12/08/2024
#সার্বিয়া_আলবেনিয়া
বর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোও ভিসা বন্ধ করে দিয়েছে অথবা কঠিন করে ফেলেছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে দরকার একটা সঠিক সিদ্ধান্ত! কারণ এই অস্থিতিশীল সময় কত দিন দীর্ঘ হয়, তারও কোন নিশ্চয়তা নেই, এদিকে সেঞ্জেন কান্ট্রি গুলো বেশির ভাগই রিফিউজ দিচ্ছে, ইতালির কথা তো আর নাই বললাম! কোন মতে পাসপোর্ট জমা দিলে কবে ফেরত পাবেন, তার কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই।
আর এই সকল দূর্যোগের মাঝে, সবদিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রি বিশেষ করে সার্বিয়া বা আলবেনিয়া যেতে পারেন খুব সহজে। কারণ এই দেশ গুলোতে কোন ধরনের এম্বাসী ফেইস বা দিল্লি যাওয়া লাগেনা, এজেন্সির মাধ্যমেই ভিসা হয়ে আসে। এছাড়াও এদেশ সমূহে ভিসা রেশিও ৯৯%, বিশেষ কোন কারণ ছাড়া সবারই ভিসা হয়। তাই আপনিও চাইলে আবেদন করতে পারেন এই সব দেশের ভিসার জন্য।
ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পারে, এসব দেশের ভিসা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় প্রসেসিং এ কমবেশি ২-৩ মাস সময় লাগে।
বর্তমানে এসব দেশে বেশকিছু সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে। বিশেষ করে---
- কনস্ট্রাকশন
- এগ্রিকালচারাল
- ফ্যাক্টরি
- ডেলিভারি সহ ইত্যাদি
যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার কন্টাক্ট নাম্বার নিচের BOOK NOW বাটনে ক্লিক করে জমা দিন
বিঃদ্রঃ : অফিস ভিজিট এর আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আপনার পাসপোর্ট কপি সাথে নিয়ে আসবেন।
যোগাযোগ:
মোবাইল:01611600350