ইসলামের পথে

ইসলামের পথে রাসুল (সাঃ) বলেছেন প্রচার করো, যদি একটি মাত্র আয়াতও হয়। [সহীহ বুখারি-৩৪৬১]
(1)

সু খবর! সু খবর!!  সু খবর!!!হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এ সীমিত সময়ের জন্য কিছু শর্ত সাপেক্ষে সম্পুর্ণ ফ্রী ওমর...
14/12/2023

সু খবর! সু খবর!! সু খবর!!!
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এ সীমিত সময়ের জন্য কিছু শর্ত সাপেক্ষে সম্পুর্ণ ফ্রী ওমরাহ করার অফার চলছে।

যোগাযোগ :
হাজ্বী কল্যাণ কো -অপারেটিভ সোসাইটি লি : এম রহমান চেম্বার আর এন রোড, যশোর।
রেজি নং- ৮৪/জে
০১৪০১১৫০৬৫৭

14/11/2023
📣২০২৪ সালের হজ্ব প্যাকেজ ঘোষণাঃ প্যাকেজ-এ ৯,৩৬,৩১৬ টাকাপ্যাকেজ-বি ৫,৮৭,১০১ টাকাগতবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বের খরচ ৬ ...
02/11/2023

📣২০২৪ সালের হজ্ব প্যাকেজ ঘোষণাঃ প্যাকেজ-এ ৯,৩৬,৩১৬ টাকা
প্যাকেজ-বি ৫,৮৭,১০১ টাকা
গতবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বের খরচ ৬ লক্ষ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের বছরে যা ছিল ৫ লক্ষ ২২ হাজার ৭৪৪ টাকা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ হজ্ব প্যাকেজ ঘোষণা করেন।

আলহামদুলিল্লাহ... হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিংস্থান : চুকনগর বাস ষ্টান্ড জামে ...
02/11/2023

আলহামদুলিল্লাহ...
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিং
স্থান : চুকনগর বাস ষ্টান্ড জামে মসজিদ।

আমাদের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন এশিয়ার সর্ববৃহৎ হজ্ব ও ওমরাহ প্রতিষ্ঠান আকবর হজ্ব গ্রুপ,বাংলাদেশ।

যোগাযোগের ঠিকানাঃ-
হাজ্বী কল্যাণ কো -অপারেটিভ সোসাইটি লি :
রেজিষ্ট্রেশন নাম্বার : ৮৪/জে
এম রহমান চেম্বার, আর এন রোড, যশোর
০১৪০১১৫০৬৫৭
ফেসবুক : https://www.facebook.com/profile.php?id=61552000036947
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/206200610705141/?ref=share_group_linko
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100064193285491&mibextid=ZbWKwL
ইউ টিউব : https://www.youtube.com/@-HKCS

https://youtu.be/xNYlhS573yw
31/10/2023

https://youtu.be/xNYlhS573yw

আমাদের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন এশিয়ার সর্ববৃহৎ হজ্ব ও ওমরাহ প্রতিষ্ঠান আকবর হজ গ্রুপ,বাংলাদেশ সরকার অনুম...

আলহামদুলিল্লাহ... হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে.....আমাদ...
31/10/2023

আলহামদুলিল্লাহ...
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে.....

আমাদের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন এশিয়ার সর্ববৃহৎ হজ্ব ও ওমরাহ প্রতিষ্ঠান আকবর হজ গ্রুপ,বাংলাদেশ
সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার -৬১৫

যোগাযোগের ঠিকানাঃ-
হাজ্বী কল্যাণ কো -অপারেটিভ সোসাইটি লি :
এম রহমান চেম্বার, আর এন রোড, যশোর
০১৪০১১৫০৬৫৬-৯
ফেসবুক : https://www.facebook.com/profile.php?id=61552000036947
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/206200610705141/?ref=share_group_linko

আলহামদুলিল্লাহ... হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে.....আমাদ...
18/10/2023

আলহামদুলিল্লাহ...
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এর কর্মী ও সদস্য সংগ্রহণের মিটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে.....

আমাদের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন এশিয়ার সর্ববৃহৎ হজ্ব ও ওমরাহ প্রতিষ্ঠান আকবর হজ গ্রুপ,বাংলাদেশ
সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার -৬১৫

যোগাযোগের ঠিকানাঃ-
হাজ্বী কল্যাণ কো -অপারেটিভ সোসাইটি লি :
এম রহমান চেম্বার, আর এন রোড, যশোর
০১৪০১১৫০৬৫৬-৯
ফেসবুক : https://www.facebook.com/profile.php?id=61552000036947
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/206200610705141/?ref=share_group_link

আলহামদুলিল্লাহ... হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: কেশবপুর সদরের প্রোগ্রাম সুন্দর ভাবে শেষ হয়েছে।উপস্থিত ছিলেনঃ-আকব...
17/10/2023

আলহামদুলিল্লাহ...
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: কেশবপুর সদরের প্রোগ্রাম সুন্দর ভাবে শেষ হয়েছে।

উপস্থিত ছিলেনঃ-
আকবর হজ্জ্ব গ্রুপ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান..
মুফতি লুৎফুর রহমান ফারুকী সাহেব।

আলহামদুলিল্লাহ আজ ২৭/০৯/২০২৩ ইং তারিখে ৪০ জনের একটা ওমরাহ্ কাফেলা নিয়ে আমাদের অফিস হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি:...
27/09/2023

আলহামদুলিল্লাহ আজ ২৭/০৯/২০২৩ ইং তারিখে ৪০ জনের একটা ওমরাহ্ কাফেলা নিয়ে আমাদের অফিস হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: থেকে আকবর হজ্ব গ্রুপের মাধ্যমে মক্কা-মদিনার উদ্দেশ্য রওনা হয়েছে।🕋🕋🕋🕋✈️✈️✈

আল্লাহ তায়ালা সকলকে সুস্থ পরিবেশে মক্কা -মদিনায় পৌঁছানোর এবং ওমরাহ পালনের তাওফিক দান করেন...... আমিন।

মুয়াল্লিম হিসাবে নেতৃত্ব দিচ্ছেন..
আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহমান
ম্যানেজার
এম রহমান চেম্বার, আর এন রোড যশোর।

আমাদের অফিসহাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি: এম রহমান চেম্বার,  আর এন রোড,  যশোর। ০১৪০১১৫০৬৫৬, ০১৪০১১৫০৬৫৭
27/09/2023

আমাদের অফিস
হাজ্বী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি:
এম রহমান চেম্বার, আর এন রোড, যশোর।
০১৪০১১৫০৬৫৬, ০১৪০১১৫০৬৫৭

26/09/2023

ভালো উদ্দেশ্য এই পেজের নাম পরিবর্তন করছি, আল্লাহ কবুল করুক- আমিন।
আশা করি আপনারা পাশেই থাকবেন।

বেহেশত এর পাথর ❤️ Hajr-e-Aswad 🕋
17/11/2022

বেহেশত এর পাথর ❤️ Hajr-e-Aswad 🕋

16/07/2022

কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের কাছ থেকে শিখিঃ

১. কথা বলার পূর্বে সালাম দেয়া। নূরঃ ৬১

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ক্বফঃ ১৮

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। বাক্বারাহঃ ৮৩

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। নূরঃ ৩

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ ১৯ হুজুরাতঃ ২ - ৩

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। নামলঃ ১২৫

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা. আহযাবঃ ৭১ - ৭২

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। লুকমানঃ ১৯

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। হা- মীম সাজদাহঃ৩৪

১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। হা- মীম সাজদাহঃ৩৪

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।ছফঃ ২

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । আ'রাফঃ ১৯৯

আসুন পবিত্র কোরআনের আলোকে নিজের আচার-আচরণ ও কথামালাকে সাজাই।

আলহামদুলিল্লাহ
15/06/2022

আলহামদুলিল্লাহ

১০০% সত্য
04/06/2022

১০০% সত্য

আসসালামু আলাইকুম ( একটি হারানো বিজ্ঞপ্তি ) ( দয়া করে পোস্ট টা শেয়ার করে ছেলেটাকে খুজতে সহোযোগিতা করুন )মোঃ উবাইদুল্লাহ ন...
30/05/2022

আসসালামু আলাইকুম ( একটি হারানো বিজ্ঞপ্তি )

( দয়া করে পোস্ট টা শেয়ার করে ছেলেটাকে খুজতে সহোযোগিতা করুন )

মোঃ উবাইদুল্লাহ নামে একটা ছেলে গত ১২/০৫/২০২২ ইং রোজ বৃ্হস্পতিবার বাড়ি থেকে মাদ্রাসা যাবার উদ্দেশ্যে বের হওয়ার পর হারিয়ে গিয়েছে। তার বয়স ১৫ বছর । কোন হৃদয়বান ব্যাক্তি যদি তাকে পেয়ে থাকেন অথবা দেখে থাকেন তাহলে নিম্নে ঠিকানা বা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

ছেলেটির ঠিকানা:
গ্রামঃ আলতাপোল, উপজেলা: কেশবপুর, জেলা: যশোর।
মোবাইলঃ ০১৭৩১ ৫৪৬১৫৪ ( ছেলেরটির পিতা)
০১৯২১ ৪৮৯৮৭৮ ( ছেলেরটির ভাই)

জবানের অনেক গুনাহ রয়েছে; তার মধ্য থেকে গিবত সবচেয়ে বেশি ব্যাপক। এটি এমন এক ব্যাধি; যা আমাদের প্রতিটি আসরে, প্রতিটি মজলিস...
09/10/2021

জবানের অনেক গুনাহ রয়েছে; তার মধ্য থেকে গিবত সবচেয়ে বেশি ব্যাপক। এটি এমন এক ব্যাধি; যা আমাদের প্রতিটি আসরে, প্রতিটি মজলিসে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। কোনো আড্ডা আজ গিবত থেকে মুক্ত নয়। জনসাধারণ দূরের কথা, অনেক দ্বীনদার-পরহেজগারও এ ব্যাধিতে আক্রান্ত। গিবত বলা এবং শোনা উভয়টিই মারাত্মক গুনাহ। গিবত মানে - কোনো মুসলমানের অগোচরে তার সম্পর্কে এমন কোনো মন্তব্য বা আলোচনা করা যা সে অপছন্দ করে।
এক হাদিসে প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, ‘গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা সে অপছন্দ করে।’ (মুসলিম, ৬৪৮৭)
কুরআনে কারিমে গিবতের ভয়াবহতা সম্পর্কে যে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে; অন্য কোনো গুনাহের ক্ষেত্রে ততটা রুক্ষভাষা ব্যবহার করা হয়নি। ইরশাদ হচ্ছে, ‘তোমরা গুপ্তচরবৃত্তি করো না, পরস্পর গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই তোমরা তা পছন্দ করবে না।’ (সূরা হুজরাত, ১২)

হাদিসেও এ ব্যাপারে কঠিন শাস্তির ধমকি এসেছে।
প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, ‘যখন আমাকে মেরাজে নেয়া হলো, সে সময় এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, যা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ খাঁমচে ক্ষত-বিক্ষত করছিল। আমি প্রশ্ন করলাম, এরা কারা? (হে জিবরাইল!) তিনি বললেন, এরা ওইসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত অর্থাৎ গিবত করত ও তাদের সম্ভ্রম লুটে বেড়াত।’ (রিয়াজুস সালেহিন, ১৫৩৪)
গিবত একটি কবিরা গুনাহ, যা জেনার চেয়েও মারাত্মক। রাসূল (সা.) বলেন, ‘গিবত জেনার চেয়েও গুরুতর। তারা বললেন, হে আল্লাহর রাসূল! কিভাবে গিবত জেনার চেয়ে গুরুতর? প্রতি উত্তরে নবীজি বললেন, ‘মানুষ জেনা করার পর তাওবা করে, ফলে আল্লাহ তায়ালা তা কবুল করেন।’ (মিশকাতুল মাসাবিহ, ৪১৫)
অর্থাৎ জেনাকারী নিজেকে অপরাধী ভেবে তাওবাহ করে, ফলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন। আর গিবতকারী গিবতকে গুনাহ-ই মনে করে না এবং তাওবাও করে না, যার কারণে তার গুনাহ চিরকালের জন্য থেকে যায়। কাজেই এটিকে খাটো করে দেখার সুযোগ নেই। আসুন! আমরা নিজেরা নিজেদেরকে নিরীক্ষণ করে দেখি যে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কথাবার্তাই না বলি, সেটি কি গিবতমুক্ত? কিছু লোককে বলতে শোনা যায়, তারা বলে, আমি তো তার গিবত করছি না; এ কথা আমি তার মুখের ওপর বলতে পারব। তার এই যুক্তি দেয়ার কারণ হলো, যখন আমি এ কথা তার মুখের ওপর বলতে সক্ষম; কাজেই আমার জন্য তার গিবত করা জায়েজ। মনে রাখবেন, আপনি এ কথা তার মুখের ওপর বলতে পারেন বা না-ই পারেন, যদি তার অনুপস্থিতিতে তাকে কেন্দ্র করে আপনার উচ্চারিত মন্তব্য তার মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটি গিবত বলে গণ্য হবে। গিবতের অনেক ক্ষতি রয়েছে; তার মধ্য থেকে একটি হচ্ছে গিবতকারীর অর্জিত নেকি গিবতকৃত ব্যক্তির আমলনামায় চলে যায়। গিবতের সামাজিক বড় ক্ষতি হলো, যার গিবত করা হয় সমাজে তার মান-সম্মান নষ্ট হয়। লাঞ্ছিত হয় সে মানুষের কাছে। একজন মানুষকে সমাজে হেয় করা তাকে হত্যা করার চেয়েও গুরুতর। কারণ লাঞ্ছিত হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো। তাই কারো গিবত করা মানে তাকে জীবিত রেখে মেরে ফেলা।
গিবত থেকে বেঁচে থাকার কিছু উপায় :
• সব সময় চিন্তা-ভাবনা করে কথা বলবে। চিন্তা-ভাবনাহীন আবোলতাবোল কোনো কথা যেন মুখ দিয়ে বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখবে।
• নিজের ওপর দণ্ড কার্যকর করবে : গিবত থেকে বাঁচার আরেকটি সহায়ক পদ্ধতি হলো, নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেবে যে, যদি আমি ভবিষ্যতে গিবত করি তাহলে এই পরিমাণ জরিমানা তথা সদকা দেবো। আর সে জরিমানা হতে হবে মানসম্মত।
• যার গিবত করা হয়েছে তার কাছে গিয়ে বলুন, ভাই! আপনার ব্যাপারে এমন গিবত করেছি। যখন এটা বলতে যাবেন, তখন নিজের মনের মাঝে অবশ্যই হতাশা আসবে। হায়, আমি তার গিবত করেছি। এ হতাশা হৃদয় মাঝে অপারেশনের মতো কাজ করবে। দ্বিতীয় কথা হলো, যখন এভাবে তার কাছে বলবে, তখন এর দ্বারা ওই ব্যক্তির মনও নরম হয়ে যাবে এবং সে ভাববেÑ হায়, লোকটি লজ্জিত হয়ে আমার কাছে এসেছে। কাজেই আমি তাকে মাফ করে দিই।
আল্লাহ আমাদের হিফাজত করুন!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ মুফতি আবুল কাসেম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

23/02/2021

নফসকে নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু পরামর্শঃ-

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবেনা ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যিক? উত্তর না হলে ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করতে হবে।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করতে হবে। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করা। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখা। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪.রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫.তাহাজ্জুদ সালাতের অভ্যাস করুন নিয়মিত। ইনশাআল্লাহ রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

লেখাটার প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক।

আমিন।

19/10/2020

মুহাম্মদ (সাঃ এর ১৪০০ বছর আগে বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে

মুহাম্মদ (সাঃ) বলেছেন, “পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।”
– (সহীহ বুখারী ৫৩৭১)

বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন, “ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত”
– (সহীহ বুখারী ৫৫১৫)

বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল হতে পারে, অথবা মৃত্যুবরণও করতে পারে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, “নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম”
– (সহীহ বুখারী ৬১২৪)

বিজ্ঞান বলে, ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তি ও কমে যায়।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, “পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।”
– (মুসলিম ১৬৫৫)

বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।
– (সহীহ বুখারী ৩২৮০)

বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে। আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, “তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ।”
– (সহীহ মুসলিম ৪৯৩ ও ৪৯৪)

বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভবনা থাকে।

আল্লাহ সুবনাহু তায়ালা বলেন, “আর ব্যভিচারের কাছেও যেয়োনা। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ।”
– (বনি ইসরাঈল ৩২) নেশাগ্রস্থ শয়তানের কাজ (মাইদাহ ৯০)

বিজ্ঞান বলে, পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইনটেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে নেশাগ্রস্থ হয়ে মাতাল ও অসুস্থের মত জীবন পরিচালনা করে। এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আল্লাহ বলেন, “আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।”
– (আরাফ ২০৪)

বিজ্ঞান বলে, কুরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের। আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক যেমন ভাবে ফিউজ হওয়া ব্যাটারীকে সচল করা হয়।

সকল শুভাকাঙ্ক্ষীদের  জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা" ঈদ মোবারক "
30/07/2020

সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
" ঈদ মোবারক "

27/07/2020

পর্দা শুধু নারীর ইজ্জত রক্ষা করে না.!
সাথে লক্ষ,কোটি যুবক
কে জাহান্নাম থেকে রক্ষা করে..!!!

20/07/2020

বৌটাকে নিয়ে আর পারি না।
যদি বলি চুলগুলো বেধে ঘুমাও,
তেড়ামি করে চুলগুলো ছেড়ে ঘুমাবে।
যদি বলি আজ খিচুরি রান্না করো।
তা করবে না বরং ঐ দিন রুটি বানাবে। সবসময় তেড়ামি করবেই।
প্রতিদিন দুই একটা তেড়ামি করবেই। মাঝে মাঝে ও নিজেই বলে জানো না? আমার ঘাড় এর রগ একটা তেড়া?
ঘাড় এর রগ যে কয়টা তাইতো জানি না! একটা না কয়টা তেড়া কে জানে?
তবে হে নামাজ রোজার ক্ষেত্রে কোন তেড়ামি নাই। নামাজ রোজার দিকে আমার চেয়ে অনেক এগিয়ে।
তাহাজ্জুদ নামাজ তো নিয়োমিতোই পড়ে, সাথে আমাকে টেনে হিছড়ে তুলে।
মুখে পানি ছিটা দেয়!
আমি আর কি করবো ঘুম ঘুম
চোখ নিয়ে ওর সাথে পড়ি।
বিয়ের প্রথম রাতেই রাত তিনটার দিকে আমাকে ডাকতেছে।
এই উঠেন তাহাজ্জুদ পড়বো।
আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
কি হলো কি দেখছেন নামাজ পড়বো।
উঠেন!
জীবনের প্রথম তাহাজ্জুদ পড়ছি।
আমার নামাজে একটুও মন নাই।
শুধু ওর কথাই ভাবছি।
যে মেয়ে বিয়ের প্রথম রাতেই তাহাজ্জুদ পড়তে পারে,
সে আর যাই হোক আমার কাছে এক টুকরা জান্নাত।
ফজরের নামাজের পড়ে, পড়লাম আরেক ঝামেলায়।
কুরআন পড়তে বসেতে বলতেছে আমায়।
আমি আরো থতমত খেয়ে গেলাম।
সেই কবে কোরআন শিখে রাখছিলাম মক্তবে এখন কি আর মনে আছে?
সত্যি কথাটা বলেই ফেললাম।
আসলে আমি অনেক আগে কুরআন শিখেছিলাম পরে আর পড়ি নাই এখন ভুলেই গেছি।
সমস্যা কি..?
আমি শিখিয়ে দিবো।
আজকে বাজার থেকে কায়দা কিনে আনবেন, যেহেতু আপনার পড়া আছে শিখাতে সহজ হবে।
আমি আমার বৌ এর দিকে চেয়ে আছি।
কি দেখছেন?
দেখছি কত ভালো একটা মেয়ে তুমি।
আর বিয়ে হয়েছে আমার মতো এমন একটা ছেলের সাথে যে শুক্রবারের নামাজও ভালো করে পড়ে না।
যার মুখে দাড়ির ছিটে ফোটাও নাই৷
সমস্যা কি?
আগে যা হবার হইছে ।
এখন নিজেকে চেন্স করে ফেলেন) ।
রাসুল (সা.) এর সুন্নাতে নিজেকে আবৃত করে ফেলেন।
আপনার আজ থেকে প্রথম কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি রেখে দেওয়া আর কাল থেকে কুরআন শিখা।
কয়দিন পর কয়টা পাঞ্জাবি বানাবো আপনার জন্য।
পাঞ্জাবী-পাজামা পড়ে অফিস করবেন।
এতো তাড়াতাড়ি এতো পরিবর্তন?
হুম হতে হবে
দুজনে একসাথে জান্নাতে থাকতে হবে না......?
দ্বীনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আমি তো আছি হাতটা ধরে টেনে তুলবো।
দ্বীনের পথে থাকলে আল্লাহ তায়ালা সংসারে বারাকাহ দিয়ে ভরে দিবেন ।
তাহলে আজ থেকেই শুরু হোক জান্নাতে যাবার প্রতিযোগিতা।
জি ইনশাআল্লাহ।
প্রেম নয় বিয়ে করুন,
বিয়ের এর বৌ এর সাথে প্রেম করুন ।
রসূল সা. বলেছেনঃ ‘তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যা-ই ব্যয় কর না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিতরূপে প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও, তারও।’
(সহিহ বুখারী, হাদিস নং ৫৬)
-হালাল ভালোবাসা
COLLECTED

28/06/2020

আম্মাজান খাদিজাতুল কোবরা
রাঃ পৃথিবীর একমাত্র সম্মানিত নারী,
যাঁকে আল্লাহ্‌পাক আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছিলেন।
♥সুবহানআল্লাহ ❤

10/06/2020

💲♦️👉🏿 হে যুবক তোমাকে বলছি।

💲 নারীকেও গালে মেরো না⛔ তাহার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে

💲 নারীকে হাতে মেরো না⛔ তোমাকে আদর করতে কষ্ট হবে তার

💲 নারীকে বুকে আঘাত করো না⛔ তোমার সন্তান কষ্ট পাবে

💲 নারীকে পায়ে আঘাত করো না⛔ তোমার সাথে পথ চলতে তার কষ্ট হবে

💲 নারীর সতীত্বের দাগ দিও না⛔ সে অসতী হয়ে যাবে

💲 নারীকে বেপর্দায় রেখোনা⛔ জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে

💲 💞নারীকে একটু ভালোবাসা দাও⛔ সে তোমাকে জান্নাতের সুখ এনে দেবে 🥰

আল্লাহ তুমি আমাদেরকে হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার নসিব করিও আমীন 🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️💙💚❤️
26/05/2020

আল্লাহ তুমি আমাদেরকে হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার নসিব করিও আমীন 🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️💙💚❤️

Address

এম রহমান চেম্বার, আর এন রোড
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801401150657

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের পথে:

Share

Category


Other Travel Services in Jessore

Show All