Online Solution Dot Com

Online Solution Dot Com আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার পুঁজি হচ্ছে সততা, মানবতা ও মানবিকতা।

17/07/2024

আগামী কাল ১৮/০৭/২০২৪ তারিখ সকল ভিসা অফিস বন্ধ ঘোষনা করেছে ভারতীয় দূতাবাস।

04/07/2024
শিশির রায় দাদার সাথে।
12/04/2023

শিশির রায় দাদার সাথে।

07/01/2022

আগামী ০৮/০১/২০২২ইং তারিখ থেকে HSC Admission এর জন্য Apply শুরু হচ্ছে। যে সকল ছাত্র/ছাত্রী ভর্তির আবেদন করতে ইচ্ছুক তাদের সকল কে অনলাইন সলিউশন ডট কম এ যোগাযোগের জন্য অনুরোধ করছি।

প্রয়োজনেঃ ০১৭৩১২৩১৪৫৫ ও ০১৯২১৬৯১৩৬৯

যে সকল ছাত্র-ছাত্রীরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে চান, সেই সকল ছাত্র-ছাত্রীরা দ্রুত যোগাযোগ করুন। অনলাইন সলিউশ...
08/05/2021

যে সকল ছাত্র-ছাত্রীরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে চান, সেই সকল ছাত্র-ছাত্রীরা দ্রুত যোগাযোগ করুন।

অনলাইন সলিউশন ডট কম
জননী সুপার মার্কেট, ফুলতলা বাজার, খুলনা।
মোবাঃ ০১৭৩১-২৩১৪৫৫, ০১৯২১-৬৯১৩৬৯

07/05/2021

Ansar VDP Job Circular 2021
সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা

1. লিঙ্গঃ পুরুষ

2. বয়স ০২ মে ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ১০ মে ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য

3. সর্বনিম্ন উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি

4. সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও সুযোগ সুবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।

আবেদনের নিয়ম

ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।

আবেদন শুরুর সময়: ০২ মে ২০২১ তারিখ রাত ১২টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

06/05/2021

ভর্তি চলছে ভর্তি চলছে স্বপ্ন কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটে ভর্তি চলছে।
্বপ্ন কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট একটি উন্নত মান সমৃদ্ধ অভিনব প্রযুক্তির সমন্নয় গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান। আমার আছে দক্ষ প্রশিক্ষক, তিনি সর্বক্ষণ সকল ছাত্র-ছাত্রীদের তত্ত্বাবধান করেন।
আমরা এখন থেকে যারা বাসায় বসে কম্পিউটার শিখতে চায় তাদের জন্য ২টি পদ্ধতিতে কম্পিউটার প্রশিক্ষণের সু-ব্যবস্থা করেছে।
-----------------------------------------------------------------------
১। সরাসরি বাসায় গিয়ে কম্পিউটার শিক্ষা প্রদান করা।
২। ইন্টারনেটের মাধ্যে প্রশিক্ষণ প্রদান করা।
----------------------------------------------------------------------
উক্ত দুইটি পদ্ধতিতে কোন কোর্সে কত টাকা লাগবে তা আমাদের দেওয়া যোগাযোগের নম্বরে কল করে জেনে নিতে পারেন এবং তার সাথে আরো কি কি সুবিধে আপনি নিতে অথবা দিতে চান তা জানতে পারবেন।
-------------------------------------------------------------------
আমাদের ইন্সটিটিউটে প্যাকেজ প্রোগ্রাম সমূহ নিম্নরুপঃ
------------------------------------------------------------------
6 ও 3 (তিন) মাসে মাত্র 4,500/, 3,600/-টাকায় আপনি সম্পূর্ণ অফিস প্রোগ্রামসহ আকর্ষনীয় মোট ১০টি প্রোগ্রাম শিখুন ।
ি_গ্রোগ্রামের_মধ্যে_যা_যা_থাকবেঃ
১. এম.এস ওয়ার্ড।
২. এম.এস এক্সেল।
৩. এম.এস পাওয়ার পয়েন্ট ।
৪. প্রবলেম সোলেশন অফ অফিস প্রোগ্রাম।
৫. ফান্ডামেন্টাল / কম্পিউটার বেসিক প্রোগ্রাম।
৬. কম্পিউটার হার্ডওয়্যার ইনেস্ট্রাকশন।
৭. কম্পিউটার সফটওয়্যার ইনেস্ট্রাকশন।
৮. টার্চ টাইপ বেসিক (বাংলা এবং ইংরেজী)।
৯. ছবি/ সিভি/ যে কোন ডকুমেন্ট স্ক্যানিং।
১০. ই-মেল ব্রাউজিং, সাইন-ইন, ডাটা আপলোডিং এন্ড ডাউনলোডিং সিস্টেম।

Address

Rafiq Saraq
Khulna
9210

Opening Hours

Monday 09:00 - 21:00

Telephone

+8801731231455

Alerts

Be the first to know and let us send you an email when Online Solution Dot Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Solution Dot Com:

Videos

Share

Category

ভারতীয় ভিসার কাজ করা হয়।

ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিঃ ও পল্লী বিদ্যুৎ এর বিদ্যুৎ বিল নেওয়া হয়।

পাসপোর্ট ফি ও ভারতীয় ভিসা ফি প্রদান করা হয়।

বিকাশ, রকেট ও টি-ক্যাশ এজেন্ট।

পুলিশ ক্লিয়ারেন্স ও ইটিন সার্টিফিকেটের আবেদন করা হয়।