মারকায-আল হারামাইন ট্রাভেলস

মারকায-আল হারামাইন ট্রাভেলস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মারকায-আল হারামাইন ট্রাভেলস, Travel Company, এ. বি. সি. টাওয়ার (বশর বিল্ডিং) ২য় তলা, ডাকবাংলো রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম, Hathazari.

Al haramain travels
🇧🇩 পাসপোর্ট প্রসেসিং
✈️ বিমানের টিকেট
💪 ম্যানপাওয়ার
🏖️ হলিডে প্যাকেজ
🌍 গ্লোবাল ভিসা পরিষেবা
🕋 উমরাহ প্যাকেজ
🏨 হোটেল বুকিং
🛫 ট্রাভেল ইন্সুরেন্স
🇦🇪 আমিরাতের ভিজিট ভিসা সেবা
📄 গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সত্যায়িত করা

টিকেট করবেন কম প্রাইসে?তবে ভালো এজেন্সি দেখে, ভালো মানুষের মাধ্যমেই যেন করেন।আমার এক পরিচিত মুরুব্বীর সাথে ঘটে যাওয়া এক ...
13/01/2025

টিকেট করবেন কম প্রাইসে?

তবে ভালো এজেন্সি দেখে, ভালো মানুষের মাধ্যমেই যেন করেন।

আমার এক পরিচিত মুরুব্বীর সাথে ঘটে যাওয়া এক কাহিনী

কয়েকদিন আগের কথা
উনি দুবাইর টিকেটের জন্য আমাদের মারকায-আল হারামাইন ট্রাভেলস এ আসেন।
পরিচিত হওয়ায় আমাদের অফিসেই আসেন।
অতঃপর দাম দর করে ওইদিন ওনি বাসায় চলে যান,
ইনফেক্ট এর কিছু সময় পরেই উনি আমাকে জানান যে আমাদের দেওয়া প্রাইস এর থেকেও আরো কম প্রাইসে এক লোক উনাকে অফার করেছে এবং তিনি ঔ লোক থেকে টিকেটও কেটে ফেলেছেন।
যেহেতু করে ফেলেছেন তারপর ওটা নিয়ে আর তেমন একটা কথা হয়নি উনার সাথে।

আজকে হঠাৎ করে উনার সাথে দেখা,
কথার এক ফাঁকে জিজ্ঞেস করলাম আপনি না টিকেট করছেন? তো দেখি আপনার টিকিটটা, কত টাকা দিয়ে করছেন ইত্যাদি ইত্যাদি,

(যেহেতু আমাদের চাইতে আরো অনেক কম প্রাইসেই করেছেন তাই একটু কৌতুহলী ছিলাম)

টিকিটের দাম দেখে সংশয় জাগে মনে,
যেহেতু আমরা নিজেরাও একটা এজেন্সি চালাই তাই ওনার টিকিটটা অনলাইনে চেক করলাম ।
পূর্বে যে সংশয় ছিল তাই এখন পূর্ণতা পেল,

আফসুস হয়েছে, এমন একজন মুরুব্বীর সাথে ও প্রতারণা করতে পারে!?
প্রতারক চক্র টিকেট টি তার সামনে কনফার্ম করে পরবর্তী টাকা গুলা রিফাউন্ড করে টিকেট টি কেন্সেল করে মুরুব্বী থেকে পুরো অর্থ আত্মসাৎ করে নিয়েছে।
যা মুরুব্বী জানেনওনা! হয়তো যাওয়ার দিন পরিবার থেকে বিদায় নিয়ে আবার পরিবারের কাছেই ফিরে আসতে হতো!😢

সো সর্বোপরি সবাই চোখ কান খোলা রাখবেন,
প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ‌।

12/25 ফেব্রুয়ারি উমরাহ গ্রুপ প্রস্তুত। বুকিং শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন।
12/01/2025

12/25 ফেব্রুয়ারি উমরাহ গ্রুপ প্রস্তুত।

বুকিং শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন।

বড়দের দোয়া আর পরামর্শে আমাদের সূচনা। আমরা টাকার বিনিময়ে ব্রান্ডিং বিশ্বাস করি না। প্রতিটি কাস্টমার ই আমাদের এক এক জন ...
10/01/2025

বড়দের দোয়া আর পরামর্শে আমাদের সূচনা।

আমরা টাকার বিনিময়ে ব্রান্ডিং বিশ্বাস করি না। প্রতিটি কাস্টমার ই আমাদের এক এক জন ব্রান্ড অ্যাম্বাসেডর। আলহামদুলিল্লাহ।

নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থার শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহ।

জরুরি ঘোষণা  উমরাহ পালনে আগ্রহী সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে উমরাহ ভিসায় থাকার মেয়াদ মাত্র ১ মাস...
05/01/2025

জরুরি ঘোষণা

উমরাহ পালনে আগ্রহী সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
এখন থেকে উমরাহ ভিসায় থাকার মেয়াদ মাত্র ১ মাস। এবং অতিরিক্ত কেউ ৮০ দিন পর্যন্ত থাকতে চাইলে, প্রতিজনের জন্য আরও ৫,০০০ টাকা করে প্রদান করতে হবে।

উমরাহ ভিসায় সৌদি আরবে থাকার সময়সীমা কমিয়ে ১ মাস নির্ধারণ করা হয়েছে।

উমরাহ কিংবা সৌদি ভ্রমণের পরিকল্পনা করার আগে এই নতুন নিয়ম সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

গত কাল আমাদের অফিসে এসেছিলেনবাংলার সিংহ পুরুষ মুফতী আমিনী রহ: এর সুযোগ্য নাতি, আমাদের সকলের প্রিয় ভাই ও মোহাব্বতের মানুষ...
04/01/2025

গত কাল আমাদের অফিসে এসেছিলেন
বাংলার সিংহ পুরুষ মুফতী আমিনী রহ: এর সুযোগ্য নাতি, আমাদের সকলের প্রিয় ভাই ও মোহাব্বতের মানুষ হাফেজ মাওলানা Ashraf Mahdi ভাই

ভাইকে আমরা চিনি মরহুম আমিনী রহিমাহুল্লাহর প্রতিচ্ছবি হিসেবে।
দূর থেকে যতোটা গম্ভীর মনে হয়, কাছ থেকে এরচেয়েও বেশি বিনয়ী এবং মিশুক।

রব আপনি এই মানুষ গুলোর হায়াতে বারাকাহ দান করুন এবং এদের নিরলস পরিশ্রম কে উম্মাহর ঐক্য ও সমৃদ্ধির জন্য কবুল করুন, আমীন।

চট্টগ্রাম টু দুবাই৯ তারিখ কিছু সিট খালি আছে। ইউ এস বাংলা, ডাইরেক্ট।
03/01/2025

চট্টগ্রাম টু দুবাই
৯ তারিখ কিছু সিট খালি আছে।

ইউ এস বাংলা, ডাইরেক্ট।

জরুরী বিজ্ঞপ্তি....আজ (০৩ জানুয়ারী ২০২৫) থেকে সালাম এয়ার এর সকল ফ্লাইটের যাত্রীগন হ্যান্ড ব্যাগেজ শুধুমাত্র ৫ কেজি পাবেন...
03/01/2025

জরুরী বিজ্ঞপ্তি....

আজ (০৩ জানুয়ারী ২০২৫) থেকে সালাম এয়ার এর সকল ফ্লাইটের যাত্রীগন হ্যান্ড ব্যাগেজ শুধুমাত্র ৫ কেজি পাবেন।

সালাম এয়ার এর সকল যাত্রীগন বিষয়টি অবশ্যই স্মরণে রাখবেন।

সুখবর.....বাংলাদেশীদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা।
02/01/2025

সুখবর.....

বাংলাদেশীদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা।

নতুন বছর উপলক্ষে আল হারামাইন ট্রাভেলস নিয়ে এসেছে আকর্ষণীয় উমরাহ অফার...বুকিং শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন।
01/01/2025

নতুন বছর উপলক্ষে আল হারামাইন ট্রাভেলস নিয়ে এসেছে আকর্ষণীয় উমরাহ অফার...

বুকিং শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন।

আসছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জটিলতা দূর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেই সুবাদে ...
28/12/2024

আসছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জটিলতা দূর হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

সেই সুবাদে আল হারামাইন ট্রাভেলস ও আপনাদের জন্য নিয়ে আসছে সুখবর।

আরব আমিরাতের ভিসা প্রসেসিং,
ভিসিট ভিসা, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা সহ ইত্যাদি সকল প্রকার সেবা দিতে প্রস্তুত আল হারামাইন ট্রাভেলস।

আরব আমিরাতে অবস্থিত আল হারামাইন ট্রাভেলস এর একাধিক নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।
সবার আগে সর্বোচ্চ সেবা নিতে পারবেন আপনিও, ইনশাআল্লাহ।

আব্বাজানের নিসবতে সকলেই মহব্বত করেন। মহব্বতের তাগিদে গতকাল আমাদেরকে দেখতে আল হারামাইন ট্রাভেলস এ এসেছিলেন, প্রখ্যাত ওয়া...
27/12/2024

আব্বাজানের নিসবতে সকলেই মহব্বত করেন।

মহব্বতের তাগিদে গতকাল আমাদেরকে দেখতে আল হারামাইন ট্রাভেলস এ এসেছিলেন, প্রখ্যাত ওয়ায়েজ, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব হাফিজাহুল্লাহ।

রব আমাদের উপর আব্বাজান এবং হযরতের ছায়াকে দীর্ঘায়িত করুন, আমীন।

আজ আল হারামাইন ট্রাভেলস এ মোবারক কদম রেখেছেন, আমাদের উস্তাদ এবং মুরুব্বি, প্রখ্যাত হাদিস বিশারদ ফটিকছড়ি নানুপুর ওবাইদিয়...
26/12/2024

আজ আল হারামাইন ট্রাভেলস এ মোবারক কদম রেখেছেন, আমাদের উস্তাদ এবং মুরুব্বি, প্রখ্যাত হাদিস বিশারদ ফটিকছড়ি নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আল্লামা মুফতী কুতুব উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি।

হুযুর আল হারামাইন ট্রাভেলস ও আমাদের জন্য মন ভরে দুআ করেছেন।

উস্তাদদের দুআ ও নেক নজরআমাদের কে সাহস যোগায়।

রব আমাদের প্রত্যেক উস্তাদকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমীন।

আপনাদের সেবা দেওয়া আমাদের প্রতিজ্ঞা। পথচলার পর থেকে এযাবত পর্যন্ত কথা কাজে মিল রেখে যথাযথ সেবা দিতে সক্ষম হয়েছি আলহামদ...
24/12/2024

আপনাদের সেবা দেওয়া আমাদের প্রতিজ্ঞা।
পথচলার পর থেকে এযাবত পর্যন্ত কথা কাজে মিল রেখে যথাযথ সেবা দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।
কাজ শেষে যখন ক্লাইন্ট সন্তুষ্ট প্রকাশ করে তখন আমরা আনন্দিত হই।
আমাদের বিশ্বাস, আল হারামাইন ট্রাভেলস আপনারও আস্থার ঠিকানা হবে, ইনশাআল্লাহ।
আমরা আমাদের মেহমানদের জন্য রেখেছি Atyab এর আতর উপহার।

🌍 গ্লোবাল ভিসা পরিষেবা
17/12/2024

🌍 গ্লোবাল ভিসা পরিষেবা

যে সকল ভাই ও বোনেরা ইসলাম ও দেশ রক্ষায় শহীদ হয়েছেন আজকের এই বিজয় দিবসে তাদের মাগফিরাত কামনা করছি।
16/12/2024

যে সকল ভাই ও বোনেরা ইসলাম ও দেশ রক্ষায় শহীদ হয়েছেন আজকের এই বিজয় দিবসে তাদের মাগফিরাত কামনা করছি।

ওমরাহ বুকিং চলছে...
09/12/2024

ওমরাহ বুকিং চলছে...

07/12/2024

Address

এ. বি. সি. টাওয়ার (বশর বিল্ডিং) ২য় তলা, ডাকবাংলো রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম
Hathazari
4330

Alerts

Be the first to know and let us send you an email when মারকায-আল হারামাইন ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share