Hazrat Shah Khizir Shah Majar Sharif

Hazrat Shah Khizir Shah Majar Sharif এটি মাজারটি হচ্ছে ৩৬০ আউলিয়ার অন্যতম একজন অলি হযরত শাহ্ খিজির শাহ্ এর মাজার শরীফ

বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ....সুবহানল্লাহ্
21/03/2023

বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ....সুবহানল্লাহ্



হযরত শাহজালাল (রহ:) এর পবিত্র মাজার শরীফ, সিলেট।"
12/03/2023

হযরত শাহজালাল (রহ:) এর পবিত্র মাজার শরীফ, সিলেট।"


শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম    =============================================ইসলাম ডেস্ক : ‘শব’ একটি ফারসী শব্দ এর অর্থ ...
07/03/2023

শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম




=============================================
ইসলাম ডেস্ক : ‘শব’ একটি ফারসী শব্দ এর অর্থ রাত। ‘বারায়াত’কে যদি আরবী শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হচ্ছে মুক্তি। যেমন কুরআন মাজীদে সূরা বারায়াত রয়েছে যা সূরা তাওবা নামেও পরিচিত। ইরশাদ হয়েছে :
بَرَاءَةٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ (التوبة: ১)

এখানে ‘বারায়াত’ মুক্তি অর্থেও আল-কুরআনে এসেছে যেমন :
أَكُفَّارُكُمْ خَيْرٌ مِنْ أُولَئِكُمْ أَمْ لَكُمْ بَرَاءَةٌ فِي الزُّبُرِ . (سورة القمر :৪৩)
অর্থ : তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ? না কি তোমাদের মুক্তির সনদ রয়েছে কিতাবসমূহে? (সূরা কামার, ৩৪)
আর ‘বারায়াত’ শব্দক যদি ফারসী শব্দ ধরা হয় তাহলে উহার অর্থ হবে সৌভাগ্য। অতএব শবে বরাত শব্দটার অর্থ দাড়ায় মুক্তির রজনী অথবা সৌভাগ্যের রাত, যদি ‘বরাত’ শব্দটিকে ফার্সী শব্দ ধরা হয়।
মূলত ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বারাত’ অর্থ সৌভাগ্য। এ দুটি শব্দ নিয়ে ‘শবে বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী।
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম সমপ্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে সকাতরে ক্ষমাপ্রার্থনা করেন।
নফল নামাজ, জিকির-আজকার, কোরআন মজিদ তিলাওয়াতের মধ্যদিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য। একইসঙ্গে মরহুম আত্মীয়-স্বজনসহ চিরবিদায় নেয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ ছাড়া পাড়া-মহল্লার মসজিদগুলোতেও সন্ধ্যার পর থেকেই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থেকে শেষ রাতে সেহরি খেয়ে পরদিন নফল রোজা রাখেন। শাবান মাসের পরেই আসে পবিত্র মাহে রমজান। তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি।
নামাজের নিয়ত আরবীতে :
“নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার”।
বাংলায় নিয়ত:- “ আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহ্ এর উদ্দেশ্যে শবে বরাতের দু‘রাক‘আত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার”।
শবে বরাতের নামাজ :
শবে বরাতের নামাজ দু‘রাকাত করে যত বেশী পড়া যায় তত বেশী ছওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরছী বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ। এই ভাবে কম্পক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই উত্তম।
প্রতি ৪ রাকাত পর পর কিছু তাসবিহ-তাহলীল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম। এই ভাবে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে।

আমাদের দৈনিক ব্যবহার করা কিছু গুরুত্বপূর্ন  দোয়া...
05/03/2023

আমাদের দৈনিক ব্যবহার করা কিছু গুরুত্বপূর্ন দোয়া...


মা ফাতেমার কবর, ❤️সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন...
26/02/2023

মা ফাতেমার কবর, ❤️
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন...



   মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে । বলছিলাম  ...
13/02/2023





মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।
যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে ।
বলছিলাম ১৯২৩সালের সেই কাঠ মিস্ত্রী ইলমুদ্দিনের কথা।
বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠ মিস্ত্রি " ইলমুদ্দিনের " মতো একজন খাঁটি আশেকে রাসুল এর খুবই অভাব।
যিনি ১৯২৩ সালে প্রিয় রাসুল সাঃ কে নিয়ে অবমাননাকরী " রঙ্গিলা রাসুল " বই প্রকাশ করার কারনে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন । রাস্ট্রের সকল এডভোকেটগণ তার পক্ষে, তারা বলল ইলমুদ্দীন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না,, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বলল
আমি স্বচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল (সাঃ)কে, রাঙ্গিলা রাসূল বলার কারনে,,,
পরে যখন এডভোকেটগণ জিজ্ঞেসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন,, তিনি বলেন আমাকে স্বপ্নে রাসূল (সাঃ) বলছেন, ইলমুদ্দীন তারাতারি আস আমি তোমার জন্য অপেক্ষায় আছি,
তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলি খান , খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড , ইকবাল । কবরে লাশ শায়িত কল্পে অশ্রুস্বজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন " এই মুৰ্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেলো।

11/02/2023

Macca Sarif




Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Mahabu Alam, Rajesh Sk, Md Samsuzzoha, Ru...
23/01/2023

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Mahabu Alam, Rajesh Sk, Md Samsuzzoha, Ruhana Islam, রিজিয়া খাঁ

স্যাটেলাইট থেকে পবিত্র মক্কা শরীফ।সুবহানল্লাহ্!
14/01/2023

স্যাটেলাইট থেকে পবিত্র মক্কা শরীফ।
সুবহানল্লাহ্!




I've just reached 6.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
18/12/2022

I've just reached 6.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

হযরত মুহাম্মদ (সাঃ) এর পাঁগড়ী মোবারক।     Shah Khizir Shah Majar Sharif
17/12/2022

হযরত মুহাম্মদ (সাঃ) এর পাঁগড়ী মোবারক।



Shah Khizir Shah Majar Sharif

26/11/2022



10/11/2022




24/10/2022

হযরত শাহ্ খিজির শাহ্ এর মাজার শরীফের বিভিন্ন প্রাঙ্গন আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো।

🕋 সুবহানআল্লাহ্ 🕋 !!!!! দয়া করে পেইজে লােইক এবং শেয়ার করুন !!!!
18/10/2022

🕋 সুবহানআল্লাহ্ 🕋 !!!!! দয়া করে পেইজে লােইক এবং শেয়ার করুন !!!!


11/10/2022

পুরুষের ৪ বিয়ের সুন্নাত এটাত তো সবাই জানেন কিন্ত বাকিগৃুলা কী জানেন...?
১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত।
২.ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত।
৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত।
৪.স্তীর সাথে রান্না করার কাজে,পরিস্কারের কাজে,
ধোয়া- মোছার কাজে সহায়তা করা সুন্নাত।
৫.ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্তীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।
৬.স্তীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।
৭. স্তীর ভুল ক্ষমা করা সুন্নাত।
৪.স্তীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।
৯. স্তীর অনুভূতিগৃুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।
১০.স্তীর সাথে গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।
১১.স্ত্রী কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।
১২.স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।
১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।
১৪. স্ত্রী পিতা- মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।
১৫.স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।
১৬.স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।
১৭.স্ত্রীর কোলে শৃুয়ে কোর' আন তিলাওয়াত করা সুন্নাত।
১৮.স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।
অনেক পুরুষই আছেন,যারা এগৃুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না।
কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তত। বাকিগৃুলা জেনে তারপরে ৪ টা বিয়া কইরেন...আর সব স্ত্রীকে আলেদা বাসস্হান, সমান অধিকার না দিলে কিয়ামতের ময়দানে
শৃুয়ে শৃুয়ে খোড়ায়ে যেতে হবে রবের সামনে,পারবেন তো?
স্ত্রীর অধিকারগৃুলা ভালোভাবে আদায় করেন,
দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতে ও রবের সান্নিধ্য পাবেন ইনশাআল্লাহ....❤️
আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন❤️❤️

03/10/2022

আজকে আমরা দেখব হযরত শাহজালাল (রা) মাজার শরীফের রাত্রের পরিবেশ এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোক শয্যায় সজ্জিত করা হয়েছে মাজার শরীফের বিভিন্ন প্রাঙ্গণ।

03/10/2022
সুবহান্আল্লাহ....
22/09/2022

সুবহান্আল্লাহ....

সুবহানআল্লাহ্
02/08/2022

সুবহানআল্লাহ্

02/07/2022
সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ...
17/06/2022

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
গোয়াইনঘাট এলাকায় গেলে এখন বিশ্বাস করতে কষ্ট হবে যে এখানে মানুষের বসতি ছিল। চারদিকে পানি। ফেইসবুকে দেখলাম স্থানীয় রেসপন্স টিম কাজ করছে। কিন্তু কয়জনকে উদ্ধার করবে?
এতবড় এক বিপদের সম্মুখীন এই সিলেটকে নিয়ে মেইনস্ট্রীম মিডিয়ায় কোনো কাভারেজ নেই। ভয়াবহ এই বিপর্যয় ঘীরে যেখানে প্রত্যেকটা চ্যানেলের কাভারেজ থাকার কথা সেখানে তেমন কোনো সাড়া নেই। আমরা যারা মোটামুটি নেটওয়ার্কের আওতায় আছি তারা নাহয় ফেইসবুকে টুকটাক লিখে জানাতে পারছি। এটাও কতক্ষণ পারব জানিনা। পাওয়ার স্টেশন ডুবে গেলে সেটাও অসম্ভব হয়ে যাবে।
দেশের অন্যান্য প্রান্তে যারা ভাল আছেন তারা আমাদের ভাল থাকার জন্য দোয়া করুন, সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফেইসবুকে সার্চ করলেই অনেক নাম্বার পাবেন যারা আপনার সাহায্যের আশায় বসে আছে। আশ্রয়কেন্দ্রের মানুষগুলো কোনো খাবার পাচ্ছেনা। সব পানির নিচে। সব..!!
😢


© Abed Hasan Rudro

রাশিয়ান খ্রিষ্টান ধর্ম যাজক অকপটে বলেন অচিরেই সমগ্র বিশ্ব ইসলামি বিশ্ব হবে রাশিয়া ও ইউরোপ শেষ হয়ে যাবে এবং ইসলাম বিশ্...
14/05/2022

রাশিয়ান খ্রিষ্টান ধর্ম যাজক অকপটে বলেন অচিরেই সমগ্র বিশ্ব ইসলামি বিশ্ব হবে

রাশিয়া ও ইউরোপ শেষ হয়ে যাবে এবং ইসলাম বিশ্ব শাসন করবে।

জার্মানিতে 30% খ্রিস্টান বয়স্ক, এবং জার্মানিতে মুসলমানদের সংখ্যা 70% শতাংশ এ পৌঁছাবে

রাশিয়ায়, খ্রিস্টানরা ফুটবল খেলে, গানের কনসার্টে অংশ নেয় কিন্তু গির্জায় যায় না, গির্জা গুলা বন্ধ হতে চলেছে।

অথচ যখন মসজিদ মুসলমানদের দ্বারা পরিপূর্ণ

মস্কোতে, স্কোয়ারগুলি প্রার্থনা করার জন্য হাজার হাজার মুসলমানে পূর্ণ,

এবং ইউরোপ থেকে অন্যান্য ধর্ম বিলুপ্ত হবে কারণ এটি তার নিজস্ব ধর্ম ত্যাগ করছে।

মুহাম্মদ নামটি ইউনাইটেড কিংডমে হামাগুড়ি দিয়ে বেড়ে উঠছে এটি ইউ কে এর সবচেয়ে প্রিয় নাম হয়ে উঠেছে যুবকরা মুহাম্মদ নাম সবচেয়ে বেশি পচন্দ করে

এবং ব্রাসেলসের বর্তমান জনসংখ্যার 49% ভাগই মুসলিম। ইসলাম অচিরেই বিশ্ব শাসন করবে।

আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) এবং উনার পরিবার ও সাহাবীদের উপর দোয়া, ও বরকত দান করুন।
#সংগৃহীত

Address

Dorgah Para (Dorgah Bari), Gaznaipur, Nabiganj
Habiganj

Telephone

+8801710186164

Website

http://www.google.com/

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Shah Khizir Shah Majar Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hazrat Shah Khizir Shah Majar Sharif:

Videos

Share

Category


Other Tour Agencies in Habiganj

Show All

You may also like