![টিকেট করবেন কম প্রাইসে?তবে ভালো এজেন্সি দেখে, ভালো মানুষের মাধ্যমেই যেন করেন।আমার এক পরিচিত মুরুব্বীর সাথে ঘটে যাওয়া এক ...](https://img5.travelagents10.com/059/744/122121143750597444.jpg)
13/01/2025
টিকেট করবেন কম প্রাইসে?
তবে ভালো এজেন্সি দেখে, ভালো মানুষের মাধ্যমেই যেন করেন।
আমার এক পরিচিত মুরুব্বীর সাথে ঘটে যাওয়া এক কাহিনী
কয়েকদিন আগের কথা
উনি দুবাইর টিকেটের জন্য আমাদের মারকায-আল হারামাইন ট্রাভেলস এ আসেন।
পরিচিত হওয়ায় আমাদের অফিসেই আসেন।
অতঃপর দাম দর করে ওইদিন ওনি বাসায় চলে যান,
ইনফেক্ট এর কিছু সময় পরেই উনি আমাকে জানান যে আমাদের দেওয়া প্রাইস এর থেকেও আরো কম প্রাইসে এক লোক উনাকে অফার করেছে এবং তিনি ঔ লোক থেকে টিকেটও কেটে ফেলেছেন।
যেহেতু করে ফেলেছেন তারপর ওটা নিয়ে আর তেমন একটা কথা হয়নি উনার সাথে।
আজকে হঠাৎ করে উনার সাথে দেখা,
কথার এক ফাঁকে জিজ্ঞেস করলাম আপনি না টিকেট করছেন? তো দেখি আপনার টিকিটটা, কত টাকা দিয়ে করছেন ইত্যাদি ইত্যাদি,
(যেহেতু আমাদের চাইতে আরো অনেক কম প্রাইসেই করেছেন তাই একটু কৌতুহলী ছিলাম)
টিকিটের দাম দেখে সংশয় জাগে মনে,
যেহেতু আমরা নিজেরাও একটা এজেন্সি চালাই তাই ওনার টিকিটটা অনলাইনে চেক করলাম ।
পূর্বে যে সংশয় ছিল তাই এখন পূর্ণতা পেল,
আফসুস হয়েছে, এমন একজন মুরুব্বীর সাথে ও প্রতারণা করতে পারে!?
প্রতারক চক্র টিকেট টি তার সামনে কনফার্ম করে পরবর্তী টাকা গুলা রিফাউন্ড করে টিকেট টি কেন্সেল করে মুরুব্বী থেকে পুরো অর্থ আত্মসাৎ করে নিয়েছে।
যা মুরুব্বী জানেনওনা! হয়তো যাওয়ার দিন পরিবার থেকে বিদায় নিয়ে আবার পরিবারের কাছেই ফিরে আসতে হতো!😢
সো সর্বোপরি সবাই চোখ কান খোলা রাখবেন,
প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ।