Rupsha Fly Tours & Travels

Rupsha Fly Tours & Travels Rupsha fly Tours& Travels is one of best Travel & Tours Agency in Bangladesh. International and Dome

18/04/2023

আমরা নতুন আরেকটি ইউরোপ দেশের কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ৷

উন্নত জীবন এবং সমৃদ্ধির উদ্দেশ্যে গন্তব্য যদি হয় ইউরোপ, সে লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা ✅ স্বপ্ন পুরন করার মত বিশ্বাস...
13/02/2023

উন্নত জীবন এবং সমৃদ্ধির উদ্দেশ্যে গন্তব্য যদি হয় ইউরোপ, সে লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা ✅

স্বপ্ন পুরন করার মত বিশ্বাস্ত ট্রাভলস খুচ্ছেন, আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবার আপনার স্বপ্নপুরন হবেই

🇷🇴রোমানিয়া 🇷🇴

(রোমানিয়ায় দক্ষ KOর্মী প্রয়োজন --100 জন )

★কাজের ধরন ও বেতন★
✔রেস্টুরেন্ট ওয়েটার ( দুইবার খাবার কোম্পানির)
✔ফ্যাক্টরি ওয়ার্কার

নন স্কিল ওয়ার্কার ক্ষেত্রে উপরোক্ত কাজ গুলোর যেকোন কাজ হতে পারে।

🕣 #কাজের সময়- 40 ঘন্টা সপ্তাহ (সাপ্তাহে 6 দিন )
ওভারটাইম রোমানিয়া শ্রম আইন অনুযায়ী
#কাজের কন্টাক- 2 বছর( নবায়নযোগ্য)
#রেসিডেন্ট পার্মিট কোম্পানি নিজ খরচে করে দিবে--
#বাসস্থান এবং কাজের সময় খাবার কোম্পানি দিবে
#যাতায়াত খরচ -কোম্পানি দিবে---
#মেডিকেল এবং ইন্সুরেন্স রোমানিয়া আইন অনুযায়ী--
#চুক্তি মোতাবেক দুই বছর পর ৪২ দিনের ছুটি পাবে বেতনসহ----

রোমানিয়া যেতে কি কি কাগজপএ প্রয়োজন:?

1. পাসপোর্ট
2. 35/ 45 ছবি 4 কপি সাদা ব্যাকগ্রাউন্ড
3. বৈধ পুলিes ক্লিয়ারেন্স।

বিস্তারিত জানতে হোয়াটস্যাপ এ কথা বলতে পারেন এই নাম্বারে --+40 733 230 662
#রোমানিয়া

সুখবর 💪সামনে থেকে যারা রোমানিয়া যাবেন তাদের জন্য সুখবর হচ্ছে। এখন থেকে আপনার আর প্রতারিত হবেন না। ফেইক ভুয়া ভিসা দিয়ে...
12/02/2023

সুখবর 💪
সামনে থেকে যারা রোমানিয়া যাবেন তাদের জন্য সুখবর হচ্ছে। এখন থেকে আপনার আর প্রতারিত হবেন না। ফেইক ভুয়া ভিসা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। আমরা যারা
সত্যিকার অর্থে কাজ করতেছি । তাদের জন্য খুব ভালো হয়েছে। কারণ আমরা চাই না কোন ভাই প্রতারিত হোক।

ভিসা চেক করুন- https://eviza.mae.ro/CheckVisaSticker

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম (Romania visa check)আমি উপরে বলেছি রোমানিয়া ভিসা চেক করার জন্য এখানো কোনো ওয়েবসাইট তৈরি ...
03/01/2023

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম (Romania visa check)

আমি উপরে বলেছি রোমানিয়া ভিসা চেক করার জন্য এখানো কোনো ওয়েবসাইট তৈরি করা হয়নি। তবে, ভিসা হাতে পেলে কোম্পানির Fiscal code নাম্বার দিয়ে কোম্পানির বিষয় বিস্তারিত তথ্য জানতে পারেন।

যদি আপনার ভিসার কোম্পানি সঠিক হয় তাহলে বুঝে নিবেন ভিসা সঠিক আছে। কোম্পানির বিষয় বিস্তারিত জানতে romanian-companies.eu এই ওয়েবসাইট ভিজিট করুন।

কোম্পানি সার্চ করার জন্য ওয়ার্ক পারমিটে থাকা কোম্পানির Fiscal code লিখে Search অপশনে ক্লিক করুন। এবার আপনার ভিসার কোম্পানির নাম দেখতে পাবেন।

আপনি যদি কোম্পানি বিষয় আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কোম্পানির নামের উপরে ক্লিক করুন।

তাহলে আপনার কোম্পানির নাম, রেজিষ্ট্রেশন নাম্বার, Fiscal code, কোম্পানির কর্মী সংখ্যা, ঠিকানা, টেলিফোন নাম্বার সহ আরো বিভিন্ন তথ্য জানতে পারবেন।

রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম (Romania work visa online check)রোমানিয়ার গভমেন্ট বা কোনো কোম্পানি এখনো পর্যন্ত...
03/01/2023

রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম (Romania work visa online check)

রোমানিয়ার গভমেন্ট বা কোনো কোম্পানি এখনো পর্যন্ত রোমানিয়া ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করা জন্য কোনো ওয়েবসাইট তৈরি করেনি।

তাই রোমানিয়া ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করা অনেক কঠিন। তবে, আজকে আমি কিছু টিপস বলবো যাতে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ভিসা বা ওয়ার্ক পারমিট আসল নাকি নকল।

নিচে আমি একটি রোমানিয়া ওয়ার্ক পারমিটের ছবি দিয়েছে। ছবিটা ভালো করে লক্ষ্য করুন তাহলে আসল নকল সহজে যাচাই করতে পারবেন।

ওয়ার্ক পারমিটে আপনি দেখতে পাচ্ছেন নিচের ডানপাশে একটি সিল দেওয়া আছে। সিলের উপরে লেখা আছে in Bangladesh, eliberat de Bangladesh.

আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিটে যদি আগে সিল মারা থাকে এবং সিলের উপরে in Bangladesh, eliberat de Bangladesh লেখা থাকে এবং পাশে Comisar de politie sorin enache সিল মারা থাকে তাহলে বুঝতে হবে আপনার ওয়ার্ক পারমিট সঠিক আছে।

আর যদি আগে in Bangladesh, eliberat de Bangladesh লেখার উপরে সিল মারা থাকে এবং পাশের Comisar de politie sorin enache সিল না থাকে তাহলে বুঝতে হবে নকল ওয়ার্ক পারমিট।

মনে রাখবেন, ওয়ার্ক পারমিট এপ্রুভ করার আগে সিল মেরে দেওয়া হয়। তারপর in Bangladesh, eliberat de Bangladesh লেখা টাইপ করা হয়।

রোমানিয়াতে কোন কাজগুলির চাহিদা বেশিরোমানিয়াতে  যে কাজগুলো চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন,ফ্যাক্টর...
28/12/2022

রোমানিয়াতে কোন কাজগুলির চাহিদা বেশি

রোমানিয়াতে যে কাজগুলো চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন,ফ্যাক্টরি,ফার্নিচার,গ্যারেজ,গার্মেন্টস এ ধরনের কাজে চাহিদা বেশি। সবচেয়ে ফেমাস এবং পপুলার কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। যেমন রেস্টুরেন্টে হোটেল বয় লাগে ওয়েটার লাগে বা কিচেন হেলপের লাগে। কিন্তু সব কাজের ক্ষেত্রে একরকম স্যালারি না।

তবে এই দিনগুলোতে একটা শ্রমিক আইন আছে। শ্রমিক আইন বলতে এখানে ইমপ্লোয়ীদের সর্বনিম্ন বেতনের স্কেল রয়েছে। কোন মালিকপক্ষ চাইলেও সেই বেতন স্কেল এর নিচে শ্রমিকদের স্যালারি দিতে পারবে না। যদি কোন কোম্পানীর মালিক সেই কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ীদের সেই বেতন স্কেলে নিয়েছে বেতন দেয় এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাকে জরিমানা গুনতে হবে পাশাপাশি সেই কোম্পানি বদনাম হয়।

রোমানিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। বুখারেস্ট ইউনিভার্সিটি, পলিটেকনিক ইউনিভার্সিটি অব বুখা...
18/12/2022

রোমানিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। বুখারেস্ট ইউনিভার্সিটি, পলিটেকনিক ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বেবেস বয়াল ইউনিভার্সিটি ছাড়া আরও বেশ কিছু ভালো ইউনিভার্সিটি রয়েছে। শিক্ষকরা খুবই দক্ষ, ধৈর্যশীল এবং ছাত্রদের প্রতি খুবই যত্নবান। ক্লাসে উপস্থিতি অনেকটাই বাধ্যতামূলক। যেহেতু উপস্থিতি এবং ক্লাস পারফরম্যান্সের ওপরে একটা নির্দিষ্ট মার্কস রয়েছে। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে রোমানিয়ায় পড়াশোনা করতে আসার কারণ হতে পারে একটা ইউরোপিয়ান ওয়ার্ড ক্লাস ডিগ্রি অর্জন, নতুন ভাষা শেখা, আন্তসাংস্কৃতিক দক্ষতা অর্জনের সুযোগ, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান এবং ক্রমবর্ধমান আধুনিক বিশ্বে একটি অপরিহার্য সুবিধা, সারা জীবনের জন্য কিছু বন্ধু, ভ্রমণ এবং অন্যান্য দেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে অধ্যয়ন করার সুযোগ।

পড়াশোনা ও থাকার খরচ
রোমানিয়া পূর্ব ইউরোপের দেশ হওয়ায় এখানে পড়াশোনা এবং বসবাসের খরচ ইউরোপের অন্য দেশগুলোর থেকে তুলনামূলক কম। ভালো ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি বছরে সাধারণত ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ ইউরোর মধ্যে হয়ে থাকে, যা টাকায় দুই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মতো। আর থাকার জন্য দুটি অপশন রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ডর্মিটরি এবং অন্যটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা। ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ডর্মিটরিগুলোতে সাধারণত প্রতি মাসে ৬০-১০০ ইউরোর মতো পরিশোধ করতে হয়, যা বাংলা টাকায় ৬ হাজার থেকে ১০ টাকার মতো। আর দুই বা তিন বেডরুমের অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া প্রতি মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার হয়ে থাকে। আমার মতে, কয়েকজন বন্ধু একসঙ্গে থাকার জন্য অ্যাপার্টমেন্ট সবচেয়ে বেস্ট অপশন।

পড়াশোনা শেষ হওয়া মাত্রই নিজ দেশে ফেরার বাধ্যবাধকতা নেই। পড়াশোনা শেষে রোমানিয়া সরকার পরবর্তী নয় মাসের মতো সময় দেয় জব প্লেসমেন্টের জন্য। আপনি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ফুলটাইম জবে ঢুকতে পারেন, তবেই স্টুডেন্ট ভিসাকে জব ভিসায় পরিবর্তন করতে পারবেন।

কর্মসংস্থানের সুযোগ
রোমানিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। এটা হতে পারে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস। অন ক্যাম্পাসে কাজের সুযোগ-সুবিধা খুব বেশি নেই, তবে একটু ভালো করে খোঁজ নিলে এবং চেষ্টা করলে সহজেই পার্টটাইম জব ম্যানেজ করা সম্ভব। অন্যান্য শহরের তুলনায় রাজধানীতে কাজের সুযোগ বেশি হয়ে থাকে। পার্টটাইম, মানে সপ্তাহে ২০ ঘণ্টা (৮০ ঘণ্টা/মাস) কাজ করে নিজের থাকা এবং খাওয়ার খরচ খুব সহজেই বহন করা যায়।
ভাষা দক্ষতা
বিশ্ববিদ্যালয়গুলো রোমানিয়া, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় স্টাডি প্রোগ্রাম অফার করে থাকে। আপনি পছন্দ অনুযায়ী যেকোনো ভাষাতেই পড়াশোনা করতে পারবেন। ইংরেজিতে পড়তে হলে আইইএলটিএস দিয়ে ভাষা দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে এমওআই বা ইপিসি সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করা যায়।

বিনা খরচে পড়াশোনা করার সুযোগ
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া তেমন কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই। রোমানিয়ান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই বৃত্তির মাধ্যমে টিউশন ফি, থাকার খরচ, স্বাস্থ্যভাতা এবং মাসিক বৃত্তিসহ বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই প্রোগ্রামের আওতায় আপনি স্নাতক, স্নাতকোত্তর বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন। প্রতিবছর ডিসেম্বরে থেকে মার্চ পর্যন্ত এ প্রোগ্রামের আবেদন নিয়ে থাকে।

তবে ব্যক্তিগত খরচে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী চাইলে রোমানিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি গবেষণা করতে পারেন। ভিসা প্রসেসিং
বাংলাদেশে যেহেতু রোমানিয়ান অ্যাম্বাসি নেই, তাই ইন্ডিয়ায় অবস্থিত দূতাবাসে ভিসার অ্যাপ্লিকেশন দিতে হবে। সশরীরে গিয়ে কিংবা অথরাইজড এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন। সব ডকুমেন্টস সঠিক সময়ে জমা করা জরুরি না হলে ভিসা বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে।

বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে এর কোনো অংশেই মিল নেই, তাই প্রথমে একটু অবাক হতেই পারেন, তবে আশপাশের মনোরম পরিবেশ ও মানুষগুলোর বন্ধুত্বপূর্ণ আচরণে সহজেই মানিয়ে নেওয়া সম্ভব। এখানকার বিশ্ববিদ্যালয়, শিক্ষাব্যবস্থা, পড়াশোনার মান, শিক্ষকদের দক্ষতা এবং ছাত্রদের প্রতি যত্নশীলতা আপনাকে মুগ্ধ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রসেস কিছুটা সময়সাপেক্ষ হওয়ায়, ধৈর্যহারা না হয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটি পূর্ণ করতে হবে।

গত পোষ্টে আপনাদের কে জানিয়েছি রোমানিয়া দেশের পরিচিতি,আজকে আপনাদের কে জানাবো রোমানিয়া নাগরিকত্ব পেতে কি কি করনিওয়একটি রোম...
18/12/2022

গত পোষ্টে আপনাদের কে জানিয়েছি রোমানিয়া দেশের পরিচিতি,আজকে আপনাদের কে জানাবো
রোমানিয়া নাগরিকত্ব পেতে কি কি করনিওয়

একটি রোমানিয়ান নাগরিক পাসপোর্ট, অবশ্যই, যারা একটি বিশেষ ইউরোপীয় রাষ্ট্র হতে চান তাদের জন্য একটি চমৎকার স্প্রিংবোর্ড হিসাবে কাজ করে। রোমানিয়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া, সমস্ত অধিবাসীদের জন্য ভিসার ছাড়া নাগরিকদের প্রবেশের মাধ্যমে এটি প্রদান করে। রোমানিয়ান নাগরিকত্ব লাভের প্রশ্নটি অনেকের কাছে আগ্রহের বিষয়। এই নিবন্ধে, আমরা এটি উত্তর দিতে চেষ্টা করবো।

সুবিধার

ইউরোপীয় ইউনিয়নে জীবন এবং কাজ। সম্ভবত, এটি মূল উদ্দেশ্য যেটি রোমানিয়ান নাগরিকত্ব নিবন্ধনের জন্য মানুষকে উত্সাহিত করে। জাতীয় এবং তাদের স্বামীদের স্বাধীনভাবে ইইউতে শ্রম বাজারের সুযোগগুলি অ্যাক্সেস করতে পারেন, আমলাতান্ত্রিক বিলম্ব ছাড়া একটি চাকরি পেতে, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রীয় অধিকারগুলির সাথে তারা সমানভাবে পছন্দ করে।

ইইউতে শিশুদের শিক্ষাদান সম্ভবত, আপনি এখনও রাশিয়া ছেড়ে চলে যাবেন না, তবে ভবিষ্যতে আপনি আপনার সন্তানদের জন্য ভাল শিক্ষা চান। তাদের পিতামাতার সাথে অপ্রাপ্তবয়স্করা রোমানিয়ান নাগরিকত্ব গ্রহণ করে, এবং এই ক্ষেত্রে তাদের জন্য প্রশিক্ষণের খরচ অর্ধেক রাশিয়ানরা যতটা হবে। শুধুমাত্র এই সত্য একটি রোমানিয়ান পাসপোর্ট প্রাপ্তির সাথে যুক্ত সমস্ত খরচ সঙ্গে জুড়ে।

আন্দোলনের স্বাধীনতা আপনার জন্য, রোমানিয়া নয় শুধুমাত্র শহর, কিন্তু ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশের সব খোলা হবে।

অতিরিক্ত বিমানবন্দর আমাদের দেশে, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তীব্র এবং বেদনাদায়ক পরিবর্তনের সম্পত্তি রয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ান পাসপোর্ট একটি শান্ত জীবন গ্যারান্টি হিসাবে কাজ করবে।

আইনীকরণ

যদি আপনার রোমানিয়ান শিকড় না থাকে এবং নাগরিকত্ব অর্জনের সরলীকৃত পদ্ধতিতে না পড়ে, তবে সাধারণ ভিত্তিতে আপনি রোমানিয়ান সমাজে যোগদান করার প্রক্রিয়াটি পরিচালনা করতে হবে।

প্রথমত, এর জন্য নির্দিষ্ট শর্তগুলি প্রয়োজন:

আঠারো বছর বয়স পর্যন্ত পৌঁছে;

পূর্ববর্তী প্রত্যয় এবং প্রশাসনিক অপরাধের অভাব;

রাষ্ট্র ভাষা জ্ঞান;

কমপক্ষে পাঁচ বছর ধরে দেশের বাসস্থান।
ফাইলিংয়ের সময়, প্রার্থী অবশ্যই স্থায়ীভাবে রোমানিয়াতে থাকবেন এবং আয়ের একটি নির্ভরযোগ্য উৎস থাকবে। দেশের একজন নাগরিকের সাথে বিয়ের সময়, থাকার প্রয়োজনীয়তা কমিয়ে তিন বছর করা হয়।

প্রয়োজনীয় ডকুমেন্টস

একটি পিটিশন দাখিল করতে, আপনাকে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

বিদেশী পাসপোর্ট;

অভ্যন্তরীণ পাসপোর্ট;

জন্ম শংসাপত্র;

প্রতিটি মাতাপিতা এবং তাদের বিবাহের জন্ম সার্টিফিকেট;

নাগরিকত্ব জন্য আবেদন;

আপনার প্রথম দেশে এবং রোমানিয়ায় পূর্ববর্তী যুক্তরাজ্যের অনুপস্থিতিতে তথ্য ;

বিবৃতিটি, যার মধ্যে রয়েছে রোমানিয়ান নাগরিকদের শান্ততা এবং দেশের জাতীয় নিরাপত্তার জন্য কোন বাধ্যবাধকতা নেই।
সমস্ত নথি এবং তাদের কপি নোটাইজ করা আবশ্যক । এটি অবিলম্বে উল্লেখ্য যে রোমানিয়া এর আদিবাসী বাসিন্দাদের সাথে প্রতারণার একটি জাল সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করা হয় অকার্যকর, এটি শুধুমাত্র অর্থ অপচয় হবে, যেহেতু এটি নির্দিষ্ট তথ্য প্রাসঙ্গিক পরিষেবা দ্বারা সবচেয়ে পুঙ্খানুভাবে চেক করা হবে।

নাগরিকত্ব অর্ডার

প্রায় দেড় বছর পরে দস্তাবেজ জমা দেওয়া হয়, তালিকায় রুয়ানিয়া বিচার মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনি আপনার নাম খুঁজে পেতে সক্ষম হবে। এটি ইঙ্গিত করে যে রোমানিয়ান নাগরিকত্বের জন্য আবেদন অনুমোদিত হয়েছে।

একটি জন্ম প্রশংসাপত্র প্রাপ্ত

এই পর্যায়ে রোমানিয়া একটি নতুন তৈরি নাগরিক, বুখারেস্ট আইনি পেশাদার দ্বারা সম্পন্ন করা উচিত, দেশের একটি ভ্রমণ প্রয়োজন হয় না। একটি সার্টিফিকেট প্রাপ্তির মেয়াদ দুই থেকে তিন মাস পর্যন্ত পরিবর্তিত হয়। আপনার যদি কম বয়সী ছেলেমেয়ে থাকে, তবে তারা তাদের জন্মের সার্টিফিকেটগুলি একসাথে পাবে। দুই মাস পর, আপনি ইতিমধ্যে রোমানিয়ান পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।

নাগরিকত্ব পেতে সহায়তা

নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটি একই রকম রোমানিয়া শহরের অন্তর্গত, যেখানে আপনি পরে বসবাস করতে যাচ্ছেন। আপনি সম্ভবত ইতিমধ্যেই জানত, বৈধতা প্রক্রিয়া বরং জটিল হয়। রোমানিয়ান নাগরিকত্ব অর্জন করা একটি সহজ কাজ নয়, এবং এটি সমাধান করার জন্য, এটি অনেক প্রচেষ্টা এবং সময় নিতে হবে, পাশাপাশি নানান কিছু বোঝার জন্য। আপনার যদি এর জন্য সময় না থাকে এবং আপনি সব ধরনের আমলাতান্ত্রিক সমস্যাগুলিতে আপনার স্নায়ু ব্যয় করতে চান না, তাহলে আপনি যোগ্য আইনি সহায়তা ব্যবহার করতে পারেন। যত দ্রুত সম্ভব রোমানিয়া নাগরিকত্ব পেতে অনেক আইনি অফিসে সাহায্য করে। সেবা খরচ প্রায় 800-1000 ইউরোর। এগুলি বিদ্যমান নথির বিশ্লেষণ এবং কর্মের একটি পরিকল্পনা, নাগরিকত্ব অর্জনের, সার্টিফিকেশন এবং নথির অনুবাদ, সারাংশে রোমানিয়াতে সরাসরি দায়ের করা নিবন্ধনপত্রগুলি, একজন আইনজীবী দ্বারা প্রদত্ত ডকুমেন্টের সার্টিফিকেট প্রাপ্ত করার জন্য পরামর্শের অন্তর্ভুক্ত।

দেশ পরিচিতিরোমানিয়াদক্ষিণ-পূর্ব ইউরোপের সার্বভৌম দেশ রোমানিয়া। দেশটির সঙ্গে কৃষ্ণসাগর, বুলগেরিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, সার...
16/12/2022

দেশ পরিচিতি
রোমানিয়া

দক্ষিণ-পূর্ব ইউরোপের সার্বভৌম দেশ রোমানিয়া। দেশটির সঙ্গে কৃষ্ণসাগর, বুলগেরিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া ও মলডোভার সীমান্ত রয়েছে। দানিয়ুব নদী জার্মানি থেকে শুরু হয়ে ১০টি দেশ পার হয়ে রোমানিয়ার দানিয়ুব বদ্বীপে গিয়ে শেষ হয়েছে৷
আধুনিক রোমানিয়ার গোড়াপত্তন ১৮৫৯ সালে। দেশ হিসেবে রোমানিয়া নাম নিয়ে এর যাত্রা শুরু ১৯৬৬ সাল থেকে। ওসমানিয়া সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯৭৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে ট্রান্সসিলভানিয়া, বুকোভিনা ও বেসারাবিয়া যুক্ত হয়ে কিংডম অব রোমানিয়া গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে নািস জার্মানির সহায়ক বাহিনী ছিল রোমানিয়া। তবে ১৯৪৪ সালে তারা পক্ষ পাল্টে মিত্র বাহিনীতে যোগ দেয়। ওই সময় জার্মান বাহিনী রোমানিয়ার বহু এলাকা দখল করে। যুদ্ধ শেষে এগুলো আবার ফিরে পায় রোমানিয়া। যুদ্ধের পর রোমানিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। দেশটির গণতান্ত্রিক যাত্রা শুরু হয় ১৯৮৯ সালের বিপ্লবের পর থেকে। অর্থনৈতিকভাবে নানা টানাপড়েন গেছে সেই সময়টায়।
রোমানিয়া উন্নয়নশীল দেশ। ইউরোপীয় ইউনিয়নের দরিদ্র দেশগুলোর মধ্যে এটি অন্যতম। বিশ্বের মানবাধিকার সূচকে তাদের অবস্থান ৫০তম। গত বছর তাদের অগ্রগতির হার খুবই ভালো ছিল। মূলত এই সহস্রাব্দের শুরু থেকেই রোমানিয়ার উত্থান শুরু। রোমানিয়া বিদ্যুত্শক্তি ও যন্ত্রাংশ রপ্তানি করে। ২০০৪ সাল থেকে তারা ন্যাটোর সদস্য। ইউরোপীয় ইউনিয়নে দেশটি অন্তর্ভুক্ত হয়েছে ২০০৭ সালে।

এক নজরে

পুরো নাম : রোমানিয়া

রাজধানী ও সবচেয়ে বড় শহর : বুখারেস্ট

দাপ্তরিক ভাষা : রোমানীয়

উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী : ৮৮ শতাংশ

রোমানীয়, ৬.১ শতাংশ হাঙ্গেরীয়।

সরকারপদ্ধতি : ইউনিটারি

সেমি-প্রেসিডেনশিয়াল রিপাবলিক

প্রেসিডেন্ট : ক্লাউস ইয়োহানিস

আইনসভা : পার্লামেন্ট

উচ্চকক্ষ : সিনেট
নিম্নকক্ষ : চেম্বার অব ডেপুটিস

আয়তন : দুই লাখ ৩৮ হাজার ৩৯৭ বর্গকিলোমিটার

জনসংখ্যা : এক কোটি ৯৬ লাখ ৩৮ হাজার
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৮৪.৪ জন

ডজডিপি : মোট ৪৭৪.০৩২ বিলিয়ন ডলার

মাথাপিছু আয় : ২৫ হাজার ৫৩৩ ডলার

মুদ্রা : রোমানীয় লিও

জাতিসংঘে যোগদান : ১৪ ডিসেম্বর ১৯৫৫।

14/12/2022

রোমানিয়ার Sibiu সিটি 🇹🇩

অনেক সুন্দর একটা সিটি 😍

Address

Jessore
3501

Opening Hours

09:00 - 22:00

Telephone

+8801612212976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupsha Fly Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupsha Fly Tours & Travels:

Videos

Share

Category