সুন্দরবন পলি ট্যুরিজম

সুন্দরবন পলি ট্যুরিজম Sundarban Poly Tourism is the Most Popular in Khulna, Bangladesh. We Provide 100% Trusted Tours and T

02/12/2024

সুন্দরবন ভ্রমণের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - The Sundarban poly tourism - বুকের জন্য আজই যোগাযোগ করুন - 01715-634694 (whatsapp)

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করুন। রয়েল বেঙ্গল টাইগার, বিভিন্ন বন্যপ্রাণী, এবং রহ...
27/11/2024

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করুন। রয়েল বেঙ্গল টাইগার, বিভিন্ন বন্যপ্রাণী, এবং রহস্যে ঘেরা প্রকৃতির অপূর্ব পরিবেশে ভরা এই বন। নৌকা ভ্রমণের আনন্দ এবং জীববৈচিত্র্যের অভিজ্ঞতা আপনার ভ্রমণকে করে তুলবে স্মরণীয়।

আমাদের প্রতিসপ্তাহের শুক্র, শনি, ও রবিবার নিয়মিত প্যাকেজ রয়েছে। "ফ্যামিলি" অথবা "কর্পোরেট" প্যাকেজ বুকিং করতে এখনই যোগাযোগ করুন।
🌿 ভ্রমণের স্থানসমূহ:
আন্দারমানিক ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সি-বিচ, হিরণ পয়েন্ট, দুবলার চর এবং করমজল।
🌿 প্যাকেজ অন্তর্ভুক্ত:
৩ দিন ২ রাত ট্যুরিস্ট শিপে থাকার ব্যবস্থা।
তিন দিনের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং প্রতিদিনের ২টি স্ন্যাকস।
ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
ছোট বোটে ক্যানেল ক্রুজিং।
শেষ রাতে বার-বি-কিউ ডিনার।
২৪ ঘণ্টা খাবার পানির সরবরাহ।
ফরেস্ট পারমিশন এবং এন্ট্রি ফি।
নিরাপত্তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড।
অভিজ্ঞ গাইড এবং দক্ষ ক্রু।
কোনও প্রকার হিডেন চার্জ নেই।
🌿 প্যাকেজ নিশ্চিত করতে যোগাযোগ করুন:
#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮, বি, আই, ডাব্লিউ, টি, এ, ৪ নং লঞ্চ ঘাট, খুলনা।
📞 +8801715-634694
📞 +8801919-634694
📧 [email protected]

27/11/2024

#সুন্দরবন_পলি_ট্যুরিজম #4নং_লঞ্চঘাট_খুলনা

জাহাজ-   এম এল পেলিকেনভ্রমনের তারিখ- জানুয়ারি -১০,১১,১২◾খুলনা-সুন্দরবন-খুলনা(৩ দিন ২  রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ) ...
20/11/2024

জাহাজ- এম এল পেলিকেন

ভ্রমনের তারিখ- জানুয়ারি -১০,১১,১২
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দার মানিক
🛑▪জামতলা সী-বীচ
🛑▪কটকা অফিস পাড়
🛑▪হিরণ পয়েন্ট
🛑▪দুবলার চর
🛑▪করমজল

খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

১ম_দিন:
রাত ৯.০০/১০.০০ টায় খুলনা BIWTA ৪নং লঞ্চ ঘাট / জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রেল ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবেআন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে এর উদ্দেশ্যে। ভোরে চা খেয়ে নামবো "আন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। দু পাশে বড় বড় সুন্দরী গাছ রেখে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের পাড়ের ওয়াচ-টাওয়ার ঘুরে শীপে ফিরে আসবো। শীপে ফিরে সকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্য”। বিকালে “কটকা অভয়ারণ্যের” টাইগার টিলার পরিদর্শন করবো। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। রাতে কটকাতে রাত্রি যাপন।

২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে ৩.৫ কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করবো শীপ চলবে “হিরণ পয়েন্টের” উদ্দেশ্যে।

শীপ সাগরের মাঝে নোঙ্গর করবে ,দেশী নৌকায় নীলকমল ক্যানেল ক্রুজিং করে দু পাশে পাখির ঝাক উপভোগ করে আমরা পৌঁছাব হিরণ পয়ন্ট ,উপভোগ করবো হিরণ পয়েন্ট ফরেস্ট স্টেশন । মিষ্টি পানির পুকুর পারে সবাই বিশ্রাম নিবো সবাই নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে পুকুর পাড়ে এসে পানি পান করছে ,এ দৃর্শ উপভোগ করে আমরা শীপ ফিরে আসবো । শীপ চলবে দুবলার চরের উদ্দেশ্যে ,বিকালে সূর্য অস্ত যাবার পূর্বে আমরা নামবো দুবলার চর বীচে, বীচ থেকে সূর্য অস্ত যাবার মনোরম দৃশ্য উপভোগ করবো এবং শুটকি পল্লি থেকে নিজের পছন্দ মতো শুটকি মাছ কিনে শীপে ফিরবো রাতে শীপ করমজলের উদ্দেশ্যে রওনা করবে।

িনঃ
সকালের নাস্তা করে নাম্ব করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন_ভ্রমণের_করনীয়
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ।
✅পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

এম ভি ওয়াটার কিং -৮ভ্রমনের তারিখ-  ডিসেম্বর- ২০,২১,২২  /২০২৪◾খুলনা-সুন্দরবন-খুলনা(৩ দিন ২  রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্...
18/11/2024

এম ভি ওয়াটার কিং -৮

ভ্রমনের তারিখ- ডিসেম্বর- ২০,২১,২২ /২০২৪
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া /আন্দার মানিক
🛑▪জামতলা সী-বীচ
🛑▪কটকা অফিস পাড়
🛑▪হিরণ পয়েন্ট
🛑▪দুবলার চর
🛑▪করমজল

খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

১ম_দিন:
রাত ৯.০০/১০.০০ টায় খুলনা BIWTA ৪নং লঞ্চ ঘাট / জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রেল ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবেআন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে এর উদ্দেশ্যে। ভোরে চা খেয়ে নামবো "আন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। দু পাশে বড় বড় সুন্দরী গাছ রেখে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের পাড়ের ওয়াচ-টাওয়ার ঘুরে শীপে ফিরে আসবো। শীপে ফিরে সকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্য”। বিকালে “কটকা অভয়ারণ্যের” টাইগার টিলার পরিদর্শন করবো। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। রাতে কটকাতে রাত্রি যাপন।

২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে ৩.৫ কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করবো শীপ চলবে “হিরণ পয়েন্টের” উদ্দেশ্যে।

শীপ সাগরের মাঝে নোঙ্গর করবে ,দেশী নৌকায় নীলকমল ক্যানেল ক্রুজিং করে দু পাশে পাখির ঝাক উপভোগ করে আমরা পৌঁছাব হিরণ পয়ন্ট ,উপভোগ করবো হিরণ পয়েন্ট ফরেস্ট স্টেশন । মিষ্টি পানির পুকুর পারে সবাই বিশ্রাম নিবো সবাই নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে পুকুর পাড়ে এসে পানি পান করছে ,এ দৃর্শ উপভোগ করে আমরা শীপ ফিরে আসবো । শীপ চলবে দুবলার চরের উদ্দেশ্যে ,বিকালে সূর্য অস্ত যাবার পূর্বে আমরা নামবো দুবলার চর বীচে, বীচ থেকে সূর্য অস্ত যাবার মনোরম দৃশ্য উপভোগ করবো এবং শুটকি পল্লি থেকে নিজের পছন্দ মতো শুটকি মাছ কিনে শীপে ফিরবো রাতে শীপ করমজলের উদ্দেশ্যে রওনা করবে।

িনঃ
সকালের নাস্তা করে নাম্ব করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন_ভ্রমণের_করনীয়
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ।
✅পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

জাহাজ- MV THE WAVEভ্রমনের তারিখ- নভেম্বর - ২৯ তরিখ  সকালে  থেকে ডিসেম্বর-০১ তরিখ দুপুর পযন্ত  /২০২৪◾খুলনা-সুন্দরবন-খুলনা...
18/11/2024

জাহাজ- MV THE WAVE

ভ্রমনের তারিখ- নভেম্বর - ২৯ তরিখ সকালে থেকে ডিসেম্বর-০১ তরিখ দুপুর পযন্ত /২০২৪
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দার মানিক
🛑▪জামতলা সী-বীচ
🛑▪কটকা অফিস পাড়
🛑▪হিরণ পয়েন্ট
🛑▪দুবলার চর
🛑▪করমজল

খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

১ম_দিন:
রাত ৯.০০/১০.০০ টায় খুলনা BIWTA ৪নং লঞ্চ ঘাট / জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রেল ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবেআন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে এর উদ্দেশ্যে। ভোরে চা খেয়ে নামবো "আন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। দু পাশে বড় বড় সুন্দরী গাছ রেখে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের পাড়ের ওয়াচ-টাওয়ার ঘুরে শীপে ফিরে আসবো। শীপে ফিরে সকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্য”। বিকালে “কটকা অভয়ারণ্যের” টাইগার টিলার পরিদর্শন করবো। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। রাতে কটকাতে রাত্রি যাপন।

২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে ৩.৫ কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করবো শীপ চলবে “হিরণ পয়েন্টের” উদ্দেশ্যে।

শীপ সাগরের মাঝে নোঙ্গর করবে ,দেশী নৌকায় নীলকমল ক্যানেল ক্রুজিং করে দু পাশে পাখির ঝাক উপভোগ করে আমরা পৌঁছাব হিরণ পয়ন্ট ,উপভোগ করবো হিরণ পয়েন্ট ফরেস্ট স্টেশন । মিষ্টি পানির পুকুর পারে সবাই বিশ্রাম নিবো সবাই নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে পুকুর পাড়ে এসে পানি পান করছে ,এ দৃর্শ উপভোগ করে আমরা শীপ ফিরে আসবো । শীপ চলবে দুবলার চরের উদ্দেশ্যে ,বিকালে সূর্য অস্ত যাবার পূর্বে আমরা নামবো দুবলার চর বীচে, বীচ থেকে সূর্য অস্ত যাবার মনোরম দৃশ্য উপভোগ করবো এবং শুটকি পল্লি থেকে নিজের পছন্দ মতো শুটকি মাছ কিনে শীপে ফিরবো রাতে শীপ করমজলের উদ্দেশ্যে রওনা করবে।

িনঃ
সকালের নাস্তা করে নাম্ব করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন_ভ্রমণের_করনীয়
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ।
✅পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

জাহাজ- এম ভি হাজী শরীয়তুল্লাহ ভ্রমনের তারিখ- নভেম্বর - ১৫ তরিখ থেকে ১৭ তরিখ দুপুর পযন্ত  /২০২৪◾খুলনা-সুন্দরবন-খুলনা(৩ দি...
28/10/2024

জাহাজ- এম ভি হাজী শরীয়তুল্লাহ

ভ্রমনের তারিখ- নভেম্বর - ১৫ তরিখ থেকে ১৭ তরিখ দুপুর পযন্ত /২০২৪
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :

🛑▪জামতলা সী-বীচ
🛑▪কটকা অফিস পাড়
🛑▪হিরণ পয়েন্ট
🛑▪দুবলার চর(রাশ মেলা)
🛑▪করমজল

১৫/১১/২০২৪ঃ
হিরণ পয়েন্ট,দুবলার চর(রাশ মেলা)

১৬/১১/২০২৪ঃ
সকালে -দুবলার চর(রাশ মেলা)

জামতলা ওয়াচ-টাওয়ার, বাদাম তলা সী-বীচ,কটকা অফিস,কটকা টাইগার টীলা

১৭/১১/২০২৪ঃ
করমজল হয়ে খুলনা।

জাহাজ- এম ভি হাজী শরীয়তুল্লাহ ভ্রমনের তারিখ- নভেম্বর - ১৫ তরিখ  সকালে  থেকে ১৭ তরিখ দুপুর পযন্ত  /২০২৪◾খুলনা-সুন্দরবন-খ...
26/10/2024

জাহাজ- এম ভি হাজী শরীয়তুল্লাহ

ভ্রমনের তারিখ- নভেম্বর - ১৫ তরিখ সকালে থেকে ১৭ তরিখ দুপুর পযন্ত /২০২৪
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ৩ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দার মানিক
🛑▪জামতলা সী-বীচ
🛑▪কটকা অফিস পাড়
🛑▪হিরণ পয়েন্ট
🛑▪দুবলার চর
🛑▪করমজল

খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

১ম_দিন:
রাত ৯.০০/১০.০০ টায় খুলনা BIWTA ৪নং লঞ্চ ঘাট / জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রেল ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবেআন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে এর উদ্দেশ্যে। ভোরে চা খেয়ে নামবো "আন্দার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। দু পাশে বড় বড় সুন্দরী গাছ রেখে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের পাড়ের ওয়াচ-টাওয়ার ঘুরে শীপে ফিরে আসবো। শীপে ফিরে সকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্য”। বিকালে “কটকা অভয়ারণ্যের” টাইগার টিলার পরিদর্শন করবো। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। রাতে কটকাতে রাত্রি যাপন।

২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে ৩.৫ কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করবো শীপ চলবে “হিরণ পয়েন্টের” উদ্দেশ্যে।

শীপ সাগরের মাঝে নোঙ্গর করবে ,দেশী নৌকায় নীলকমল ক্যানেল ক্রুজিং করে দু পাশে পাখির ঝাক উপভোগ করে আমরা পৌঁছাব হিরণ পয়ন্ট ,উপভোগ করবো হিরণ পয়েন্ট ফরেস্ট স্টেশন । মিষ্টি পানির পুকুর পারে সবাই বিশ্রাম নিবো সবাই নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে পুকুর পাড়ে এসে পানি পান করছে ,এ দৃর্শ উপভোগ করে আমরা শীপ ফিরে আসবো । শীপ চলবে দুবলার চরের উদ্দেশ্যে ,বিকালে সূর্য অস্ত যাবার পূর্বে আমরা নামবো দুবলার চর বীচে, বীচ থেকে সূর্য অস্ত যাবার মনোরম দৃশ্য উপভোগ করবো এবং শুটকি পল্লি থেকে নিজের পছন্দ মতো শুটকি মাছ কিনে শীপে ফিরবো রাতে শীপ করমজলের উদ্দেশ্যে রওনা করবে।

িনঃ
সকালের নাস্তা করে নাম্ব করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন_ভ্রমণের_করনীয়
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ।
✅পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

সুন্দরবন ভ্রমন :: খুলনা সুন্দরবন- খুলনা (১১/১০/২০২৪ হইতে ১৩/১০/২০২৪ পর্যন্ত)আন্দারমানিক, জামতলাসমুদ্র সৈকত, কটকা, কচিখাল...
26/09/2024

সুন্দরবন ভ্রমন :: খুলনা সুন্দরবন- খুলনা (১১/১০/২০২৪ হইতে ১৩/১০/২০২৪ পর্যন্ত)
আন্দারমানিক, জামতলাসমুদ্র সৈকত, কটকা, কচিখালী/ টাইগারপয়েন্ট, ডিমেরচর এবং করমজল। সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনাগামী বাস/ট্রেন/বিমান/পছন্দীয় পরিবহনে রওনা দিয়ে খুলনা পৌঁছানো।
১ম দিন:
সকাল ৭:০০ টায় আমাদের ট্যুর গাইড আপনার/ আপনাদের সাথে যোগাযোগ করে ৪ নং লঞ্চ ঘাট থেকে লঞ্চে নিয়ে আসবে এবং আপনার/ আপনাদের জন্য নির্ধারিত রুমের চাবি বুঝিয়ে দিবেন। কিছুটা বিশ্রাম শেষে সকালের নাস্তা ও চা/কফির সাথে আপনাদের কে নিয়ে লঞ্চটি রওনা দিবে ২ রাত ৩ দিনের জন্য অজানার খোঁজে সুন্দরবন এর পথে। যাত্রা পথে নদীর দু পাশের দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে যা সত্যি উপভোগ্য। এর মধ্যে বিশেষ করে খান-জাহান-আলী সেতু, খুলনা শিপইয়ার্ড, রেল সেতু, রামপাল তাপ বিদুৎ কেন্দ্র, এল, পি, জি গ্যাস প্লান্ট এবং মোংলা বন্দর দেখতে দেখতে লঞ্চটি সুন্দরবনের প্রবেশদারে অবস্থিত ঢাংমারী ফরেস্ট স্টেশন পৌঁছাবে। এখান থেকে বন বিভাগের নিরাপত্তা প্রহরী নিয়ে আবার সুন্দরবনে যাত্রা। বিকাল ৩:০০ থেকে ৩:৩০ টায় আন্দারমানিক এ লঞ্চ নোঙর করবে। আপনি আরামদায়ক পোশাক পরে ট্রলার যোগে পশুর নদীর তীরে অবস্থিত আন্দারমানিক, ট্রেইল, হরিন পর্যনন কেন্দ্র পরিদর্শন করে লঞ্চে ফেরৎ আসবেন। সূর্যাস্তের আগেই লঞ্চটি রওনা দিবে কটকার উদ্দেশ্যে। আমাদের লঞ্চ আনুমানিক রাত ১০:০০ থেকে ১১:০০ টায় কটকা পৌছাবে এবং রাতে কটকা অফিসের সামনে অবস্থান করবে। কটকা সুন্দরবনের এমন একটি বনাঞ্চল যার সৌন্দর্য প্রতিটি প্রহরে হৃদয়স্পর্শী।
২য় দিন:
ভোরের প্রথম সূর্যের আলো দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। প্রথমে কাঠের ট্রলাওে খালে ভ্রমন এবং তারপর জামতলা বনাঞ্চল এবং জামতলা সমুদ্র সৈকত পরিদর্শন। জামতলা সমুদ্র সৈকত পৌছানোর জন্য আমাদের আনুমানিক ৩০ মিনিট গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেটে যেতে হবে। যা আসলেই ভীষন রোমাঞ্চকর। এরপর ট্রলারে করে আবার আমরা কটকা যাব এবং কটকা বনাঞ্চল ঘুওে দেখব। পরিদর্শন শেষে লঞ্চ যাত্রা শুরু করবে কচিখালী/ টাইগার পয়েন্ট এর উদ্দেশ্যে। কচিখালী অফিস পাড়, মিঠাপানির পুকুর যা ঐ অঞ্চলের প্রানীকুলের জন্য একমাত্র পানির উৎস, টাইগার পয়েন্ট পরিদর্শন করব। বিকালের সময় কাটবে ডিমের চর বীচে। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জোয়ার-ভাটার উপর নির্ভর করে রওনা হবো করমজল এর উদ্দেশ্যে। করমজল (কুমির প্রজনন কেন্দ্র) বন বিভাগের অফিস এর সামনে লঞ্চ অবস্থান করবে।
৩য় দিন:
সকালে নাস্তা শেষে করমজল কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন করে শিপে ফিরব এবং খুলনার উদ্দেশ্যে যাত্রা। বিকাল আনুমানিক ৩:০০ থেকে ৪:০০ টায় খুলনা পৌছাব এবং ভ্রমন সমাপ্তি হইবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

সুন্দরবন ভ্রমন :: খুলনা সুন্দরবন- খুলনা (১৩/০৯/২০২৪ হইতে ১৫/০৯/২০২৪ পর্যন্ত)আন্দারমানিক, জামতলাসমুদ্র সৈকত, কটকা, কচিখাল...
04/09/2024

সুন্দরবন ভ্রমন :: খুলনা সুন্দরবন- খুলনা (১৩/০৯/২০২৪ হইতে ১৫/০৯/২০২৪ পর্যন্ত)
আন্দারমানিক, জামতলাসমুদ্র সৈকত, কটকা, কচিখালী/ টাইগারপয়েন্ট, ডিমেরচর এবং করমজল। সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনাগামী বাস/ট্রেন/বিমান/পছন্দীয় পরিবহনে রওনা দিয়ে খুলনা পৌঁছানো।
১ম দিন:
সকাল ৭:০০ টায় আমাদের ট্যুর গাইড আপনার/ আপনাদের সাথে যোগাযোগ করে ৪ নং লঞ্চ ঘাট থেকে লঞ্চে নিয়ে আসবে এবং আপনার/ আপনাদের জন্য নির্ধারিত রুমের চাবি বুঝিয়ে দিবেন। কিছুটা বিশ্রাম শেষে সকালের নাস্তা ও চা/কফির সাথে আপনাদের কে নিয়ে লঞ্চটি রওনা দিবে ২ রাত ৩ দিনের জন্য অজানার খোঁজে সুন্দরবন এর পথে। যাত্রা পথে নদীর দু পাশের দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে যা সত্যি উপভোগ্য। এর মধ্যে বিশেষ করে খান-জাহান-আলী সেতু, খুলনা শিপইয়ার্ড, রেল সেতু, রামপাল তাপ বিদুৎ কেন্দ্র, এল, পি, জি গ্যাস প্লান্ট এবং মোংলা বন্দর দেখতে দেখতে লঞ্চটি সুন্দরবনের প্রবেশদারে অবস্থিত ঢাংমারী ফরেস্ট স্টেশন পৌঁছাবে। এখান থেকে বন বিভাগের নিরাপত্তা প্রহরী নিয়ে আবার সুন্দরবনে যাত্রা। বিকাল ৩:০০ থেকে ৩:৩০ টায় আন্দারমানিক এ লঞ্চ নোঙর করবে। আপনি আরামদায়ক পোশাক পরে ট্রলার যোগে পশুর নদীর তীরে অবস্থিত আন্দারমানিক, ট্রেইল, হরিন পর্যনন কেন্দ্র পরিদর্শন করে লঞ্চে ফেরৎ আসবেন। সূর্যাস্তের আগেই লঞ্চটি রওনা দিবে কটকার উদ্দেশ্যে। আমাদের লঞ্চ আনুমানিক রাত ১০:০০ থেকে ১১:০০ টায় কটকা পৌছাবে এবং রাতে কটকা অফিসের সামনে অবস্থান করবে। কটকা সুন্দরবনের এমন একটি বনাঞ্চল যার সৌন্দর্য প্রতিটি প্রহরে হৃদয়স্পর্শী।
২য় দিন:
ভোরের প্রথম সূর্যের আলো দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। প্রথমে কাঠের ট্রলাওে খালে ভ্রমন এবং তারপর জামতলা বনাঞ্চল এবং জামতলা সমুদ্র সৈকত পরিদর্শন। জামতলা সমুদ্র সৈকত পৌছানোর জন্য আমাদের আনুমানিক ৩০ মিনিট গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেটে যেতে হবে। যা আসলেই ভীষন রোমাঞ্চকর। এরপর ট্রলারে করে আবার আমরা কটকা যাব এবং কটকা বনাঞ্চল ঘুওে দেখব। পরিদর্শন শেষে লঞ্চ যাত্রা শুরু করবে কচিখালী/ টাইগার পয়েন্ট এর উদ্দেশ্যে। কচিখালী অফিস পাড়, মিঠাপানির পুকুর যা ঐ অঞ্চলের প্রানীকুলের জন্য একমাত্র পানির উৎস, টাইগার পয়েন্ট পরিদর্শন করব। বিকালের সময় কাটবে ডিমের চর বীচে। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জোয়ার-ভাটার উপর নির্ভর করে রওনা হবো করমজল এর উদ্দেশ্যে। করমজল (কুমির প্রজনন কেন্দ্র) বন বিভাগের অফিস এর সামনে লঞ্চ অবস্থান করবে।
৩য় দিন:
সকালে নাস্তা শেষে করমজল কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন করে শিপে ফিরব এবং খুলনার উদ্দেশ্যে যাত্রা। বিকাল আনুমানিক ৩:০০ থেকে ৪:০০ টায় খুলনা পৌছাব এবং ভ্রমন সমাপ্তি হইবে।

#সুন্দরবন_পলি_ট্যুরিজম
১৮,বি,আই,ডাব্লিউ,টি,এ ৪ নং লঞ্চ ঘাট,খুলনা।
📞+8801715-634694
📞+8801919-634694
📧 [email protected]

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★▪ভ্রমনের তারিখ: মার্চ ০৭ তারিখ রাত থেকে ০৮,০৯,▪ভ্রমনের সময়: ২ দিন ৩ রাত▪খুলনা - সুন্দরবন - খুলন...
29/02/2024

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★
▪ভ্রমনের তারিখ: মার্চ ০৭ তারিখ রাত থেকে ০৮,০৯,
▪ভ্রমনের সময়: ২ দিন ৩ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
▪ভ্যাসেল : এম,ভি রেজাব

🌿ভ্রমণের স্থানঃ
🦌আন্দারমনিক,
🌳হাড়বাড়িয়া
🐅কটকা টাইগার টিলা,
🦌কটকা অফিস,
🐒🦌🐅জামতলা ওয়াচ টাওয়ার,
🌊বাদামতলা সী-বীচ,
🦌কচিখালী
🌊ডিমের চর

🌿ভ্রমণের বিরনঃ

০৭ মার্চ ২০২৪ ইংঃ
রাতে খুলনা থেকে লঞ্চে ওঠা।

০৮ মার্চ ২০২৪ ইংঃ
হাড়বাড়িয়া, আন্দারমনিক।

০৯ মার্চ ২০২৪ ইংঃ
কটকা টাইগার টিলা,কটকা অফিস, জামতলা ওয়াচ টাওয়ার,বাদামতলা সী-বীচ,কচিখালী, ডিমের চর।

১০ মার্চ ২০২৪ ইংঃ
ভোরবেলা খুলনা পৌঁছন।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
২ দিন ৩ রাত সুন্দরবন থাকা, ২ দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, ২য় রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
Sundarban Poly Tourism-সুন্দরবন পলি ট্যুরিজম
🏠18.B.I.W.T.A Launch Ghat,Khulna,Bangladesh.
☎️Cell: 01715634694
☎️Hotline: +8801919634694
📧E-mail: [email protected]

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★▪ভ্রমনের তারিখ: মার্চ ০৮,০৯,১০▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত▪খুলনা - সুন্দরবন - খুলনা▪ভ্যাসেল : এম,ভ...
14/02/2024

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★
▪ভ্রমনের তারিখ: মার্চ ০৮,০৯,১০
▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
▪ভ্যাসেল : এম,ভি খেয়াপার

🌿ভ্রমণের স্থানঃ
🦌আন্দারমনিক,
🐅কটকা টাইগার টিলা,
🦌কটকা অফিস,
🐒🦌🐅জামতলা ওয়াচ টাওয়ার,
🌊বাদামতলা সী-বীচ,
🦌হিরন পয়েন্ট,
🌊অলোর কোল (দুবলার চর),
🐒🐊🦌করমজল।

🌿ভ্রমণের বিরনঃ

০৮ মার্চ ২০২৪ ইংঃ
আন্দারমনিক।

০৯ মার্চ ২০২৪ ইংঃ
কটকা টাইগার টিলা,কটকা অফিস, জামতলা ওয়াচ টাওয়ার,বাদামতলা সী-বীচ,হিরন পয়েন্ট,অলোর কোল (দুবলার চর)।

১০ মার্চ ২০২৪ ইংঃ
করমজল হয়ে খুলনা।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত সুন্দরবন থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, ২য় রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
Sundarban Poly Tourism-সুন্দরবন পলি ট্যুরিজম
🏠18.B.I.W.T.A Launch Ghat,Khulna,Bangladesh.
☎️Cell: 01715634694
☎️Hotline: +8801919634694
📧E-mail: [email protected]

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★▪ভ্রমনের তারিখ:ফেব্রুয়ারি  ২৩,২৪,২৫▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত▪খুলনা - সুন্দরবন - খুলনা▪ভ্যাসেল :...
13/02/2024

★★প্যাকেজ বুকিং চলিতেছ ★★
▪ভ্রমনের তারিখ:ফেব্রুয়ারি ২৩,২৪,২৫
▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
▪ভ্যাসেল : এম,ভি রেজাব

🌿ভ্রমণের স্থানঃ
🦌আন্দারমনিক,
🐅কটকা টাইগার টিলা,
🦌কটকা অফিস,
🐒🦌🐅জামতলা ওয়াচ টাওয়ার,
🌊বাদামতলা সী-বীচ,
🦌হিরন পয়েন্ট,
🌊অলোর কোল (দুবলার চর),
🐒🐊🦌করমজল।

🌿ভ্রমণের বিরনঃ

২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইংঃ
আন্দারমনিক।

২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইংঃ
কটকা টাইগার টিলা,কটকা অফিস, জামতলা ওয়াচ টাওয়ার,বাদামতলা সী-বীচ,হিরন পয়েন্ট,অলোর কোল (দুবলার চর)।

২৫ ফেব্রুয়ারি ২০২৪ ইংঃ
করমজল হয়ে খুলনা।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত সুন্দরবন থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, ২য় রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
Sundarban Poly Tourism-সুন্দরবন পলি ট্যুরিজম
🏠18.B.I.W.T.A Launch Ghat,Khulna,Bangladesh.
☎️Cell: 01715634694
☎️Hotline: +8801919634694
📧E-mail: [email protected]

প্যাকেজে বুকিং চলিতেছে
09/02/2024

প্যাকেজে বুকিং চলিতেছে

Address

Khulna
GPO9100

Telephone

01715634694

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দরবন পলি ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দরবন পলি ট্যুরিজম:

Videos

Share

Category