22/06/2024
অপ্রিয় হলেও সত্য
সউদি রাজবংশের অনেক সমস্যা থাকলেও সবসময় একটা সুনাম ছিলো যে হাজ্বীদের হজ্ব করতে তারা মোটামুটি ভালো সুবিধার বন্দোবস্ত করতো। কিন্তু এই বছর সেইটা একেবারে তাল-মাতাল অবস্থা। ক্যা'সি'নো, বা'র এবং টুরিজমের সুযোগ সুবিধার বন্দোবস্ত করতে গিয়ে সৌদি যুবরাজ এমবিএস ওরফে করাত হুজুর এইবার হজ্বের দিকে বেশি একটা খেয়াল দিতে পারেন নাই। আগে কোনদিন শোনা যায়নাই হজ্ব করতে গিয়ে পানির কষ্টে হাজীদের হিটস্ট্রোকের ঝুকিতে পড়তে হয়েছে। হজ্বের সময় মীনা, আরাফাহ, মুজদালিফায় সকল জায়গায় রাস্তাঘাটে এতো পানি বিতরণ হইতো যে পানির কথা কাউকে ভাবতেই হতো না।
এইবার দেখা গেল এর উল্টো চিত্র মনে হয়েছে কারবালা চলিতেছে। পানির পিপাসায় ও গরমে মানুষজন অজ্ঞান হয়ে যাচ্ছে।
হজ্বের সময় ওখানে পানি পাওয়া যাবে না এইটা এক সময় বললে ঘোড়ায়ও হাসতো।
এতো বেশি পানির বোতল সবজায়গায় থাকতো যে মানুষজন অর্ধেক বোতল ফেলে দিতো। আর অপচয় দেখে খারাপ লাগতো তখন। আর এবার পানির কষ্টে হাহাকার শুনে খারাপ লেগেছে।
যাইহোক পরবর্তী বছর সৌদি হারামাইন কর্তৃপক্ষ হাজীদের সার্ভিসের বিষয়টা নজরে রাখবে।