02/12/2024
যারা ৬৪ জেলা অর্থাৎ পুরো বাংলাদেশ ভ্রমন করতে চান,
তাদের জন্য সেন্টার পয়েন্ট বের করাটা জরুরি।
সেন্টার পয়েন্ট বা সেন্টার ডিসট্রিক্ট মূলত ৩-৭ দিনের জার্নিতে রাতে অবস্থান করা ও দ্রুত এক জেলা থেকে আরেক জেলায় অতিক্রমে সহযোগিতা করবে।
আমাদের দেশে বিভাগ আছে ৮ টি।
৮ কে ৮ দিয়ে গুণ দিলে হয় ৬৪ টি, এই ৬৪ টাই হচ্ছে জেলা। সবচেয়ে কমন রুলস হচ্ছে ৮ টি বিভাগীয় শহরকেই সেন্টার ধরতে পারবেন কেননা বিভাগীয় শহর গুলো তে সুযোগ - সুবিধা বেশি থাকে।
যারা ৬৪ জেলা ট্রাভেলে আগ্রহী তাদের সর্ব প্রথম কাজ
৬৪ জেলার মানুষের সাথেই সম্পর্ক রাখা ও কখন কোন জেলায় আছেন বা যাবেন তা পরিবারকে নিশ্চিত করা। সমমনা / সহযাত্রী দের সাথে আলোচনা করা।
মিশন সিক্সটি ফোর / ৬৪ জেলা ভ্রমণে একেক জন ট্রাভেলারের একক রকম সময় লাগতে পারে। আমার ১২ বছরের বেশি লেগেছিলো। ইদানীং অনেকে ২ মাসেও মিশন সিক্সটি ফোর কমপ্লিট করে ফেলতেছে।
সময় - অর্থ- বয়স - আর্থিক অবস্থা সবকিছু মিলিয়েই মিশনটি শেষ করতে হয়
১.রাজশাহী বিভাগ ( ৮ জেলা)
সেন্টার পয়েন্ট ধরবেন নাটোর কেননা বাকি ৭ জেলাতে ই খুব সহজে মুভ করতে পারবেন। নাটোর থেকে বগুড়া,নঁওগা, জয়পুরহাট যেতে পারবেন। আবার
সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাঁপাই ও যেতে পারবেন
২.রংপুর বিভাগ ( ৮ জেলা)
সেন্টার ধরবেন দিনাজপুর ও নীলফামারী কে।
এই দুটো জেলার সাথেই রংপুরের যোগাযোগ আছে ও বাকি ৫ টি জেলায় যোগাযোগ করতে পারবেন
৩.খুলনা বিভাগ ( ১০ জেলা)
সেন্টার ধরবেন যশোর ও কুষ্টিয়া কে এই ৩ জেলা দিয়ে বাকি ৭ জেলাতেই যেতে পারবেন। নড়াইল,মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা থেকে মাত্র ১ টি জেলা নিতে পারেন চাপ কিছুটা কমবে তবে কুষ্টিয়া- যশোর- খুলনা দিয়ে ও সম্ভব ৩ টাই উন্নত এলাকা
৪. সিলেট বিভাগ ( ৪ জেলা)
সুনামগঞ্জ সবচেয়ে দূর্গম এলাকা সিলেট থেকে ও বাকি ৩ টা সম্ভব
৫.ময়মনসিংহ বিভাগ ( ৪ জেলা)
নেত্রকোনা কে সেন্টার ধরবেন সহজেই ময়মনসিংহ আসা যাবে ময়মনসিংহ থেকে শেরপুর - জামালপুর সহজেই কভার দিতে পারবেন
৬.চট্টগ্রাম বিভাগ ( ১১ জেলা)
চট্টগ্রাম কে সেন্টার ধরে বান্দরবান- রাঙামাটি - খাগড়াছড়ি - কক্সবাজার কভার দিতে পারবেন।
ফেনী ও কুমিল্লা কে সেন্টার ধরে বাকি গুলো ও সম্ভব।
ফেনী - কুমিল্লা থেকে চট্টগ্রামের সবখানেই যেতে পারবেন।
কুমিল্লা ও সিরাজগঞ্জ দুটো সেন্টার পয়েন্ট
এই ২ টা কে সেন্টার ডিস্ট্রিক্ট ধরলে দেশের ৫ ভাগের ২ ভাগ কভার করা যায়
৭. বরিশাল বিভাগ ( ৬ জেলা)
বরিশাল কে সেন্টার ধরে ৪ জেলা যেতে পারবেন।
শুধু দ্বীপ জেলা ভোলা টা আলাদা ধরবেন।
ভোলা থেকে আবার লক্ষ্মীপুর - নোয়াখালী তে প্রবেশ করতে পারবেন।
৮. ঢাকা বিভাগ ( ১৩ জেলা)
ঢাকা দেশের রাজধানী এটা কে সেন্টার ধরে ৬৩ জেলা ই কভার করা সম্ভব কারণ এটা দেশে র মাঝখানে অবস্থিত ও সব জেলার মানুষ ই এখানে আছে।
ফরিদপুর কে সেন্টার ধরে গোপালগঞ্জ - মাদারীপুর - শরীয়তপুর- রাজবাড়ি কভার করবেন। টাঙ্গাইল কে সেন্টার ধরে গাজীপুর- মানিকগঞ্জ - কিশোরগঞ্জ যেতে পারেন। ঢাকা থেকেই সরাসরি কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ সব জেলাতেই যেতে পারবেন।
যারা ঢাকায় বসবাস করেন তারা ঢাকা বিভাগ কে সবার পরে ধরবেন। দূরের জেলা গুলো কমপ্লিট করতে পারলে কনফিডেন্স বাড়বে যা মিশন সিক্সটি ফোরে খুব দরকার
আপনি ইতিপূর্বে কোন জেলায় ট্যুর করেছেন তা লিস্ট করুন যেগুলোতে কখন ই যান নাই সেগুলো তে ভাল ভাবে ফোকাস করুন আপনার আর্থিক, শারীরিক ও মানসিক সামর্থ্য অনুযায়ী নিজের দেশটা কে ঘুরে দেখুন ও সবার সাথে অভিজ্ঞতা গুলো শেয়ার করুন।
- সংগৃহীত
📷 সেন্টমার্টিন