20/03/2023
ঈদ স্পেশাল সুন্দরবন এ্যাডভেঞ্চার ট্রিপ 2023
শহরের কোলাহল আর ক্লান্তি থেকে মুক্তি পেতে কয়েকটা দিনের জন্য শহর থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে কোন জায়গা থেকে ঘুরে আসার কোন বিকল্প নেই। আর এক্ষেত্রে সুন্দরবন হতে পারে আপনার প্রথম পছন্দ। চলুন ঘুরে আসি বিশ্বের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বন্যপ্রাণীর অভয়ারণ্য, রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন ক্রমেই সৌন্দর্য পিপাসু ভ্রমণকারীদের জন্য হয়ে উঠেছে তীর্থস্থান।তাই আপনি কেন বাদ থাকবেন সুন্দরবন ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে। ঘুরে আসুন সুন্দরবন, চারপাশে বানরের খেলা, কুমিরের চলাচল এবং হরিণের মায়াবি চোখ, খুব বেশি ভাগ্যবান হলে দেখা মিলতে পারে বাঘ মামার, কাঠের ট্রেইলে বনে হাঁটা আপনাকে দিবে এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা, যার স্মৃতি বয়ে বেড়ানো যায় সারা জীবন।
এম, ভি দি ওয়েভে যে ফ্যাসিলিটি সমূহ
⛵ বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ শীপ
⛵ বাচ্চাদের প্লে গ্রাউন্ড
⛵ বার-বি-কিউ কর্নার
⛵ রাতে কনফারেন্স রুম এ সকল গেস্ট একসঙ্গে থিয়েটরে মুভি দেখার ব্যবস্থা।
⛵ ৫০,০০০ লিটার মিষ্টি পানির রির্জাভার।
⛵ নামাজের জায়গা
⛵ আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, ফায়ার এর্লাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা।
⛵ ৪টি ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
⛵ শীপের অভ্যন্তরে ফ্লোর এবং ওয়ালে উডের নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
⛵ কনফারেন্স রুম
⛵৭৫ জনের বেড ক্যাপাসিটি ইন ৩০ কেবিন উইথ
এটাস্ট ওয়াশরুম।
⛵ সুইমিংপুল
⛵প্রতিদিন থাকছে ডাবোল ফুড মেনুর
তিনবেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
⛵ একদিন স্পেশাল বার্বিকিউ নাইট
⛵ প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ সেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
⛵ নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস
⛵অভিজ্ঞ গাইড।
⛵প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি
⛵ লাইফ জ্যাকেট, লাইফ বয়া
Package ~ April 24,25,26 - 2022 (tentative date)
Please Contact:
SUNDARBAN SAFE TOURS
📷 B.I.W.T.A Launch Ghat ,Khulna, Bangladesh.
📷Cell: +8801921138923(WhatsApp)
📷Hotline: +8801764504065
[email protected]