Smart Tours & Travels

Smart Tours & Travels Smart Tours & Tourism

13/10/2023
 #সুন্দরবন_ভ্রমণ  🦌🐒 : 01747-185605  (What'sApp) ন্যাচারাল প্রকৃতি প্রেমিদের জন্য সুখবর!!! শহরের ধুলাময়লা, কোলাহল, যানজট...
02/10/2023

#সুন্দরবন_ভ্রমণ 🦌🐒
: 01747-185605 (What'sApp) ন্যাচারাল প্রকৃতি প্রেমিদের জন্য সুখবর!!!
শহরের ধুলাময়লা, কোলাহল, যানজট ছেড়ে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এখন ই উপযুক্ত সময়। আমাদের ট্যুর প্যাকেজ মার্চ মাস পর্যন্ত এক টানা চলমান থাকবে। ১৩ বছরের ট্যুর পরিচালনার অভিজ্ঞতা নিয়ে Travelers Link bd দিচ্ছে জনপ্রতি ৭,৫০০/- থেকে শুরু করে ২১,০০০/- টাকার লাক্সারি ট্যুর প্যাকেজ। ১০/১৫/২০/৩০/৪০/৫০/৬০/৭০/৭৫ জনের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট। এর ক্ষেত্রে থাকবে সর্বচ্চ ছাড়।
#সুন্দরবন ট্যুরে আমাদের সাথে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি🌳, সমুদ্র দেখা, উম্মুক্ত বন্যপ্রাণীর 🐊🐢🐯🐈🐅🐆🐾🐍🦅🦉সাথে 🤖 সেল্ফি 📸

#খুলনা_সুন্দরবন_খুলনা #মংলা_সুন্দরবন_মংলা ৩দিন ২রাতের #সুন্দরবন_ট্যুর_প্যাকেজ এর তারিখ সমূহঃ

অক্টোবর এবং নভেম্বর মাসের বাজেট ফ্রেন্ডলি এবং বিশেষ অফারে খুলনা সুন্দরবন খুলনা রুটে ৩দিন ২রাতের যে সকল ট্যুর প্যাকেজ চলমান
০৬,০৭,০৮ অক্টোবর ২০২৩
১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩
২০,২১,২২ অক্টোবর ২০২৩ (১৯,২০,২১,২২) #ঢাকা_সুন্দরবন_খুলনা_৪দিন_৩রাতের_ট্যুর_প্যাকেজ চলমান আছে)
২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩
১০,১১,১২ নভেম্বর ২০২৩ (দুবলা হিরনপয়েন্ট থাকবে)

প্যাকেজ শুরু মোটামুটি মানের ৭,৫০০/- থেকে ভিভিআইপি ২১,০০০/- পর্যন্ত জনপ্রতি
#ট্যুর_স্পট_সমূহঃ
🏝️ করমজল কুমির প্রজনন কেন্দ্র
🏝️ হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র
🏝️ কটকা অভয়ারণ্য
🏝️ কটকা জামতলা সি বিচ
🏝️ ডিমের চর
🏝️ কচিখালী অভয়ারণ্য
বিদ্র: যে সকল সম্মানিত ট্যুরিস্টগন দুবলা হিরনপয়েন্ট যেতে চান এখনই বুকিং করতে পারেন। নভেম্বর থেকে আমাদের দুবলা হিরনপয়েন্ট ট্যুর প্যাকেজ চলমান থাকবে।

ট্যুর প্লান (১ম দিন) :
খুলনা থেকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে আমরা চাঁদপাই/ঢাংমারি ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের পারমিশন ও গার্ড নিয়ে বিকাল ৩- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট বড় ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে শিপের ক্যাবিনে রাত্রি যাপন ।

★★২য় দিন :
খুব ভোরে ট্রলারে করে কটকার জঙ্গলের ভিতরে ট্রেকিং করে জামতলা সি বীচ। সেখানে হরিন,বানর, মাছরাঙ্গা,বনমোরগ,বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে।এর পর যাবো ওয়াচ টাওয়ারে,সেখান থেকে সুন্দরবন এর বিশাল এরিয়া দেখা যাবে। এরপর কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা ফিরবো।
এরপর সকালের নাস্তা চলতে চলতে আমরা কচিখালীর এর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর যাব ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনায় ফিরে আসা, সন্ধ্যার আগে আমরা ঘাটে থাকব,এবং রাতের বাসে/ ট্রেনে করে যার যার গন্তব্যে রওনা দেয়া হবে।

বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে বা রুট পরিবর্তন হতে পারে।

#প্যাকেজে_অন্তর্ভুক্তঃ
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শিপ এ সুন্দরবন ভ্রমণ।
২. প্রতিদিন ৩ বেলা ডাবল মেনুর মূল খাবার এবং ২ বেলা স্ন্যাকস।
৩. চা কফি এর পর্যাপ্ত ব্যবস্থা।
৪. অভিজ্ঞ ট্যুর গাইড।
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী।
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)।
৭. বন বিভাগ থেকে পারমিশন।

#প্যাকেজের_অন্তর্ভুক্ত_নয়ঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ।
★ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি।
★ ফেরার দিন রাতের খাবার।
★ খুলনা আসা যাওয়ার খরচ।

নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
___________________________________

বুকিং পলিসিঃ
বুকিং মানি ৫০% এডভ্যান্স জনপ্রতি ।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
➡️সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
➡️বিকাশ,নগদ,করা যাবে।
➡️ব্যাংক ডিপোজিট করা যাবে।
➡️পেমেন্ট করে মানি রিসিট বুঝে নিবেন।

⬛ শিশু পলিসি :
০-৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়,
৩-৭ বছরের বাচ্চার জন্য ৫০%- প্রযোজ্য ( অবশ্যই বাবা মার সাথে বেড শেয়ার করতে হবে)
একটি বেডে একের বেশি শিশু বেড শেয়ার করতে পারবেনা। একাধিক শিশু হলে ৩ সিটের ফ্যামিলি রুম নিতে হবে।

জরুরী যোগাযোগঃ
আবু তাহের প্রিন্স
ট্রাভেলার্স লিংক বিডি
ঠিকানাঃ ৪ নং বি আই ডব্লিউ টি এ লঞ্চ ঘাট, পুরাতন রেল স্টেশন গেট (২য় তলা), খুলনা।
01747185605
Mail: [email protected]

#কিভাবে_সুন্দরবন_যাবো? প্রশ্ন থাকলে কল করুন
#সুন্দরবন #খুলনা_সুন্দরবন_খুলনা #সুন্দরবন_ট্যুর_প্যাকেজ #কমখরচেসুন্দরবনট্যুর

সরাসরি পানি পথে ঢাকা থেকে বিলাস বহুল ক্রুজ জাহাজ এ সুন্দরবন ট্যুর !!"সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত" আধুনিক বিলাশবহুল নতুন ...
31/08/2023

সরাসরি পানি পথে ঢাকা থেকে বিলাস বহুল ক্রুজ জাহাজ এ সুন্দরবন ট্যুর !!
"সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত" আধুনিক বিলাশবহুল নতুন জাহাজ "এম.ভি. ফ্লামিংগোতে" এ দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ উপকূলীয় ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমন করুন। এ বছরে এই ১ টি ট্যুর ই ঢাকা থেকে শুরু হবে।
ট্যুর শুরুর স্থান ও সময়ঃ মেরি এন্ডারসন ভি আই পি লঞ্চ টার্মিনাল (পাগলা) ঘাট, ঢাকা - নারায়ণগঞ্জ রোড, ৪ অক্টোবর সকালে।
ডিউরেশনঃ ৩ রাত ৪ দিন ।
ট্যুর শেষ এর সময় ও স্থান: অক্টোবর ৭ তারিখ, বিকেলেশেষ হবে খুলনা জেলখানা ঘাট এ ।
ভ্রমন রুটঃ ঢাকা - চাঁদপুর - সুন্দরবন - খুলনা ।
ভ্রমন স্পট: করমজল, হাড়বাড়িয়া, কটকা অফিস পাড়, জামতলা সমুদ্র সৈকত, টাইগার পয়েন্ট, কচিখালী অভয়ারণ্য, ডিমের চর ।
সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
ঢাকা, মেরি এন্ডারসন ভি আই পি লঞ্চ টার্মিনাল (পাগলা) ঘাট, ঢাকা - নারায়ণগঞ্জ রোড থেকে যাত্রা শুরু ।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা , মেঘনা , কালাবদর, কীর্তনখোলা , সুগন্ধা, গাবখান ক্যানেল , কচা , পানগুছি, খসিয়াখালী, মংলা, পশুর সহ অসংখ্য নদীতে সারা রাত/ সকাল ভ্রমণ । সুন্দরবন এ ফরেস্ট অফিস থেকে ফর্মালিটি সেরে ও আর্মস গার্ড নিয়ে সুন্দরবন এর অভ্যান্তর এ যাত্রা শুরু ।
কচিখালী ও ডিমের চর ঘুরে এসে জাহাজে রাত্রি যাপন। কটকা অফিস পাড়, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, ওয়াচ টাওয়ার ঘুরে এসে কটকা তে রাত্রি যাপন। করমজল ও হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম উদ্দেশ্যে রওয়ানা, এরপর খুলনা এর উদ্দেশ্যে রওয়ানা। খুলনা নেমে ট্যুর সমাপ্ত।
প্যাকেজ এ সম্ভাব্য যা থাকবেঃ
১. ৪ দিন ও ৩ রাত এর জন্য নিজস্ব অত্যাধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট জাহাজ । সাথে বন এর ভেতরে প্রবেশ এর জন্য নৌকা।
২. সকল প্রকার খাবার। ( ব্রেকফাস্ট + লাঞ্চ + ডিনার + প্রতিদিন ২ টা স্নাকস্ । ১ টি বার বি কিউ নাইট। চা / কফি সার্বক্ষণিক।
৩. বন বিভাগের অনুমতি ফি, সরকারের রাজস্ব, প্রবেশ ফি সহ বিভিন্ন স্পট এ ঢোকার টিকেট।
৪. অস্ত্রধারী গার্ড বা গান ম্যান ।
৫. প্রশিক্ষিত ও অভিজ্ঞ গাইড সেবা।
৬. দক্ষ সার্ভিস বয় ও ক্রু।
প্যাকেজ এ নেই বা দেয়া হবে নাঃ
* ব্যক্তিগত খরচ ও ওষুধ।
বি. দ্রঃ সুন্দরবন প্রবেশের পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই এবং সুন্দরবনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
দ্রুত আপনার বুকিং টি কনফার্ম করে ফেলুন। আসন সংখ্যা সীমিত ।
প্যাকেজ টি বুকিং সংক্রান্ত আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ 01747185605(Whats App)
আপনার প্রতিষ্ঠান এর কর্পোরেট গ্রুপ ট্যুর সহ যে কোন ট্যুর এর আয়োজন এর ব্যাপারে আস্থা রাখুন আমাদের উপর।
সুন্দরবন এ এসি বা নন এসি জাহাজ এ ফ্যামিলি ট্রিপ , কর্পোরেট ট্রিপ , স্টাডি ট্যুর , গ্রুপ ট্যুর এর জন্য স্পেশাল প্যাকেজ করে দেয়া হবে আলোচনা সাপেক্ষে । সুন্দরবন এ গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে সুন্দরবন সহ দেশ এর ভেতর ও বাইরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে । আমরা স্বল্প খরচে আপনাদের বাস টিকেট, জাহাজ রিজার্ভেশন, হোটেল /রিসোর্ট , খাওয়া দাওয়া সকল কিছুর ব্যাবস্থা করে দেবো । সম্পূর্ণ ভ্রমনের নির্ঝঞ্জাট ভাবে ব্যাবস্থা করবো ।

২৯ জন ধারণক্ষমতা বিশিষ্ট নন এসি প্রিমিয়াম ভ্যাসেল "জল ফড়িং"।সুন্দরবন এর অন্যতম সুন্দর ভ্যাসেল এ ভ্রমন করুন পৃথিবীর সর্ব ...
31/08/2023

২৯ জন ধারণক্ষমতা বিশিষ্ট নন এসি প্রিমিয়াম ভ্যাসেল "জল ফড়িং"।
সুন্দরবন এর অন্যতম সুন্দর ভ্যাসেল এ ভ্রমন করুন পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। !
▪ খুলনা/মংলা - সুন্দরবন - খুলনা/মংলা
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
ভ্রমণের স্থানঃ
হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম /আন্ধারমানিক , কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী, ডিমের চর ও করমজল ।
প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, ২ য় রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড,ইত্যাদি।
কর্পোরেট গ্রুপ বুকিং অথবা আপনার ভ্রমন প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ 01747185605 (Whats App)

🇧🇩 🌿 সুন্দরবন ট্যুর প্যাকেজ  🌹🌹স্পেশাল ডিসকাউন্টে বুকিং চলছে। ▪ জাহাজ - এম এল কটকা এক্সপ্রেস। নন এসি প্রিমিয়াম সীপ।▪ সিট...
03/07/2023

🇧🇩 🌿 সুন্দরবন ট্যুর প্যাকেজ 🌹🌹

স্পেশাল ডিসকাউন্টে বুকিং চলছে।

▪ জাহাজ - এম এল কটকা এক্সপ্রেস। নন এসি প্রিমিয়াম সীপ।
▪ সিট ক্যাপাসিটি -৪২
▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা
♦️১৫,১৬,১৭ সেপ্টেম্বর -২০২৩ ।

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Travelers Link bd

#মোবাইল: ☎️+8801747185605 (What's App)

Dhaka Contact number -+8801882653150
🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

  +8801747185605আগামী কোরবানী ঈদ উপলক্ষে খুলনাবাসীকে বিনোদন দিতে প্রতি সপ্তাহের ন্যায় আগামী ৩০শে জুন রিভার ক্রুজের বুকিং...
27/06/2023

+8801747185605
আগামী কোরবানী ঈদ উপলক্ষে খুলনাবাসীকে বিনোদন দিতে প্রতি সপ্তাহের ন্যায় আগামী ৩০শে জুন রিভার ক্রুজের বুকিং চলছে।
# বুকিং মূল্য- জন প্রতি ৫৯৯/- টাকা মাত্র।
ভৌরব নদীতে রিভার ক্রুজিং এর সাথে সাথে থাকবে বারবিকিউ নাইট এর ব্যবস্থা এবং চা/কফি তো থাকবেই।

ভ্রমন বিস্তারিতঃ
সিপের নামঃ এম এল পেলিকান।

৩০শে জুন শুক্রবার
০১লা জুলাই শনিবার
২রা জুলাই রবিবার
৩রা জুলাই সোমবার

প্রতি টুর বিকাল ৪.০০ টা থেকে রাত ৯.০০ টা
গ্রুপ সাইজঃ ৫০ জন পর্যন্ত।
৫৯৯ টাকার প্যাকেজে যা যা থাকছেঃ
# ভ্যাসেলে বিকাল থেকে রাত নৌপথে ভ্রমন
# ওয়েলকাল ড্রিংক, চা এবং স্নাকস
# বার বি কিউ নাইট উইথ লাইভ মিউজিক।

, , , , , ,

দীর্ঘদিন সুন্দরবন বন্ধ থাকার  পর আবারো সেপ্টম্বরে সকলের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এবার আপনার সুন্দরবন ভ্রমণ হোক দেশ...
19/05/2023

দীর্ঘদিন সুন্দরবন বন্ধ থাকার পর আবারো সেপ্টম্বরে সকলের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এবার আপনার সুন্দরবন ভ্রমণ হোক দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Smart Tours & Travels এর সাথে-

#জাহাজ - নন এসি প্রিমিয়াম জাহাজ এম বি জল ফড়িং
সিট ক্যাপাসিটি - ২৯

#ট্যুর_১ঃ ১,২,৩ সেপ্টেম্বর ২০২৩

এছাড়া সেপ্টেম্বর- অক্টোবর এর পর প্রতি শুক্র, শনি, রবি আমাদের প্যাকেজ থাকবে।
___________________________________________
❑ #ভ্রমণ_খরচ
** নন এসি প্রিমিয়াম কাপল বেড এটাস বাথ জনপ্রতি -১২৫০০/-
** নন এসি প্রিমিয়াম ফ্যামিলি বেড এটাস বাথ -১২০০০/-
** নন এসি নন এটাস বাঙ্ক বেড জনপ্রতি ৯৫০০/-

এছাড়া এসি ভ্যাসেলের প্যাকেজ রেট ও গ্রুপ ট্যুরের জন্য ইনবক্সে নক করুন অথবা ফোন করুন ১৭৪৭১৮৫৬০৫,০১৯১১১৪৯১৮৭ নম্বরে।
____________________________________________
❑ #ভ্রমণের_স্থান_সমুহ
রুট-১
☑করমজল ☑ টাইগার পয়েন্ট ☑ হারবারিয়া ইকো পার্ক ☑ হারবারিয়া সেতু ☑ ক্রোকোডাইল প্রজেক্ট ☑ কটকা অভয়ারণ্য ☑ দুবলারচর ☑ জামতলা সি বিচ ☑ হিরনপয়েন্ট

রুট-২
☑করমজল ☑ টাইগার পয়েন্ট ☑ হারবারিয়া ইকো পার্ক ☑ হারবারিয়া সেতু ☑ ক্রোকোডাইল প্রজেক্ট ☑ কটকা অভয়ারণ্য ☑ আলোর কোল ☑ জামতলা সি বিচ ☑ কচিখালী ☑ ডিমেরচর
____________________________________________
❑ #কনফার্ম_করার_ডেডলাইন:
আসন সংখ্যা -২৯
আসন ফাঁকা থাকা সাপেক্ষে বুকিং কনফার্ম করা যাবে। বুকিং মানেই কনফার্মেশন মানি জমা দিয়ে আসন নিশ্চিত করা।

❑ কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে ৫০ ভাগ টাকা ডিপোজিট করতে হবে।

❑ চাইল্ড পলিসি: - ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% টাকা। সেক্ষেত্রে বাচ্চার গার্ডিয়ানের সাথে শিপে ক্যাবিন শেয়ার করতে হবে।
___________________________________________
#সুন্দরবন_ভ্রমণ_প্যাকেজে_যা_থাকছে
⦿ নন- এসি প্রিমিয়াম ভ্যাসেল
⦿ ক্যাবিনে থাকা।
⦿ কাপলদের জন্য কাপল/টুইন ক্যবিন ক্যাবিন।
⦿ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
⦿ লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
⦿ অগ্নেয়াস্ত্র সহ বনবিভাগের নিরাপত্তা কর্মী।
⦿ বন বিভাগের প্রশিক্ষন প্রাপ্ত গাইড।
⦿ ফাস্ট এইড।

#ট্যুর_চলাকালীন_খাবার: ট্যুর শুরুর দিন ব্রেকফাষ্ট থেকে শুরু করে ট্যুর শেষ হওয়ার দিন দুপুরের খাবার পর্যন্ত সব ধরনের ব্রেকফাষ্ট, লাঞ্চ,ডিনার,স্ন্যাক্স। দিনে ৩ বেলা মূল খাবার ( ডাবল মেনু) ছাড়াও সকাল ১১টায় এবং সান্ধ্যকালীন স্ন্যাক্স থাকবে। এছাড়া চা কফি সব সময় পাবেন।
______________________________________________
#ট্যুরে_যে_বিষয়গুলো_বিবেচনা_করতে_হবে
⦿ এটি একটি রিলাক্স ট্রিপ। শুধুমাত্র উপরে উল্লেখিত স্পটগুলোতে শিপ থেকে নামার অনুমতি থাকবে বন বিভাগের। বাকিটা সময় বনের ভিতর দিয়ে শিপ চলবে।

⦿ আপনাকে কমপক্ষে ২৪ ঘন্টা মোবাইল নেটওয়ার্ক এর বাইরে থাকতে হবে। আর বাকী সময়ে টেলিটক মোবাইল নেটওয়ার্ক ভালভাবে পাবেন।

⦿ জোয়ার ভাটার কারণে স্পটগুলোতে নামার সময়ের পরিবর্তন হতে পারে। তবে কোন স্পট মিস হবেনা।
____________________________________________
#যা_সাথে_নেওয়া_উচিত
⦿ ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে যেকোনো ফটো আইডি কার্ডের ফটোকপি।
⦿ছোট টর্চ

❑ #উল্লেখযোগ্য
⦿ আমাদের সুন্দরবন ভ্রমণ প্যাকেজে কোনো হিডেন চার্জ নেই।

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Smart Tours & Travel এ।
___________________________________________
#বুকিং_মানি_জমা_দেওয়ার_পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
# খুলনা বিআইডব্লিউ লঞ্চ ঘাট
( ৪ নং ঘাট) খুলনা সদর, খুলনা
# চন্দ্র কমপ্লেক্স,রুপসা সেতু বাইপাস রোড, সাচিবুনিয়া বিশ্বরোড মোড়, লবনচরা,খুলনা।

২. বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
+8801747185605
+8801911149187

সাকিব আল হাসান শিশু কালে মাগুরায় যেই স্কুলে ১ম, দ্বিতীয় এবং ৩য় শ্রেণীতে পড়াশুনা করেছেন সেই স্কুলের ওই তিনটি শ্রেণীকক্ষ...
04/05/2023

সাকিব আল হাসান শিশু কালে মাগুরায় যেই স্কুলে ১ম, দ্বিতীয় এবং ৩য় শ্রেণীতে পড়াশুনা করেছেন সেই স্কুলের ওই তিনটি শ্রেণীকক্ষ তার নামে করা হয়েছে

আজকে কোন দল জিতবে বলে মনে করে?
30/08/2022

আজকে কোন দল জিতবে বলে মনে করে?

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে ...
07/11/2020

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?

এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান।
চিতা বাঘ গুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে।

মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয় অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারতো কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে।

ছবিতে দেখা যাচ্ছে চিতা বাঘগুলোর খাবারে পরিনত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন । - মা তো মা ই!
পৃথিবীর ইতিহাসে মা একটি পবিত্র নাম।
(সংগৃহীত)।

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ---------------------...
07/11/2020

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।
সংগ্রহীত

06/11/2020

এক বোনের অপারেশনের জন্য যত দ্রুত সম্ভব এ+ রক্ত দরকার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
01923095600

পদ্মাসেতুতে বসানো হয়েছে ৩৬তম স্প্যান। আর এর মধ্য দিয়েই দৃশ্যমান হলো ৫ হাজার ৪০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু...
06/11/2020

পদ্মাসেতুতে বসানো হয়েছে ৩৬তম স্প্যান। আর এর মধ্য দিয়েই দৃশ্যমান হলো ৫ হাজার ৪০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু। শুক্রবার সকাল ৯টা ৪২ মিনিটে মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি স্থাপনের কাজ শেষ হয়।

এর আগে ৫ নভেম্বর (বৃহস্পতিবার) মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনে ১-বি নামের ধুসর রঙের স্প্যানটি খুঁটির কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় খুঁটির ওপর স্প্যান বসানোর কাজ।

এর আগে ১১ অক্টোবর ৩২তম স্প্যান, ১৯ তারিখ ৩৩তম স্প্যান, ২৫ তারিখ ৩৪তম স্প্যান ও ৩১ তারিখ ৩৫তম স্প্যান বসানো হয়। নভেম্বর মাসেও চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের।

খুলনা সরকারি মহিলা কলেজের একাংশ...কে কে পড়েছেন এখানে??
25/10/2020

খুলনা সরকারি মহিলা কলেজের একাংশ...
কে কে পড়েছেন এখানে??

গনিতের সব সুত্র একসঙ্গে। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন।
25/10/2020

গনিতের সব সুত্র একসঙ্গে। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন।

রুপসা টু ফুলতলা। খুব মনে পড়ে এই লোকাল বাসটির কথা।এই লোকাল বাসে চড়া লোকগুলোকে দেখতে চাই????
25/10/2020

রুপসা টু ফুলতলা। খুব মনে পড়ে এই লোকাল বাসটির কথা।এই লোকাল বাসে চড়া লোকগুলোকে দেখতে চাই????

19/09/2019

🔥 আমাদের সব গুলো ল্যাপটপ USA, Malaysia, Singapore, Dubai ,থেকে সংগৃহীত। তাই এর গুনগত মান সম্পর্কে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন
🔥 যে কোন ব্রান্ডের ল্যাপটপ দেশের সবচেয়ে কম দামে।

🌤🌤🌤🌤SPECIFICATION🌤🌤🌤🌤
HP 840 g1 i5/4gbram/500HDD 4th gen -23500/
Hp840 g2 i5/4gbram/500HDD 5th gen-25000/-
840 g3 i5/8gbram/500HDD6th gen 32500/-
9480m i7/ 4gbram/500HDD 4th gen 27500/-
9470m i7/ 4gbram/500HDD 3rd gen 26500/-
⬇️⬇️⬇️We Are Located Here ⬇️⬇️⬇️
Laptop Bazar Khulna/Khulna Shopping
👣 Ground Flor
👣 Ahmed Ali Vabon, 1 No Central Road, Khulna
📱 Contact: 01911149187, 01747185605
📧 Email:[email protected]

সুন্দরবনের মধুর এতো চাহিদা কেন? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের মধুর গুণ, মান আর স্বাদ অন্য কোন মধুর সাথে তু...
16/09/2019

সুন্দরবনের মধুর এতো চাহিদা কেন? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের মধুর গুণ, মান আর স্বাদ অন্য কোন মধুর সাথে তুলনাই করা যায় না! চাষ করা মধু আর জঙ্গলের খাঁটি মধুর গুন, মান আর স্বাদের পার্থক্য আসল সমঝদারই বলতে পারবেন। চাষের মধু যে খারাপ তা নয়, তবে জংলা মধু... তাও আবার সুন্দরবনের... সেতো যোজন যোজন পার্থক্য।
সুন্দরবনের খাঁটি মধু আপনার কাছে পৌঁছে দেয়া আমাদের কাজ। সুন্দরবনের পাশের মানুষ হিসেবে এটুকু আমি করতেই পারি। তাই না?

১ কেজি মধু মাত্র ৬৫০ টাকা
৫০০ গ্রাম মধু মাত্র৩৩০ টাকা
মধু পেতে ০১৯১১১৪৯১৮৭, ০১৭৪৭১৮৫৬০৫ নম্বরে কল করুন।

খুলনার বাইরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধু সরবরাহ করা হয় এবং ক্যাশঅন ডেলিভারির ব্যবস্থা আছে।

রোগ নিরাময়ে মধুর গুণাগুণ
রোগ নিরাময়ের জন্য মধু কখনো এককভাবে, আবার কখনো ভেষজ দ্রব্যের সঙ্গে মিশ্রিত করে বিভিন্ন রোগের চিকিৎসায় সফলতার সঙ্গে ব্যবহার হয়ে আসছে। নিম্নে কয়েকটি রোগের চিকিৎসায় মধুর ব্যবহার উল্লেখ করা হলো-

সর্দি, কাশি ও স্বরভঙ্গে
চায়ের সঙ্গে মধু ও আদার রস মিশিয়ে খেলে সর্দি ও শ্লেষ্মা রেগের উপশম হয় (১ চামচ মধু + ১ চামচ আদার রস)।

দুই চা চামচের সমপরিমাণ মধু ও বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়।

তুলসী পাতার এক চা চামচ রস ও সমপরিমাণ মধু মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়।

সৈন্ধব লবণ, আমলকী, পিপুল, মরিচ ইত্যাদির সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে এক চা চামচ করে খেলে কফ ও স্বরভাঙ্গা ভালো হয়।
খাঁটি মধুর সঙ্গে হরীতকী ও বচচূর্ণ মিশিয়ে লেহন করলে (চেটে খেলে) শ্বাসকষ্টের আশু উপকার পাওয়া যায়।

২ চা চামচ মধু ১ গ্লাস গরম দুধের সঙ্গে সকালে ও সন্ধ্যায় খেলে সর্দিকাশি দূর হয়।
হালকা গরম জলসহ মধু মিশিয়ে গড়গড়া করলে গায়কদের গলার স্বর বৃদ্ধি পায়। অনেকের মতে, এটা টনিকের মতো কাজ করে।
এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধেবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

আমাশয়ে মধু
রক্ত মিশ্রিত পায়খানা, তৈলাক্ত পায়খানা এবং সঙ্গে পেট কামড়ানি থাকলে তাকে আমাশয় বলে। মধু দিয়ে কিভাবে আমাশয় রোগ নিরাময় করা যায় তা তুলে ধরছি-

কচি বেল ও আমগাছের কচি চামড়া (বাকল) বাটার সঙ্গে গুড় ও মধু মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়ে যায়।
কুল বা বড়ই গাছের ছাল চূর্ণের সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়।

৫০০ গ্রাম আতপ চাল ভেজে গুঁড়া করে এর সঙ্গে ১২৫ গ্রাম ঘি, ২৫০ গ্রাম খাটি মধু, ১২৫ গ্রাম চিনি এবং ২০টি সবরি কলা ভালোভাবে মিশিয়ে (চটকে) জ্বালাল দিয়ে খাবার উপযোগী করে ৩/৪ দিন নিয়মিত খেলে সব ধরনের আমাশয় ভালো হয়ে যায়।

অন্যান্য রোগে মধু
শরীরের বাইরের কোন অংশের ক্ষততে মধুর প্রলেপ লাগালে অনেক সময় মলমের চেয়ে বেশি উপকার পাওয়া যায়।
পানিতে অল্প মধু মিশিয়ে খেলে পাকস্থলীর ক্ষত সারে।
মৌরির পানিতে মধু মিশিয়ে পান করলে দূষিত বায়ু পেট থেকে বেরিয়ে যায়।
যারা খুব মোটা হচ্ছেন তাদের মেদ কমানোর জন্য মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে খেলে সুফল পাওয়া যায়।
দুর্বল শিশুকে এক ফোঁটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাওয়ালে তার স্বাস্থ্য ভালো হয় ও শক্তি লাভ করে।
এক কাপ দুধে এক চা চামচ মধু মিশিয়ে রোজ সকালে খেলে শক্তি বৃদ্ধি পায়।
মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায়।
চক্ষু রোগে এক ফোঁটা করে মধু দিনে ৩ বার চোখে লাগাতে হবে।

শিশুদের দৈহিক গড়ন, রুচি বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও পেট ভালো রাখার জন্য প্রত্যহ এক চা চামচ মধু গরম দুধ ও গরম পানির সঙ্গে নাশতা ও রাতের খাবারের সঙ্গে দিতে হবে।

আমাশয় ও পাতলা পায়খানা থাকলে গরম পানিতে আড়াই চা-চামচ মধু মিলিয়ে শরবত বানিয়ে বারবার ‘সেবন করতে হবে’।
যক্ষ্মা রোগে বাসক পাতার রস এক চা-চামচ পরিমাণ এক চা-চামচ মধু এবং এক চা-চামচ আদার রস মিশিয়ে কিছু দিন খেলে উপকার পাওয়া যাবে।

যক্ষ্মা রোগ ভালো হওয়ার জন্য- আধাতোলা পেঁয়াজের রস, ২৫০ গ্রাম ঘি এবং ২৫০ গ্রাম মধু মিশিয়ে একটা পাত্রে রেখে দিয়ে প্রতিদিন সকাল বিকাল খেলে এবং প্রতি রাতে শোয়ার সময় চিনি দিয়ে অল্প পরিমাণ গরম দুধ খেলে ৪/৫ দিনের মধ্যে যক্ষ্মা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি ।

রাসূল (সা.) বলেছেন, মধু হৃদপি-কে সতেজ করে। প্রতিদিন হাতের তালুতে অল্প পরিমাণ মধু নিয়ে চেটে খেলে হৃদরোগ থাকে না।
জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ড. ই কচ বলেছেন, ‘উপযুক্ত ঘাস খেয়ে ঘোড়া যেমন তেজী হয় তেমনি নিয়মিত সকালে এক চা-চামচ করে খাঁটি মধু খেলে হৃদপি- শক্তিশালী হয়। এ ছাড়া মধু আয়ুও বৃদ্ধি করে।’

ডায়রিয়াতে রাসূল (সা.) মধু খাওয়ানোর কথা বলছেন।
ডায়রিয়া হলে খয়ের ও দারুচিনির গুঁড়া সমপরিমাণ সামান্য মধুর সঙ্গে মিশিয়ে দিনে ৩/৪ বার খেলে দ্রুত উপকার পাওয়া যায়।
পিপুল ও গোল মরিচের শুকনো গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে কিছু দিন নিয়মিত খেলে পুরাতন উদরাময় ভালো হয়ে যায়।
কোষ্ঠকাঠিন্য থাকলে এক গ্লাস গরম দুধ বা গরম পানিতে ২চা-চামচ মধু মিশিয়ে কয়েকবার খেতে হবে।

মধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা
মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ নামক দুই ধরনের সুগার থাকে। অবশ্য সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে আছে। মধু নির্ভেজাল খাদ্য। এর শর্করার ঘনত্ব এত বেশি যে, এর মধ্যে কোনো জীবাণু ১ ঘণ্টার বেশি সময় বাঁচতে পারে না। এতে ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণ বিদ্যমান। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে। যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ), এছাড়াও প্রোটিন আছে। মধুতে কোনো কোলস্টেরল নেই। সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন। সুস্থ মানুষ দিনে দু’চা-চামচ মধু অনায়াসে খেতে পারেন। বেশি খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য ভাত, রুটি, আলু কমিয়ে খেতে হবে। অন্যথা মোটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই। হজমের গোলমাল, হার্টের অসুখ, ডায়াবেটিস প্রভৃতিরোগে আধা চা-চামচ এর বেশি মধু না খাওয়াই ভালো। পোড়া, ক্ষত ও সংক্রমণের জায়গায় মধু লাগালে দ্রুত সেরে যায়।

💻💻ল্যাপটপ কিনবেন কিন্তু বাজেট কম??অবিশ্বাস্য কমদামে আমরা খুলনায় দিচ্ছি বিজনেস সিরিজের ল্যাপটপ!!!☎️বিস্তারিত জানতে ফোন কর...
18/07/2019

💻💻ল্যাপটপ কিনবেন কিন্তু বাজেট কম??
অবিশ্বাস্য কমদামে আমরা খুলনায় দিচ্ছি বিজনেস সিরিজের ল্যাপটপ!!!

☎️বিস্তারিত জানতে ফোন করুন- ০১৭৪৭১৮৫৬০৫ ০১৯১১১৪৯১৮৭
🔥আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে রয়েছে ৭ দিনের গ্যারান্টি এবং ২ বছরের ওয়ারেন্টি

**এই ল্যাপটপ গুলোর কোন রকম সমস্যা নেই।**
✅ শুধুমাত্র আমরাই দিচ্ছি কম মুল্যে অরিজিনাল পন্যের নিশ্চয়তা।
** পণ্যের সাথে অবশ্যই মানি রিসিপ্ট এবং ওয়ারেন্টি পেপারস বুঝে নিবেন

😊 Only few months used.
🔴 Fully brand new condition 100% Fresh
✈ Came from USA,UK,Canada,Germany,France and Japan
💢 সাথে থাকছে Charger, Power cable , all drivers, software এবং Warranty Paper.
✌No Internal or External Problem



HP 840 g1 i5/4gbram/500HDD 4th gen -24500/-
Hp840 g2 i5/4gbram/500HDD 5th gen-25500
840 g3 i5/8gbram/500HDD6th gen 34000/-
9480m i7/ 4gbram/500HDD 4th gen 28000
9470m i7/ 4gbram/500HDD 3rd gen 26500/-
hp 430 i5/4gbram/500HDD 4th gen-23500/-
Hp 810 i5/4gbram/500HDD 4th gen-24500/-
Hp 8440 i5/4gbram/500HDD 2nd gen -19500/-
hp 8470 i5/4gbram/500HDD 3rd gen -20000/-
hp 8460 i5/4gbram/320HDD 2nd gen- 20000/-
hp 820 i7 i5/4gbram/500HDD 5th gen -22500/-
hp 820 g2 i5/4gbram/500HDD 5th gen -24500/-
hp 9470 i5/4gbram/500HDD 4th gen – 23500/-
hp 9480 i7 i5/4gbram/500HDD 4th gen – 27500/-
hp 9480 i5/4gbram/500HDD 4th gen-24500/-
HP 2570 i5/4gbram/320HDD 3rd gen -18000/-

x1 carbon i5/4gbram/500HDD 3rd gen-25000/-
x1 carbon i5/4gbram/500HDD 4th gen -28000/-
x1 carbon i5/4gbram/500HDD 5th gen-32000/-
T420 i5/4gbram/500HDD 2nd gen- 17800/-
T420s i5/4gbram/500HDD 2nd gen-18500/-
T420s i7 i7/4gbram/500HDD 2nd gen -20500/-
T410 i5/4gbram/500HDD 1st gen -17500/-
T430 i5/4gbram/500HDD 4th gen-19100/-
T450 i5/4gbram/500HDD 4th gen -24500/-
T450s i5/4gbram/500HDD 5th gen-25500/-
X220 i5/4gbram/500HDD 2nd gen – 16000/-
x230 i5/4gbram/500HDD 3rd gen -17000/-
x250 i5/4gbram/500HDD 5th gen-24000/-

Dell 6230 i5/4gbram/500HDD 3rd gen-17500/-
Dell 6230 i7 i5/4gbram/500HDD 3rd gen -18500/-
Dell 6220 i5/4gbram/500HDD 2nd gen- 16500/-

KhulnaShopping
আহমদ আলী ভবন, নিচ তলা, ১ নং সেন্ট্রাল রোড, টুটপাড়া মডেল প্রাইমারি স্কুলের বিপরীতে, খুলনা বিভাগ

06/04/2019

LUBNAN Slim Fit Punjabi for Men - 3701512115
Product Code: M-700-63977
Be the first to review this product
Tk 1600
Grab this LUBNAN Slim Fit Punjabi for Men - 3701512115 at an affordable price from PriyoShop. It has attractive design will adorn yourself with gorgeous look and make you stand out.
Brand: Lubnan
Size
40 42 44

Replace possible if size does not match.


DELIVERED BY

Usually in 1-5 business days


ORDER BY CALL
01911149187

Product Feature-
Brand Name: LUBNAN.
Fabric: Cotton.
Slim Fit Punjabi.
Color: As same as image.
Size: 40, 42, 44.
Measurement (In Inch): 40 (Chest: 40", Height: 41", Sleeve Length: 23.5", Neck: 16.5"), 42 (Chest: 42", Height: 42", Sleeve Length: 24", Neck: 17"), 44 (Chest: 44", Height: 43", Sleeve Length: 24.5", Neck: 17.5").

27/02/2019

ইচ্ছে ফাউন্ডেশন বিজনেস সেন্টার এর নতুন সংযোজন ‍‍‍‌ডোমেইন এবং হোস্টিং।
আপনি আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু ওয়েব সাইট নাই আমরা আছি আপনার জন্য, খুলনায় সবচেয়ে কম মূল্যে আমরা আপনাকে দিচ্ছি ডোমেইন ও হোস্টিং।
👉ডোমেইন- .com, .net, .org, .info ডোমেইন মাত্র ১০০০ টাকা।

👉হোস্টিং- মাত্র ৪০০০ টাকা, সাথে থাকছে....
5 GB Disk Space
50 GB Bandwidth
5 cPanels Accounts

মেয়াদ ১ বছর!!!

যোগাযোগ- ০১৯১১১৪৯১৮৭

22/02/2019

জরুরি নিয়োগ!!
সরাসরি সাক্ষাৎকার এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম - কম্পিউটার ট্রেনার
যোগ্যতা -
* সর্বনিম্ন ডিগ্রী বা সমমান।
* কম্পিউটারে অভিজ্ঞদের জন্য শিথিল যোগ্য।
* অবশ্যই অত্র এলাকার বাসিন্দা হতে হবে।

বেতন - আলোচনা সাপেক্ষে।

যোগাযোগ - [email protected] এ শুধুমাত্র সিভি পাঠাতে হবে।

লোকেশন ও পদ সংখ্যা
১. পাইকগাছা উপজেলা
ক) পাইকগাছা সদর ১টি
খ ) বাকা বাজার ১টি
২. কয়রা উপজেলা
ক) চারনিরচক ১টি
খ) হড্ডা ১টি
৩. দাকোপ উপজেলা
ক) দাকোপ ১টি
খ) বটবুনিয়া ১টি
গ) চালনা ১টি
৪. ফুলতলা উপজেলা
ক) ফুলতলা ১টি
খ) শিরোমনি ১টি
গ) জামিরা বাজার ১টি
৫. দিঘলিয়া উপজেলা
ক) পথের বাজার ১টি
খ) সেনহাটি ২টি
৬. তেরখোদা উপজেলা
তেরখোদা ২টি

ভালবাসতে না জানলেও ........ভালবাসা ছিল অনেক বেশি..........
20/01/2019

ভালবাসতে না জানলেও ........
ভালবাসা ছিল অনেক বেশি..........

ছবি শুধু স্মৃতির কথা বলবে......
20/01/2019

ছবি শুধু স্মৃতির কথা বলবে......

ছবি গুলো কথা বলে কিছু স্মৃতির.........
20/01/2019

ছবি গুলো কথা বলে কিছু স্মৃতির.........

এই ছবি গুলোও গৌরবের.........
20/01/2019

এই ছবি গুলোও গৌরবের.........

বি এল কলেজের মান্যবর সাবেক প্রিন্সিপাল গুলশান আরা ম্যাডামকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানোর ছবি
20/01/2019

বি এল কলেজের মান্যবর সাবেক প্রিন্সিপাল গুলশান আরা ম্যাডামকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানোর ছবি

এই অজন গুলোও কিন্ত বি এল কলেজ ডিবেটিং ক্লাবের এবং অনেক স্মৃতির কথা বলে!!!ছবি- বিজ্ঞান মেলা চ্যাম্পিয়াণ খুলনা বিভাগ ২০১৩
20/01/2019

এই অজন গুলোও কিন্ত বি এল কলেজ ডিবেটিং ক্লাবের এবং অনেক স্মৃতির কথা বলে!!!
ছবি- বিজ্ঞান মেলা চ্যাম্পিয়াণ খুলনা বিভাগ ২০১৩

04/11/2018

আপনি বলেন চাকরি নাই, আর চাকরি বলে দক্ষতা নাই!! প্রতিযোগিতা মুলক চাকরি বাজারে দক্ষ লোক পাওয়া খুবই কঠিন। বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে টিকে থাকতে হলে আপনার নিম্নোক্ত দক্ষতাগুলো থাকতেই হবে। সবচেয়ে দুঃখের বিষয় আমাদের দেশের অধিকাংশ ছা্ত্র-ছাত্রীরা অনার্স, মাস্টার্স পাশ করেও হয়তো এই গুলো জানে না বা পারে না। এমনকি অধিকাংশই নিজের সিভিটাও লিখতে পারেনা আরেক জনেরটা কপি-পেস্ট করে থাকে!! তাই নিজেকে যুগোপযোগি চাকরি প্রত্যাশি হিসেবে ভাবতে হলে এই দক্ষতাগুলো আপনাকে অজন করতেই হবে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা আপনাকে যুগোপযোগি করে গড়ে তোলার চেষ্টা করব, নিজেকে প্রতিযোগিতার বাজারে দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব আপনার। তাই আর দেরী না করে চলে আসুন আমাদের কাছে- #আমাদের কোর্স সমূহঃ
1. CV Writing
2.Interview Skill
3.Uses of Job sites
4.Presentation Skill
5.Communication Skill
6.Personality Development
7.Email Etiquette
8.Spoken English (Basic)
9.Problem Solving
10.Career guidelines
11.Critical Thinking
12.Leadership
13.Project Management
14.Networking
15.Corporate Grooming
16.Mental Well Being
17.Digital Orientation

আমাদের ঠিকানা:-
ইচ্ছে ফাউন্ডেশন, ১ নং সেন্ট্রাল রোড, টুটপাড়া সরকারি মডেল স্কুলের বিপরীতে, খানজাহান আলী রোড, খুলনা। যোগাযোগঃ ০১৯১১১৪৯১৮৭, ০১৭৪৭১৮৫৬০৫

এ ছাড়া আমাদের পরিচালিত অন্যান্য কোর্স সমুহঃ
============
১.কম্পিউটার অফিস এ্যাপলিকেশন
২. গ্রাফিক্স ডিজাইন
৩. ফরেক্স
৪. ইউটিউব মার্কেটিং
৫.এস.ই.ও
৬.এস.এম.এম
৭.ওয়েব ডিজাইন এন্ড ডেভল্পমেন্ট
৮.কম্পিউটার ফর জব সিকার
৯.ওয়ার্ডপ্রেস
১০.গুগল এডসেন্স
১১.ডিজিটাল মার্কেটিং
১২.অ্যাফিলিয়েট মার্কেটিং
১৩.ফেসবুক এন্ড ইকমার্স
১৪.এ্যাপ ডেভল্পমেন্ট
১৫.গেম ডেভল্পমেন্ট
১৬.প্রোগ্রামিং
শিশুদের জন্য
----------------
১. শিশু প্রোগ্রামিং (৩য় থেকে ৫ম)
২.বেসিক এনিমেশন এন্ড গেম ডেভল্পমেন্ট
৩. অফিস এ্যাপলিকেশন
৪. প্রোগ্রামিং সি / সি++/ পাইথন
৫. এ্যাপ ডেভল্পমেন্ট
৬. গ্রাফিক্স ডিজাইন

আমাদের ঠিকানা : -
১ নং সেন্ট্রাল রোড, টুটপাড়া সরকারি মডেল স্কুলের সামনে, খানজাহান আলী রোড, খুলনা
Cell: 01911-149187, 01747-185605
Email: [email protected]
সহযোগিতায় - Young Bangla & Microsoft Bangladesh।

Address

Bisshoroad More, Labonchora
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Smart Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Tours & Travels:

Share


Other Khulna travel agencies

Show All