AL-Modina Tour & Traveles

AL-Modina Tour & Traveles ভিসা প্রসেসিং, এয়ার টিকেট ও হজ্ব ওমরাহ্‌ এর বিশস্ত প্রতিষ্টান।

22/02/2020
21/02/2020

আমাদের অফিস এর ঠিকানা পরিবর্তন হইছে।নতুন ঠিকানা: ওয়ান ব্যাংকের নিচে।হাটহাজারী বাসষ্টন্ড।

08/11/2019

ওমরাহ্‌ বুকিং চলছে মাত্র ১ লাখ টাকায় ফুল প্যাকেজ।
+8801612204466

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆1. বেনাপোল Land Port.BD side:বেনাপোল যশোর।Indian side: Petrapole, Bongaon, 24-Par...
08/11/2019

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

(Collected)

11/10/2019

দুবাই ভিজিট ভিসার টিকেট করা হয়!
+8801612204466
What's App

03/10/2019

চট্টগ্রাম টু দুবাই 36,০০০/-
চট্টগ্রাম টু মাস্কেট 28,500/-
01612204466

27/09/2019

সকল বিমানের তারিখ পরিবর্তন করা হয়।
+8801612204466
What's App

21/09/2019

ইন্ডিয়ান ও বাংলাদেশের অভ্যন্তরীণ ট্রেনের টিকেট করা হয়।
+8801612204466
what's app

14/09/2019

#সুসংবাদ:
ভারতে চিকিৎসার জন্য এখন আর মেডিকেল ভিসা বাধ্যতামূলক নয়। ট্যুরিস্ট বা বিজনেস ভিসা দিয়েও চিকিৎসা করাতে পারবেন।

সেপ্টেম্বর মাসের ১ তারিখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জটিল কিছু চিকিৎসারর জন্য মেডিকেল ভিসা লাগবে যেমন শরীরের অংগো প্রতিস্থাপন করতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে। কিডনি বা লিভার প্রতিস্থাপন করতে হলে মেডিকেল ভিসা লাগবে।

ছোট খাটো অপারেশন করতে হলে ট্যুরিস্ট/মেডিকেল ভিসা হলেই হবে যেমন টিউমার অপারেশন / জরায়ু অপারেশন ইত্যাদি। তবে কেউ চাইলে মেডিকেল ভিসা করতে পারবেন, সেক্ষেত্রে কোন সমস্যা নেই।

#যোগাযোগ:
+8801612-204466

13/09/2019

আল-মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস সংযুক্ত আছে ১৫০০+ এয়ারলাইন্স এর সাথে।যেকোন দেশের এয়ার টিকেট এর জন্য যোগাযাগ করুন।
+8801612204466 Whatsapp

পাসপোর্ট হারিয়ে গেছে? নতুন পাসপোর্ট পাবেন যেভাবেহারিয়ে গেছে দরকারি পাসপোর্ট? নতুন পাসপোর্ট প্রয়োজন? এজন্য নির্ধারিত ফরমে...
21/08/2019

পাসপোর্ট হারিয়ে গেছে? নতুন পাসপোর্ট পাবেন যেভাবে

হারিয়ে গেছে দরকারি পাসপোর্ট? নতুন পাসপোর্ট প্রয়োজন? এজন্য নির্ধারিত ফরমে আবেদন করে সহজেই পেতে পারেন পাসপোর্ট।

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে।

যা লাগবে
পাসপোর্ট রি-ইস্যুর জন্য লাগবে সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাধারণ ডায়েরির মূল কপি, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
সময় ও খরচ
সাধারণ সময়ে (২১ দিন) পাসপোর্ট পেতে খরচ হবে ৩৪৫০ টাকা। তবে জরুরি প্রয়োজনে ৬৯০০ টাকা ফি দিয়ে ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের নাম অনুযায়ী নির্ধারিত ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দিতে পারবেন।

ফরম পূরণ
এই ঠিকানা (bit.ly/2PWScxw) থেকে পাসপোর্ট ফরম এবং এই ঠিকানা থেকে (bit.ly/2pO9cdZ) থেকে পাসপোর্ট রি-ইস্যু ফরম ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করুন।

পাসপোর্ট ফরমের উপর সদ্য তোলা ছবি ও টাকা জমার মূল রশিদ আঠা দিয়ে যুক্ত করুন। এরপর ফরমে উল্লেখিত ব্যক্তিদের মাধ্যমে ছবি সত্যায়িত ও ফরমের নির্ধারিত অংশটুকু (তৃতীয় পৃষ্ঠা) পূরণ করুন।

কোথায় জমা দেবেন
দেশের প্রত্যেক বিভাগীয় শহরে রয়েছে বিভাগীয় পাসপোর্ট অফিস (bit.ly/2DI1g6l)। এছাড়া ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীসহ দেশের ৫৮টি জেলা শহরে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস (bit.ly/2DVP7M2)।

সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের বাকি পাঁচদিন সব পাসপোর্ট অফিস খোলা থাকে। অফিস চলাকালীন পূরণকৃত ফরম জমা দিতে পারবেন। সাধারণত ১২টা – ১টা পর্যন্ত ফরম জমা নেয়া হয়। জমা দেয়া ফরম ও কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কমকর্তা আপনাকে পরবর্তী কাজের নির্দেশনা দেবেন।

কখন পাবেন
সব কাজ শেষ হলে আপনাকে নতুন পাসপোর্ট প্রদানের সম্ভাব্য তারিখসহ ‘স্লিপ’ দেয়া হবে। ওই তারিখে এই স্লিপ জমা দিয়ে পাসপোর্ট গ্রহণ করতে হবে।

ভিসা চেক করে নিনআপনার ভিসা অরিজিনাল কিনা চেক করে নিন নিচের লিংক থেকে।১। তানজানিয়াঃ http://www.tanzania.go.tz/২। কাতারঃ ...
16/08/2019

ভিসা চেক করে নিন

আপনার ভিসা অরিজিনাল কিনা চেক করে নিন নিচের লিংক থেকে।

১। তানজানিয়াঃ http://www.tanzania.go.tz/

২। কাতারঃ https://portal.moi.gov.qa/wps/portal/en

৩। কুয়েতঃ http://www.moi.gov.kw/

৪। পাকিস্তানঃ http://www.moitt.gov.pk/

৫। সৌদি আরবঃ http://www.moi.gov.sa/

৬। দুবাই/আরব আমিরাতঃ https://www.moi.gov

৭। মিশরঃ http://www.moiegypt.gov.eg/english/​

৮। বাংলাদেশঃ http://www.moi.gov.bd/​

৯। সাইপ্রাসঃ http://www.moi.gov.cy/

১০। নেপালঃ http://www.moic.gov.np/en/​

১১। আলবেনিয়াঃ http://www.moi.gov.al/

১২। জামবিয়াঃ http://www.moi.gov.gm/

১৩। জর্দানঃ http://www.moi.gov.jo/

১৪। ইন্ডিয়াঃ http://labour.nic.in/

১৫। কেনিয়াঃ http://www.labour.go.ke/

১৬। ইটালীঃ https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। সিংগাপুরঃ http://www.mom.gov.sg/

১৮। গ্রীসঃ http://www.mddsz.gov.si/en/

১৯। শ্রীলংকাঃ http://www.labourdept.gov.lk/

২০। দক্ষিণ আফ্রিকাঃ http://www.labour.gov.za/

২১। ইরানঃ http://www.irimlsa.ir/en

২২। ঘানাঃ http://www.ghana.gov.gh/

২৩। থাইল্যান্ডঃ http://www.mfa.go.th/

২৪। বাহরাইনঃ http://www.mol.gov.bh/

২৫। ভূটানঃ http://www.molhr.gov.bt/

২৬। কলমবিয়াঃ http://www2.gov.bc.ca/gov/

২৭। কানাডাঃ https://www.labour.gov.on.ca/english/

২৮। বারবাডোসঃ https://labour.gov.bb/

২৯। কোরিয়াঃ http://www.moel.go.kr/english/

৩০। জাপানঃ http://www.mhlw.go.jp/english/

৩১। সাইপ্রাসঃ http://www.mfa.gov.cy/

৩২। ভিয়েতনামঃ https://www.myvietnamvisa.com/

৩৩। নিউজিল্যান্ডঃ https://immigration.govt.nz/

৩৪। নামিবিয়াঃ http://www.mol.gov.na/​

৩৫। মালদ্বীপ ঃ On arrival

৩৬। মায়ানমারঃ http://www.mol.gov.mm/en/

৩৭। লেবাননঃ http://www.labor.gov.lb/

৩৮। পোল্যান্ডঃ http://www.mpips.gov.pl/en

৩৯। ইংল্যান্ডঃ https://www.gov.uk/

৪০। বুলগেরিয়াঃ http://www.mfa.bg/en/

৪১। আমেরিকাঃ https://travel.state.gov/

৪২। স্পেনঃ http://www.vfsglobal.com/spain

৪৩। ইউক্রেইনঃ http://www.mlsp.gov.ua/​

৪৪। উগান্ডাঃ http://www.mglsd.go.ug/​

৪৫। পেলেস্টাইনঃ http://www.pipa.ps/

৪৬। ব্রুনাইঃ http://www.labour.gov.bn/

৪৭। ইয়ামেনঃ https://yemen.travisa.com/

৪৮। নেদারল্যান্ডঃ http://www.vfsglobal.com/Netherl

Tovuti Kuu ya Serikali Imesanifiwa, imetengenezwa na inahifadhiwa na Wakala ya Serikali Mtandao. Taarifa zinasimamiwa na Wizara ya Habari, Utamaduni, Sanaa na Michezo. Lengo kuu la Tovuti Kuu hii ni kuwezesha upatikanaji wahuduma za umma kwa uwazi, urahisi na gharama nafuu kutoka Taasisi mbalimbali...

আল মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
11/08/2019

আল মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

ভারতীয় ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
05/07/2019

ভারতীয় ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

05/07/2019

পাসপোর্ট নবায়ন মাত্র ৫ দিনেই।
+8801612-204466

30/06/2019

স্পেশাল দামে বিমানের টিকেট

চট্টগ্রাম-মাস্কেট
চট্টগ্রাম-দোহা
চট্টগ্রাম-শারজা
চট্টগ্রাম-দোবাই
চট্টগ্রাম-শারজাহ
চট্টগ্রাম-দাম্মাম
চট্টগ্রাম-রিয়াদ।

আল-মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস্
পল্লী মংগল ফার্মেসীর দক্ষিন পার্শে,সবুজ ফামের্সীর 2য় তলা,হাটহাজরী বাসষ্ট্যন্ড,চট্টগ্রাম।
01612-204466/01827-357686

জুলাই থেকে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট।উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী জুলাই থেকে মেশিন রিডেবল পাসপোর্টের (...
06/06/2019

জুলাই থেকে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট।

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী জুলাই থেকে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বদলে বাংলাদেশে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট)।
মঙ্গলবার (২১ মে) এই উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়েছেন বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পাসপোর্টের মেয়াদ ১০ বছর হবে বলে জানিয়েছেন।
জানা গেছে, ই-পাসপোর্টের ফি হবে দ্বিগুণ। পাশাপাশি ৫ বছর মেয়াদি পাসপোর্টও প্রদান কর হবে। বর্তমানে সাধারণ পাসপোর্টের ফি ৩৪৫০ টাকা ও জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৬৯০০ টাকা রয়েছে।
পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্টের ক্ষেত্রে অতিজরুরি সেবা যোগ করার প্রস্তাব করেছে। যদিও ১৫ শতাংশ ভ্যাটসহ এর জন্যও গুণতে হবে আলাদা ফি।
জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার গাইড লাইন অনুসারে ২০১০ সালের ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে দেশে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি কার্যক্রম চালু হয়।
বর্তমানে দেশে ও বিদেশে অবস্থিত বিভিন্ন বাংলাদেশ মিশনে এমআরপি ইস্যু করা হচ্ছে। তবে জুলাইয়ে চালু হতে যাওয়া ই-পাসপোর্ট আরও বেশি আধুনিক। এতে একটি চিপের মধ্যে একজন নাগরিকের পাসপোর্টের প্রয়োজনীয় সব তথ্য থাকবে। কম্পিউটারে পাঞ্চ করেই পড়া যাবে এর তথ্য। এটি একজন নাগরিকের তথ্য সংরক্ষণের অত্যাধুনিক পদ্ধতি। তবে চিপের পাশাপাশি এতে কাগজের অংশও থাকবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ নাগরিকরা জুলাই থেকে ই-পাসপোর্টের সুবিধা পাবেন। নাগরিকদের হাতে এই পাসপোর্ট তুলে দিতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রকল্পটি চলতি অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। যা শেষ হবে ২০২৮ সালের জুনের মধ্যে।
তিনি জানান, এটা সম্পূর্ণ সরকারি অর্থায়নেই বাস্তবায়ন করা হচ্ছে। তবে পাসপোর্টের ফি বৃদ্ধির প্রস্তাব পাওয়া গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ই-পাসপোর্ট প্রকল্পের তথ্য অনুযায়ী, সর্বশেষ উন্নত প্রযুক্তিসম্পন্ন পাসপোর্ট ইস্যু, নিরাপত্তা বৃদ্ধি, বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি ও আগত বিদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে গমনাগমন নিশ্চিত করতেই প্রকল্পটি বাস্তবায়ন করবে সরকার। এটি বাস্তবায়ন হলে বিশ্বের যে কোনো স্থান থেকে একজন পাসপোর্টধারীর নম্বর সার্চের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সব তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, এমআরপি ব্যবস্থায় একজন ব্যক্তির দশ আঙুলের ছাপ ডেটাবেসে সংরক্ষণ না থাকায় একাধিক পাসপোর্ট করার প্রবণতা ধরা পড়ে। ফলে ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভব করে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনের সময় ই-পাসপোর্ট প্রবর্তনের নির্দেশ দেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর জার্মানি সফরের সময় ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি সে দেশের প্রতিষ্ঠান ভ্যারিডোস জিএমবিএইচ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ই-পাসপোর্ট চালুর বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়।
তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয় ই-পাসপোর্ট চালুর।

বাংলাদেশ বিমানের পাসপোর্টবিহীন পাইলটকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন।পাসপোর্ট সঙ্গে না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
06/06/2019

বাংলাদেশ বিমানের পাসপোর্টবিহীন পাইলটকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন।

পাসপোর্ট সঙ্গে না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন। বুধবার রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

ওই পাইলটের নাম ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি এখন দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে অবস্থান করছেন। অপর একটি বেসরকারি বিমানের ফ্লাইটে তার পাসপোর্ট পাঠিয়ে তাকে দেশে আনার চেষ্টা চলছে।
জানা গেছে, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। বিশেষ এই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান, যেটি ধরা পড়ে সেদেশের ইমিগ্রেশনে। পরে তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়।
আইন অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারো দেশত্যাগ কিংবা অন্য দেশে প্রবেশের সুযোগ নেই। ফজল মাহমুদ কাতার ইমিগ্রেশনকে জানান, তার পাসপোর্ট বিমানের ফ্লাইট অপারেশন রুমের লকারে। পরে বিমানের নিরাপত্তা মহাব্যবস্থাপকের কাছ থেকে চাবি নিয়ে ফজল মাহমুদের পাসপোর্ট উদ্ধার করেন বিমানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মহাব্যবস্থাপক (জিএম সেন্ট্রাল কন্ট্রোল ) আশরাফ হোসেন। তিনি জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন জামিল আহমেদের নির্দেশনা মোতাবেক তিনি পাসপোর্ট উদ্ধার করেন এবং এই পাসপোর্ট কাতারে পাঠানোর উদ্যোগ নেন তিনি।

বৃহস্পতিবার কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফজল মাহমুদের পাসপোর্ট দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানোর চেষ্টা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু কাতার এয়ারলাইন্স পাসপোর্ট বহনে অস্বীকৃতি জানায়। কাতার এয়ারলাইন্স জানায়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া একজনের পাসপোর্ট্‌ বহনের নিয়ম নেই।
পরে রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানে করে ফজল মাহমুদের পাসপোর্ট কাতার পাঠানোর উদ্যোগ নেয়া হয়। রিজেন্ট এয়ারলাইন্সও ওই পাসপোর্ট বহনে অস্বীকৃতি জানায়।
এদিকে পাসপোর্ট ছাড়া একজন পাইলট কীভাবে নিজ দেশের ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন এটি নিয়ে তোলপাড় চলছে। আইন অনুযায়ী পাসপোর্ট ছাড়া দেশত্যাগ ও অন্য দেশে প্রবেশের সুযোগ নেই।
এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক বলেন, বিষয়টি ক্যাপ্টেন ফজল মাহমুদের ব্যক্তিগত গাফিলতি। তিনি দেশে ফিরে আসার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে জানতে বিমানের পরিচালক (ফ্লাইট অপরারেশন) ক্যাপ্টেন জামিল আহমেদকে (বর্তমানে বিমানের এমডির দায়িত্বে) একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
রিজেন্ট এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ক্যাপ্টেন ফজল মাহমুদের পাসপোর্ট বহন করবে না রিজেন্ট এয়ার।
এ বিষয়ে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ বলেন, ভিভিআইপিকে বহন করতে যাওয়া কোনো ফ্লাইটের কোনো ক্রুর পাসপোর্ট ছাড়া যাওয়া ঠিক হয়নি। এটি বড় ধরণের অপরাধ। দেশে আসার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে পাসপোর্ট ছাড়া লন্ডন যাওয়ায় বিমানের একজন পাইলটকে বড় অংকের আর্থিক জরিমানা গুনতে হয়েছে।
ক্যাপ্টেন ফজল মাহমুদ কাতার অবস্থান করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, ফজল মাহমুদ ড্রিমলাইনারের একজন ইনস্ট্রাকটরেরও দায়িত্বে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। তাকে বহন করতে বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার কাতার অবস্থান করছে।

জরুরী পাসপোর্ট নবায়ন মাত্র ৩-৫ দিনেই।+8801612-204466what's app
20/05/2019

জরুরী পাসপোর্ট নবায়ন মাত্র ৩-৫ দিনেই।
+8801612-204466
what's app

20/05/2019

ইন্ডিয়ান ভিসা মাত্র ১ দিনে
+8801612-204466

Address

Hathazari
4331

Alerts

Be the first to know and let us send you an email when AL-Modina Tour & Traveles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL-Modina Tour & Traveles:

Videos

Share

Category


Other Hathazari travel agencies

Show All