Cheap Mega Travel Pty Ltd.

Cheap Mega Travel Pty Ltd. "Cheap Mega Travel Pty Ltd." A Tourism House for the Travelers. We organize customized tour package

09/12/2023
05/12/2023

স্বল্প খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ২শ জনের কাছ থেকে ১ কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার ক.....

চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সমগ্র সুন্দরবনকে...
24/11/2023

চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সমগ্র সুন্দরবনকে ১৯৯২ সালে ‘রামসার সাইট’ (Ramsar Site) এবং সুন্দরবনের তিনটি অভয়ারণ্যকে ১৯৯৭ সালে ইউনেস্কো (UNESCO) কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ (World Heritage Site) ঘোষনা করা হয়। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এখানে একই সাথে পাবেন লাক্সারি শীপে নৌ ভ্রমণ, বন প্রকৃতি, বন্য জীবন এবং সমুদ্র দর্শন এর অপূর্ব সুযোগ।

🔰বুকিং এর জন্য যোগাযোগ করুন: ⁨01712212545 অথবা 01969777111
🔷 বুকিং চলছে: ডিসেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত
✅ প্রতি সপ্তাহে: শুক্র, শনি, রবি এবং সোম, মঙ্গল,বুধ অথবা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্যাকেজ ।
✅ নন এসি শীপ প্যাকেজ: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা জনপ্রতি।
✅ এসি শীপ প্যাকেজ: ১২,০০০/- থেকে ২২০০০/- টাকা জনপ্রতি।

🔷শিশু পলিসি: ১-৩ বছর পর্যন্ত ফ্রী। ৩-৮ পর্যন্ত ৫০% পেমেন্ট বাবা মায়ের সাথে বেড শেয়ার, ৮ এর উপরে এডাল্ট ফেয়ার।

✅ যাদের এসি শীপ দরকার তাদের চাহিদা অনুযায়ী যেমন ৯, ২০, ৩৪, ৪০, ৪৪, ৪৬, ৪৮, ৪৯, ৫০, ৫৬, ৬০, ৬২, ৭৫ বেড ক্যাপাসিটি শীপ দেওয়া যাবে। কর্পোরেট/ ফ্যামিলী/ গ্ৰুপ/ স্টুডেন্ট যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ।

✅ এছাড়া যারা কর্পোরেট/ গ্ৰুপ ট্যুর/ ফ্যামিলী/ স্টুডেন্ট ট্যুরের জন্য ফুল শীপ বুকিং করবেন, তাদের বিশেষ ছাড় দেয়া হবে।

🔳 নিরাপত্তাঃ-
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🔳 ট্যুর সময় সূচি: ৩ দিন ২ রাত। খুলনা সুন্দরবন খুলনা

🔳 ট্যুর স্পট:-
১। হাড়বাড়িয়া/ আন্দার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্র
২। কটকা অভয়ারণ্য
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালী/ হিরণ পয়েন্ট
৬। ডিমের চর/ দুবলার চর শুঁটকি পল্লী
৭। করমজল

🔳 ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ।

🔷১ম দিন : নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়া/ আন্দার মানিক পৌছাবো। যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় কটকায় পৌছাবো এবং রাতে জাহাজে অবস্থান।

🔷২য় দিন : ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী-বিচ। গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমণ করে জামতলা সী বিচে যেতে হয়। যাওয়া ও আসা মিলিয়ে প্রায় ৩ কিলোমিটার। ফিরে এসে কটকা অফিস পাড় নেমে কাছ থেকে হরিণ দেখার চেষ্টা করবো। ভাগ্য সুপ্রসন্ন হলে প্রচুর হরিণ দেখা যায় এই স্পটে।
তারপর যাবো কচিখালী/ হিরণ পয়েন্ট। কচিখালী/ হিরণ পয়েন্ট ভ্রমণ শেষে ডিমের চর/ দুবলার চর শুঁটকি পল্লী দেখবো।

🔷৩য় দিন : সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্যায় খুলনা পৌছে আনুমানিক ৫/৬ বাসে/ ট্রেনে করে ঢাকা অথবা যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া যাবে।

🔳 প্রসঙ্গত:-
🔹 অনুগ্রহ করে বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন।
🔹 বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘বুকিং পিএনআর নম্বর’ সংগ্রহ করুন।

🔹 আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবে না। খুলনা থেকে যাত্রা শুরু করে আবার ৩য় দিন বিকালে খুলনা পৌছাব ইনশাআল্লাহ।
🔹 দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹 কেউ কেউ অন্য কোন দেশের সাথে এই ট্যুরের খরচ কম্পেয়ার করেন। তাদেরকে অনুরোধ করবো প্রকৃতপক্ষে বিদেশ ভ্রমণের বাস্তবতা ও খরচ যাচাই করতে।

🔹সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সম্পূর্ন প্রাকৃতিক এখানে কৃত্রিমত্তার কোন স্থান নেই। সুন্দরবন প্রকৃতির অপরুপ লীলাভূমি।

শহর থেকে দূরে নেটওয়ার্কের বাহিরের এক জীবন যা আপনাকে আপনার শহুরে একঘেয়ে জীবনের হতাশা থেকে দিবে মুক্তি ।

🔳 সুন্দরবন ভ্রমণের করনীয় :-
🔹উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🔹কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🔹পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🔹এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🔹জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🔹যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🔹জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🔹গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🔹স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🔹গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
▪️যে কোন ধরনের ড্রোন, আগ্নেয় অস্ত্র সুন্দরবনে বহণ শাস্তিযোগ্য অপরাধ।

✅ সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

🔳 সাথে কি কি নিবেন:-
▪প্রয়োজনীয় ঔষধ।
▪টুথ ব্রাশ ও পেস্ট।
▪ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
▪ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
▪ সাবান,শ্যাম্পু
▪শীতের কাপড়, মাফলার।
▪ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
🔰বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
শর্তাবলীঃ
=========•=========
১। বুকিং নিশ্চিত করার জন্য প্যাকেজ মূল্যের ৫০% অগ্রীম প্রদান করতে হবে, বাকি টাকার প্যাকেজ শুরুর ৩ দিন পূর্বে পরিশোধ করতে হবে।
২। বুকিং বাতিল করতে চাইলে নিন্মোক্ত হারে টাকা কর্তন করা হবেঃ
ট্যুর শুরুর ৩০ দিন পূর্বে ২০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ১৫ দিন পূর্বে ৫০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৭ দিন পূর্বে ৭০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৪ দিন পূর্বে ৮০% টাকা মোট প্যাকেজ মূল্যের
৩। যে কোন ধরনের জাতীয়, প্রাকৃতিক দূর্যোগ, সরকারী নিষেধাজ্ঞার কারণে ট্যুর এর তারিখ পরিবর্তন হবে বা বুকিং এর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে ৷
৪। আবহাওয়া জনিত কারণে ট্যুর স্পট বা প্লান পরিবর্তন হতে পারে।
৫। ইঞ্জিনের ত্রুটি বা কোন যান্ত্রিক গোলাযোগ এর কারণে সমস্যা হলে ভেসেল পরিবর্তন হতে পারে।
৬। যে কোন ধরনের ড্রোন, আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোন জিনিস বহন বা ব্যাবহার করা সম্পুর্ন নিষেধ যা শাস্তিযোগ্য অপরাধ , কেউ অমান্য করলে ট্যুর অপারেটর দ্বায়ী থাকবে না।
৭। গ্রুপ বুকিং এর ক্ষেত্রে যে ক,জনের চুক্তি হয়েছে তার থেকে কম আসলে যুক্তির সম্পূর্ণ টাকাই দিতে হবে।
🔰আমরা অঙ্গীকারাবদ্ধ যে কোন ধরনের সমস্যাকে পারিপার্শিক অবস্থা বিবেচনা করে তা সমাধান করতে।

আপনার ভ্রমণ নিরাপদ এবং সুন্দর হোক।

বিস্তারিত জানতে এবং বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ-
Cheap Mega Travel Pty Ltd.
Al-Masha Complex, 44 Majid Sarani
Shib Bari More, Khulna, Bangladesh
+88 01712 212 545 (Bappy)
+88 01969 777 111 (Office)
+88 01969 777 222 (Office)
email - [email protected]

18/11/2023

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নি...

চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সমগ্র সুন্দরবনকে...
15/11/2023

চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সমগ্র সুন্দরবনকে ১৯৯২ সালে ‘রামসার সাইট’ (Ramsar Site) এবং সুন্দরবনের তিনটি অভয়ারণ্যকে ১৯৯৭ সালে ইউনেস্কো (UNESCO) কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ (World Heritage Site) ঘোষনা করা হয়। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এখানে একই সাথে পাবেন লাক্সারি শীপে নৌ ভ্রমণ, বন প্রকৃতি, বন্য জীবন এবং সমুদ্র দর্শন এর অপূর্ব সুযোগ।

🔰বুকিং এর জন্য যোগাযোগ করুন: ⁨01712212545 অথবা 01969777111
🔷 বুকিং চলছে: নভেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত
✅ প্রতি সপ্তাহে: শুক্র, শনি, রবি এবং সোম, মঙ্গল,বুধ অথবা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্যাকেজ ।
✅ নন এসি শীপ প্যাকেজ: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা জনপ্রতি।
✅ এসি শীপ প্যাকেজ: ১২,০০০/- থেকে ২২০০০/- টাকা জনপ্রতি।

🔷শিশু পলিসি: ১-৩ বছর পর্যন্ত ফ্রী। ৩-৮ পর্যন্ত ৫০% পেমেন্ট বাবা মায়ের সাথে বেড শেয়ার, ৮ এর উপরে এডাল্ট ফেয়ার।

✅ যাদের এসি শীপ দরকার তাদের চাহিদা অনুযায়ী যেমন ৯, ২০, ৩৪, ৪০, ৪৪, ৪৬, ৪৮, ৪৯, ৫০, ৫৬, ৬০, ৬২, ৭৫ বেড ক্যাপাসিটি শীপ দেওয়া যাবে। কর্পোরেট/ ফ্যামিলী/ গ্ৰুপ/ স্টুডেন্ট যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ।

✅ এছাড়া যারা কর্পোরেট/ গ্ৰুপ ট্যুর/ ফ্যামিলী/ স্টুডেন্ট ট্যুরের জন্য ফুল শীপ বুকিং করবেন, তাদের বিশেষ ছাড় দেয়া হবে।

🔳 নিরাপত্তাঃ-
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🔳 ট্যুর সময় সূচি: ৩ দিন ২ রাত। খুলনা সুন্দরবন খুলনা

🔳 ট্যুর স্পট:-
১। হাড়বাড়িয়া/ আন্দার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্র
২। কটকা অভয়ারণ্য
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালী/ হিরণ পয়েন্ট
৬। ডিমের চর/ দুবলার চর শুঁটকি পল্লী
৭। করমজল

🔳 ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ।

🔷১ম দিন : নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়া/ আন্দার মানিক পৌছাবো। যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় কটকায় পৌছাবো এবং রাতে জাহাজে অবস্থান।

🔷২য় দিন : ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী-বিচ। গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমণ করে জামতলা সী বিচে যেতে হয়। যাওয়া ও আসা মিলিয়ে প্রায় ৩ কিলোমিটার। ফিরে এসে কটকা অফিস পাড় নেমে কাছ থেকে হরিণ দেখার চেষ্টা করবো। ভাগ্য সুপ্রসন্ন হলে প্রচুর হরিণ দেখা যায় এই স্পটে।
তারপর যাবো কচিখালী/ হিরণ পয়েন্ট। কচিখালী/ হিরণ পয়েন্ট ভ্রমণ শেষে ডিমের চর/ দুবলার চর শুঁটকি পল্লী দেখবো।

🔷৩য় দিন : সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্যায় খুলনা পৌছে আনুমানিক ৫/৬ বাসে/ ট্রেনে করে ঢাকা অথবা যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া যাবে।

🔳 প্রসঙ্গত:-
🔹 অনুগ্রহ করে বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন।
🔹 বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘বুকিং পিএনআর নম্বর’ সংগ্রহ করুন।

🔹 আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবে না। খুলনা থেকে যাত্রা শুরু করে আবার ৩য় দিন বিকালে খুলনা পৌছাব ইনশাআল্লাহ।
🔹 দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹 কেউ কেউ অন্য কোন দেশের সাথে এই ট্যুরের খরচ কম্পেয়ার করেন। তাদেরকে অনুরোধ করবো প্রকৃতপক্ষে বিদেশ ভ্রমণের বাস্তবতা ও খরচ যাচাই করতে।

🔹সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সম্পূর্ন প্রাকৃতিক এখানে কৃত্রিমত্তার কোন স্থান নেই। সুন্দরবন প্রকৃতির অপরুপ লীলাভূমি।

শহর থেকে দূরে নেটওয়ার্কের বাহিরের এক জীবন যা আপনাকে আপনার শহুরে একঘেয়ে জীবনের হতাশা থেকে দিবে মুক্তি ।

🔳 সুন্দরবন ভ্রমণের করনীয় :-
🔹উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🔹কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🔹পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🔹এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🔹জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🔹যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🔹জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🔹গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🔹স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🔹গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
▪️যে কোন ধরনের ড্রোন, আগ্নেয় অস্ত্র সুন্দরবনে বহণ শাস্তিযোগ্য অপরাধ।

✅ সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

🔳 সাথে কি কি নিবেন:-
▪প্রয়োজনীয় ঔষধ।
▪টুথ ব্রাশ ও পেস্ট।
▪ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
▪ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
▪ সাবান,শ্যাম্পু
▪শীতের কাপড়, মাফলার।
▪ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
🔰বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
শর্তাবলীঃ
=========•=========
১। বুকিং নিশ্চিত করার জন্য প্যাকেজ মূল্যের ৫০% অগ্রীম প্রদান করতে হবে, বাকি টাকার প্যাকেজ শুরুর ৩ দিন পূর্বে পরিশোধ করতে হবে।
২। বুকিং বাতিল করতে চাইলে নিন্মোক্ত হারে টাকা কর্তন করা হবেঃ
ট্যুর শুরুর ৩০ দিন পূর্বে ২০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ১৫ দিন পূর্বে ৫০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৭ দিন পূর্বে ৭০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৪ দিন পূর্বে ৮০% টাকা মোট প্যাকেজ মূল্যের
৩। যে কোন ধরনের জাতীয়, প্রাকৃতিক দূর্যোগ, সরকারী নিষেধাজ্ঞার কারণে ট্যুর এর তারিখ পরিবর্তন হবে বা বুকিং এর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে ৷
৪। আবহাওয়া জনিত কারণে ট্যুর স্পট বা প্লান পরিবর্তন হতে পারে।
৫। ইঞ্জিনের ত্রুটি বা কোন যান্ত্রিক গোলাযোগ এর কারণে সমস্যা হলে ভেসেল পরিবর্তন হতে পারে।
৬। যে কোন ধরনের ড্রোন, আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোন জিনিস বহন বা ব্যাবহার করা সম্পুর্ন নিষেধ যা শাস্তিযোগ্য অপরাধ , কেউ অমান্য করলে ট্যুর অপারেটর দ্বায়ী থাকবে না।
৭। গ্রুপ বুকিং এর ক্ষেত্রে যে ক,জনের চুক্তি হয়েছে তার থেকে কম আসলে যুক্তির সম্পূর্ণ টাকাই দিতে হবে।
🔰আমরা অঙ্গীকারাবদ্ধ যে কোন ধরনের সমস্যাকে পারিপার্শিক অবস্থা বিবেচনা করে তা সমাধান করতে।

আপনার ভ্রমণ নিরাপদ এবং সুন্দর হোক।

বিস্তারিত জানতে এবং বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ-
Cheap Mega Travel Pty Ltd.
Al-Masha Complex, 44 Majid Sarani
Shib Bari More, Khulna, Bangladesh
+88 01712 212 545 (Bappy)
+88 01969 777 111 (Office)
+88 01969 777 222 (Office)
email - [email protected]

বাংলাদেশের দর্শনিয় ও পর্যটন স্থান সমূহ
15/11/2023

বাংলাদেশের দর্শনিয় ও পর্যটন স্থান সমূহ

যে কোন দেশের যে কোন রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।Cheap Mega Travel Pty Ltd.চিপ মেগা ...
03/11/2023

যে কোন দেশের যে কোন রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

দিনে দিনে ঢাকা থেকে কক্সবাজার…….
01/11/2023

দিনে দিনে ঢাকা থেকে কক্সবাজার…….

ইউ এস বাংলা এয়ারলাইন্স (US Bangla Airlines) এর যে কোন রুটের টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।Cheap Mega Travel...
24/10/2023

ইউ এস বাংলা এয়ারলাইন্স (US Bangla Airlines) এর যে কোন রুটের টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

ঢাকা থেকে কোলকাতা, দিল্লী, চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই বিমান টিকিট, এছাড়া ভারতীয় যে কোন রুটের অভ্যন্তরী...
12/10/2023

ঢাকা থেকে কোলকাতা, দিল্লী, চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই বিমান টিকিট, এছাড়া ভারতীয় যে কোন রুটের অভ্যন্তরীন বিমান টিকিট করে থাকি আমরা।

আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

নেপালে যাওয়ার জন্য বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।Cheap Mega Travel Pty Ltd.চিপ মেগা ট্রাভেল...
09/10/2023

নেপালে যাওয়ার জন্য বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

Our new 𝟯𝗿𝗱 𝗧𝗲𝗿𝗺𝗶𝗻𝗮𝗹 at 𝗛𝗮𝘇𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗵𝗷𝗮𝗹𝗮𝗹 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗔𝗶𝗿𝗽𝗼𝗿𝘁, 𝗗𝗵𝗮𝗸𝗮
08/10/2023

Our new 𝟯𝗿𝗱 𝗧𝗲𝗿𝗺𝗶𝗻𝗮𝗹 at 𝗛𝗮𝘇𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗵𝗷𝗮𝗹𝗮𝗹 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗔𝗶𝗿𝗽𝗼𝗿𝘁, 𝗗𝗵𝗮𝗸𝗮

𝟑 𝐃𝐚𝐲𝐬 𝟐 𝐍𝐢𝐠𝐡𝐭𝐬-----------------------------------------𝐏𝐫𝐢𝐜𝐞 𝐒𝐭𝐚𝐫𝐭𝐬 𝐅𝐫𝐨𝐦𝗕𝗗𝗧 𝟏𝟯,𝟬𝟵𝟎 (𝗣𝗲𝗿 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻)𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐬Package ...
08/10/2023

𝟑 𝐃𝐚𝐲𝐬 𝟐 𝐍𝐢𝐠𝐡𝐭𝐬
-----------------------------------------
𝐏𝐫𝐢𝐜𝐞 𝐒𝐭𝐚𝐫𝐭𝐬 𝐅𝐫𝐨𝐦
𝗕𝗗𝗧 𝟏𝟯,𝟬𝟵𝟎 (𝗣𝗲𝗿 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻)

𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐬
Package Includes
1. Return Air Ticket (Dhaka-Cox’s Bazar-Dhaka) with all applicable taxes
2. Two Nights Accommodation on Twin share basis
3. Buffet Breakfast
4. Airport-Hotel-Airport Transfer
5. Complementary Swimming Pool For 1 Hrs & Free Wi-Fi in the room
-----------------------------------------
𝐇𝐨𝐭𝐞𝐥 𝐋𝐢𝐬𝐭
1. Hotel Grace Cox
2. Hotel Sea Palace(Crown Plaza)
3. Hotel Kollol By J & Z Group
4. Best Western Heritage
5. Long Beach Hotel
6. Hotel Seagull
7. Hotel The Cox Today
8. Dera Resort & Spa
9. Hotel Sea Pearl Beach Resort & Spa
10. Hotel Ocean Paradise
11. Sayeman Beach Resort, Cox’s Bazar
-----------------------------------------
𝐕𝐚𝐥𝐢𝐝𝐢𝐭𝐲:
𝗩𝗮𝗹𝗶𝗱 𝗙𝗿𝗼𝗺 𝟬𝟭 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿-𝟯𝟬 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟯

For details please contact us…….
Cheap Mega Travel Pty Ltd.
Al-Masha Complex, 44 Majid Sarani
Shib Bari More, Khulna, Bangladesh
+88 01712 212 545 (Bappy)
+88 01969 777 111 (Office)
+88 01969 777 222 (Office)
[email protected]

সুন্দরবন ভ্রমণের জন্য সেপ্টেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ এর অগ্রিম বুকিং চলছে (খুলনা — সুন্দরবন — খুলনা)পৃথিবীর বৃহত্তম ম্...
22/08/2023

সুন্দরবন ভ্রমণের জন্য সেপ্টেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ এর অগ্রিম বুকিং চলছে (খুলনা — সুন্দরবন — খুলনা)
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে
বিলাস বহুল পর্যটকবাহী জাহাজে ৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ।

সুন্দরবনে কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর, ও ফ্যামিলি ট্যুর এর জন্য বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন:-
Cheap Mega Travel Pty Ltd.
Al-Masha Complex, 44 Majid Sarani
Shib Bari More, Khulna, Bangladesh
+88 01712 212 545 (Bappy)
+88 01969 777 111 (Office)
+88 01969 777 222 (Office)
[email protected]

এমিরেটস এয়ারলাইন্স এর টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।Cheap Mega Travel Pty Ltd.চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি...
27/07/2023

এমিরেটস এয়ারলাইন্স এর টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

ঢাকা-কক্সবাজার : সেপ্টেম্বরেই ট্রেন চালুর উদ্যোগরাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার এসে পর্যটকরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে...
26/07/2023

ঢাকা-কক্সবাজার : সেপ্টেম্বরেই ট্রেন চালুর উদ্যোগ

রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার এসে পর্যটকরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারা দিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরে যেতে পারবেন নিজ গন্তব্যে। কক্সবাজারে ঝিনুকের আদলে নির্মাণাধীন দেশের আইকনিক রেলস্টেশনটির সৌন্দর্য প্রায় পুরোটাই ফুটে উঠেছে। ইতোমধ্যে ভবনের মূল কাঠামোসহ ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। ছয়তলা স্টেশন ভবনে থাকছে তারকা মানের হোটেল, শপিংমলসহ আধুনিক সুবিধা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যেই সব কাজ শেষ করে ঢাকা-কক্সবাজার রুটের পুরো রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করতে চায় কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, নির্মাণকাজ শতভাগ শেষ না হলেও বোঝা যায়- গতানুগতিক নির্মাণশৈলীর বাইরের কোনো স্থাপনা এটি।

Biman is ready to fly in the land of rising sun. Sale is open now!!!
26/07/2023

Biman is ready to fly in the land of rising sun. Sale is open now!!!

ঢাকা থেকে ব্যাংকক প্রতিদিন দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। আগামী ১৬ জুলাই থেকে তাদের এ কার্যক্রম শুরু হবে।C...
11/07/2023

ঢাকা থেকে ব্যাংকক প্রতিদিন দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। আগামী ১৬ জুলাই থেকে তাদের এ কার্যক্রম শুরু হবে।
Cheap Mega Travel Pty Ltd.

যে কোন দেশের যে কোন রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।—————————————————চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি...
01/07/2023

যে কোন দেশের যে কোন রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে আমাদের কল করুন।
—————————————————
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর। আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া য...
14/06/2023

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর।

আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া যাবে bKash, Rocket, Nagad, Visa card, Amex card ইত্যাদি ইউজ করে।

নিচের ওয়েবসাইটে গিয়ে নিজের পোর্ট ফি দিতে পারবেন ঘরে বসেই। অবশেষে আরেকধাপ ভোগান্তির অবসান।
blpa.ekpay.gov.bd

http://blpa.ekpay.gov.bd/

সবচেয়ে কমে দামে ইন্ডিয়ার অভ্যন্তরীন ট্রেন এবং বিমানের টিকেট পেতে যোগাযোগ করুন।

আমাদের অফিস ঠিকানা :-
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]

03/06/2023
ইন্ডিয়া তে উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করে। পরিচিত অ...
03/06/2023

ইন্ডিয়া তে উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করে। পরিচিত অনেকেই কোলকাতা হয়ে চেন্নাই চিকিৎসা নিতে যেয়ে থাকেন...

তাদের কেউ যদি থাকে এই ট্রেনে, তাহলে যোগাযোগ করুন কোলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনে

ঢাকা থেকে কলকাতা, দিল্লী, চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই বিমান টিকিট পাবেন আমাদের কাছে।এছাড়া ভারতীয় যে কোন...
23/05/2023

ঢাকা থেকে কলকাতা, দিল্লী, চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই বিমান টিকিট পাবেন আমাদের কাছে।

এছাড়া ভারতীয় যে কোন রুটের অভ্যন্তরীন বিমান / ট্রেন টিকিট করে থাকি আমরা।

আমরা সঠিক মূল্যে টিকেট বিক্রয় করে থাকি।
আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
Cheap Mega Travel Pty Ltd.
চিপ মেগা ট্রাভেল পিটিওয়াই লি:
আল-মাশা কমপ্লেক্স, ৪৪ মজিদ স্মরনী,
শিববাড়ি মোড়, খুলনা।(ব্যাংক এশিয়া’র নিচে)
০১৯৬৯৭৭৭১১১, ০১৯৬৯৭৭৭২২২
[email protected]
সকাল ৯:৩০ থেকে রাত ১২ টার মধ্যে যেকোন সময়

Address

44 Majid Sarani, Shib Bari More
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Cheap Mega Travel Pty Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cheap Mega Travel Pty Ltd.:

Videos

Share

Nearby travel agencies