Arafat Computer

Arafat Computer WE PROVIDE,
• Bangladeshi Domestic Air Ticket
• Indian Domestic Rail & Air Ticket
INDIAN VISA Worldwide Air Ticket. Bangladesh & India Rail Ticket. Hotel Booking.

Qatar, Malaysia, Saudi Arabia Working VISA Process...
Indian Medical, Tourist, Double Entry Visa [X-Double] Processing. Online E-Passport Application. Job Application. Privat Car, Microbus & Ambulance Rental.

18/12/2024
ঢাকা টু মালায়েশিয়ামালায়েশিয়া টু ঢাকা-----------------------সাশ্রয়ী রেটে টিকট কাটুন....
30/11/2024

ঢাকা টু মালায়েশিয়া
মালায়েশিয়া টু ঢাকা
-----------------------
সাশ্রয়ী রেটে টিকট কাটুন....

23/11/2024

Lab Print Photo
তাৎক্ষণিক ডেলিভারি
পাবেন আমাদের কাছে।

17/11/2024

যশোরের তিন জন প্রবাসীর মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার পেনাং শহরে গত এক সপ্তাহে যশোরের তিন জন প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে ও একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

তারা হলেন– যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫)। তিনি গত রোববার (১০ নভেম্বর) একটি নির্মাণ সাইটে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার সহকর্মীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরজন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের আব্দুল মজিদ (৪৫)। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার পেনাং শহরে গত সোমবার (১১ নভেম্বর) রাতের কোনো একসময় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। তিনি ঝাঁপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

জানা গেছে, মজিদ গত ৫-৭ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করতেন তিনি। সোমবার (১১ নভেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন মজিদ। রাতে কোনো একসময় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কাজে যাওয়ার জন্য তার সঙ্গীরা তাকে ডাকাডাকি করেন। তখন মৃত অবস্থায় শুয়ে থাকতে দেখেন তারা।

সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে। আব্দুল মজিদের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু মুছা নিশ্চিত করেছেন।

এ ছাড়া পেনাং শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মিন্টু হোসেন (৪৫) নামে আরেক প্রবাসী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিন্টু হোসেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে। জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান মিন্টু হোসেন। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করতেন তিনি।

গত ২-৩ নভেম্বর কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মিন্টু হোসেন। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালেই মৃত্যুবরণ করেন।

তিন রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে প্রতিটি পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনরা অপেক্ষায় আছেন তাদের প্রিয়জনের মরদেহের জন্য। মরদেহ তিনটি বাংলাদেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সূত্র: aviationnewsbd

Send a message to learn more

নোটিশ
07/11/2024

নোটিশ

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রান...
07/11/2024

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।
দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রানির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে পাসপোর্ট অফিস অন্যতম। একসময় দালা ছাড়া পাসপোর্ট ভাবাই যেতো না। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তন এসেছে।
এখন দালাল ছাড়াই নির্বিঘ্নে নিজে ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর পাসপোর্ট অফিসে দুর্নীতি ছাড়াই কাগজপত্র জমা দিয়ে আসতে পারবেন। যদিও বর্তমানে পাসপোর্টের সকল আঞ্চলিক অফিস এবং প্রধান কার্যালয় আগারগাঁও এ মানুষের ভিড় আগের চেয়ে বেশি। কারণ এখন মানুষ অতিরিক্ত টাকা ছাড়াই নির্ধারিত ফি এর মাধ্যমে পাসপোর্ট সহজে পাচ্ছে। এরপরও যারা দালাল দিয়ে পাসপোর্ট করবেন সেটা তাদের ব্যর্থতা।
** পাসপোর্ট আবেদনের পদ্ধতি:-
প্রথমেই (Bangladesh e‑Passport Online Portal) এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের NID অনুসারে একটি একাউন্ট করে নিতে হবে। তারপর ৫ টি STEP অনুসরণ করে যেসব তথ্য চাইবে সেগুলো পূরণ করতে হবে। সাবমিটের পূর্বে অবশ্যই কোনো তথ্য ভুল হয়েছে কিনা সেটা বার বার চেক করে নেওয়া উচিত। কারণ সাবমিট করার পর কোনোভাবেই তা Edit করা যায় না।
** 10 বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৫৭৫০/- এবং ৫ বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৪০২৫/-।
সাবমিট করার সময় ফি জমা দেওয়ার অপশনে offline সিলেক্ট করা উত্তম। Offline হলে দুইভাবেই টাকা জমা দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং সিস্টেম উভয়ই।
এপ্লাই করার পর- ৩ পৃষ্ঠার এপ্লিকেশন কপি ও ১ পৃষ্ঠার সামারি কপি প্রিন্ট করে নিতে হবে।
** পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে যেসব কাগজপত্র/ Documents নিয়ে যেতে হবে-
১)এপ্লিকেশন প্রিন্ট কপি
২) সামারি কপি
৩/চালান ফরম (ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত টাকার স্লিপ)
৪/ নিজের NID/Birth Certificate কপি
৫) NID Verification copy
৬) মা ও বাবার NID কপি
৭) পেশা Student দেওয়া হলে আইডি এবং শিক্ষাজীবনের যেকোনো একটি সার্টিফিকেট, Business দেওয়া হলে ট্রেড লাইসেন্স,Private Service হলে ID card এর কপি, Unemployment দেওয়া হলে কোনো ডকুমেন্ট লাগবে না।
৮) নাগরিকত্ব সনদ/জাতীয়তা সনদ
** পুলিশ ভেরিফিকেশনে যেসব কাগজপত্র লাগবে-
১) NID/Birth Certificate copy
২)বিদ্যুৎ বিল(যেকোনো বিলের কপি)
৩/ জায়গার খতিয়ান
৪/ জাতীয়তা সনদ
নিয়মিত ডেলিভারিতে ২১-৩৫ দিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন।
Note: পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর Status Check করে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারবেন আপনার পাসপোর্ট কোন পর্যায়ে আছে।

07/11/2024

চাইলে একবার দেখে নিন আমাদের সেবা গুলো 👇

✅ ফ্লাইট বুকিং
✅ ভারতীয় রেল বুকিং
✅ হোটেল বুকিং
✅ ভারতে মানি ট্রান্সফার
✅ ভিসা প্রসেসিং

আপনার যেকোনো ভ্রমণের দরকারে আমাদের সাথে যোগাযোগ করুন।

🌍 আমাদের সাথে আপনার ভ্রমণ হবে আরও সহজ এবং ঝামেলামুক্ত!
📲 WhatsApp: 01813-929292
🌐 Arafat Computer

#ভ্রমণপিপাসু #ভ্রমণপ্রেমী #ট্রাভেলগোলস #ভ্রমণ #ট্রাভেলডিলস

আগামী ১,২ ও ৩ নভেম্বর (শুক্র, শনি ও রবিবার) যথাক্রমে আজমান, ফুজাইরাহ ও শারজাহতে সাপ্তাহিক কনস্যুলার সেবা যথা ইপাসপোর্ট, ...
30/10/2024

আগামী ১,২ ও ৩ নভেম্বর (শুক্র, শনি ও রবিবার) যথাক্রমে আজমান, ফুজাইরাহ ও শারজাহতে সাপ্তাহিক কনস্যুলার সেবা যথা ইপাসপোর্ট, জন্ম নিবন্ধন আবেদন, ডকুমেন্ট ও হলফনামা সত্যায়ন, প্রবাসী কল্যাণ কার্ডসহ অন্যান্য সেবা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রতিটি সেবার জন্য প্রয়োজনীয় দলিলাদির জন্য বিজ্ঞপ্তি দ্রষ্টব্য। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bcgdubai.gov.bd

30/10/2024

দৈনন্দিন কর্মকান্ডে মানুষের কল্যানের জন্য সামান্য সময় বরাদ্দ রাখুন।
ভোগে নয়, ত্যাগেই সুখ।

30/10/2024

প্রত্যেক বিক্রেতা একটি ফ্লেভার বিক্রয় করে, তা-ই ফ্লেভার যত বেশি, ক্রেতার সংখ্যা তত বেশি।
সততাই সফালতা।

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩-------------------------------------------অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি ছোট প্লেনের স...
26/10/2024

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩
-------------------------------------------
অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি ছোট প্লেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ অক্টোবর) সিডনির দক্ষিণ-পশ্চিমের একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্লেন দুটির ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের পর একটি প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট টিমোথি ক্যালম্যান জানিয়েছেন, একটি সেসনা ১৮২ প্লেনের সঙ্গে একটি আলট্রালাইট প্লেনের সংঘর্ষ হয়। সেসনা ১৮২ প্লেনে দুজন এবং আলট্রালাইট প্লেনে একজন আরোহী ছিলেন।

এই দুর্ঘটনায় তিন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা আকাশ থেকে প্লেন দুটির ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখেন এবং দুর্ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনাস্থলের অবস্থান এবং দুর্ঘটনার ভয়াবহতার কারণে তাদের বেশি কিছু করার সুযোগ ছিল না।

ক্যালম্যান এ বিষয়ে বলেন, দুর্ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে ‘অপরিত্রাণযোগ্য’। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর জোসেফ ইব্রাহিম বলেছেন, দুর্ভাগ্যবশত, আমাদের কিছুই করার ছিল না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

বাংলাদেশ থেকে মালায়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, আবুধাবি, বাহারাইন, সৌদিআরব, ভারত, পোলান্ড.... বিশ্বের যে কোন দেশে যাতায়তের জ...
26/10/2024

বাংলাদেশ থেকে মালায়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, আবুধাবি, বাহারাইন, সৌদিআরব, ভারত, পোলান্ড.... বিশ্বের যে কোন দেশে যাতায়তের জন্য বিমানের টিকিট এর প্রয়োজন হলে যোগাযোগ করুন- আরাফাত কম্পিউটার, 01813-929292, কেশবপুর, যশোর।

Address

Porosava Sarak, Keshabpur
Jessore
7450

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:15
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801712911868

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Computer:

Videos

Share