সুন্দরবন ভ্রমন প্যাকেজ

সুন্দরবন ভ্রমন প্যাকেজ সুন্দরবন ভ্রমন সঙ্গী
(5)

29/09/2024

🌿 পূজার ছুটিতে চলুন সুন্দরবন ঘুরে আসি! 🌿

পূজার ছুটিতে কি করবেন ভাবছেন? প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বন্যপ্রাণীর আধার, আর নদীর জালের মধ্যে মিশে থাকা এক বিস্ময়কর জায়গা— সুন্দরবন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য! 🌊🦅

কেন সুন্দরবন?

রয়েল বেঙ্গল টাইগারের রাজ্য! 🐅

হরিণ, কুমির আর অসংখ্য পাখির বাহারি উপস্থিতি।

নদীপথে বোটে ভ্রমণের আনন্দ ও রহস্যময় পরিবেশ। 🚤

ম্যানগ্রোভ বন ও জলের অপার মেলবন্ধনে প্রকৃতির বিশুদ্ধ নিস্তব্ধতা। 🌳

বন্ধু, পরিবার বা প্রিয়জনদের নিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? সুন্দরবনই হতে পারে সেই গন্তব্য। ❤️
এবারের পূজার ছুটি হোক আরও একটু অন্যরকম, স্মৃতিময় ও রোমাঞ্চকর! 😊

প্ল্যান শুরু করে দিন আজই!

 #সুন্দরবন – প্রকৃতির এক অপার বিস্ময়! 🌿🐅 হাজারো গাছের ছায়ায়, বাঘের গর্জন আর নদীর কলতানে মুগ্ধ হওয়ার মতো এক অভূতপূর্ব জ...
13/09/2024

#সুন্দরবন – প্রকৃতির এক অপার বিস্ময়! 🌿🐅 হাজারো গাছের ছায়ায়, বাঘের গর্জন আর নদীর কলতানে মুগ্ধ হওয়ার মতো এক অভূতপূর্ব জায়গা। জীবনের একঘেয়েমি থেকে মুক্তি নিতে চাইলে, সুন্দরবনই হোক আপনার পরবর্তী গন্তব্য। 💚🌊

প্রতি সপ্তাহের শুক্র-শনি রবি এবং সোম মঙ্গল বুধ আমাদের প্যাকেজ থাকে। ১০ থেকে ৭৫ জন পর্যন্ত গ্রুপ হলে এসি এবং নন এসি শীপ এ প্রোগ্রাম করে থাকি।

বুকিং এর জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন

☎️ +8801711-823493

এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ টু্র প্যাকেজ আয়োজন করা হয়।

🛟সুন্দরবন ভ্রমন🛟
৩ দিন ২ রাত

♦️কি কি দেখবেন:⛵⛵
🌳 হারবাড়িয়া।
🌳জামতলা সী বিচ।
🌳 কটকা অফিস
🌳কচিখালি /হিরন পয়েন্ট
🌳 করমজল
🌳ডিমের চর /দুবলার চর
🌳কচিখালি ক্যানেল ক্রূজিং
🌳টাইগার টিলা
🌳টাইগার পয়েন্ট

#যোগাযোগ:

#মোবাইল: ☎️+8801711-823493

🚸 বিআইডব্লিউটিএ ৪ নম্বর লঞ্চঘাট, খুলনা।
#সুন্দরবন_ভ্রমণ

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বন্যপ্রাণীর রাজ্যে এক অপূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য সুন্দরবনের চেয়ে ভালো কোনো গন্তব্য হতে পারে...
05/09/2024

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বন্যপ্রাণীর রাজ্যে এক অপূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য সুন্দরবনের চেয়ে ভালো কোনো গন্তব্য হতে পারে না। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যেখানে বাঘ, হরিণ, কুমিরসহ নানা বন্যপ্রাণীর সাথে প্রকৃতির সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলো আপনার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। সুন্দরবন ঘুরে আসুন, প্রকৃতির নিখুঁত সৌন্দর্য আর নিস্তব্ধতার মাঝে নিজেকে হারিয়ে ফেলুন।

নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

ভ্রমণ তথ্য পেতে যোগাযোগ করুন- 01711 823493(WhatsApp)

29/08/2024

সুন্দরবন ভ্রমণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান রয়েছে যা আপনি আপনার ট্যুর প্ল্যানে অন্তর্ভুক্ত করতে পারেন।
১. হিরণ পয়েন্ট (নীলকমল):
হিরণ পয়েন্ট সুন্দরবনের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা বাঘ, হরিণ, বানর, এবং বিভিন্ন ধরনের পাখি দেখার জন্য উপযুক্ত। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত এবং সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য এটি অন্যতম প্রধান স্থান।

২. করমজল পর্যবেক্ষণ কেন্দ্র:
করমজল সুন্দরবনের একটি প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে কুমিরের প্রজনন কেন্দ্র এবং হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির কুমির ও হরিণ দেখতে পাবেন। করমজলে সুন্দরবনের বন্যপ্রাণী এবং উদ্ভিদজগত সম্পর্কে আরও জানার সুযোগ পাবেন।

৩. কটকা ও কচিখালী:
কটকা এবং কচিখালী দুটি প্রধান পর্যটন কেন্দ্র যা সুন্দরবনের বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য বিখ্যাত। এখানে বাঘ, হরিণ, বন্য শূকর, বানর, এবং বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এই স্থানগুলোতে জঙ্গলের গভীরে ট্রেকিং করার সুযোগও রয়েছে।

৪. দুবলা চরের মেলা:
দুবলা চর মূলত একটি মৎস্যশিকার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিবছর রাস পূর্ণিমার সময় একটি বিখ্যাত মেলা অনুষ্ঠিত হয়। এটি সুন্দরবনের প্রধান আকর্ষণগুলোর একটি এবং স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য একটি ভালো স্থান।

৫. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য:
সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে বাঘ, হরিণ, কুমির, এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানে একটি সুন্দর জাদুঘর এবং কুমির প্রজনন কেন্দ্র রয়েছে, যা পর্যটকদের জন্য একটি শিক্ষামূলক অভিজ্ঞতা।

৬. শিবসা নদী:
শিবসা নদী সুন্দরবনের একটি প্রধান নদী, যা নদী ভ্রমণের জন্য আদর্শ। নদীর তীরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ করা যায়।

৭. মংলা বন্দর ও বন্দর ট্যুর:
মংলা বাংলাদেশের অন্যতম প্রধান বন্দর এবং সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। মংলা থেকে সুন্দরবনের বিভিন্ন স্থানগুলোতে বোটে করে যাওয়া যায়।

৮. টাইগার পয়েন্ট:
টাইগার পয়েন্ট সুন্দরবনের অন্যতম প্রধান স্থান যেখানে রয়েল বেঙ্গল টাইগার দেখার সম্ভাবনা বেশি। যদিও বাঘ দেখা সবসময় সম্ভব হয় না, তবুও এটি সুন্দরবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ স্থানগুলির একটি।

এইসব স্থানগুলো আপনার সুন্দরবন ভ্রমণের জন্য চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে। আপনি প্রকৃতির সৌন্দর্য এবং বন্যপ্রাণীর বিভিন্ন রূপ উপভোগ করতে পারবেন।

খুলনা - সুন্দরবন - খুলনা ▪ ভ্রমনের তারিখ: ৬,৭,৮ সেপ্টেম্বর ২০২৪ ইং▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত▪ খুলনা - সুন্দরবন - খুলনা🌿ভ...
27/08/2024

খুলনা - সুন্দরবন - খুলনা
▪ ভ্রমনের তারিখ: ৬,৭,৮ সেপ্টেম্বর ২০২৪ ইং
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা
🌿ভ্রমণের স্থানঃ
🔭আন্দার মানিক ইকো ট্যুরিজম,
🔭কটকা অফিস পার,
🔭টাইগার টিলা,
🔭কটকা ওয়াচ টাওয়ার,
🔭টাইগার পয়েন্ট,
🔭জামতলা সী বীচ,
🔭কচিখালি ,
🔭ডিমের চর ও
🔭করমজল।
🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
🏛️৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা।
🍱৩ দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকGollachutফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স)।
🏞️ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
🛶ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং।
🍴শেষ রাতে বার-বি-কিউ ডিনার।
🥛২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ।
✅ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি।
👮‍♂️নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড।
অভিজ্ঞ সার্ভিস বয়।
👨‍🦰দক্ষ ক্রু।
👨‍✈️অভিজ্ঞ গাইড।
💸কোন রকম হিডেন চার্জ নাই।
🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
🇧🇩
#মোবাইল: ☎️+88 01711-823493 (What's App)

◾ব্যাংক একাউন্টঃ
DBBL AC:1201100032852
Khulna Brance
DBBL

#যোগাযোগ:
Ever Youth Tourism
🚸 বিআইডব্লিউটিএ ৪ নাম্বার লঞ্চঘাট, খুলনা সদর , খুলনা-৯০০০

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَউচ্চারণ : 'রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহাম...
22/08/2024

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
উচ্চারণ : 'রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমিন।'
অর্থ : 'হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।' (সুরা মুমিনুন : আয়াত ১০৯)

11/08/2024

আলহামদুলিল্লাহ।
১লা সেপ্টেম্বর ২৪, থেকে শুধু হচ্ছে সুন্দরবন ভ্রমন সিজন।

 #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅 নভেম্বর ১০,১১,১২❤️❤️Special Discount ❤️❤️☎️ 01921-500250 ☎️ 01511-500250 ়িং_এর_পরবর্তী_ভ...
08/11/2023

#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅 নভেম্বর ১০,১১,১২
❤️❤️Special Discount ❤️❤️

☎️ 01921-500250
☎️ 01511-500250

়িং_এর_পরবর্তী_ভ্রমন : নভেম্বর ১০,১১,১২

প্যাকেজ সমূহ/ কর্পোরেট বুকিং তারিখ সমূহ:

🌳শিপ ক্যাপাসিটি ২৯ জন
🌳মোট রুম -১১ টা
🌳মোট অ্যাটাচ ওয়াশরুম সহ রুম -৯ টা
🌳কমন ওয়াশ রুম -২ টা

এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ টু্র প্যাকেজ আয়োজন করা হয়।

🛟সুন্দরবন ভ্রমন🛟
৩ দিন ২ রাত

♦️কি কি দেখবেন:⛵⛵
🌳 হারবাড়িয়া।
🌳 কটকা ( কটকা অফিস সাইড,জামতলা সী বিচ, টাইগার টিলা,টাইগার পয়েন্ট,কটকা ক্যানেল ক্রূজিং)
🌳কচিখালি
🌳কচিখালি ক্যানেল ক্রূজিং
🌳ডিমের চর
🌳 করমজল

কি কি পাচ্ছেন:
⛵খুলনা থেকে ৩ দিন ২ রাত শীপ এ সুন্দরবন ভ্রমণ: ডাবল রুট
⛵৮ বেলা মূল খাবার ( ডাবল মেন্যু) এর সাথে ৬ বেলা স্ন্যাকস
⛵ চা কফি এর ব্যবস্থা
⛵ অভিজ্ঞ ট্যুর গাইড
⛵ বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী
⛵ট্রাভেল ট্যাক্স (শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)
⛵বন বিভাগ থেকে পারমিশন

কি কি পাবেন না
🛑ক্যামেরা / ভিডিও ক্যামেরা এন্ট্রি ফি চার্জ
🛑ফেরার দিন রাতের খাবার
🛑খুলনা আসা যাবার খরচ

চলুন ঘুরে আসি বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে । যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস/অক্সিজেন ভান্ডার। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এবং সুন্দরবন ভ্রমন একটি এডভেঞ্চার ট্যুর ।

🔺🔺নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C No-Ever Youth Tourism
DBBL AC:1201100032852
Khulna Brance
DBBL
Bikash (Personal)- 01511-500250

#যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250
☎️+88 01511-500250


🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

#যোগাযোগ #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ #সুন্দরবন #সুন্দরবনের #সুন্দরী #সুন্দরবন_ভ্রমণ #সুন্দরবন_ভ্রমণ_খরচ

08/10/2023

🐅 🐅সুন্দরবন !! নাম শুনেননি এমন কোনো বাংলাদেশী মানুষ হয়তো পাওয়া যাবেনা । বাংলাদেশের সব পর্যটন এলাকা হতে সম্পূর্ণ ভিন্ন ও সবচেয়ে সুন্দর হলো সুন্দরবন । যারা হয়তো এখনো সুন্দরবন যাননি তারা যাওয়ার পর হয়তো অনুভব করবেন আগে কেন আসিনি | সুন্দরবন ভ্রমণ সত্যি রোমাঞ্চকর । ফ্যামিলি ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরার মতো একেবারে আদর্শ একটি জায়গা । 🐅🐅

😋😋সুন্দরবন ট্রিপ কে অনেকে বলে থাকেন খাওয়াদাওয়ার ভ্রমণ । কারণ এই সুন্দরবন ভ্রমণ এ খাবার এত এত অর্র্যাজেমেন্ট থাকে যে সবাই খেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলে । তাছাড়া শিপ এ ভ্রমণ যেন এক ভাসমান বাড়ি । নিজের বিছানায় শুয়ে চলন্ত শিপ থেকে গহীন বন দেখা যেন এক অন্য রকম অভিজ্ঞতা । কখনো চোখে পরে যেতে পারে কুমির/হরিণ আরো অন্যান্য বন্য প্রাণী । শিপ চলতে থাকে তার আপন গতিতে আর ছাদে বসে চেয়ার গা এলিয়ে দিয়ে চিরসবুজ বন এর দিকে তাকিয়ে থেকে আপনার হারিয়ে যেতে মন চাইবে| আর রাতের আড্ডাটা তো সারাজীবনের স্মৃতি । নিশ্চুপ বন এর পাশ দিয়ে আপনি যাচ্ছেন আর রাত ভর আড্ডা দিচ্ছেন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে ভাবুন একবার কেমন লাগবে । আরেকটা সুন্দর অভিজ্ঞতা আপনার হবে সেটা হলো ট্রলার এ করে সুন্দরবন এর ক্যানাল ধরে গহীনে চলে যাওয়া । যেখানে নেই কোনো অন্য কিছুর শব্দ আছে শুধু নিস্তব্ধতা আর পাখপাখালির ডাক ।

😋😋চলন্ত শিপ এর ছাদে হবে বার বি কিউ আর সেখানে উঁকি ঝুঁকি দেয়া টাও আনন্দের বেপার । কটকা তে হরিনের পাল কে পাতা খাওয়ানো ও খুব কাছে থেকে দেখা ভাবুন কি সৌভাগ্যের বেপার ।

♥♥আসলে সুন্দরবন ভ্রমণ সত্যি এক অন্যরকম অভিজ্ঞতার জন্ম দিবে আপনার জীবনে । কাজেই সবার জীবনে অন্তত একবার সুন্দরবন ভ্রমণ করা উচিত এ দেশের সৌন্দর্য কত তা উপলব্ধি করার জন্য ।

💕 বেঁচে থাকুক আমাদের সুন্দরবন অনন্তকাল 💕

(৩ দিন ২ রাত- খুলনা-সুন্দরবন-খুলনা)

#ছাত্র_ছাত্রীদের জন্য থাকবে বিশেষ ছাড়!!

#ভ্রমণ_স্পট :

▪ করমজল
▪হাড়বাড়িয়া
▪জামতলা সী-বীচ
▪কটকা অফিস পাড়
▪হিরণপইন্ট
▪দুমলার চর

খাবার: প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :
 উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
 কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
 পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
 এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
 জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
 যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
 জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
 গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
 পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
 স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
 গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
 প্রয়োজনীয় ঔষধ।
 টুথ ব্রাশ ও পেস্ট।
 ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
 ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
 সাবান,শ্যাম্পু
 রেইন কোর্ট বা ছাতা
 ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

িন:
🔹 সকাল: জুস, ব্রেড, মাখন,জেলি, ডিম, মিষ্টি, কলা,মধু, চা/কফি।
🔹বেলা ১১ টা- নুডলস, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, ভেটকি মাছ(কোরাল), মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি, ফিরে এসে শরবত।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা/ কমলা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, চিংড়ি শাক, ফাইস্যা মাছ, মুরগির কারী, ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- ফল, বিস্কিট , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা,মুরগির বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ, হাসের রেজালা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

িন:
🔹সকালে: পরটা, সবজী, ডিম ভাজি, মধু চা/কফি।
🔹বেলা ১১টা- বিস্কিট,কমলা, চা/কফি।
🔹দুপুরে- সাদা ভাত, টেংড়া মাছ,গরু ভূনা/খাসির রেজালা, ভর্তা,ডাল সালাদ।
🔹বিকেলে- পাকুড়া/পুরি, চা/কফি।
🔹রাতে : সাদা ভাত, সবজী, মুরগীর কারি/মুড়ি ঘন্টো, ডাল।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে।

প্যাকেজে মূল্য: ৭৫০০ টাকা থেকে শুরু..

#যোগাযোগ :
"এভার ইয়্যুথ ট্যুরিজম"

#মোবাইল:
☎️ 01704-264665


২৩০/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

 #সুন্দরবন_ভ্রমণ  # সুন্দরবন ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান   : 01921500250শহরের ধুলাময়লা, কোলাহল, যানজট ছেড়ে প্রকৃতির  সাথ...
05/10/2023

#সুন্দরবন_ভ্রমণ # সুন্দরবন ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান



:
01921500250

শহরের ধুলাময়লা, কোলাহল, যানজট ছেড়ে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এখন ই উপযুক্ত সময়। ১৩ বছরের ট্যুর পরিচালনার অভিজ্ঞতা নিয়ে Ever Youth Tourism দিচ্ছে জনপ্রতি ৭,৫০০/- থেকে শুরু করে ১৮,০০০/- টাকার লাক্সারি ট্যুর প্যাকেজ। ১০/১৫/২০/৩০/৪০/৫০/৬০/৭০/৭৫ জনের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট। এর ক্ষেত্রে থাকবে সর্বচ্চ ছাড়।
#সুন্দরবন ট্যুরে আমাদের সাথে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি🌳, সমুদ্র দেখা, উম্মুক্ত বন্যপ্রাণীর 🐊🐢🐯🐈🐅🐆🐾🐍🦅🦉সাথে 🤖 সেল্ফি 📸

#খুলনা_সুন্দরবন_খুলনা #মংলা_সুন্দরবন_মংলা ৩দিন ২রাতের #সুন্দরবন_ট্যুর_প্যাকেজ এর তারিখ সমূহঃ

সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বাজেট ফ্রেন্ডলি এবং বিশেষ অফারে খুলনা সুন্দরবন খুলনা রুটে ৩দিন ২রাতের যে সকল ট্যুর প্যাকেজ চলমান।
#প্রতি সপ্তাহের শুক্র শনি রবি এবং সোম মঙ্গল বুধ আমাদের প্যাকেজ থাকবে।
#এছাড়াও আপনারা চাইলে সপ্তাহের যেকোনো দিন আপনাদের সুযোগ অনুযায়ী কাস্টমাইজ করে সুন্দরবন ট্যুরের প্যাকেজ সাজাতে পারেন।

প্যাকেজ শুরু নরমাল ৭,৫০০/- থেকে ভিভিআইপি ১৮,০০০/- পর্যন্ত জনপ্রতি
#ট্যুর_স্পট সমূহঃ
🏝️ করমজল কুমির প্রজনন কেন্দ্র
🏝️ হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র
🏝️ আন্ধার মানিক
🏝️ কটকা অভয়ারণ্য
🏝️ কটকা জামতলা সি বিচ
🏝️ ডিমের চর/ দুবলার চর
🏝️ কচিখালী অভয়ারণ্য/হিরন পয়েন্ট
বিদ্র: যে সকল সম্মানিত ট্যুরিস্টগন দুবলা হিরনপয়েন্ট যেতে চান এখনই বুকিং করতে পারেন। নভেম্বর থেকে আমাদের দুবলা হিরনপয়েন্ট ট্যুর প্যাকেজ চলমান থাকবে।

বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে;অনেকগুলো সমুদ্র সৈকত,নৌ ভ্রমন,দক্ষ গাইড,ফরেস্ট গার্ড উইথ আর্মস,অভিজ্ঞ সেফ,তিন বেলা সুস্বাদু স্বাস্থ সম্মত খাবার,বিশুদ্ধ খাবার পানি,জাহাজের ক্যাবিনে রাত্রি যাপন, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট ট্রেকিং, বনে খালে মাছ ধরা,বিচে খেলাধুলা, রাতে বারবিকিউ নাইট,ক্যানেল ক্রুজিং।

ট্যুর প্লান (১ম দিন) :
খুলনা থেকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের পারমিশন ও গার্ড নিয়ে বিকাল ৩- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট বড় ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে শিপের ক্যাবিনে রাত্রি যাপন ।

★★২য় দিন :
খুব ভোরে ট্রলারে করে কটকার জঙ্গলের ভিতরে ট্রেকিং করে জামতলা সি বীচ। সেখানে হরিন,বানর, মাছরাঙ্গা,বনমোরগ,বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে।এর পর যাবো ওয়াচ টাওয়ারে,সেখান থেকে সুন্দরবন এর বিশাল এরিয়া দেখা যাবে। এরপর কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা ফিরবো।
এরপর সকালের নাস্তা চলতে চলতে আমরা কচিখালীর এর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর যাব ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনায় ফিরে আসা, সন্ধ্যার আগে আমরা ঘাটে থাকব,এবং রাতের বাসে/ ট্রেনে করে যার যার গন্তব্যে রওনা দেয়া হবে।

বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে বা রুট পরিবর্তন হতে পারে।

প্যাকেজে অন্তর্ভুক্তঃ
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শিপ এ সুন্দরবন ভ্রমণ।
২. প্রতিদিন ৩ বেলা ডাবল মেনুর মূল খাবার এবং ২ বেলা স্ন্যাকস।
৩. চা কফি এর পর্যাপ্ত ব্যবস্থা।
৪. অভিজ্ঞ ট্যুর গাইড।
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী।
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)।
৭. বন বিভাগ থেকে পারমিশন।

প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ।
★ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি।
★ ফেরার দিন রাতের খাবার।
★ খুলনা আসা যাওয়ার খরচ।

নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

সাথে যা যা নিবেন:
টেলিটক সিম কার্ড, প্রয়োজনীয় ঔষধ,টুথ ব্রাশ ও পেস্ট,ক্যাপ,সান গ্লাস,সানস্ক্রিন লোশন,ক্যামেরা, মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক,সাবান,শ্যাম্পু,ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী,
বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই।

আমাদের ৯ থেকে ৭৫ জন বেড ক্যাপাসিটির এসি/ননএসি ভেসেল।

🔶মূলত সকল ফ্যাসিলিটিস,সময়,শিপ ভেদে খরচ বিভিন্ন রকমের হয়ে থাকে।বিস্তারিত জানতে কল অথবা ম্যাসেজ করুন হটলাইন নম্বরে।

___________________________________

বুকিং পলিসিঃ
বুকিং মানি ৫০% এডভ্যান্স জনপ্রতি ।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
➡️সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
➡️বিকাশ,নগদ,করা যাবে।
➡️ব্যাংক ডিপোজিট করা যাবে।
➡️পেমেন্ট করে মানি রিসিট বুঝে নিবেন।

⬛ শিশু পলিসি :
০-৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়,
৩-৭ বছরের বাচ্চার জন্য ৫০%- প্রযোজ্য ( অবশ্যই বাবা মার সাথে বেড শেয়ার করতে হবে)
একটি বেডে একের বেশি শিশু বেড শেয়ার করতে পারবেনা। একাধিক শিশু হলে ৩ সিটের ফ্যামিলি রুম নিতে হবে।

যোগাযোগের ঠিকানাঃ
অফিস -
হাজী ইসমাইল রোড
সিদ্দিকিয়া মহল্লা
সোনাডাঙ্গা খুলনা

মোবাইল 01921-500250
Email - [email protected]







#সুন্দরবন

31/08/2023

🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চিত করতে বুকিং করুন 🌹🌹

মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250
🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ




#সুন্দরবন #সুন্দরবন_ভ্রমণ
#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ #খুলনা #সুন্দরবন #মোবাইল #সুন্দরবন #বার্ষিক_সাধারণ_সভা_ #দেশী #ভ্রমণ #ঘুরবো #প্যাকেজ #ভ্রমণপ্রিয় #বাংলাদেশী #ফুড

🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চিত করতে  বুকিং করুন 🌹🌹মোবাইল:  ☎️+88 01921-500250 (What's App)                 ...
26/08/2023

🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চিত করতে বুকিং করুন 🌹🌹

মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250
🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ




#সুন্দরবন #সুন্দরবন_ভ্রমণ
#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ #খুলনা #সুন্দরবন #মোবাইল #সুন্দরবন #বার্ষিক_সাধারণ_সভা_ #দেশী #ভ্রমণ #ঘুরবো #প্যাকেজ #ভ্রমণপ্রিয় #বাংলাদেশী #ফুড

19/07/2023

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250
🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চিত করতে বুকিং করুন 🌹🌹

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা
♦️১,২,৩ সেপ্টেম্বর -২০২৩ মাস থেকে।

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250


🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

 #মোবাইল:  ☎️+88 01921-500250 (What's App)                   ☎️+88 01511-500250🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চ...
16/07/2023

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250
🇧🇩 🌿সুন্দরবন ভ্রমনে আপনার প্যাকেজটি নিশ্চিত করতে বুকিং করুন 🌹🌹

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা
♦️১,২,৩ সেপ্টেম্বর -২০২৩ মাস থেকে।

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250


🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

সুন্দরবন ভ্রমন 🐅 ভ্রমনের তারিখ: মার্চ ৩,৪,৫ -২০২৩▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।▪ ▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত▪ খুলনা - সুন্দ...
28/02/2023

সুন্দরবন ভ্রমন 🐅 ভ্রমনের তারিখ: মার্চ ৩,৪,৫ -২০২৩

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।

▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা

প্রাইস :
♦️অ্যাটাচ টয়লেট সুবিধা সহ রুম জন প্রতি ১৪,০০০ টাকা
♦️কমন ওয়াশ রুম জন প্রতি ১০,৫০০ টাকা

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ,কচিখালি ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

◾ব্যাংক একাউন্টঃ

A/C No-Ever Youth Tourism
DBBL AC:120110032852
Khulna Brance
DBBL
Bikash (Personal)- 01511-500250

#যোগাযোগ:
Ever Youth Tourism

#মোবাইল: ☎️+88 01921-500250 (What's App)
☎️+88 01511-500250


🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

 #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅☎️ 01921-500250☎️ 01511-500250♦️জানুয়ারি ২০,২১,২২ -২০২৩শিপ নাম: কটকা এক্সপ্রেসসিট খালি আছ...
12/01/2023

#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅
☎️ 01921-500250
☎️ 01511-500250

♦️জানুয়ারি ২০,২১,২২ -২০২৩

শিপ নাম: কটকা এক্সপ্রেস
সিট খালি আছে ২৫ টা

🧐খরচ: জন প্রতি ৮৫০০ টাকা থেকে শুরু

♦️Special discount গ্রুপের জন্য

ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া।
২ঃ জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস।
৪ঃ কচিখালি / হিরন পয়েন্ট
৫ঃ করমজল।
৬: ডিমের চর / দুবলার চর
৭: ক্যানেল ক্রূজিং
৮: সি বিচ
৯. টাইগার টিলা
১০. টাইগার পয়েন্ট

♦️কি কি পাচ্ছেন:
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শীপ এ সুন্দরবন ভ্রমণ: ডাবল রুট
২. ৮ বেলা মূল খাবার ( ডাবল মেন্যু) এর সাথে ৬ বেলা স্ন্যাকস
৩. চা কফি এর ব্যবস্থা
৪. অভিজ্ঞ ট্যুর গাইড
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)
৭. বন বিভাগ থেকে পারমিশন

♦️কি কি পাবেন না
১. ক্যামেরা / ভিডিও ক্যামেরা এন্ট্রি ফি চার্জ
২. ফেরার দিন রাতের খাবার
৩. খুলনা আসা যাবার খরচ

চলুন ঘুরে আসি বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে । যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস/অক্সিজেন ভান্ডার। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এবং সুন্দরবন ভ্রমন একটি এডভেঞ্চার ট্যুর ।

🔺🔺নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C No-Ever Youth Tourism
DBBL AC:1201100032852
Khulna Brance
DBBL

#যোগাযোগ:
Ever Youth Tourism

🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

▪️আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:https://www.facebook.com/everyouthtourism

13/12/2022
05/09/2021
❤❤খুলনা ট্রাক স্ট্যান্ডের , সোনাডাঙ্গায় একটি বাড়ি বিক্রয় হবে❤❤জমির পরিমান: ৪.৯৫ শতকবাড়ীর মূল্য :৭৫ লাখ টাকা কাঠাপ্রতি...
29/10/2020

❤❤খুলনা ট্রাক স্ট্যান্ডের , সোনাডাঙ্গায় একটি বাড়ি বিক্রয় হবে❤❤

জমির পরিমান: ৪.৯৫ শতক
বাড়ীর মূল্য :৭৫ লাখ টাকা কাঠা
প্রতি মাসে: ১০ হাজার টাকা ভাড়া পাওয়া যায়
জমির সামনে: ১২ফিট রোড

বাড়ীর বিস্তারিত:
ডাবল ইউনিটের বাড়ী
প্রতি ইউনিট ২ টা রুম ১ টা ডাইনিং ১ রান্না ঘর ১ বাথরুম
১ টা বেলকনী

=====================================

🤔🤔আপনি কি খুলনাতে জমি বা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন?🤔🤔

🔸🔹নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, প্রকৃতির অপরূপ শোভায় বাসযোগ্য নির্মল একখন্ড জমি, মানুষের সুপ্ত বাসনা সকলেরই একান্ত -কামনা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিশ্চিত ঠিকানা।

জমি ক্রয় করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন

🔴🔷জমির তথ্যঃ🔷🔴
✅আশপাশে বসতি এবং বিদ্যুৎ সহ সকল নাগরিক সুবিধা
✅স্কয়ার জমি

আগ্রহি ক্রেতাগন সরাসরি যোগাযোগ করুন

বিস্তারিত জানার জন্য ফোন করুন আর সরোজমিনে দেখে জান আমাদের প্রোপার্টি সমুহ। আর বেছে নিন আপনার মনের মত জমি অথবা বাড়ী।

যোগাযোগঃ খুলনার জমি ডটকম
Mobile: 01921-500250
01937-222641
২৩৭/এ হাজী ইসমাইল রোড, সোনাডাঙ্গা, খুলনা
* জমির কাগজ পত্র ১০০% সঠিক
* জমি ক্রয় করতে সকল প্রকার সহায়তা করব

খুলনার জমি আপনাকে নিয়ে যাবে আপনার সপ্নের ঠিকানায় ""

❤❤বাড়ী বিক্রয় ❤❤বাড়ী বিক্রয়❤❤👉সোনাডাঙ্গা থেকে গল্লামারী রোডের লিংক রোডে👉ট্রাক স্ট্যান্ডের খুব নিকটে👉একটি একতলা বাড়ি  ...
20/10/2020

❤❤বাড়ী বিক্রয় ❤❤বাড়ী বিক্রয়❤❤

👉সোনাডাঙ্গা থেকে গল্লামারী রোডের লিংক রোডে
👉ট্রাক স্ট্যান্ডের খুব নিকটে
👉একটি একতলা বাড়ি বিক্রয় করা হবে।

👉👉জমির দাম: ৭৭ লাখ টাকার

🔷🔷জমির তথ্যঃ🔷🔷

✅জমির পরিমানঃ ৩. কাঠা
✅রাস্তাঃ ১২ ফিট
✅স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কিছু খুবি নিকটে
✅আশপাশে বড় বড় বসতি এবং বিদ্যুৎ সহ সকল নাগরিক সুবিধা

আগ্রহি ক্রেতাগন সরাসরি যোগাযোগ করুন

বিস্তারিত জানার জন্য ফোন করুন আর সরোজমিনে দেখে জান আমাদের প্রোপার্টি সমুহ। আর বেছে নিন আপনার মনের মত জমি অথবা বাড়ী।

যোগাযোগঃ খুলনার জমি ডটকম
Mobile: 01921-500250
01511-500250
২৩৭/এ হাজী ইসমাইল রোড, সোনাডাঙ্গা, খুলনা

🌿🌿জমি বিক্রয় হবে , লবণচরা থানার নিকটে🌿🌿🌺 মাত্র ৪ লক্ষ টাকা প্রতি কাঠা জমি বিক্রি 🌺🔷🔷 রূপসা ব্রিজ এর রোড থেকে মাত্র ১ মি...
08/09/2020

🌿🌿জমি বিক্রয় হবে , লবণচরা থানার নিকটে🌿🌿

🌺 মাত্র ৪ লক্ষ টাকা প্রতি কাঠা জমি বিক্রি 🌺

🔷🔷 রূপসা ব্রিজ এর রোড থেকে মাত্র ১ মিনিট দূরত্বে ১২ ফিট রোড এর সাথে জমি বিক্রয় হবে।


আগ্রহি ক্রেতাগন সরাসরি যোগাযোগ করুন

বিস্তারিত জানার জন্য ফোন করুন আর সরোজমিনে দেখে জান আমাদের প্রোপার্টি সমুহ। আর বেছে নিন আপনার মনের মত জমি অথবা বাড়ী।

যোগাযোগঃ খুলনার জমি ডটকম
Mobile: 01921-500250
01937-222641
২৩৭/এ হাজী ইসমাইল রোড, সোনাডাঙ্গা, খুলনা
* জমির কাগজ পত্র ১০০% সঠিক
* জমি ক্রয় করতে সকল প্রকার সহায়তা করব

খুলনার জমি আপনাকে নিয়ে যাবে আপনার সপ্নের ঠিকানায় ""

Address

237/A Hazi Ismail Road, Banorgati, Sonadanga
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801921500250

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দরবন ভ্রমন প্যাকেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দরবন ভ্রমন প্যাকেজ:

Videos

Share

Category


Other Travel Companies in Khulna

Show All