Your travel & tourism

Your travel & tourism Welcome To Your travel & tourism.We aim to provide you with the best services.

18/11/2024
01611600350
14/11/2024

01611600350

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। অর্থনৈতিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশ সার্বিয়ায় চলছে কর্মী সংকট। গণপরিবহন, নির্মাণ, ফ্যাক...
18/09/2024

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। অর্থনৈতিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশ সার্বিয়ায় চলছে কর্মী সংকট। গণপরিবহন, নির্মাণ, ফ্যাক্টরি, হোটেল-রেস্তোরাঁর মতো কর্মিনির্ভর খাত ঝিমিয়ে পড়েছে। ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা।

পাশাপাশি বিশাল কর্মযজ্ঞের ইউরো-এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া। এ জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণকর্মী নিয়োগ। এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি। এত দিনের জটিল অভিবাসন নীতি অনেকাংশেই সহজ করে এনেছে তারা।

বাংলাদেশের জন্যও তৈরি হয়েছে সুযোগ। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। ইউরোপের বেশ কয়েকটি দেশে মৌসুমি কর্মী পাঠানোর পাশাপাশি নিয়মিত শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে।

এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার। দুই বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে। এখন সফলতা আসতে শুরু করেছে।
জানা যায়, গত সপ্তাহে সার্বিয়ার একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে ৬০০ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তি করেছে ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি নামের একটি রিক্রুটিং এজেন্সি। চাহিদাপত্র সাপেক্ষে প্রক্রিয়াও শুরু করেছে এজেন্সিটি।

চাহিদাপত্র অনুসারে কর্মীদের মাসিক বেতন হবে ৫৫০ ইউরো। থাকা ও খাওয়া বহন করবে নিয়োগকর্তা কোম্পানি। ভিসা জটিলতা কাটাতে প্রত্যেককে দেওয়া হবে ই-ভিসা। রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা জানান, নিয়োগকর্তা কোম্পানির সঙ্গে চুক্তির পর কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এখন দূতাবাসের সত্যায়ন ও মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি কর্মী পাঠানো সম্ভব হবে। সার্বিয়াসহ বলকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আহমেদ শাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সার্বিয়ায় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনাময়। কারণ সার্বিয়া প্রায় ১ লাখ দক্ষ বিদেশি কর্মীর ভিসা ইস্যু করতে যাচ্ছে। ২০২৭ সালে ইউরো এক্সপো আয়োজনের জন্য তাদের ৫ লাখ নির্মাণ শ্রমিক প্রয়োজন। এই কর্মীর চাহিদা বৈধপথে পূরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ কর!

12/08/2024

#সার্বিয়া_আলবেনিয়া

বর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোও ভিসা বন্ধ করে দিয়েছে অথবা কঠিন করে ফেলেছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে দরকার একটা সঠিক সিদ্ধান্ত! কারণ এই অস্থিতিশীল সময় কত দিন দীর্ঘ হয়, তারও কোন নিশ্চয়তা নেই, এদিকে সেঞ্জেন কান্ট্রি গুলো বেশির ভাগই রিফিউজ দিচ্ছে, ইতালির কথা তো আর নাই বললাম! কোন মতে পাসপোর্ট জমা দিলে কবে ফেরত পাবেন, তার কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই।

আর এই সকল দূর্যোগের মাঝে, সবদিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রি বিশেষ করে সার্বিয়া বা আলবেনিয়া যেতে পারেন খুব সহজে। কারণ এই দেশ গুলোতে কোন ধরনের এম্বাসী ফেইস বা দিল্লি যাওয়া লাগেনা, এজেন্সির মাধ্যমেই ভিসা হয়ে আসে। এছাড়াও এদেশ সমূহে ভিসা রেশিও ৯৯%, বিশেষ কোন কারণ ছাড়া সবারই ভিসা হয়। তাই আপনিও চাইলে আবেদন করতে পারেন এই সব দেশের ভিসার জন্য।

ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পারে, এসব দেশের ভিসা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় প্রসেসিং এ কমবেশি ২-৩ মাস সময় লাগে।

বর্তমানে এসব দেশে বেশকিছু সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে। বিশেষ করে---

- কনস্ট্রাকশন
- ⁠এগ্রিকালচারাল
- ⁠ফ্যাক্টরি
- ⁠ডেলিভারি সহ ইত্যাদি

যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার কন্টাক্ট নাম্বার নিচের BOOK NOW বাটনে ক্লিক করে জমা দিন

বিঃদ্রঃ : অফিস ভিজিট এর আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আপনার পাসপোর্ট কপি সাথে নিয়ে আসবেন।

যোগাযোগ:

মোবাইল:01611600350

12/08/2024

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা।
কাজের ধরন =ওয়ার হাউস জেনারেল ওয়ার্কার।
প্রসেসিং টাইম -০৩ মাস
বেতন =৫০০ইউরো
বিস্তারিত জানতে
কল করুন =০১৬১১৬০০৩৫০

ভিসা নিয়ে চিন্তিত ?........... প্রসেস করুন নিশচিন্তে ?.............সবচেয়ে কম খরচে 💢👉 প্রিয় দেশ ভ্রমন করতে চাইলে ভিসার ...
28/03/2024

ভিসা নিয়ে চিন্তিত ?........... প্রসেস করুন নিশচিন্তে ?.............সবচেয়ে কম খরচে 💢
👉 প্রিয় দেশ ভ্রমন করতে চাইলে ভিসার জন্য এপ্লাই করতে পারেন Your travel & tourism. এর মাধ্যমে।
⭕ কম খরচে এবং কোন রকম ঝামেলা ছাড়াই এশিয়ার দেশ গুলো ভ্রমণ করুন ।

Your travel & tourism. HIGH COMMISSION OF THE REPUBLIC OF SINGAPORE এর অথোরাইজড ভিসা এজেন্ট এবং বিশ্বস্ত পার্টনার । আমরা...
27/03/2024

Your travel & tourism.
HIGH COMMISSION OF THE REPUBLIC OF SINGAPORE এর অথোরাইজড ভিসা এজেন্ট এবং বিশ্বস্ত পার্টনার ।

আমরা বাংলাদেশী নাগরিক এবং অন্যান্য বিদেশীদের জন্য সিঙ্গাপুর ভিসা আবেদন করে থাকি ।
সিঙ্গাপুর ভিসা সঠিক সময়ে এবং নির্ভুল ভাবে প্রসেসিং করে দেয়ার জন্য আমরা আছি আপনার পাশে।
সিঙ্গাপুর ভিসা APPROVAL নির্ভর করে সঠিক ভাবে ভিসা প্রসেসিং করার উপর।

সহজে এবং সুলভ মূল্যে সিঙ্গাপুর ভিসার যাবতীয় তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

একসাথে ভ্রমন করুন ৩টি দেশ.....এবং ঈদের লম্বা ছুটিতে আনন্দ হোক একটু বেশি । ৩ দেশ একসাথে গ্রুপ ট্যূর.........................
26/03/2024

একসাথে ভ্রমন করুন ৩টি দেশ.....এবং ঈদের লম্বা ছুটিতে আনন্দ হোক একটু বেশি ।
৩ দেশ একসাথে গ্রুপ ট্যূর................................
কিরগিজস্তান -উজবেকিস্তান -তাজিকিস্তান গ্রুপ ট্যুর
৯ রাত ১০ দিনের ফুল প্যাকেজ মাত্র - ১,৭৫,০০০ ৳
বিশ্বব্যাপী পর্যটকদের কাছে কিরগিজস্তান -উজবেকিস্তান -তাজিকিস্তান ভ্রমণের জন্য অত্যন্ত পছন্দের দেশের এগুলো মধ্যে অন্যতম। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে অন্যতম। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন সুন্দর্যের লীলাভূমি ভ্রমণের এই স্বর্গ রাজ্যে গুলোতে । তাই আর দেরি না করে দ্রুত বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ।

Your travel & tour_এর সাথে আপনার ভিসা প্রসেসিং শুরু করুন নিশ্চিন্তে আর ভ্রমণ করুন বিশ্বের যে কোন প্রান্তে।
25/03/2024

Your travel & tour_এর সাথে আপনার ভিসা প্রসেসিং শুরু করুন নিশ্চিন্তে আর ভ্রমণ করুন বিশ্বের যে কোন প্রান্তে।

ভিসা ঝামেলা ভুলে ভ্রমন আনন্দে ফোকাস করুন! আর দেশ ভ্রমনে আপনার ভিসার ঝামেলাহীন সহজ সমাধান দিচ্ছে  Your travel & tourism  ...
24/03/2024

ভিসা ঝামেলা ভুলে ভ্রমন আনন্দে ফোকাস করুন! আর দেশ ভ্রমনে আপনার ভিসার ঝামেলাহীন সহজ সমাধান দিচ্ছে Your travel & tourism !

আমাদের এক্সপার্ট ভিসা কনসালটেন্ট টিম দিচ্ছে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি ভিসার সহজ সমাধান। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে থাইল্যান্ড, মালয়েশিয়া,সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দুবাই, চীন সহ সিঙ্গেল কিংবা মাল্টিপল ভিসা, টুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা সহ পৃথিবীর যে কোন প্রান্তে যেতে এখনই Tour travel & tourism এর সাথে যোগাযোগ করুন।

Kazakhstan,Almaty
01/08/2023

Kazakhstan,Almaty

Visit my page & enjoy your journey.
13/05/2023

Visit my page & enjoy your journey.

Address

Shah Ali Plaza, 11th Floor, Room No:1211, Mirpur 10. Dhaka
Kazipara
1216

Telephone

+8801644801413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your travel & tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Your travel & tourism:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Kazipara

Show All