![পূর্নিমায় সুন্দরবন ভ্রমনবছরের সব থেকে বড় পূর্নিমায় সুন্দরবন ভ্রমন করুন সুন্দরবন ট্যুরস বিডি এর জাহাজ, আপনাদের প্রিয় MV A...](https://img3.travelagents10.com/997/992/528268409979928.jpg)
27/10/2024
পূর্নিমায় সুন্দরবন ভ্রমন
বছরের সব থেকে বড় পূর্নিমায় সুন্দরবন ভ্রমন করুন সুন্দরবন ট্যুরস বিডি এর জাহাজ, আপনাদের প্রিয় MV Alaska & M.V The CROWN ক্রুজ শীপে।
বাংলাদেশের প্রথম প্যানারমা ভিউ রুম সহ ট্যুরিস্ট বান্ধব বিলাশবহুল এবং সুন্দরবনের সবথেকে আকর্ষণীয় দ্রুতগামী জাহাজ MV Alaska & M.V The CROWN এ ভ্রমন করে ঘুরে আসুন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে ।
জলদি আপনার প্যকেজ এবং যেকোন কর্পোরেট বুকিং এর জন্য কল করুন। 👇
October 29th-31th (MV Alaska Special Package)
Full Moon:
November 15-16-17 (MV The Crown Regular Package)
November 15-16-17 (MV Alaska Regular Package)
Regular:
November 22-23-24 (MV Alaska Regular Package)
December 23-24-25 (MV Alaska Regular Package)
December 23-24-25 (MV The Crown Regular Package)
এছাড়াও November, December 2024 এবং 2025 সালের অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে।
৩দিন ২ রাত, থাকবেন ৫ তারকা মানের MV THE CROWN ক্রুজ শিপে, সাথে সুইমিং পুল, বাফেট খাবার, লাইভ BBQ ডিনার, ইনডোর গেম সহ আরো অনেক কিছু। সুন্দরবন ভ্রমনের এখনই প্রকৃত সময়। প্রকৃতির আসল সৌর্ন্দয্য উপভোগ করতে বর্ষার সময় সুন্দরবন ভ্রমন করুন। বর্ষায় প্রকৃতি ফিরে পায় তার পূর্ন যৌবন, সেটা যদি রয়েলবেঙ্গল টাইগার এর আবাসস্থল সুন্দরবন হয় তাহলে তো কোন কথা নেই। হ্যাঁ সম্মানিত ভ্রমন পিপাসু ভাই বোন বন্ধুগণ আপনাকেই বলছি, সুন্দরবন ভ্রমনের সবচেয়ে উত্তম সময় ঝিরি ঝিরি বর্ষায়, এই সময় সুন্দরবন ট্যুরস বিডি, আমরা আয়োজন করছি আমাদের ৩ দিন ২ রাতের সুন্দরবন ভ্রমন প্যাকেজ।
এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) প্রকৃতি।
৪) সাগর।
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া। এই সময় খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।
এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বার-বি-কিউ নাইট।
আরও সাথে থাকছে ২ জন ফরেস্ট আর্ম গার্ড এবং অভিজ্ঞ গাইড।
ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
(খুলনা -সুন্দরবন -খুলনা)
আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া/ আন্দার মানিক।
২ঃ কটকা জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস।
৪ঃ হিরন পয়েন্ট, দুবলার চর / কচিখালি, ডিমের চর
৫ঃ করমজল।
★১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী সাথে ওয়াচ টাওয়ার উপভোগ করা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পাড় নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো,
এর পরে আমরা আবার জাহাজে করে কচিখালী দিকে রওনা করবো, কচিখালী এবং ডিমের চর ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জাহাজ করমজলের দিকে রওনা করবে।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক বিকাল 3.30PM/4.00PM নাগাদ খুলনা পৌছাবো।
জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
যেসকল প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে হবেঃ
আপনার ব্যক্তিগত মেডিসিন, সানগ্লাস, ক্যপ, বেবি ফুড, ছাতা, টেলিটক সিম, ওয়াকিং সু/সান্ডেল।
যেসকল জিনিস সঙ্গে আনা যাবেনাঃ
কোন ধরনের বন্দুক এবং ড্রোন।
আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
SUNDARBAN TOURS BD
B.I.W.T.A Ground Floor, Khulna.
Hotline: 01712786308, 01511786308
Web: www.sundarbantoursbd.com