Vertex Tours and Travels

Vertex Tours and Travels All Kinds of Air Ticket, Hotel Booking, Tour Packages, Visa Processing, Hajj & Umrah Packages. Book

04/12/2023

“The important thing about a problem is not its solution, but the strength we gain in finding the solution.”

29/11/2023

All Our Services are Temporarily off. Please Don't Call. You All Will Be Informed When Our Services Will Be Available Again! Zajakallah!!!

❤️ পদ্মা রেল সেতুর কাজ সম্পন্ন হলে ঢাকা-যশোরের ৩০৮ কিমি দূরত্ব কমবে ❤️
25/09/2021

❤️ পদ্মা রেল সেতুর কাজ সম্পন্ন হলে ঢাকা-যশোরের ৩০৮ কিমি দূরত্ব কমবে ❤️

18/09/2021
আগামী ৩০-সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুরু করছে....যশোর - চট্টগ্রাম - যশোর (সরাসরি ফ্লাইট)সৈয়দপুর - চট্টগ্রাম -...
18/09/2021

আগামী ৩০-সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুরু করছে....

যশোর - চট্টগ্রাম - যশোর (সরাসরি ফ্লাইট)
সৈয়দপুর - চট্টগ্রাম - সৈয়দপুর (সরাসরি ফ্লাইট)

যশোর - কক্সবাজার - যশোর (সরাসরি ফ্লাইট)

Contact: 01711321974

Connect With WhatsApp
18/09/2021

Connect With WhatsApp

18/09/2021
No REGRETS
17/03/2021

No REGRETS

10/11/2020
05/10/2020

Book Any Airticket From Home
Domestic & International
Just Call On
01711321974

বাংলাদেশের পাসপোর্টের উন্নতি, ভিসা ছাড়া যাওয়া যাবে ৪৪ দেশেবৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ বছরে আবার ১৮ ধাপ এগিয়েছে বাংলাদ...
15/07/2020

বাংলাদেশের পাসপোর্টের উন্নতি, ভিসা ছাড়া যাওয়া যাবে ৪৪ দেশে

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ বছরে আবার ১৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ভিসা ছাড়াই যেতে পারবে ৪৪টি দেশে। সূচকে ১০০ থাকলেও এবার উন্নতি হয়ে ১৮ ধাপ ওপরে ওঠেছে। এখন বাংলাদেশের অবস্থান ৮২। তবে ৪৪ দেশের মধ্যে ১৮টি দেশে যেতে ভিসার প্রয়োজন হবে না। আর ২৬ দেশে যাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। সংস্থাটি সম্প্রতি বিশ্বের ২০০টি দেশের ওপর গবেষণা জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করেছে।

যেখানে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে। সূচকটিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নয়ন ঘটেছে।

হেনলে অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ওই বছর বিশ্বের ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেত বাংলাদেশের পাসপোর্টধারীরা।

২০১৮ সালে এই সূচকে পাঁচ ধাপ অবনতি হয়ে ১০০তম অবস্থানে নেমে আসে বাংলাদেশ। তবে এবারের এই সূচকে এক লাফে ১৮ ধাপ উন্নতি হয়ে ৮২তম অবস্থানে এসেছে বাংলাদেশ।

এদিকে গত ২৬ অক্টোবর ঢাকা সফররত চীনা জননিরাপত্তাবিষয়কমন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এক বৈঠক হয়।

ওই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দিতে চায় চীন। বাংলাদেশিদের জন্য চীন এই সুবিধা চালু করলে পাসপোর্ট সূচকে আরও উন্নতি ঘটবে বাংলাদেশের।

পাসপোর্ট ইনডেক্সের তালিকায় শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার ওপরে যৌথভাবে আছে সিঙ্গাপুর ও জার্মানি। যুক্তরাষ্ট্র, ইতালি ও ফ্রান্সসহ ১১টি দেশ আছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া জাপান ও কানাডাসহ ৯টি দেশকে নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।

তবে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে অবস্থান করছে ইরান, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান। তবে পার্শ্ববর্তী দেশ ভারত আছে ৬৫তম অবস্থানে।

24/06/2020

Fly Safe, Stay Safe with US Bangla
✈Book Any Air Ticket From Home✈
Vertex Tours and Travels
📲Call: 01711 32 19 74 , 01612 66 11 75
🏢Address: BRTC Market, 1st Floor, Newtown, Jashore, Bangladesh.

14/06/2020

সকল ডোমেস্টিক এয়ার টিকিট পাওয়া যাচ্ছে!
যোগাযোগঃ ০১৭১১৩২১৯৭৪

14/06/2020

বাংলার মাটিতে জন্ম নেয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইটার পাইলট সাইফুল আযম ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

ঢাকা - দুবাই - ঢাকা ফ্লাইটদুবাই-এ আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ...
09/06/2020

ঢাকা - দুবাই - ঢাকা ফ্লাইট

দুবাই-এ আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট (ইউ এস বাংলা এয়ার লাইন্সের বোয়িং-৭৩৭) ঢাকা - দুবাই - ঢাকা রুটে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।

ফ্লাইটের তারিখ : ১৪ জুন ২০২০। (আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল।)

ফ্লাইটের সময়সুচী :

BS341
DAC 19:30 HRS - DXB 22:45 HRS

BS342
DXB 23:45 HRS - DAC 07:00+1 HRS

টিকিটের ওয়ান ওয়ে (One Way) মুল্য :

ঢাকা - দুবাই :
ইকোনমি ক্লাস: ৪৫,০০০ টাকা (২০ কেজি চেক ইন এবং ৭ কেজি কেবিন ব্যাগেজ)

দুবাই - ঢাকা :
ইকোনমি ক্লাস: ৩৭,০০০ টাকা (২০ কেজি চেক ইন এবং ৭ কেজি কেবিন ব্যাগেজ)

অতিরিক্ত লাগেজ:
৩,০০০ টাকা / প্রতি ১০ কেজির জন্য।

আগ্রহী যাত্রীগণকে নিম্নের লিংকের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।

https://baf.shataj.com/ticket-dxb/

প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর “Book Now” বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর (Booking Number) পাওয়া যাবে। উক্ত বুকিং নম্বরটি সংরক্ষন / লিপিবদ্ধ করে পরবর্তীতে পেমেন্ট (Cash / Bank / Online) করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুন ভাবে আর তথ্য পূরণ করতে হবেনা।

এর পর, “Pay Now” বাটনটিতে ক্লিক করে পেমেন্ট করা যাবে।

আসন সংখ্যা সীমিত থাকার কারনে আগের বুকিং নম্বর ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

দুবাই-কে ট্রানজিট হিসাবে গ্রহণ করে যাত্রীগণ অন্য যে কোনও দেশের উদ্দেশ্যেও ভ্রমন করতে পারবেন।

সমস্ত যাত্রীগন তাদের নিজস্ব ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা স্ব স্ব দুতাবাস / মন্ত্রনালয় / ইমিগ্রেশন ইত্যাদি হতে (যদি থাকে) নিজ দায়িত্বে ফ্লাইটের নু্ন্যতম ২৪ ঘন্টা আগে সম্পন্ন করবেন।

দুবাই থেকে যাত্রীগণদের নিজ দায়িত্বে করোনা টেস্ট করে নিতে হবে। নেগেটিভ সার্টিফিকেট থাকলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে না

যাত্রার ৪ ঘন্টা পূর্বে বিমান-বন্দরে উপস্থিত হতে হবে।

বিমান-বন্দরে অবশ্যই ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক নিয়ে আসতে হবে।

অতিরিক্ত মুল্য পরিশোধ করেও বিমান-বন্দরে অতিরিক্ত ব্যাগেজ বহন-এর কোনো ব্যবস্থা না থাকায় প্রদত্ত ব্যাগেজ এর অতিরিক্ত মালামাল কোন অবস্থাতেই বহন করা যাবে না।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:

বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট
ঢাকা ক্যান্টনমেন্ট।

ইমেল: [email protected]

মোবাইল: 01769993390, 01769993394, 01769998536, 01769993343
টেলিফোন : 02-55060000 এক্সটেনশন : 3395

এভিয়েশন সেক্টরে পাইলটদের নেতৃত্ব দেয়ার আহ্বান–এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানছাত্র পাইলটদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে বা...
04/03/2020

এভিয়েশন সেক্টরে পাইলটদের নেতৃত্ব দেয়ার আহ্বান–এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান

ছাত্র পাইলটদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশের এভিয়েশন জগতে নেতৃত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এর জন্য তিনি নিরাপদ উড্ডয়ন ও উড্ডয়ন ঝুঁকি নিয়ে ছাত্রদের আরো বেশি করে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহিত হতে হবেও জানিয়েছেন।

শনিবার ঢাকার উত্তরা ক্লাবে গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি লিমিটেডের উদ্যোগে আয়োজিত ছাত্র পাইলট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) শওকত উল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ও এভিয়েশন ব্যক্তিত্ব ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহাম্মেদ, বীর উত্তম, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব:) এ টি এম নজরুল ইসলাম গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তব্য দেন। এ বছর ৩৪ জন নবীন গ্র্যাজুয়েট পাইলটদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত পাইলট বক্তরা সারা বিশ্বের পাইলট সঙ্কটের কথা তুলে ধরেন এবং আগামীতে বাংলাদেশে ভালো মানের ট্রেনিং অ্যাকাডেমি গড়ে তুলে এই সঙ্কট মোকাবেলায় সহযোগিতা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি ২০১০ সাল থেকে পাইলটদের প্রশিক্ষণ দিয়ে আসছে। অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সিমুলেটর ও মাল্টি ইঞ্জিন বিমান সংযোজনের কথা উল্লেখ করেন বলে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে সহজ হচ্ছে ড্রোন ওড়ানোগবেষণা, জরিপ, স্থিরচিত্র ধারণ, চলচ্চিত্র নির্মাণ, উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের মত কাজ ...
04/03/2020

দেশে সহজ হচ্ছে ড্রোন ওড়ানো

গবেষণা, জরিপ, স্থিরচিত্র ধারণ, চলচ্চিত্র নির্মাণ, উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের মত কাজ ছাড়াও বিনোদনের জন্য ড্রোন ওড়ানোর সুযোগ করে দিতে যাচ্ছে সরকার।

বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) তিন কিলোমিটারের বাইরে ৫০ ফুটের কম উচ্চতায় এবং সাড়ে তিন কিলোমিটারের বাইরে ১০০ ফুটের কম উচ্চতায় সাত কেজির কম ওজনের ড্রোন ওড়াতে অনুমতির প্রয়োজন হবে না।

অন্যসব ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি নিয়ে ড্রোন ওড়াতে হবে। সাত কেজির বেশি ওজনের ড্রোন আমদানিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।

এসব নিয়ম রেখে ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালার’ খসড়া তৈরি করে তার ওপর অংশীজনদের মতামতও নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সিভিল এভিয়েশন) জনেন্দ্র নাথ সরকার বলেন, “আগামী সপ্তাহে সভা করে খসড়াটি চূড়ান্ত করা হবে, এরপর তা মন্ত্রিসভায় পাঠাব। মন্ত্রিসভা অনুমোদন দিলে মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হবে।”

খসড়ায় বলা হয়েছে, কৃষিকাজ, কৃষির উন্নয়ন, আবহাওয়ার তথ্য সংগ্রহ; পরিবেশ ও ফসলের পরিস্থিতি পর্যবেক্ষণ, মশার ঔষধ ও কীটনাশক স্প্রে, সার্ভের জন্য চিত্র ধারণ, চলচ্চিত্র নির্মাণ, গবেষণা কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশ্বব্যাপী ড্রোন ব্যবহার করা হয়।

বাংলাদেশেও ব্যক্তিগত, সরকারি, বেসরকারি, সামরিক ও বেসামরিক পর্যায়ে ড্রোনের ব্যবহার ক্রমাগত বাড়ছে। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজেও এর ব্যবহার দিন দিন বাড়ছে।

“ড্রোনের ব্যবহার বাড়লেও ব্যক্তিগত বা রাষ্ট্রীয় গোপনীয়তা ও নিরাপত্তা ভঙ্গ এবং জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির মত অনৈতিক, বেআইনি বা সন্ত্রাসী কার্যকলাপে এ প্রযুক্তির অপব্যবহাররোধে বর্তমানে বাংলাদেশে ড্রোন আমদানি, ব্যবহার ও উড্ডয়ন অত্যন্ত সীমিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত।”

খসড়া নীতিমালায় ব্যবহারের ভিত্তিতে ড্রোনকে চার ভাগে ভাগ করা হয়েছে।

ক শ্রেণি: বিনোদনের জন্য ব্যবহার

খ শ্রেণি: শিক্ষা ও গবেষণার মত অবাণিজ্যিক কাজে সরকারি, বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত ব্যবহার

গ শ্রেণি: সার্ভে, স্থির চিত্র ধারণ, চলচ্চিত্র নির্মাণ, উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের মত বাণিজ্যিক ও পেশাদার কাজে ব্যবহার

ঘ শ্রেণি: রাষ্ট্রীয় ও সামরিক প্রয়োজনে ব্যবহার

বিমান ও জনসাধারণের সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় বিবেচনায় নিয়ে ড্রোন অপারেশন জোনকে তিনভাগে ভাগ করা হয়েছে।

গ্রিন জোন: বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) তিন কিলোমিটারের বাইরে ৫০ ফুটের কম উচ্চতায় এবং সাড়ে তিন কিলোমিটারের বাইরে ১০০ ফুটের নিচে ড্রোন ওড়াতে অনুমতি লাগবে না। এটাই গ্রিন জোন।
ইয়েলো জোন: প্রবেশ নিষিদ্ধ- এমন এলাকা, সামরিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা এবং সংকীর্ণ এলাকায় অনুমতি নিয়ে ড্রোন চালাতে হবে।

রেড জোন: নিষিদ্ধ অঞ্চল, বিপদজনক এলাকা, বিমানবন্দর, কেপিআই এবং বিশেষ কেপিআই-এ ড্রোন চালাতে লাগবে বিশেষ অনুমতি।

বিনোদনের জন্য ড্রোন ওড়াতে পারবে যে কেউ। তবে অন্যসব ক্ষেত্রে ড্রোন অপারেট করতে বয়স হতে হবে অন্তত ১৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম এসএসসি।

সরকারের আমদানী নীতিমালা এবং বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত পদ্ধতিতে ড্রোন আমদানি করতে হবে উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে, ‘ক’, ‘খ’, ‘গ’ শ্রেণির জন্য সাত কেজির (পেলোডসহ) বেশি ওজনের ড্রোনের ক্ষেত্রে আমদানির আগেই ড্রোনের বিস্তারিত স্পেসিফিকেশন ও সংখ্যা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হবে। এই অনাপত্তিপত্র পাওয়ার ছয় মাসের মধ্যে ড্রোন আমদানি করতে হবে।

‘খ’ ও ‘গ’ শ্রেণির ড্রোন চালাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকক) নির্ধারিত ফরমে আবেদন করে নিবন্ধন নিয়ে একটি পরিচিতি নম্বর নিতে হবে।

তবে ‘ক’ শ্রেণির ড্রোন ১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন হলে অথবা সাত কেজির (পেলোডসহ) বেশি ওজনের হলে ওই ড্রোনেরও নিবন্ধন বাধ্যতামূলক।

নীতিমালা কার্যকর হলে বেবিচককে প্রতিটি ড্রোনের নিবন্ধন ও পরিচিতি নম্বর সংরক্ষণ করতে হবে। এই নিবন্ধন ও পরিচিতি নম্বর নিবন্ধিত ড্রোনের গায়ে এমনভাবে লিখে রাখতে হবে, যাতে তা সহজে দেখা যায়।

ড্রোন ওড়ানোয় বিধিনিষেধ

>> খোলা জায়গায় যে কোনো ড্রোন ওড়ানের আগে ওই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো ‘ভিভিআইপি মুভমেন্ট’ আছে কি না, তা নিজ দায়িত্বে জেনে নিতে হবে। ভিভিআইপি মুভমেন্টের তারিখের তিন ঘণ্টা আগে থেকে ভিভিআইপি ‍মুভমেন্ট শেষ না হওয়া পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না।

>> খোলা স্থানে সভা, সমাবেশ এবং জাতীয়, আন্তর্জাতিক খেলা বা ইভেন্ট চলাকালে পাঁচ কিলোমিটারের মধ্যে ওই ইভেন্টের জন্য অনুমোদিত ড্রোন ছাড়া অন্য কোনো ড্রোন ওড়নো যাবে না।

>> ড্রোন ওড়ানোর সময় অনুমোদনের কপি এবং যে মোবাইল সিমের মাধ্যমে ড্রোনটি নিবন্ধন করা হয়েছে সেটি ড্রোন অপারেটরকে সবসময় সঙ্গে রাখতে হবে। কর্তৃপক্ষ চাইলে তা দেখাতে হবে।

>> অবকাঠামো, গাছপালা, ফসল, জনগণ ও যানবাহনের অবস্থান বা চলাচল এবং বিমান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি বা এসবের জন্য হুমকি সৃষ্টি হয়- এমনভাবে ড্রোন ওড়ানো যাবে না।

>> জনসমাগমের স্থান, যানবাহন চলাচলের স্থান, বাজার বা বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা বা ভবন এবং অফিস আদালত থেকে অন্তত ৩০ মিটার দূরে ওড়াতে হবে ড্রোন। তবে বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা বা স্থানীয় প্রশাসন ও বেবিচকের অনুমতি নিয়ে ওইসব এলাকায় ড্রোন ওড়ানো যাবে।

>> বিমানবন্দর ছাড়া কেপিআই বা বিশেষ কেপিআইয়ের তিন কিলোমিটারের মধ্যে ড্রোন পরিচালনার জন্য কেপিআই বা বিশেষ কেপিআই সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হবে। বিমানবন্দরেরের পাঁচ কিলোমিটারের মধ্যে ড্রোন পরিচালনার জন্য বেবিচক ও বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

>> বাংলাদেশে বিদেশি মিশনে কর্মরত ব্যক্তি বা কূটনৈতিক ড্রোন ওড়াতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

রাষ্ট্রীয়, জননিরাপত্তা, ব্যক্তিগত বা রাষ্ট্রীয় গোপনীয়তা, উড্ডয়ন সুরক্ষাসহ যে কোনো প্রকার সম্পত্তির নিরাপত্তা ও সিভিল এভিয়েশনের স্বার্থে বেবিচক ড্রোনের নিবন্ধন বাতিল করতে পারবে।

নিময় না মানলে কী হবে

নিবন্ধন ছাড়া বা নীতিমালা অনুসরণ না ড্রোন ওড়ালে দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা দেওয়া হবে বলে নীতিমালার খসড়ায় বলা হয়েছে।

“ড্রোন অপারেশনের কারণে জনসাধারণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ যে কোনো প্রকার ক্ষতি অথবা গোপনীয়তা ভঙ্গের জন্য ড্রোন অপারেটর ও অপারেটরের নিয়োগকারীকে দায়ী করে প্রচলিত আইনে সাজা দেওয়া হবে।

“অননুমোদিত ড্রোন উড্ডয়নকারী এই নীতিমালা অথবা বেবিচকের শর্ত ভঙ্গ করে উড্ডয়নের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা, গোপনীয়তা, জননিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা বা গোপনীয়তা এবং বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা ভঙ্গকারী অপারেটর দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য হবেন।”

ড্রোন ওড়ানোর কারণে জনসাধারণ ও প্রাণীর জীবন; জনসাধারণের সম্পত্তি ও গোপনীয়তা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচলিত আইনে বিচারযোগ্য এবং দণ্ডনীয় হবে এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বলেও খসড়া নীতিমালায় বলা হয়েছে।

ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের ভিসা সীমিত করবে বাংলাদেশ।চীনের পর এবার ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের জন্...
04/03/2020

ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের ভিসা সীমিত করবে বাংলাদেশ।

চীনের পর এবার ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের জন্য ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর চীনের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের জন্যও একই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে করোনাভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গেছে।’ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ কারণে একটি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস এরিয়ায় রেস্টুরেন্ট দোকানপাট থাকছে নাউন্নত বিশ্বের আদলে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করা হচ্ছে হ...
04/03/2020

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস এরিয়ায় রেস্টুরেন্ট দোকানপাট থাকছে না

উন্নত বিশ্বের আদলে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এ জন্য দেশের প্রধান এ বিমানবন্দরের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়ানো ও নিরাপত্তা জোরদারসহ সার্বিক পরিবেশ দৃষ্টিনন্দন করতে ১১ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক উপস্থিত ছিলেন। তারা বিমানবন্দরের যাত্রীসেবার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় ও কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করাসহ তা নিরসনে করণীয় সম্পর্কে মতামত দেন।

সভায় গৃহীত ১১ দফা সিদ্ধান্তের মধ্যে রয়েছে- দ্রুত ও কার্যকরভাবে সেবা প্রদানে ইমিগ্রেশন কাভারগুলোয় আরও বেশি কর্মকর্তার পদায়ন, বিদেশগামী যাত্রীদের জন্য আরও কয়েকটি আলাদা ইমিগ্রেশন কাউন্টার স্থাপন, অন অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি, বিমানবন্দরগুলোয় জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংখ্যক স্ক্যানার স্থাপন, দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে স্ক্যানারসহ আরেকটি গ্রিন চ্যানেল স্থাপন, অনুমোদিত ব্যাংকের শাখা ছাড়া বিমানবন্দরের কাস্টমস এলাকার ভেতর থেকে বেস্টুরেন্ট, দোকানপাট, মানি এক্সচেঞ্জগুলো অপসারণ, বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীদের সংমিশ্রণ ও চোরাচালানরোধে সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্টে ফার্স্ট এন্ট্রি পয়েন্টেই ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং সম্পন্ন, ভিআইপি লাউঞ্জের প্রবেশপথে শতভাগ লাগেজ চেক নিশ্চিত, বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও ক্রয়ক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ স্টাডি করে তা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীসহ এই সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে অধিকতর ইতিবাচক মনোভাব সৃষ্টিসহ প্রথাগত মানসিকতার পরিবর্তনে বিভিন্ন উদ্বুদ্ধকরণ প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ। সভার এ সিদ্ধান্তগুলো চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ১৭ দপ্তরে।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিমানবন্দরের যাত্রীসেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। তৃতীয় টার্মিনাল নির্মাণের পর এ অবস্থার আরও উন্নতি হবে। কিন্তু সেটা বাস্তবায়নের আগেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য ইমিগ্রেশন ব্যবস্থা, গ্রাউন্ড হ্যান্ডলিং, কাস্টমস ও বিমানবন্দরের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন।

ইমিগ্রেশনে স্বল্পতম সময়ে দক্ষতার সঙ্গে যাত্রীসেবা দিতে অধিক সংখ্যক ইমিগ্রেশন অফিসার পদায়ন করা প্রয়োজন। প্রয়োজনে বিদেশগামী কর্মীদের জন্য আরও কয়েকটি আলাদা ইমিগ্রেশন কাউন্টার স্থাপন করা যেতে পারে। এ ছাড়া বেশকিছু দিকনির্দেশনা দেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (গ্রুপ ক্যাপ্টেন) এইচএম তৌহিদ উল আহসান গতকাল মঙ্গলবার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ১১ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরের কাস্টমস এরিয়ার ভেতর থেকে বেস্টুরেন্ট, দোকানপাট, মানি এক্সচেঞ্জগুলো অপসারণ করা হবে।

৫০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে রেডিও সংকেত আসছে পৃথিবীতে !১২ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম স...
13/02/2020

৫০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে রেডিও সংকেত আসছে পৃথিবীতে !

১২ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ৫০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে ক্রমাগত রেডিও সংকেত আসছে পৃথিবীতে। ৪০৯ দিন ধরে প্রতি ১৬ দিন পরপর এ সংকেত পাঠানো হচ্ছে।

মহাকাশ গবেষণায় ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে এই ঘটনা। এই রেডিও সংকেত গুলোর অদ্ভুত মিল শনাক্ত করেছে দ্য কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট বা ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রজেক্ট। টেলিস্কোপ দিয়ে এটি শনাক্ত করেন কানাডা ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

এফআরবি জানিয়েছে, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এমন সংকেত পেয়েছে তারা। ঘণ্টায় একবার বা দুইবার করে টানা ৪ দিন পৃথিবীতে আসে এই সংকেত। এরপর টানা ১২ দিন চুপ থাকে এটি। অর্থাৎ, মোট ১৬ দিনের একটি চক্র মেনে পৃথিবীতে এই সংকেত পাঠানো হচ্ছে।

সাধারণত দূরবর্তী কোন বস্তুর অস্তিত্ব জানতে রেডিও সংকেত ব্যবহার করা হয়। তবে নিয়মিত বিরতিতে এমন সংকেত বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে যে, সত্যিই কি তাহলে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে!

মহাশূন্য থেকে পৃথিবীতে রেডিও সংকেত ভেসে আসার ঘটনা এটাই প্রথম নয়। তবে এবারের ঘটনার বিশেষত্ব হচ্ছে, ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ ধরনের সংকেত শোনা গেলেও, এমন নিয়মিত বিরতিতে এ ধরনের ক্রমাগত রেডিও সংকেতের ঘটনা আগে শোনা যায়নি।

ঠিক কোথা থেকে রহস্যময় এ সংকেতটি আসছে তা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি বিজ্ঞানীরা।

সিঙ্গাপুরের যাত্রীদের আলাদা ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে।করোনাভাইরাস প্রতিরোধে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন...
13/02/2020

সিঙ্গাপুরের যাত্রীদের আলাদা ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে।

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মতো সিঙ্গাপুরের যাত্রীদেরও পৃথক ইমিগ্রেশন ও স্ক্রিনিং করা হচ্ছে।

সম্প্রতি সিঙ্গাপুরে দুজন বাংলাদেশি নাগরিকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর থেকে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নজরদারি বাড়ানো হয়।

সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব ফ্লাইটের যাত্রীর স্বাস্থ্য স্ক্রিনিং করা হলেও সিঙ্গাপুরফেরত যাত্রীদের ক্ষেত্রে পৃথক লাইনে দাঁড় করিয়ে ইমিগ্রেশন ও স্ক্রিনিং করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিঙ্গাপুরে দুজন বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে চীনফেরত যাত্রীদের মতো সিঙ্গাপুরের যাত্রীদেরও পৃথক লাইনে দাঁড় করিয়ে ইমিগ্রেশন ও স্ক্রিনিং করা হচ্ছে।

গত ২১ আগস্ট থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকল আকাশ, স্থল, নৌ ও সমুদ্রবন্দর দিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৯৯৩ যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়। বিদেশফেরত মোট যাত্রীর মধ্যে ৪৯ হাজার ১১০ জনই শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রবেশ করেছেন।

প্রথমদিকে শুধু চীনের চারটি ফ্লাইটের যাত্রীদের (চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ড্রাগন এয়ার ও ইউএস বাংলা) স্ক্রিনিং করা হয়। এখন সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং হচ্ছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, চীনা নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়ায় চীন থেকে আগত যাত্রীর সংখ্যা কমে গেছে। বিশেষ করে চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্নের যাত্রী কম হওয়ায় সংস্থা দুটি সাপ্তাহিক ৪টির বদলে ২টি ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে সিঙ্গাপুর থেকে প্রতিদিন ৪টি ফ্লাইট আসছে।

কলকাতা বিমানবন্দরে আরও দুই যাত্রীর শরীরে করোনা ভাইরাস।কলকাতা বিমানবন্দরে থাইল্যান্ডের ব্যাংকক ফেরত দুই যাত্রীর শরীরে করো...
13/02/2020

কলকাতা বিমানবন্দরে আরও দুই যাত্রীর শরীরে করোনা ভাইরাস।

কলকাতা বিমানবন্দরে থাইল্যান্ডের ব্যাংকক ফেরত দুই যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এর ফলে কলকাতায় মোট তিনজন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়লো। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।

কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মঙ্গলবার হিমাদ্রি বর্মন নামে এক যাত্রীর শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। বুধবার নগেন্দ্র সিং নামের আরেক ব্যক্তিকেও ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
উভয় যাত্রীকে বেলিয়াঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিচালক।
কৌশিক ভট্টাচার্য আরও বলেন, এর আগে থার্মাল স্ক্যানিংয়ের সময় অনিতা ওরাওঁ নামের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যে দুটি এয়ারলাইন কোম্পানি কলকাতা-চীন সরাসরি ফ্লাইট বাতিল করেছে। সাশ্রয়ী বিমান-সেবা দাতা প্রতিষ্ঠান ইন্ডিগো ৬ ফেব্রুয়ারি থেকে কলকাতা-গুয়াংজু রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল করেছে।
চীনের সঙ্গে কলকাতার এখন সরাসরি কোনও ফ্লাইট নেই। তবে হংকং, সিঙ্গাপুর ও ব্যাংকক থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।

কী আছে ঢাকা-সিঙ্গাপুর রুটের এ৩৫০-৯০০ উড়োজাহাজে?ঢাকা থেকে আঞ্চলিক গন্তব্যে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা...
13/02/2020

কী আছে ঢাকা-সিঙ্গাপুর রুটের এ৩৫০-৯০০ উড়োজাহাজে?

ঢাকা থেকে আঞ্চলিক গন্তব্যে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এর বিজনেস ক্লাস কেবিনে রয়েছে ১-২-১ বিন্যাসে ৪০ আসন। ফলে এটি হাঁটাচলার জন্য সুবিধাজনক। অন্যদিকে ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন। এখানকার আসন বিন্যাস হলো ৩-৩-৩।

এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসে রয়েছে অত্যাধুনিক বিনোদন সিস্টেম। উড়োজাহাজটির নকশায় রয়েছে নতুন ইউজার ইন্টারফেস, যা যাত্রীদের নেভিগেশন অপশনসহ ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা দেয়। ক্রিসফ্লাইয়ারের সদস্য ও বিজনেস ক্লাসের ভ্রমণকারীরা অতিরিক্ত ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট উপভোগের সুবিধা পাবেন। উড়োজাহাজটিতে ওঠার আগে ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে পছন্দানুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন।

বিজনেস ক্লাস

সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন এয়ারবাসে স্ব-নিয়ন্ত্রণে মাইক্রিসওয়ার্ল্ডের ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট উপভোগ করতে পারেন ভ্রমণকারীরা। পছন্দমাফিক ও পূর্বের দেখা কন্টেন্ট অনুযায়ী বিনোদনমূলক কন্টেন্ট দেখা যাবে। ক্রিসফ্লাইয়ারের সদস্যরা কন্টেন্ট বুকমার্ক করে রেখে পুনরায় তা দেখতে পারবেন। এছাড়া কেবিনে ভ্রমণকালীন মেলে উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা। কারণ এ৩৫০-৯০০ এয়ারক্র্যাফটে আছে সিতাঅনএয়ারের ইনমারাসাত জিএক্স অ্যাভিয়েশনের ব্রডব্যান্ড কানেক্টিভিটি।

ঢাকা-সিঙ্গাপুর রুটে প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইট। সিঙ্গাপুর থেকে প্রতিদিন রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর থেকে ছেড়ে আসে এসকিউ ৪৪৬ ফ্লাইট।

বিজনেস ক্লাস

এছাড়া সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রাত ৯টা ২৫ মিনিটে রওনা দেয় এসকিউ ৪৪৯ ফ্লাইট। এই তিন দিন চাঙ্গি বিমানবন্দর থেকে এসকিউ ৪৪৮ ছাড়ে বিকাল ৫টা ৪০ মিনিটে।

গত ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এ৩৫০-৯০০ উড়োজাহাজের উদ্বোধনী ফ্লাইট (এসকিউ৪৪৬)। এরপর ঢাকা থেকে এটি এসকিউ৪৪৭ নম্বর ফ্লাইট হিসেবে সিঙ্গাপুর যায়।

ইকোনমি ক্লাস

উদ্বোধনী ফ্লাইটের বোর্ডিং ঘোষণা দেন সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশের জেনারেল ম্যানেজার জর্জ রবার্টসন। তিনি বলেন, ‘৩৪ বছর ধরে বাংলাদেশ থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। দীর্ঘ সময়ে গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিতকরণসহ অধিক সংখ্যক ফ্লাইট চালু করতে প্রচুর বিনিয়োগ করেছি আমরা। তাই বাংলাদেশে প্রথমবারের মতো এয়ারবাস এ৩৫০-৯০০ এয়ারক্র্যাফট চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক নতুন এই উড়োজাহাজ আকাশে গ্রাহকদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছানোর সুযোগ করে দেবে। এজন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের সর্বাধুনিক কেবিনে রয়েছে।’

ঢাকায় এ৩৫০-৯০০ উড়োজাহাজের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম চিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোশারফ হোসেন প্রমুখ।

এরিমরেটসে ভ্রমণে দুবাইয়ে দুই রাত হোটেলে থাকা ও ৯৬ ঘণ্টার ভিসা ফ্রিদুবাই হয়ে ইউরোপ, আমেরিকা বা আফ্রিকায় যারা ভ্রমণ করবেন ...
12/02/2020

এরিমরেটসে ভ্রমণে দুবাইয়ে দুই রাত হোটেলে থাকা ও ৯৬ ঘণ্টার ভিসা ফ্রি

দুবাই হয়ে ইউরোপ, আমেরিকা বা আফ্রিকায় যারা ভ্রমণ করবেন তাদের জন্য ৯৬ ঘণ্টার সম্মানসূচক ভিসা এবং ফ্রিতে দুই রাত হোটেলে অবস্থানের সুযোগ দিচ্ছে এমিরেটস এয়ারলাইন্স।

আজ সোমবার উড়োজাহাজ পরিবহন সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের বিষয়ে জানানো হয়েছে। তবে শুধু তারাই এ সুবিধা ভোগ করতে পারবেন যারা ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণের জন্য ১১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে টিকিট বুকিং দেবেন। এ প্রমোশনাল পিরিয়ডের মধ্যে ইউরোপ ভ্রমণের জন্য লন্ডনের ভাড়া হবে করসহ ন্যূনতম ৯২৭ ডলার।

অফারের আওতায় ইকোনমি ক্লাসের যাত্রীরা রোভ বা একই মানের কোনো হোটেলে দুই রাত অবস্থান করতে পারবেন। আর ফার্স্ট ও বিজনেস বা মিক্সড ক্লাসের যাত্রীরা একই সময় পর্যন্ত অ্যাড্রেস স্কাই ভিউজ বা অ্যাড্রেস ফাউন্টেন ভিউজ অথবা সমমানের হোটেলে অবস্থান করতে পারবেন। তবে এক্ষেত্রে খালি থাকা সাপেক্ষে শুধু কক্ষ বরাদ্দ পাবেন তারা।

এছাড়া বিমানবন্দর পরিবর্তনের সময় ফার্স্ট ও বিজনেস ক্লাসের যাত্রীরা এরিরেটসের বিলাসবহুল ভ্রমণের জন্য কোম্পানির শোফার ড্রাইভ সুবিধা পাবেন।

দুবাইগামী যাত্রীরা লোকেশনভিত্তিক অ্যাপ স্কাইওয়ার্ডস এভরিডে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে প্রতিদিন স্কাইওয়ার্ডস মাইলস পাওয়া যাবে। এ স্কোরের ভিত্তিতে ফ্লাইট টিকিট, ফ্লাইট আপগ্রেড, আরো বেশি দিন হোটেলে অবস্থান করাসহ ইত্যাদি রিওয়ার্ড পাওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ঢাকা থেকে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করে এমিরেটস। আগামী ২৯ মার্চ থেকে চারটি ফ্লাইট চালু করবে এয়ারলাইনটি।

সেন্টমার্টিনে ট্রলার ডুবি: মৃত্যের সংখ্যা বেড়ে ২০অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘট...
11/02/2020

সেন্টমার্টিনে ট্রলার ডুবি: মৃত্যের সংখ্যা বেড়ে ২০

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২০ জনের মরদেহ। আশংকা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকার্য পরিচালনা করছে কোষ্টগার্ড ও নৌবাহিনী। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।

এঘটনায় নিখোঁজ রয়েছে অনেকেই। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে এই দূর্ঘটনা ঘটে বলে ধারনা করছে কোষ্টগার্ড। ধারনা করা হচ্ছে নিহত সবাই রোহিঙ্গা।

সংশ্লিষ্ট একাধিক সুত্র মতে, গত ৭ বছরে ২ হাজার ৭৩৫ বাংলাদেশি সাগর পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন। এছাড়া পাচারকারী চক্রের খপ্পরে পড়ে স্থল ও নৌ- সীমান্তে পাচার হয়ে বিশ্বের বিভিন্ন দেশর কারাগারে আাটক আছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশী। ভারত, পাকিস্তান, মালয়শিয়া থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যরে বিভিন্ন কারাগারে আটকা পড়ে আাছে ১০ হাজারের বেশী। এদের মধ্য ৬ হাজার ৩৭০ জনই শিশু ও নারী।

ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম: স্বরাষ্ট্রমন্ত্রীই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম বল...
10/02/2020

ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম: স্বরাষ্ট্রমন্ত্রী

ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১১তম স্থানে রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-পাসপোর্ট করা হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সংসদে সরকার দলীয় এমপি শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট যুগোপৎভাবে চলু থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় তিনটি ই পার্সপোর্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহে ই -পার্সপোর্ট চালু করা হবে। ই পাসপোর্টের জন্য বাংলাদেশে আবেদনকারীদের ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই- পাসপোর্টের জন্য ফি ৩ হাজার টাকা, জরুরি ৫হাজার ৫শ’ টাকা এবং অতিব জরুরি ৭ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই পাসপোর্টের জন্য ৫ হাজার, জরুরি ৭হাজার এবং অতিব জরুরি ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ফি ৫হাজার ৫শ’, জরুরি ৭ হাজার ৫শ’এবং অতিব জরুরি ১০ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৭ হাজার, জরুরি ৯ হাজার এবং অতিব জরুরি ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১০০ মার্কিন ডলার ও জরুরি ১৫০ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১২৫ মার্কিন ডলার এবং জরুরি ১৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ৩০ মার্কিন ডলার ও জরুরি ৪৫ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৫০ মার্কিন ডলার এবং জরুরি ৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদে জানান।

৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরি ২০০ ইউএসডি ১০ বছরমেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ ইউএসডি এবং জরুরি ২২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরি ২০০ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ মাকির্ন ডলার এবং জরুরি ২২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান।

অভ্যন্তরীণ ফ্লাইট ঢেলে সাজাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স।অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিকল্পনা ঢেলে সাজাতে যাচ্ছে বেসরকারি বিমান...
10/02/2020

অভ্যন্তরীণ ফ্লাইট ঢেলে সাজাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিকল্পনা ঢেলে সাজাতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।

পাশাপাশি নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতে বহরে জ্বালানি সাশ্রয়ী নতুন একটি এটিআর ৭২-৬শ’ ব্র্যান্ডের উড়োজাহাজ সংযোজন করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজের উদ্বোধন করে ইউএস বাংলা।

এ সময় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএস বাংলার প্রধান নির্বাহী বলেন, ২০১৪ সালে যাত্রা শুরুর পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতকি ফ্লাইট পরিচালনায় ১৩টি উড়োজাহাজ আছে তাদের বহরে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নতুন এই মডেলের উড়োজাহাজ ১০ বছরের বেশি চালানো হবে না, ১০ বছরের পুরনো উড়োজাহাজ লিজ নেয়া হবে না বলেও জানান তিনি।

ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার এবং যশোর থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির অভিযোগ।পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য বাড়ানোর অভিযোগ ...
10/02/2020

পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির অভিযোগ।

পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য বাড়ানোর অভিযোগ করেছেন ব্রিটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা।

তারা বলছেন, বাংলাদেশ বিমান প্রবাসীদের কাছে প্রথম পছন্দের এয়ারলাইন্স। কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তার কারণে বিমানে যাত্রী হয়রানি এবং টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, যদিও অতিরিক্ত অর্থ দিলে ফ্লাইটের দিনেই টিকিট পাওয়া যায়।

এ সব অভিযোগ তুলে ধরে সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অ্যাসোসিয়েশন নেতারা।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামাউন বলেন, জানুয়ারি মাসে বিশ্বের সবকটি এয়ারলাইন্স যেখানে অর্ধেক ভাড়া কমিয়ে দেয়, সেখানে বাংলাদেশ বিমান ভাড়া বাড়িয়ে তা দ্বিগুণ করে দেয়। একই সঙ্গে ব্রিটেনের হিথ্রোতে বিমানের চাহিদা অনেক বেশি থাকার পরও ম্যানচেষ্টারে ৩৬৫ সিটের তিনটি এয়ারক্রাফট দেয়া হয়েছে।

টিকিটের মূল্য সম্পর্কে তিনি বলেন, এমিরেটস এয়ারলাইন্স হিথ্রো থেকে ঢাকায় ৪৫০ পাউন্ড, আর কাতার এয়ারলাইন্স ৫০০ পাউন্ড ভাড়া নেয়; সেখানে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য ক্লাস ভেদে ৯০০ পাউন্ড থেকে ৩১০০ পাউন্ড রাখা হয়েছে; এতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে এবং বাড়তি টাকা দিচ্ছে।’

মোহাম্মদ সামাউন দাবি করেন, জানুয়ারি মাসে তার পরিবারের ১৫ সদস্য বাংলাদেশ বিমানে করে দেশে আসতে চান। বিমান অফিসে যোগাযোগ করা হলে বলা হয় মার্চ মাস পর্যন্ত টিকেট নেই। ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে হলে বলা হয়, ইকোনমি ক্লাসের টিকেট নেই, বিজনেস ক্লাসের টিকেট আছে। এমন ঘটনা ঘটেছে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোসাহিদ ও সহ-সভাপতি মো. আব্দুল হান্নানসহ অনেক যাত্রীরা ক্ষেত্রে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিমান অবদান রাখছে। অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বিমান বারবার সমালোচনার মুখে পড়ছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিকিট চাইলে বলা হয় নেই; অথচ বিমানে উঠলে দেখা যায় সিট খালি। তবে ঘুষ দিলে একদিন আগের টিকিটও মেলে। এসব হয়রানির কারণে নতুন প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি।

নতুন প্রজন্মের কথা চিন্তা করে বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গরুপে আন্তর্জাতিকমানের বিমানবন্দরে উন্নীত করার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মকসুদ ইবনে আজিজ লামা, সহ-সভাপতি মো. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মুসাহিদ প্রমুখ।

Address

Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Vertex Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vertex Tours and Travels:

Videos

Share

Vertex Tours & Travels

Domestic and International Air Ticket

Domestic and International Tour Packages

Domestic and International Hotel Booking

Visa Processing

Nearby travel agencies


Other Jessore travel agencies

Show All