20/09/2022
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়। স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
স্বর্গের সিঁড়ি এবং তার জনগোষ্ঠীর অবস্থাও অনেকটা এমনই।পাহাড়ের একটি লোহার সিঁড়ি আপনাকে স্বর্গের সিঁড়ির অনুভব দিতে পারলে, চেঙ্গী নদীর উপর একটা ব্রীজ কেন নয়? দৈনন্দিন কাজের সুবাদে নদীর ওপারের মানুষগুলোর নিয়মিত এই নৌকা এবং মাঝির উপর নির্ভর থাকতে হয়।
শুষ্ক মৌসুমে কাঠের ব্রীজ, বর্ষায় যখন নদী ফুলে ফেপে উঠে তখন ওপারের সকল ইমার্জেন্সি সার্ভিস বন্ধ। অপেক্ষা করতে হয় নদীর গতিবিধির উপর। সারাবছর বিভিন্ন ফসল বাজারে বিক্রির জন্য নিতে চাইলে বহুদূর থেকে কাঁধে বয়ে নিয়ে আসতে হয় ঘাট পর্যন্ত। ব্রীজ না থাকায় ভেতরে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা।
ছবিতে- Hriday Sarker
গল্পের খোঁজে - Joy Sen Cht