Rudra Roy

Rudra Roy এক নিমিষে মিশে যেতে পারি,
যদি তুমি সংস্কৃতি হও।

চেষ্টার বিকল্প খোঁজার জন্যও চেষ্টা করা জরুরি। 🧿
07/04/2024

চেষ্টার বিকল্প খোঁজার জন্যও চেষ্টা করা জরুরি।
🧿

25/03/2024
লড়েছি | শিখেছি | পড়েছি | আবার উঠে দাড়িয়েছি... দেখা হবে 🧿
25/03/2024

লড়েছি | শিখেছি | পড়েছি | আবার উঠে দাড়িয়েছি...

দেখা হবে 🧿

বলে শেষ নয় বাকি আছে খেলা ❤️
16/03/2024

বলে শেষ নয় বাকি আছে খেলা ❤️

সে সকালে সূর্য আমার জন্য উঠে, তির্যক কোনে রোধ ফেলাবে তোমার জানালায়। তুমি ঘুম ভেঙে আমার আলোয় তোমার পাশের প্রিয় মানুষকে দ...
03/03/2024

সে সকালে সূর্য আমার জন্য উঠে, তির্যক কোনে রোধ ফেলাবে তোমার জানালায়। তুমি ঘুম ভেঙে আমার আলোয় তোমার পাশের প্রিয় মানুষকে দেখে কি বলবে?
সূর্যটা আজ তার, তাই আজ আমি তোমায় দেখি
নাকি জানালা বন্ধ করে অন্ধকারে ফুপিয়ে কাদবে?

সময় আসছে, নিয়ে আসবো সেদিন।

চলো আসছি আবার 🌿❤️
29/02/2024

চলো আসছি আবার 🌿❤️

নাটক - রিপুরচনা ও নির্দেশনা - বিপ্লব সরকার চরিত্র - মদ স্থান - জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুলনা পরবর্তী সময় - ২৩ ফেব...
19/02/2024

নাটক - রিপু
রচনা ও নির্দেশনা - বিপ্লব সরকার
চরিত্র - মদ
স্থান - জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুলনা

পরবর্তী সময় - ২৩ ফেব্রুয়ারী, ঢাকা থিয়েটার, ঢাকা।
প্রযোজনা - জেলা শিল্পকলা একাডেমি খুলনা।

আজ বৃষ্টি নামবে বলে....
02/10/2022

আজ বৃষ্টি নামবে বলে....

24/09/2022

শুভ মহালয়া
আসছি আজ সকালে...
ভাল থাকবেন, ভাল রাখবেন।

22/09/2022

"বিসমিল্লাহ"
Directed By Rudra Roy

আমরা আছি এবার পুজাতে, আপনাদের সাথে...
দেখা হচ্ছে 99 Multimedia.

উৎপল দা 💕গুরুদেবের সাথে এক মঞ্চে 💙জীবনের অনেক বড় পাওয়া 🙏
21/09/2022

উৎপল দা 💕
গুরুদেবের সাথে এক মঞ্চে 💙
জীবনের অনেক বড় পাওয়া 🙏

21/09/2022

এতো কাল জীবনটা কাটিল, উপগ্রহের মত।
যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাহিলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাহিলাম দূরে যাওয়ার অনুমতি।
অধীন নয়,
নিজেকে স্বাধীন বলারও জোর নাই।

"শরতের শ্রীকান্ত....."

20/09/2022

আমার ঠোঁট কাঁদে তোমায় ছোয়ার আশায়.....

"গুছিয়ে কথা কিভাবে বলতে হয়"এটাও জানতাম না আর অভিনয় তো আকাশকুসুম কল্পনা। জীবনে ধাক্কা খাওয়ারও দরকার আছে.....
14/09/2022

"গুছিয়ে কথা কিভাবে বলতে হয়"
এটাও জানতাম না আর অভিনয় তো আকাশকুসুম কল্পনা।

জীবনে ধাক্কা খাওয়ারও দরকার আছে.....

14/09/2022

"ভুল বুঝে ফিরে আসা মানুষ গুলো,
একটা সুযোগের আশায় প্রহর পার করে,
ফেলে যাওয়া মানুষ গুলো এটা বোঝে না
জীবন কতটা সুন্দর হতে পারে।"

11/09/2022

Sankar tells me a line always,
"You are the Only One"

ভাই ও ভাইদের বোনেরা.... রেডি থাইকো, খেলা শুরু হয়ে গেছে, "এখানেই তুমি" by Rudra This September 22
23/08/2022

ভাই ও ভাইদের বোনেরা....
রেডি থাইকো, খেলা শুরু হয়ে গেছে,
"এখানেই তুমি" by Rudra
This September 22

23/08/2022

"থার্মোমিটারে প্রেম মাপা গেলে,
গায়ের তাপের পরিবর্তে মনের তাপটা কি একটা বার হলেও মাপতে ?

আর ভালবাসার যদি ওজন হতো ?

দাঁড়িপাল্লায় অভিযোগের বাটখারা গুলো নামিয়ে একবার কি পারতে না ভালবাসাটা তুলে দিতে ?

ভালবাসায় মাপ থাকে যদি, আমাকে মাপ করে দিও......"

ইতি রুদ্র।

মাঝরাতে রুপসার পাড়ে দাড়িয়ে, জোনাকির মত আলোয় মেলানো খুলনা শহরটা তোমার হাত ধরে দেখতে চাই। তুমি আসবে, আমি জানি তুমি আসবে......
17/08/2022

মাঝরাতে রুপসার পাড়ে দাড়িয়ে, জোনাকির মত আলোয় মেলানো খুলনা শহরটা
তোমার হাত ধরে দেখতে চাই।

তুমি আসবে, আমি জানি তুমি আসবে....💭

From the shortfilm of এখানেই তুমি..... Coming Soon On   in this September 2022.
12/08/2022

From the shortfilm of এখানেই তুমি.....
Coming Soon
On in this September 2022.

07/08/2022

রুদ্র,
সেই জায়গায় পৌঁছাতে চাই....

02/08/2022

সাহিত্যের ভাষায় বলতে হলে
ওমন বলতে হবে,
এক সমুদ্র ভালবাসা আছে আমার।
দূরের সুবিশাল পুকুর অথবা দিঘি হয়ে আমায় ভালবাসতে চাইলে, পাবে না......
নদী হয়ে এসো,
এসো মিলে যাও আমার সাথে এক সমুদ্র ভালবাসা তোমায় দিবো।

ইতি রুদ্র।

18/07/2022

"পত্র নিয়ে প্রেম আসে,
সময় আর পরিস্থিতি আসে না।"
-রুদ্র

ভয়ে,একা একরুম থেকে অন্য রুমে যেতে পারতাম না মাকে ছাড়া...এখন শহর ছেড়ে এসেছিনা না... ভয়টা কাটে নি...৷ সময় টা কেটে গেছে 🙂
16/07/2022

ভয়ে,
একা একরুম থেকে অন্য রুমে যেতে পারতাম না মাকে ছাড়া...
এখন শহর ছেড়ে এসেছি

না না... ভয়টা কাটে নি...৷

সময় টা কেটে গেছে 🙂

15/07/2022

"আহত মনের কারণ যে,
তাকে নিহত হওয়ার ব্যাকরণ বোঝাতে যেও না।"

12/07/2022

অষ্টম পৃষ্ঠায়,
তোমার চুলের গন্ধে আজও আমি মিশে আছি।

12/07/2022

আমায় ঘিরে কিছু গান রয়ে গেছে, যেগুলো আমার কানে সময়ের কাটার সাথে তাল মিলিয়ে বাজে,

তার মধ্যে প্রিয় একটা....

"তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর"

আমি ছেড়ে এসেছি কিন্তু ছিড়ে আসি নি। তাই এখনও টান লাগে.....
12/07/2022

আমি ছেড়ে এসেছি কিন্তু ছিড়ে আসি নি।
তাই এখনও টান লাগে.....

08/07/2022

হ্যা তোমকেই বলছি...

"কত নারী আগুন ছুঁয়েও সতী হতে শেখেনি,
কত পুরুষ জীবন দিয়েও প্রেমিক হতে পারেনি।"

৫৭১৮৬৪

Address

Khulna

Telephone

01968677055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudra Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rudra Roy:

Videos

Share

Category


Other Travel Companies in Khulna

Show All