18/12/2023
মানুষের কাছে পাহাড় এক আলাদা ভালবাসার জায়গা।পাহাড়ের নির্মল বাতাসের সাথে প্রাকৃতিক সৌন্দর্য কে অনুভব করার অনুভূতিটাই আলাদা। পাহাড় আমাদেরকে শেখায়- যার উচ্চতা যতো বেশী, তার শূন্যতা ততোই বিশাল। যা দৃঢ়তা, অনন্তকাল, এবং স্থিরতার প্রতীক। এদিক থেকে বেশিরভাগ মানুষের কাছে পাহাড় প্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট-বড় অসংখ্য পাহাড়। উঁচু-নিচু ঢেউ তোলা এসব সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা মেঠোপথে চলতে কার না ভালো লাগে।সঙ্গে পাঁচ-ছয়জন ভ্রমণপ্রেমী বন্ধুদের একটা দল থাকলে ভ্রমণ হয়ে উঠবে আরও প্রাণবন্ত।