12/08/2024
রকিব লিটন
অধরা
হৃদয়ের ভেতর সমস্ত গ্রামাঞ্চল জুড়ে তোমার ঘরগেরস্থি
তবুও কিছুতেই আমি পড়তে পারি না ।
মনে হয় জোছনার প্লাবনে ফুটন্ত আকাশের স্থির নক্ষত্র তুমি ।
নদীর মোহনায় নরম নীরব কাশফুল দেখে মনে হয় , এই তো তুমি ।
সমুদ্রের ঢেউ বেলাভূমিতে আছড়ে পড়ার বর্ণমালা
মনে হয় তোমার কন্ঠশ্বর ।
হলুদ রঙের ভেতর ডোরাকাটা বৈচিত্র্যময় ফড়িং দেখলে
তোমার তৃষ্ণার্ত ঠোঁটের কথা মনে পড়ে যায় ।
সবুজ গহীন অরণ্যে হেঁটে চলা ঝর্ণার মোহনীয় কলধ্বনি
মনে হয় তোমার পায়ের আওয়াজ ।
কিন্তু তোমাকে স্পর্শ করতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ো।
তখন কেবল তোমার অশরীরী আত্মা ফুল নদী কিংবা প্রজাপতি হয়ে যায়।
সহস্র বছর ধরে অধ্যয়ন করে ভীষণ ক্লান্ত আমি ,
তবুও অনাবিষ্কৃত থেকে গেলে।