আগরতলা রাজবাড়ী আমাদের গ্রুপ টুর। পরবর্তী ট্যুর ভূস্বর্গ কাশ্মীর এবং চির বসন্তের শহর চায়নার কুন মিন।
আপনারা কেউ যেতে চাইলে যোগাযোগ করুন ,০১৭৮৮৮৮৩৮৬১
হোটেল রয়েল প্যালেস রাজশাহী।
আমার দেখা দক্ষিণ কোরিয়া ঝড়ের গতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে জ্ঞান-বিজ্ঞান আর অর্থনৈতিক অবস্থা, আজ থেকে ৫০ বছর আগেও দক্ষিণ কোরিয়া মাথাপিছু আয় বাংলাদেশের বর্তমান যে মাথাপিছু আয় আছে তার সমান ছিল খাবারের অভাবে বাচ্চাদের পালক দিয়ে দিত অন্য দেশের মানুষের কাছে।সেই দক্ষিণ কোরিয়া আজ শক্তিশালী সম্পদে ভরপুর পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
কিভাবে এটা সম্ভব হল তা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলব।
কোন যাদুর কাটির ছোঁয়ায় হয়নি, হয়েছে সততা ,পরিশ্রম,আর নিজেদের ইচ্ছা শক্তির কারনে কোরিয়া পৃথিবীর ২ য় শিল্পোন্নত দেশ, কোরিয়ার মানুষ তাদের দেশকে নিজের চেয়ে বেশি ভালবাসে মায়ের মত ,
প্রতিদিন ১৪/১৫ ঘন্টা আমি নিজেও কাজ করেছি কোরিয়ার নাগরিকেরা তাদের পরিবারের উপার্জন ক্রম নারী পুরুষ সদস্যরা সবাই মিলে একসাথে কাজ করে তাতে তারা কোন লজ্জাবো
ভ্রমণ মানুষের জ্ঞানের ভান্ডার কে সমৃদ্ধ করে, কিন্তূ ভ্রমণ করতে হলেতো সামর্থ্য থাকতে হয় আমার সেই সামর্থ্য নেই তবুও আমি চেষ্টা করে অজানাকে জানা অচেনাকে চেনার জন্য চেষ্টা করি ,বরাবরই আমার ভ্রমণ বিলাসী মন ছোটবেলা থেকেই আমার পাহাড়,সাগর ,অরণ্য খুব ভাল লাগত ,
আল্লাহ আমাকে সেই সুযোগ ও করে দিয়েছিল কারন আমার বাবা ছিলেন একজন ফরেস্ট অফিসার উনার সাথেই আমার জীবনের অনেক সময় কেটেছে, বাংলাদেশের সুন্দরবন , পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান আর সিলেটের পাহাড়ে আর গভীর অরণ্যে ঘেরা উপকূলে।
বাবা পেনশনের আসার পরে আমি মনোযোগ দেই দেশের গন্ডি পেরিয়ে বিদেশের প্রতি,আমার কিছু বন্ধু আছে তারা আমেরিকা কানাডার মত দেশে ভ্রমণ করে কিনতু আমার সেই সামর্থ্য না থাকায় এশিয়ার সমৃদ্ধশালী দেশ হংকং,কোরিয়া,সিংগাপুর,মালয়েশিয়া, জাপান,চায়না,থাইল্যান্ড সহ এশিয়ার ১৮