mahin Raju সাজেকের স্মরণীয় মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য 😊
সাজেক ভ্রমণের সময় চান্দের গাড়িতে ভ্রমণের অভিজ্ঞতা চিরজীবন মনে থাকবে বিশেষ করে আমার, Rajib Das কিংকর দাদা ও বালাগঞ্জের মেহমানের ।
কারণ পাহাড়ে উঠার সময় গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের ফেলে বাকিদের নিয়ে গাড়ি পাহাড়ে উঠে যায়। বাকিটা ইতিহাস 😆🤣😂
MTC ❤️ Kick Out Lottery Game 🎲
এ লটারি অন্যান্য লটারির মত নয়। আমরা একটু ভিন্ন ধারায় এ খেলাটাকে সাজিয়েছি। আমাদের সকল টুরিস্ট এ খেলাটা খুব উপভোগ করে থাকেন। খেলাটা রীতিমতো সবার হৃদয়ে কম্পন তুলে দেয় 😆।
এই লটারি খেলার মজা নিতে হলে আপনাকে MTC ❤️ Traveller হতে হবে 😊
আজকের এই দিনে আমাদের এই মসজিদে জুম্মার নামাজ আদায়ের কথা ছিল। অনেকেই এই আশায় বুকিং করেছিলেন কিন্তু আল্লাহর হুকুম হয়নি তাই আমরা আজ নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করেছি 😥। তারপরও বলবো "আলহামদুলিল্লাহ" নিশ্চয়ই আল্লাহতালা আমাদের কোনো ভালো চেয়েছেন। তবে আশায় আছি ইনশাল্লাহ আগামী ৪ ই নভেম্বর রোজ শুক্রবার আল্লাহপাক আমাদের আর নিরাশ করবেন না। তবে কষ্ট লাগছে এরই মধ্যে আমাদের কয়েকজন সফর সঙ্গী বিভিন্ন অসুবিধার কারণে যেতে পারছেন না আমাদের সাথে। অপরদিকে নতুন হয়তো কয়েকজনের সৌভাগ্য হচ্ছে এই মসজিদে জুম্মার নামাজ আদায়ের 🥰।
আমাদের হাতে এখনো ৬টি সিট খালি আছে। যদি যেতে আগ্রহী হন তবে নক করুন অথবা ইনবক্সে মেসেজ পাঠান। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন 👉 সাজেক ট্যুর