09/04/2023
একদা বাদশা আকবর তাঁর সভাসদ বীরবলকে প্রশ্ন করলেন, "বল তো বীরবল, "অবিদ্যা" কি ?"
বীরবল উত্তর দিলেন, "জাহাঁপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে ৪ দিন ছুটি দিতে হবে, ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব !"
বাদশা আকবর রাজি হয়ে তাঁকে ৪ দিন ছুটি দিলেন । বীরবল এক মূচির কাছে গিয়ে বললেন, "ভাই একটা জুতো বানিয়ে দাও ।"
মূচি বলল, "ঠিক আছে হুজুর, মাপটা দিন ।"
বীরবল বললেন, "ওসব মাপ টাপ ছাড়ো, এক হাত লম্বা আর এক বিঘাৎ চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হীরে জহরত জুড়ে দাও । সোনা আর রুপোর সুতো দিয়ে সেলাই করো, টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না ।"
মূচি বলল, "ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর ৩ দিন বাদে এসে নিয়ে যাবেন ।"
তৃতীয় দিন পুরো টাকা দেওয়ার আগে বীরবল মূচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে ও এই জুতোর গল্প কারও কাছে কখনও করবে না ।
তারপর বীরবল একপাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মসজিদের সামনে ফেলে দিলেন ।
ভোরবেলা মৌলবী আজান দিতে এসে ঐ একপাটি জুতো আবিষ্কার করলেন । মৌলবী চিন্তা করলেন, এত বড় জুতো কখনও কোন মানুষের পায়ে হতে পারে না, আর যা হীরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাত্রে মসজিদে ফেরেস্তা এসেছিলেন, এবং বাইরে ভুল করে এই একপাটি জুতো ফেলে গেছেন ।
উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বার বার জুতোটা কে চুমু খেতে লাগলেন । পরে মসজিদে আরও অনেক লোক এলে মৌলবী সকলকে এই ফেরেস্তার জুতো-র পাটি পাওয়ার গল্প বললেন । সকলেই বলল, নিশ্চয়ই এই জুতো ফেরেস্তার হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না, আর মসজিদের বাইরে যখন পাওয়া গেল তখন জিন বা শয়তানের ও নয় । সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগল । শেষ পর্যন্ত জুতোর কথা বাদশার কানে গেল...... আকবরের আদেশে সেই জুতো শাহী দরবারে পেশ হল ।
বাদশা ও স্বীকার করলেন, "এ জুতো ফেরেস্তারই হবে ।" তিনিও বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, "এই জুতো মসজিদের কোন পবিত্র স্থানে রাখা হোক ।"
পরের দিন বীরবলের ছুটি শেষ হল, উনি সভায় এসে বাদশা কে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন ।
বাদশা প্রশ্ন করলেন, "কি হল রাজা বীরবল, তুমি এমন বিরসবদন কেন ?"
বীরবল বললেন, "জাহাঁপনা, আমার বাড়ি থেকে একপাটি জুতো চুরি গেছে ।"
"একপাটি জুতো ?" বাদশা প্রশ্ন করলেন ।
"হ্যাঁ, আমার প্রপিতামহের একপাটি জুতো চুরি গেছে, চোর একপাটি ফেলে গেছে ।"
"ঐ একপাটি জুতো কি তোমার কাছে আছে ?" বাদশা র প্রশ্ন ।
"হ্যাঁ, আমার কাছে আছে" - বীরবল অন্য পাটিটা বের করে দেখালেন ।
দেখেই তো বাদশার মাথা ঘুরতে আরম্ভ করল, নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে । তারপর বললেন, "ইয়া আল্লা, আমরা তো এটাকে ফেরেস্তার জুতো মনে করে কত মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে, চেটে চেটে চকচকে করে তুলেছি !"
বীরবল বললেন, "জাহাঁপনা, একেই বলে "অবিদ্যা" ।এই ভারতবর্ষ একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে । অনেক মানুষের বুদ্ধিলোপ হবে । তারা ধূর্ত,অসৎ ও অযোগ্য মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে ।
বিঃদ্রঃ গল্পটা পড়ে আমরা কি শিক্ষা পেলাম??