Shamim Enterprise

Shamim Enterprise ভ্রমণ পৃথিবীর একমাত্র জিনিস যার পেছনে অর্থ ব্যয় করে আপনি শুধু ধনী থেকে আরো ধনী হবেন

18/09/2024

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নিতে আবারও কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া।

28/08/2024

আজ বৃহস্পতিবার ২৯.০৮.২৪ ঢাকা যমুনা ফিউচার পার্ক ও সাতক্ষীরা ইন্ডিয়ান ভিসা সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে. যশোর ইন্ডিয়ান ভিসা সেন্টারে যথা নিয়মে দুপুর ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত পাসপোর্ট বিরণ চলবে.আজ বাটা ১০০ টাকা ৬৯.৮০ রুপি.

28/08/2024

২৮-০৮-২০২৪ সাতক্ষীরা ভিসা অফিস বন্ধ

ভারতীয় ভিসা সেন্টার খুলেছে। তবে শুধু পাসপোর্ট উত্তোলন করতে পারবেন তারাই যাদের মোবাইলে এসএমএস এসেছে। কোনো ভিসা আবেদন জমা...
12/08/2024

ভারতীয় ভিসা সেন্টার খুলেছে।
তবে শুধু পাসপোর্ট উত্তোলন করতে পারবেন তারাই যাদের মোবাইলে এসএমএস এসেছে। কোনো ভিসা আবেদন জমা নেওয়া হচ্ছেনা। জমা প্রক্রিয়া চালু হওয়ার তারিখ ivacbd এর ওয়েব সাইটে জানানো হবে

06/07/2024

মেডিকেল ভিসায় গিয়ে নির্ধারিত হসপিটালে ডাক্তার না দেখানোর কারণে
🇧🇩 ভারতে 🇮🇳
আটকে পড়েছে শতাধিক
বাংলাদেশি।

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।ডকুমেন্টস:-১. অরিজিনাল পাসপোর্ট।২. ২"*২" সা...
21/06/2024

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।
ডকুমেন্টস:-
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ২"*২" সাইজের ছবি।
৩. পাসপোর্ট ফটোকপি।
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে)।
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা। পেয়েছেন সেখানেই IVAC পোর্ট অ্যাড করতে হবে।
যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান এম্বাসির 41 নং কাউন্টারে 300 টাকা সহ জমা দিবেন।

20/06/2024

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ করছেন। যারা ওই অতিরিক্ত খরচ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল। এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি। মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায়। আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে এই পোস্ট টি আপনাদের জন্য নয়।
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন। এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে। আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জংশনে এসে নামবেন (দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না)। এখান থেকে মাত্র ১৫ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন।

কলকাতা মেট্রো রেলের রুট:----

দমদম > বেলগাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবীন্দ্র সনদ > নেতাজী ভবন > জতীন দাস পার্ক > কালীঘাট > রবীন্দ্র সরোবর > টালীগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস। ভাড়া ১০, ১৫, ২০, ২৫ রুপি। আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১৫ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত। চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লেখা আছে। আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন।

এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে...

★ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন।
★গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন।
★হাওড়া ব্রিজঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
★ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন।
★জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন।
★রাম মন্দিরঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
★মার্বেল প্লেসঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
★ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন।
★কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন।
★ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন।
★চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো।
★নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
★বড় বাজারঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
★রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।
★লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।
অনেকেই নিউমার্কেট এলাকায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকে । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন। এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এলাকা।

বি.দ্র. মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না। মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলোতে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না। সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ, অফিস ব্যাগ, শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন। ভালো থাকবেন।

✅ গর্ভকালীন ভাতা পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় শর্ত মেনে আবেদন করা হয়। শর্তগুলো নিম্নরুপঃ-১. প্রথম ও দ্বিতীয় পর্বের সন্তান ...
05/06/2024

✅ গর্ভকালীন ভাতা পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় শর্ত মেনে আবেদন করা হয়। শর্তগুলো নিম্নরুপঃ-

১. প্রথম ও দ্বিতীয় পর্বের সন্তান গর্ভ অবস্থায় জন্মের ২ বছর পর মারা গেলে ৩য় বারের মতো কেউ গর্ভবতী হলে তখন সে ভাতা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবে।

২. একজব ব্যক্তি একবার ২ বছর সময়কালের জন্য ভাতা পাবে।

৩. গর্ভকালীন ভাতা পাওয়ার জন্য প্রথম বা সর্বোচ্চ ২বার গর্ভবতী হতে হবে।

৪. গর্ভবতী ব্যক্তির পরিবারের মাসিক আয় ১৫০০ এর নিচে হতে হবে।

৫. পরিবারের কোন জমি নেই।

৬. আবেদনকারি ব্যক্তিকে অবশ্যয় নিম্ন সীমার দরিদ্র হতে হবে।

৭. গর্ভবতী মায়ের বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে।

উপরোক্ত শর্তসমূহগুলো একজন দরিদ্র গর্ভকালীন ব্যক্তির মাঝে বিদ্যমান থাকলে সে ব্যক্তি গর্ভকালীন ভাতা পাওয়ার যোগ্য।

👉বিঃদ্রঃ অনেকে না জানার কারণে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই শেয়ার করে নিজ আইডিতে রেখে দিন অন্যরা উপকৃত হবে।

02/06/2024

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**

আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ দালাল থেকে দূরে থাকতে হবে।
২/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
৩/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

আপনারা চাইলে এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিতে পারি।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সিম্পল দিলাম

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

শেঞ্জেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

ডকুমেন্টসের ভাষা

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

শেঞ্জেন ভিসার সুবিধা

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।

কারো যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় ইনবক্স করবেন ইনশাআল্লাহ যতটুকু জানি সহযোগিতা করবো।

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!ভারতের ভিসার জন্য ভোগান্তি কমবে। মাত্র ১ দিনেই মিলবে দেশটির ভিসা। এ ভিসা পাও...
18/05/2024

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

ভারতের ভিসার জন্য ভোগান্তি কমবে। মাত্র ১ দিনেই মিলবে দেশটির ভিসা। এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন।

ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। শর্তসাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিকেল ভিসা। তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।

আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হত বাংলাদেশিদের। কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে। এটা যেন আরো কম সময়ে দেওয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদনও করে বাংলাদেশ।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন।

দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরো মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।

যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস- এ বাংলাদেশিরা যে আবেদন করবেন, তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ঐ ভিসা দেওয়া হবে।

17/05/2024

ভারতের পশ্চিমবঙ্গ বনগাঁ আসনে লোকসভার নির্বাচনের কারণে ১৮.১৯.২০ মে বেনাপোল দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরী মেডিকেল ভিসার যাত্রী যেতে পারবে।

12/05/2024
12/10/2023

সুখবর ইন্ডিয়ান ভি.সা আপডেট 🇮🇳🇧🇩

ইন্ডিয়ান ভিসা এপয়েন্টমেন্ট ভোগান্তি কমাতে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে নতুন করে এগিয়ে দেওয়া হচ্ছে!

আপনার মেসেজ চেক করুন দেখুন নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট এসেছে কিনা?

বর্তমানে ঢাকা যমুনা ফিউচার পার্ক ivac এর অবস্থা!

মেডিকেল ভিসা পেতে সময় লাগতেছে তিন থেকে সাত দিন!

টুরিস্ট ভিসা পেতে সময় লাগতেছে ৭থেকে ২০দিন!

অ্যাপয়েন্টমেন্ট একটু লেট হলেও ভিসা ডেলিভারি খুব দ্রুত দিচ্ছে!
আগামীতে ভিসা পাওয়া যাবে এক সপ্তাহের ভিতর যে কোন টাইপের ভিসা!

যদি এপয়েন্টমেন্ট সল্ট ভোগান্তি টা আরেকটু কমায় তাহলে সেই আগের মত দ্রুত সময়ে ভিসা পাওয়া যাবে!
ইন্ডিয়ান ভিসার ভিতরে নির্ভর করছে ইউরোপ যাত্রীদের ভবিষ্যৎ!

আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া বাংলাদেশ অনারাইবেল ভিসার যে পরিকল্পনাটি করেছে, যদি বাস্তবায়িত হয় দুই দেশের, অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে, ব্যবসা-বাণিজ্য চিকিৎসা ভ্রমণ দুই দেশের নাগরিক ই সুবিধা পাবে!

সবার জন্য শুভকামনা রইল

12/06/2023


ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ। — ম্যা্থু কার্স্টেন
11/04/2023

ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ। — ম্যা্থু কার্স্টেন

Address

Ulashi Bazar, Sharsha
Jessore
7432

Telephone

+8801911104241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category