Nijhum Dwip - The Island of Silence

Nijhum Dwip - The Island of Silence Nijhum Dwip is a small island under Hatiya upazila. It is situated at Noakhali district in Bangladesh

10/05/2023

স্বশিক্ষিত ইঞ্জিনিয়ারই নিঝুম দ্বীপের জেলেদের ভরসা II Self-educated engineers in Nijhum Island



পথে প্রান্তরে , নদ নদী ও সাগরে ঘুরে বেড়াই , চোখে যা পড়ে , তাই আপনাদের সামনে তুলে ধরি । সব সময় আমি আমার দেশের মানুষের জীবন যাপন তুলে ধরতে পছন্দ করি । আমার দেশের মানুষ আমার কাছে অনেক মূল্যবান । নিঝুম দ্বীপ বসবাসকারী জনগোষ্টি , আমাদের দেশের মূলধারা জনগোষ্টি থেকে অনেক পিছিয়ে I নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান,বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলত। এ চরে প্রচুর ইছা মাছ (চিংড়ীর স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতির চরও বলা হত। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো। পরে এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন।মূলত বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর - এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৪০ খ্রিষ্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৫০ খ্রিষ্টাব্দের দিকে জন বসতি গড়ে উঠে। ১৯৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোন প্রাণের অস্তিত্ব ছিলনা। এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেও ডাকত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে। বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিষ্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন।
On the way, I wandered in the wilderness, rivers and seas, I will present to you what I see. I always like to highlight the life of the people of my country. People of my country are very precious to me. The people living in Nijhum Island are far behind the mainstream people of our country, from the national opportunities, So far electricity has not gone inside the facility. A local young entrepreneur is generating, distributing and developing his own fortune by generating and distributing electricity to the entire Nijhum Island "Namar Bazar". Today's episode is about such a young man. We salute him from our channel Life Living.
Nijhum Island is a small island of Bangladesh . It belongs to Hatia upazila of Noakhali district . On April 8, 2001, the Bangladesh government declared the entire island as a national park. In 2013, the island was separated from the Jahazmara Union and got the status of an independent union. The former name of Nijhum Island was Char-Osman , Char of Baulla , and some also called it Char of Ichamati . It was also called Ichamati Char as a lot of Icha fish (local name for shrimp) was available in this char. A Bathania named Osman first settled on Nijhum Island with his herd of buffaloes. Then it was named after this name. Basically Ballarchar, Char Osman, Kamlar Char and Moulvir Char - these four chars together form Nijhum Island. The island of about 14,050 acres was raised around 1940 AD. Around 1950 AD, the settlement was established. In the terrible cyclone of 1970, no life existed on the island. The soil of this island is sandy, so the fishermen named it Balur Char. The island was sometimes called by the local people as Ballarar Dale or Ballarachar due to the presence of sand dunes. Although it is now called Nizhumdwip, the local people still refer to this island as Bailar Dale or Ballarachar. The Forest Department of Bangladesh started its activities in the 70s. First four pairs of deer are released experimentally. Nijhum Island is now a deer sanctuary. According to the 1996 AD deer census, the number of deer is 22,000. Nijhum island surrounded by salt water is a keora tree sanctuary. Nijhum Island is claimed by many to be the second largest mangrove forest in Bangladesh after the Sundarbans .
Facebook - https://www.facebook.com/LifeLivingworld
Like Our page - https://www.facebook.com/LifeLivingworld
Follow our website - https://lifelivingworld.com
Like Our - https://twitter.com/LifeLiving07
Like our - https://www.instagram.com/lifelivingworld/
https://www.youtube.com/c/LifeLivingWorld

Nijhum Dwip Sea Beach 😍
18/10/2020

Nijhum Dwip Sea Beach 😍

হাতিয়া কে দেশের ১ম করোনা মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তে ঘুরে আসুন হাতিয়া ও নিঝুমদ্বীপ।
11/10/2020

হাতিয়া কে দেশের ১ম করোনা মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তে ঘুরে আসুন হাতিয়া ও নিঝুমদ্বীপ।

এই শীতে আপনার প্রথম ভ্রমণ হোক হরিণ ও সাগরের দেশ নিঝুম দ্বীপে।
10/10/2020

এই শীতে আপনার প্রথম ভ্রমণ হোক হরিণ ও সাগরের দেশ নিঝুম দ্বীপে।

Address

Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijhum Dwip - The Island of Silence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Tour Guides in Hatiya

Show All