27/08/2019
🚌এটি Perfect Trippers এর অফিসিয়াল একদিনের ইভেন্ট।🚌
ইভেন্টের আপডেট পেতে Interested বাটনে ক্লিক করলেই চলবে। যারা শিওর যাবেন তারাই Going ক্লিক করুন। এতে আমাদের এরেঞ্জমেন্ট এর সুবিধা হয় এবং পরবর্তীতে 🔎 যোগাযোগ করতে সুবিধা হয়।
💠ডে ট্রুরঃ একদিনে ঘুরে আসুন বঙ্গবন্ধু সাফারী পার্ক এবং নুহাশ পল্লী💠
ইভেন্ট লিংকঃ
https://www.facebook.com/events/415659585727145/
২৭ সেপ্টম্বর ২০১৯ তারিখ শুক্রবার মিরপুর-১০ (আইডিয়াল স্কুল) থেকে সকাল 🕢৭ঃ৩০ বাসে রওনা হবো এবং রাত 🕗 ৮ টার মধ্যেই ঢাকায় থাকবো ইনশা-আল্লাহ।
এটি Perfect Trippers এর ডে ট্রুর। 🚹ছেলে/🚺মেয়ে/🚻কাপল/🎎ফ্যামিলির সবাইকে নিয়ে, যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
🔔🔔🔔 এই ইভেন্টে যা যা থাকবে 🔔🔔🔔
-----------------------------------------------------------------
📌 ঢাকা -বঙ্গবন্ধু সাফারী পার্ক-নুহাশ পল্লী-ঢাকা এসি মাইক্রো/বাস সার্ভিস।
📌৩ বেলা খাবার ( সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা।)
📌 নুহাশ পল্লী তে প্রবেশ টিকেট।
📌 সাফারী পার্কে প্রবেশের টিকেট।
📌 নুহাশ পল্লীতে সব দর্শনীয় স্থান পরিদর্শন
📌 সাফারী বাসে করে পুরো সাফারী পার্ক পরিদর্শন।
📌 প্রকৃতিবীক্ষণ কেন্দ্র পরিদর্শন।
📌বার্ড শো গ্যালারী (Hornbill Aviary) পরিদর্শন।
📌ফেন্সী কার্প গার্ডেন গ্যালারী 🎏(Carp Garden) পরিদর্শন ।
📌 মেরিন এ্যাকুরিয়াম গ্যালারী (Marine Aquarium) পরিদর্শন।
📌 মেকাউ গ্যালারী (Macaw Land) পরিদর্শন।
📌প্যারোট এভিয়ারি (Parrot Aviary)পরিদর্শন।
📌 বোড রাইডিং (Boat Riding) পরিদর্শন।
📌 প্রফেশনাল ট্যুর 📷 ফটোগ্রাফার।
📌দক্ষ 🎩 গাইড।
➡ নুহাশপল্লীতে ঘুরে দেখার জন্য অনেক কিছুই রয়েছে যেমনঃ
✅গ্রামের বিশাল সবুজ মাঠ।
✅প্রায় ২৫০ প্রজাতির গাছ।
✅হুমায়ুন আহমেদের কটেজ, ট্রিহাউজ, দাবা খেলা এবং নামাজের কক্ষ।
✅ ডিম্বাকৃতির সুইমিংপুল।
✅টিনশেডের বিশাল বারান্দাসহ ‘বৃষ্টিবিলাস’ কটেজ ও ভুতবিলাস কটেজ।
✅ কাদামাটি ও টিন দিয়ে তৈরি করা শুটিং স্টুডিও।
✅ ঔষধি গাছের বাগান।
✅ মৎস্যকন্যার মূর্তিসহ একটি পানির রিজার্ভার এবং একটি রাক্ষসের মূর্তি
✅কনক্রিট দিয়ে তৈরি ডাইনোসারের মূর্তি।
✅ প্রাচীন আদলে নির্মিত কিন্তু আধুনিক ঘাট সমৃদ্ধ দিঘাল দীঘি।
✅লেকের মাঝে বসার জন্য একটি ছোট দ্বীপ রয়েছে।
✅এছাড়াও রয়েছে শালবন, অর্কিড বাগান সহ এখানকার তিনটি বাংলো।
📝📝ভ্রমণের প্রাথমিক প্ল্যান📝📝
========================
♦সকাল ৭ঃ১৫ তে আমরা আডিয়াল স্কুল এন্ড কলেজ মিরপুর-১০ এর একত্রিত হবো এবং বাসে যার যার আসন অনুযায়ী বসে যাবো।
♦সকাল ৭ঃ৩০ এ বাস যাত্রাশুরু এবং গাড়িতেই সকালের নাস্তা করে নিব।
♦সকাল ৯ঃ৩০ এ সাফারি পার্ক গিয়ে ফ্রেশ হয়ে সাফারী বাসে করে পুরো সাফারী পার্ক পরিদর্শন।
♦এরপর সাফারি কিংডম এর আকর্ষণীয় প্যাকেজ গুলো উপভোগ করে এবং আশেপাশের স্থান ঘুরে দেখবো।
♦বেলা ১ঃ৩০ মি. থেকে নুহাশ পল্লী উদ্দেশ্যে যাত্রা শুরু।
♦দুপুর ২:০০ মি লাঞ্চ করবো. (লাঞ্চ নুহাশপল্লীতে) লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নুহাশ পল্লী ভ্রমণ শুরু।
♦বিকালে খাকবে কিছু হালকা নাস্তার ব্যবস্থা।
♦সন্ধ্যা ০৫:৩০ টায় আমরা নুহাশ পল্লী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো পৌছাবো ইন্শাআল্লাহ রাত ০৮ টায়।
🍜খাবার:
সকাল: সেন্ডুইস, ডিম, কলা,পানি।
দুপুর: চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি অথবা চার পদের ভর্তা, ভাজি, মুরগীর ঝাল ফ্রাই, ডাল, কোল্ড ডিঙ্কস, পানি।
বিকাল: স্ন্যাকস, চা।
💰ইভেন্ট ফি জন প্রতি:
_________ভ্রমণ খরচ: ১,৬০০ টাকা প্রতি জন _________
💰ইভেন্ট ফি বাচ্চাদের জন প্রতি:
_______ভ্রমণ খরচ: ১৫,০০ টাকা প্রতি জনঃ ০৪ থেকে ০৮ বছর_______
_______ভ্রমণ খরচ: কোন ফি লাগবে না ০ থেকে ০৩ বছর _______
যা যা থাকছে না:
❎যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
❎বাসের যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
❎ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং,এক্সট্রা রাইড/এ্যাক্টিভিটিস খরচ।
ংখ্যা: ৩০, জন
#কনফার্ম_করার_লাস্ট_ডেট: ২০ সেপ্টেম্বর, ২০১৯ (আসন খালি থাকা সাপেক্ষে)
#কনফার্মেশন_সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ইভেন্ট ফি বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে ব্যাংকেও পাঠাতে পারেন। কিংবা সরাসরি আমাদের সাথে দেখা করে টাকা জমা দিতে পারেন।
টাকা পাঠানোর #বিকাশ নম্বর:
Number: 01610881122
(এই নাম্বারে পেমেন্ট অপশন থেকে টাকা পাঠিয়ে ট্রিপের কনফার্মেশন বুঝে নিবেন)
আর #ব্যাংকে দিতে চাইলে:
A/C Name: KAZI NIAZ MORSHED
A/C Number: 002 34 021 229
BANK ASIA, CORPORATE BRANCH.
#স্পেশাল_নোট:
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
🉑এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়
🉑যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
🉑ঘ্যান ঘ্যান করা যদি আপনার স্বভাব হয় তাহলে বাসায় থাকুন আমাদের সঙ্গে জয়েন করার প্রয়োজন নেই।
🉑প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
🉑খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
🉑কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🉑পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
Perfect Trippers
Office : 568,(1st Floor),Kazipara Bus-stand,Mirpur, Dhaka
( In side the Tasty Village Restaurant Building ).
Mobile:📳 88 01610-881122
Email : [email protected]
page : https://www.facebook.com/perfecttrippers
Facebook Group : https://www.facebook.com/groups/perfecttrippers/
যেকোন প্রয়োজনে যোগাযোগ:
Kazi Niaz Morshed : 01610-881122
Rakibul Hasan : 01678-678106
Mahbub Alam : 01911-280490