27/01/2022
যারা খুলনার ভেতরে একদিনের ট্যুর করতে চাচ্ছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকের খোয়াবের ডে ট্যুর প্যাকেজঃ-
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন খ্যাত খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগনত দর্শনীয় স্থান। দেশের অন্যান্য বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে খুলনার অবদান সব থেকে বেশি। নিচে এসব দর্শনীয় স্থান ও জেলার নাম গুলোন নাম দেওয় হলোঃ-
⭕বাগরেহাটঃ ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর(রহঃ) মাজার, বিবি গেনী মসজিদ, চুনখোলা মসজিদ, সিঙ্গাাইর মসজিদ, এক গম্বজ মসজিদ, পীর আলী মুহুম্মদ তাহেরের সমাধী, সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, নয় গম্বজ মসজিদ, রলবিজয়পুর মসজিদ, জিন্দাপীর মসজিদ, রেজা খোদা মসজিদ, খানজাহানে বসতভিটা, ঢিবি, কোদলা মঠ, ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি, শাহ আউলিয়াবাগ মাজার, হজরত খানজাহান আলীর (রহঃ) সহচর পীর শাহ আউলিয়ার মজার, রামজয় দত্তের কাছারিবাড়ী, নাটমন্দির, গোপাল জিউর মন্দির, লাউপালা, যাত্রপুর, দুবলারব চর, কটকা, কচিখালি, সুন্দরবন ইত্যাদি ।
⭕যশোরঃ মীর্জানগর হাম্মমখানা, হাজী মুহম্মদ মহসিনের ইমামবাড়ী, ভরত ভয়না, ভাতভিটা, মাইকেল মধুসূদন দত্তের বাড়ী, গাজী -কালু-চম্পাবতীর কবর, ঘোপে মসজিদ, শুক্কুর মাল্লিকের মসজিদ, নুনুগোল মসজিদ, পূজামন্দির, দশ মহাবিদ্যামন্দির, ভুবনেশ্বরী দেবীর মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, মুড়লি শিবমন্দির, চড়ো মন্দির ইত্যাদি।
⭕খুলনাঃ সুন্দরবন, দক্ষিণড়িহি, পিঠাভোগ, রাড়ুলী, শেরোমণি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি সৌধ, রেলস্টেশনের কাছে মিস্টার চার্লির কুটিবাড়ী, চুকনগর, মহিম দাশের বাড়ী, খানজাহান আলী কর্তৃক খননকৃত বড় দীঘি, খলিশপুর সত্য আশ্রম ইত্যাদি।
⭕চুয়াডাঙ্গাঃ আলমডাঙ্গা রেলস্টেশন, ঘোলদাড়ি জামে মসজিদ, হজরত খাজা মালিক উল গাউসের (রহঃ) মাজার, দর্শনা রেু অ্যান্ড কোং লি, নাটুদহ, আটকরব, নাটুহহ, স্মৃতিস্তম্ভ, চারুলিয়া, দত্তনগর কৃষি খামার, কার্পাসডাঙ্গা, তালাসারি, কাশিপুর জমিদারবাড়ী, ধোপাখালী শাহী মসজিদ ইত্যাদি।
⭕মাগুরাঃ রাজা সীতারাম রায়ের রাজধানী ধ্বংসাবশেষ, সিদ্ধেশ্বরী মঠ, শ্রীপুর জমিদারবাড়ী, শত্রুজিৎপুর মদনমোহন মন্দির,সুলতানী আমলে প্রতিষ্ঠিত মাগুরা আঠারখাদা মঠবাড়ী, ইত্যাদি।
⭕ঝিনাইদহঃ গোড়ার মসজিদ, মিয়ার দালান, নলডাঙ্গা মন্দির, কেপি বসুর বাড়ী, জোড়বাংলা মসজিদ, গলাকাটা মসজিদ, জাহাজঘাটা হাসিলবাগ গাজী-কালু চম্পবতীর মাজার, সাতগাছিয়া মসজিদ, দত্তনগর কৃষি খামার, শৈলকুপা শাহী সমজিদ ও মাজার, সিরাজ সাঁইয়ের মাজার, ঢোসম্রদ্র দীঘি ইত্যাদি।
⭕কুষ্টিয়াঃ জর্জবাড়ী, কালীদেবী মন্দির, শিলাইদহ, লালন শাহের মাজার, শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ী, মীর মশাররফ হোসেরন বসতভিটা, ঝাউদিয়া শাহী সমজিদ, হার্ডিঞ্জ ব্রিজ, কুষ্টিয়ার মহিষের দুধের দই ইত্যাদি।
⭕সাতক্ষীরাঃ সুন্দরবন, মান্দারবড়ীয়া সমুদ্র সৈকত, যশোরেশ্বরী মন্দির, হরিচরণ, রায়চৌধুরীল জমিদারবড়ী ও জোড়া শিবমন্দির, যিশুর গির্জা, মেজাফপর গার্ডেন অ্যান্ডে রিসোর্ট, মায়ের মন্দির, মায়ি চম্পার দরগা, হাম্মামখানা, মৌতলাব জাহাজঘাটা নৌদুর্গ, দেবহাটার নীলকুঠি,কালিগঞ্জের খানবাহাদুর, বিলাতিকুল, ওল এবং নদী সমূহ নুনা, ইচ্ছামতি, কপোতাক্ষ, খোলপেটুযা সোনাই, বেতনা, রায়মঙ্গল,মরিচচাপ ইত্যদি।
⭕নড়াইলঃ বাধাঘাট, নিরিবিরি পিকনিক স্পট, চিত্রা রিসোর্ট, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স, অরুনিমা ইকো পার্ক।
⭕মেহেরপুরঃ ঐতিহাসিক আম্রকানান, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃুত কমপ্লেক্স, মুজিবনগর স্মৃতিসৌধ, পৌর ঈদগাহ্ , মেহেরপুর কবরস্থান, আমদহ গ্রামেরর স্থাপত্য নিদর্শন, সিদ্বশ্বরী কালীমন্দির, সাহারবাটি, নীলকুঠি, ভবানন্দপুর মন্দির ইত্যাদি।
ধন্যবাদন্তে
খোয়াব।